ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা - টপ নিউজ় @ সকাল 11 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top-news-of-the-day-at-a-glance
top-news-of-the-day-at-a-glance
author img

By

Published : Mar 29, 2021, 11:01 AM IST

1. হাসপাতালে বসেই স্বাক্ষর রাষ্ট্রপতির, আইনে পরিণত কেন্দ্রের বিতর্কিত দিল্লি বিল

আইনে পরিণত হয়ে গেল কেন্দ্রের আনা বিতর্কিত দিল্লি বিল ৷ হালপাতাল থেকেই রবিবার সেই বিলে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

2. বাপ ব্যাটার অনুমতিতে ঢুকেছিল চটি পরা পুলিশ, বিস্ফোরক মমতা

রাজ্যে তখন বাম সরকার ৷ রব উঠেছে শিল্প চাই, কাজ চাই ৷ ইন্দোনেশিয়ার সালেম গোষ্ঠীকে রাজ্যে ডেকে আনলেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷রাজ্যে তখন বাম সরকার ৷ রব উঠেছে শিল্প চাই, কাজ চাই ৷ ইন্দোনেশিয়ার সালেম গোষ্ঠীকে রাজ্যে ডেকে আনলেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷

3. নন্দীগ্রামের রায়ের আগে শান্তিকুঞ্জে ফাটল ধরানোর চেষ্টা মমতার

আগামী চার দিন নন্দীগ্রামেই থাকবেন মমতা ৷ আজই পৌঁছে গিয়েছেন রেয়াপাড়ার বাড়িতে ৷ আর চোট সারিয়ে নন্দীগ্রামে পা রেখেই একের পর এক বোমা ফাটিয়ে গেলেন নেত্রী ৷

4. মমতাই বিজেপিতে আসার অনুপ্রেরণা, বিস্ফোরক প্রলয়

মমতাকে দেখেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন ৷ সত্তর হাজার ভোটে শুভেন্দুকে জেতাবেন তিনি ৷ নন্দীগ্রাম থেকে লুটেপুটে নিয়ে যাওয়ার জন্যই মমতা প্রার্থী হয়েছেন ৷ অডিয়ো-তাণ্ডবের পর আরও ভয়ঙ্কর প্রলয় ৷

5. সল্টলেকের বস্তিতে আগুন, ভস্মীভূত 20টি ঝুপড়ি

সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ সল্টলেকের বিকাশ ভবনের উল্টো দিকে সেন্ট্রাল পার্ক লাগোয়া বস্তিতে আগুন লাগে ।

6. হোলির শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

হোলির শুভেচ্ছাবার্তা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী ৷ সবাই নিজেদের টুইটার হ্য়ান্ডেলে শুভেচ্ছাবার্তা জানান ৷

7. বদলে গেল প্রার্থী, মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে তৃণমূলের নতুন মুখ

নলিনি রঞ্জন রায়কে প্রার্থী ঘোষণার পর ইতিমধ্যেই গোটা বিধানসভা কেন্দ্রে তাঁর নামে দেওয়াল লিখন এবং তিন দফা প্রচার করা হয়েছে ৷ নির্বাচনের একদম দোরগোড়ায় প্রার্থী পরিবর্তন করায় অনেকটাই ব্যাকফুটে চলে গেল ঘাসফুল শিবির ৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷

8. ভোট পর্ব মিটতেই উত্তপ্ত কাঁথি

গতকাল ভোট গ্রহণ শেষ হতেই পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথি ভাজাচাউলি এলাকায় তৃণমূল বিজেপির সংঘর্ষ বাধে ৷ জেলা পরিষদের সদস্য ও কাঁথি 3 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নন্দদুলাল মাইতিকে মারধর করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ৷

9. তিনে তিন, জয়ের রঙে কোহলিরা

মেন ইন ব্লু-র সাজঘরে আজ হরেক রং ৷ রঙের উৎসবের আবহে ক্রিকেটপ্রেমীদের বড় উপহার দিল টিম ইন্ডিয়া ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ সিরিজের সমাপ্তিটা হল মধুর ৷ শেষ দিন পর্যন্ত লড়াই চলল হাড্ডাহাড্ডি ৷ আর প্রতিবারের মতো এবারও শেষ হাসিটা হাসলেন বিরাট কোহলি ৷

10. রং দে তু মোহে...

আর একা নন ৷ সব উৎসবই একসঙ্গে পালন করবেন তাঁরা ৷ তা হোলি হোক বা দীপাবলি ৷ বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাঁদের প্রথমবার রঙের উৎসবে শামিল হবেন কয়েকজন ভারতীয় ক্রিকেটার ৷

1. হাসপাতালে বসেই স্বাক্ষর রাষ্ট্রপতির, আইনে পরিণত কেন্দ্রের বিতর্কিত দিল্লি বিল

আইনে পরিণত হয়ে গেল কেন্দ্রের আনা বিতর্কিত দিল্লি বিল ৷ হালপাতাল থেকেই রবিবার সেই বিলে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

2. বাপ ব্যাটার অনুমতিতে ঢুকেছিল চটি পরা পুলিশ, বিস্ফোরক মমতা

রাজ্যে তখন বাম সরকার ৷ রব উঠেছে শিল্প চাই, কাজ চাই ৷ ইন্দোনেশিয়ার সালেম গোষ্ঠীকে রাজ্যে ডেকে আনলেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷রাজ্যে তখন বাম সরকার ৷ রব উঠেছে শিল্প চাই, কাজ চাই ৷ ইন্দোনেশিয়ার সালেম গোষ্ঠীকে রাজ্যে ডেকে আনলেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷

3. নন্দীগ্রামের রায়ের আগে শান্তিকুঞ্জে ফাটল ধরানোর চেষ্টা মমতার

আগামী চার দিন নন্দীগ্রামেই থাকবেন মমতা ৷ আজই পৌঁছে গিয়েছেন রেয়াপাড়ার বাড়িতে ৷ আর চোট সারিয়ে নন্দীগ্রামে পা রেখেই একের পর এক বোমা ফাটিয়ে গেলেন নেত্রী ৷

4. মমতাই বিজেপিতে আসার অনুপ্রেরণা, বিস্ফোরক প্রলয়

মমতাকে দেখেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন ৷ সত্তর হাজার ভোটে শুভেন্দুকে জেতাবেন তিনি ৷ নন্দীগ্রাম থেকে লুটেপুটে নিয়ে যাওয়ার জন্যই মমতা প্রার্থী হয়েছেন ৷ অডিয়ো-তাণ্ডবের পর আরও ভয়ঙ্কর প্রলয় ৷

5. সল্টলেকের বস্তিতে আগুন, ভস্মীভূত 20টি ঝুপড়ি

সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ সল্টলেকের বিকাশ ভবনের উল্টো দিকে সেন্ট্রাল পার্ক লাগোয়া বস্তিতে আগুন লাগে ।

6. হোলির শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

হোলির শুভেচ্ছাবার্তা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী ৷ সবাই নিজেদের টুইটার হ্য়ান্ডেলে শুভেচ্ছাবার্তা জানান ৷

7. বদলে গেল প্রার্থী, মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে তৃণমূলের নতুন মুখ

নলিনি রঞ্জন রায়কে প্রার্থী ঘোষণার পর ইতিমধ্যেই গোটা বিধানসভা কেন্দ্রে তাঁর নামে দেওয়াল লিখন এবং তিন দফা প্রচার করা হয়েছে ৷ নির্বাচনের একদম দোরগোড়ায় প্রার্থী পরিবর্তন করায় অনেকটাই ব্যাকফুটে চলে গেল ঘাসফুল শিবির ৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷

8. ভোট পর্ব মিটতেই উত্তপ্ত কাঁথি

গতকাল ভোট গ্রহণ শেষ হতেই পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথি ভাজাচাউলি এলাকায় তৃণমূল বিজেপির সংঘর্ষ বাধে ৷ জেলা পরিষদের সদস্য ও কাঁথি 3 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নন্দদুলাল মাইতিকে মারধর করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ৷

9. তিনে তিন, জয়ের রঙে কোহলিরা

মেন ইন ব্লু-র সাজঘরে আজ হরেক রং ৷ রঙের উৎসবের আবহে ক্রিকেটপ্রেমীদের বড় উপহার দিল টিম ইন্ডিয়া ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ সিরিজের সমাপ্তিটা হল মধুর ৷ শেষ দিন পর্যন্ত লড়াই চলল হাড্ডাহাড্ডি ৷ আর প্রতিবারের মতো এবারও শেষ হাসিটা হাসলেন বিরাট কোহলি ৷

10. রং দে তু মোহে...

আর একা নন ৷ সব উৎসবই একসঙ্গে পালন করবেন তাঁরা ৷ তা হোলি হোক বা দীপাবলি ৷ বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাঁদের প্রথমবার রঙের উৎসবে শামিল হবেন কয়েকজন ভারতীয় ক্রিকেটার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.