ETV Bharat / bharat

30 নভেম্বর পর্যন্ত দিল্লি ও NCR-এ আতসবাজিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা - আতশবাজি

রায় দিতে গিয়ে গ্রিন ট্রাইবুনাল জানিয়েছে, গতবছর নভেম্বর মাসে NCR-র এই সব শহরগুলিতে বাতাসের গুণমান খুবই খারাপ ছিল ৷ তবে, পরিবেশের কোনও ক্ষতি করবে না, এমন বাজি পোড়ানো যাবে বলে জানিয়েছে ট্রাইবুনাল ৷ তবে, সেই ক্ষেত্রে এমন শহরেই সেইসব বাজি বিক্রি করা যাবে, যেখানে বাতাসের গুণমান খুব ভালো ৷

Total-Ban-On-Crackers-From-Midnight-To-November-30-In-Delhi-Nearby-Areas
দিল্লি ও NCR-এ 9-30 নভেম্বর আতশবাজিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা
author img

By

Published : Nov 9, 2020, 1:38 PM IST

দিল্লি, 9 নভেম্বর : দীপাবলি নয়, তারপরও দিল্লি ও তাঁর সংলগ্ন অঞ্চলে কোনওরকম আতসবাজি পোড়ানো যাবে না ৷ দূষণ নিয়ন্ত্রণের জন্য় ন্য়াশনাল গ্রিন ট্রাইবুনাল নির্দেশ দিয়েছে, 9 নভেম্বর মাঝরাত থেকে 30 নভেম্বর পর্যন্ত দিল্লি ও NCR-এ কোনোরকম আতসবাজি পোড়ানো যাবে না ৷ এই নির্দেশ দিল্লি সংলগ্ন চার রাজ্য়ের প্রায় 24টি জেলার উপর কার্যকর হবে ৷

এই রায় দিতে গিয়ে গ্রিন ট্রাইবুনাল জানিয়েছে, গতবছর নভেম্বর মাসে NCR-র এই সব শহরগুলিতে বাতাসের গুণমান খুবই খারাপ ছিল ৷ তবে, পরিবেশের কোনো ক্ষতি করবে না, এমন বাজি পোড়ানো যাবে বলে জানিয়েছে ট্রাইবুনাল ৷ তবে, সেই ক্ষেত্রে এমন শহরেই সেইসব বাজি বিক্রি করা যাবে, যেখানে বাতাসের গুণমান খুব ভালো ৷ পাশাপাশি পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর ক্ষেত্রে সময়ও বেঁধে দিয়েছে জাতীয় পরিবেশ আদালত ৷ আদালতের তরফে দীপাবলি, ছট, নিউ ইয়ারের মত ফেস্টিভালে দু’ঘণ্টা সময় বেঁধে দিয়েছে জাতীয় পরিবেশ আদালত ৷ তবে, সেই সময়টা রাজ্য়ের উপর নির্ভর করবে বলে জানানো হয়েছে ৷ যদি রাজ্য়ের তরফে কোনো সময় বলা না হয়, সেক্ষেত্রে দীপাবলি এবং গুরুপূরবে রাত 8টা থেকে 10টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে ৷ ছট পুজোর ক্ষেত্রে সময় থাকবে সন্ধে 6টা থেকে রাত 8টা এবং বড়দিন ও নিউ ইয়ারে রাত 11টা 55 মিনিট থেকে 12টা 30 মিনিট, অর্থাৎ 35 মিনিট বাজি পোড়ানো যাবে ৷

কোরোনা পরিস্থিতিতে NCR-এ আতসবাজির ধোঁয়ায় মাত্রাতিরিক্ত দূষণ ছড়াবে ৷ তাই দূষণ নিয়ন্ত্রণের জন্য় আবেদনের ভিত্তিতে জাতীয় পরিবেশ আদালত এই রায় দিয়েছে ৷ তবে, শুধু দিল্লি বা NCR নয়, পশ্চিমবঙ্গ, ওড়িশা, কর্নাটক ও মহারাষ্ট্রেও আতসবাজির উপর নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার প্রশাসন ৷

দিল্লি, 9 নভেম্বর : দীপাবলি নয়, তারপরও দিল্লি ও তাঁর সংলগ্ন অঞ্চলে কোনওরকম আতসবাজি পোড়ানো যাবে না ৷ দূষণ নিয়ন্ত্রণের জন্য় ন্য়াশনাল গ্রিন ট্রাইবুনাল নির্দেশ দিয়েছে, 9 নভেম্বর মাঝরাত থেকে 30 নভেম্বর পর্যন্ত দিল্লি ও NCR-এ কোনোরকম আতসবাজি পোড়ানো যাবে না ৷ এই নির্দেশ দিল্লি সংলগ্ন চার রাজ্য়ের প্রায় 24টি জেলার উপর কার্যকর হবে ৷

এই রায় দিতে গিয়ে গ্রিন ট্রাইবুনাল জানিয়েছে, গতবছর নভেম্বর মাসে NCR-র এই সব শহরগুলিতে বাতাসের গুণমান খুবই খারাপ ছিল ৷ তবে, পরিবেশের কোনো ক্ষতি করবে না, এমন বাজি পোড়ানো যাবে বলে জানিয়েছে ট্রাইবুনাল ৷ তবে, সেই ক্ষেত্রে এমন শহরেই সেইসব বাজি বিক্রি করা যাবে, যেখানে বাতাসের গুণমান খুব ভালো ৷ পাশাপাশি পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর ক্ষেত্রে সময়ও বেঁধে দিয়েছে জাতীয় পরিবেশ আদালত ৷ আদালতের তরফে দীপাবলি, ছট, নিউ ইয়ারের মত ফেস্টিভালে দু’ঘণ্টা সময় বেঁধে দিয়েছে জাতীয় পরিবেশ আদালত ৷ তবে, সেই সময়টা রাজ্য়ের উপর নির্ভর করবে বলে জানানো হয়েছে ৷ যদি রাজ্য়ের তরফে কোনো সময় বলা না হয়, সেক্ষেত্রে দীপাবলি এবং গুরুপূরবে রাত 8টা থেকে 10টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে ৷ ছট পুজোর ক্ষেত্রে সময় থাকবে সন্ধে 6টা থেকে রাত 8টা এবং বড়দিন ও নিউ ইয়ারে রাত 11টা 55 মিনিট থেকে 12টা 30 মিনিট, অর্থাৎ 35 মিনিট বাজি পোড়ানো যাবে ৷

কোরোনা পরিস্থিতিতে NCR-এ আতসবাজির ধোঁয়ায় মাত্রাতিরিক্ত দূষণ ছড়াবে ৷ তাই দূষণ নিয়ন্ত্রণের জন্য় আবেদনের ভিত্তিতে জাতীয় পরিবেশ আদালত এই রায় দিয়েছে ৷ তবে, শুধু দিল্লি বা NCR নয়, পশ্চিমবঙ্গ, ওড়িশা, কর্নাটক ও মহারাষ্ট্রেও আতসবাজির উপর নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.