ETV Bharat / bharat

Tamil Nadu Bus Accident: তামিলনাড়ুতে উলটে গেল পর্যটক বোঝাই বাস; মৃত 2, আহত 30

তামিলনাড়ুতে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল পর্যটক বোঝাই বাস ৷ এই ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হন 30 জন ৷

Tamil Nadu Bus Accident ETV Bharat
বাস দুর্ঘটনা
author img

By

Published : Apr 2, 2023, 3:45 PM IST

Updated : Apr 2, 2023, 7:52 PM IST

তামিলনাড়ুতে উলটে গেল পর্যটক বোঝাই বাস

থাঞ্জাভুর (তামিলনাড়ু), 2 এপ্রিল: তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় মৃত্যু হল 2 জনের ৷ ভেলাঙ্কানিতে দুর্ঘটনার কবলে পড়ে একটি পর্যটক বোঝাই বিলাসবহুল বাস ৷ সেই ঘটনায় 2 জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত 30 জন যাত্রী ৷

51 জন পর্যটককে নিয়ে একটি বিলাসবহুল বাস কেরলের ত্রিশূর থেকে ভেলাঙ্কানি গির্জার দিকে যাচ্ছিল ৷ আজ ভোরে ওক্কানাডুর কিজাহায়ুর গ্রামের রাস্তার মোড়ে ওরাথানাডু থেকে মান্নারগুড়ি যাওয়ার রাস্তায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে । নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় বাসটি রাস্তার উপরেই উলটে যায় ৷ খুব ভোরবেলায় দুর্ঘটনাটি হওয়ায় সেই সময় সেখানে সে রকম জনসমাগম ছিল না । ফলে পথচলতি মানুষের কোনও বিপদ ঘটেনি ৷ তবে বাসের দুই আরোহীর মৃত্যু হয়েছে ৷ আহত হন অন্তত 30 জন যাত্রী ৷ বাসচালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷

এ দিন ঘটনাস্থলেই মৃত্যু হয় 8 বছরের এক বালক ও 55 বছর বয়সি এক মহিলার । দুর্ঘটনার পর তাঁদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য অ্যাম্বুলান্সে করে অর্ধনাডু সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গুরুতর আহতদের থাঞ্জাভুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷ যাঁদের সামান্য আঘাত লেগেছে, তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ ওরাথানাডু ডিএসপি প্রসন্ন এবং পুলিশ পরিদর্শক আনবাজাগানের নেতৃত্বে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে । ঠিক কী কারণে বাসটি দুর্ঘটনার কবলে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ওরাথানাডু এবং মান্নারগুড়ি এলাকার দমকল ও বিপর্যয় মোকাবিলার কর্মীরা দুর্ঘটনাগ্রস্ত পর্যটকদের উদ্ধার করেন ৷ দুর্ঘটনার জেরে ওরাথানাডু থেকে মান্নারগুড়ি পর্যন্ত রাস্তায় প্রায় 3 ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় । এই দুর্ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷

আরও পড়ুন: বন্ধুর বিয়ে থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল সাত যুবকের

তামিলনাড়ুতে উলটে গেল পর্যটক বোঝাই বাস

থাঞ্জাভুর (তামিলনাড়ু), 2 এপ্রিল: তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় মৃত্যু হল 2 জনের ৷ ভেলাঙ্কানিতে দুর্ঘটনার কবলে পড়ে একটি পর্যটক বোঝাই বিলাসবহুল বাস ৷ সেই ঘটনায় 2 জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত 30 জন যাত্রী ৷

51 জন পর্যটককে নিয়ে একটি বিলাসবহুল বাস কেরলের ত্রিশূর থেকে ভেলাঙ্কানি গির্জার দিকে যাচ্ছিল ৷ আজ ভোরে ওক্কানাডুর কিজাহায়ুর গ্রামের রাস্তার মোড়ে ওরাথানাডু থেকে মান্নারগুড়ি যাওয়ার রাস্তায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে । নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় বাসটি রাস্তার উপরেই উলটে যায় ৷ খুব ভোরবেলায় দুর্ঘটনাটি হওয়ায় সেই সময় সেখানে সে রকম জনসমাগম ছিল না । ফলে পথচলতি মানুষের কোনও বিপদ ঘটেনি ৷ তবে বাসের দুই আরোহীর মৃত্যু হয়েছে ৷ আহত হন অন্তত 30 জন যাত্রী ৷ বাসচালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷

এ দিন ঘটনাস্থলেই মৃত্যু হয় 8 বছরের এক বালক ও 55 বছর বয়সি এক মহিলার । দুর্ঘটনার পর তাঁদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য অ্যাম্বুলান্সে করে অর্ধনাডু সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গুরুতর আহতদের থাঞ্জাভুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷ যাঁদের সামান্য আঘাত লেগেছে, তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ ওরাথানাডু ডিএসপি প্রসন্ন এবং পুলিশ পরিদর্শক আনবাজাগানের নেতৃত্বে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে । ঠিক কী কারণে বাসটি দুর্ঘটনার কবলে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ওরাথানাডু এবং মান্নারগুড়ি এলাকার দমকল ও বিপর্যয় মোকাবিলার কর্মীরা দুর্ঘটনাগ্রস্ত পর্যটকদের উদ্ধার করেন ৷ দুর্ঘটনার জেরে ওরাথানাডু থেকে মান্নারগুড়ি পর্যন্ত রাস্তায় প্রায় 3 ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় । এই দুর্ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷

আরও পড়ুন: বন্ধুর বিয়ে থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল সাত যুবকের

Last Updated : Apr 2, 2023, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.