ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1 টা - top news@1pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news@1pm
টপ নিউজ় @ দুপুর 1 টা
author img

By

Published : Oct 14, 2021, 1:14 PM IST

1.ছোট থেকেই গড়েন প্রতিমা, নিষ্ঠায় ভর করে নিজেই পুজো করেন বৈদ্যবাটির কলেজ পড়ুয়া

ছেলেবেলা থেকেই প্রতিমা তৈরি করছেন কলেজ পড়ুয়া সৌগত ৷ যত বড় হয়েছে প্রতিমার আকারও বড় হতে থেকেছে ৷ পুজোও করেন নিজেই ৷ পুজোর পাঠ নিয়েছেন স্থানীয় এক টোলের পণ্ডিতের কাছ থেকে ৷ বৈদ্যবাটির সৌগত ধোলের এই পুজো নিয়ে পরিবার তো বটেই, পাড়া-প্রতিবেশীরাও খুব উৎসাহী ৷

2.মনমোহন সিংয়ের দ্রুত সুস্থতা কামনা করে টুইট প্রধানমন্ত্রীর

বুধবার সন্ধেয় জ্বর, দুর্বলতা নিয়ে দিল্লির এইমস-এ ভর্তি হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ তাঁর আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদি, পঞ্জাবের মুখ্য়মন্ত্রী চান্নি ৷

3.শারদীয়ার শেষ বেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

নবমীতে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ৷ আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ বৃহস্পতিবার কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা , নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

4.নবমী থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ শ্রীভূমির বুর্জ খলিফা

শেষ পর্যন্ত বন্ধই করতে হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো দর্শন ৷ বুর্জ খলিফা দেখতে আসা দর্শনার্থীদের ভিড় সামলানো মুশকিল হচ্ছে ৷ তাই এই সিদ্ধান্ত ৷ লেজার আলোকজ্জার পর এবার মণ্ডপে দর্শনার্থী প্রবেশও বন্ধ হল ৷

5.রক্তারক্তি কাণ্ড অযোধ্যায়, দুর্গাপুজোর প্যান্ডেলে এলোপাথাড়ি গুলিতে মৃত 1, জখম 3

একের পর এক হিংসার ঘটনা উঠে আসছে উত্তরপ্রদেশ থেকে । লখিমপুর খেরিতে কৃষকদের মিছিলে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা এখনও তরতাজা । তার মধ্যেই দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণ ।

6.আরিয়ানের সঙ্গে সেলফিতে বিতর্ক, পুরনো মামলায় ‘পলাতক’ কিরণের নামে জারি লুকআউট নোটিস

আরিয়ানের সঙ্গে সেলফি তুলে প্রচারে আসেন কিরণ গোসাভি ৷ তাঁর নামে লুকআউট নোটিস জারি করল পুণে সিটি পুলিশ ৷ 2018 সালের একটি মামলায় অভিযুক্ত কিরণ পুলিশের খাতায় পলাতক আসামী ৷

7.আসানসোলের পুজো মণ্ডপে ধুনুচি নাচে মাতলেন মহিলারা

এবার করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে ৷ তাই ছাড় মিলেছে পুজো মণ্ডপে পুজো দেখার ক্ষেত্রেও ৷ গতকাল ছিল মহাষ্টমী ৷ পশ্চিম বর্ধমানের আসানসোলের একটি পুজো মণ্ডপে আয়োজন হয়েছিল ধুনুচি নাচের ৷ বাচ্চা মেয়ে থেকে মহিলা, সব বয়সের নারী অংশগ্রহণ করেছিলেন এই নাচে ৷ তাদের ধুনুচি নাচ দেখতে, ক্যামেরাবন্দি করতে করোনাবিধি ভুলে পুজোমণ্ডপে ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরা ৷

8.আলিপুরদুয়ারের মুক্তিপাড়া সর্বজনীনের পুজো বোঝাবে ইন্টারনেটের সুফল-কুফল

আলিপুরদুয়ারের মুক্তিপাড়া সর্বজনীনের থিম ইন্টারনেটের জাল । গোটা বিশ্বজুড়ে সেই জালে কীভাবে সকলে আটকে পড়ছে, সেটাই থিমের মাধ্যমে মণ্ডপে তুলে ধরা হয়েছে । ইন্টারনেটকে আমার সংক্ষেপে নেট বলে থাকি । সেই ইন্টারনেটের জালকেই পুজোয় দর্শনাথীদের কাছে থিম হিসেবে তুলে ধরছে মুক্তিপাড়া সর্বজনীন । গোটা পৃথিবীজুড়ে দেদার ব্যবহার হচ্ছে ইন্টারনেটের । স্মার্টফোনের দৌলতে যা সকলের হাতের মুঠোয় । এদিকে সেই ইন্টারনেটের জালে আটকে পড়েছে শৈশব থেকে বার্ধক‍্যও । বেশ কয়েক বছর ধরেই বিগ বাজেটের থিম পুজোর আয়োজন করে আসছে মুক্তিপাড়া সর্বজনীন । নেটের মাধমে চলা বিভিন্ন অনলাইন গেম ও ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আসক্ত হয়ে পড়েছে অনেকেই । এছাড়াও টেলিকম সংস্থার মোবাইল টাওয়ার থেকে ছড়িয়ে পড়া রেডিয়েশনের প্রভাব পড়েছে পাখিদের উপর । আবার ইন্টারনেটের ভাল দিকও রয়েছে । দীর্ঘ করোনা প্যানডেমিক পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ থাকায় ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে পঠন-পাঠন করছে ছাত্র-ছাত্রীরা । এসব দিকও তুলে ধরা হয়েছে ।

9.আন্তর্জাতিক গোলের বিচারে পেলেকে টপকে গেলেন সুনীল

গোলের বিচারে পেলেকে ছাপিয়ে গেলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে গোল করার তালিকায় 4নং উঠে এলেন তিনি ৷ বর্তমানে সুনীলের গোল সংখ্যা 79 ৷

10.উৎসবের মরশুমে আবারও বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

একদিকে দেশের সর্বত্র পালিত হচ্ছে নবরাত্রি ৷ অন্য দিকে দুর্গাপুজো ৷ সব মিলিয়ে উৎসব শুরু হয়েছে দেশে ৷ গতকাল স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে দৈনিক সংক্রমণের সংখ্যা কিছুটা স্বস্তি দিলেও গত 24 ঘণ্টায় ফের বাড়ল করোনা সংক্রমণ ৷

1.ছোট থেকেই গড়েন প্রতিমা, নিষ্ঠায় ভর করে নিজেই পুজো করেন বৈদ্যবাটির কলেজ পড়ুয়া

ছেলেবেলা থেকেই প্রতিমা তৈরি করছেন কলেজ পড়ুয়া সৌগত ৷ যত বড় হয়েছে প্রতিমার আকারও বড় হতে থেকেছে ৷ পুজোও করেন নিজেই ৷ পুজোর পাঠ নিয়েছেন স্থানীয় এক টোলের পণ্ডিতের কাছ থেকে ৷ বৈদ্যবাটির সৌগত ধোলের এই পুজো নিয়ে পরিবার তো বটেই, পাড়া-প্রতিবেশীরাও খুব উৎসাহী ৷

2.মনমোহন সিংয়ের দ্রুত সুস্থতা কামনা করে টুইট প্রধানমন্ত্রীর

বুধবার সন্ধেয় জ্বর, দুর্বলতা নিয়ে দিল্লির এইমস-এ ভর্তি হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ তাঁর আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদি, পঞ্জাবের মুখ্য়মন্ত্রী চান্নি ৷

3.শারদীয়ার শেষ বেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

নবমীতে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ৷ আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ বৃহস্পতিবার কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা , নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

4.নবমী থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ শ্রীভূমির বুর্জ খলিফা

শেষ পর্যন্ত বন্ধই করতে হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো দর্শন ৷ বুর্জ খলিফা দেখতে আসা দর্শনার্থীদের ভিড় সামলানো মুশকিল হচ্ছে ৷ তাই এই সিদ্ধান্ত ৷ লেজার আলোকজ্জার পর এবার মণ্ডপে দর্শনার্থী প্রবেশও বন্ধ হল ৷

5.রক্তারক্তি কাণ্ড অযোধ্যায়, দুর্গাপুজোর প্যান্ডেলে এলোপাথাড়ি গুলিতে মৃত 1, জখম 3

একের পর এক হিংসার ঘটনা উঠে আসছে উত্তরপ্রদেশ থেকে । লখিমপুর খেরিতে কৃষকদের মিছিলে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা এখনও তরতাজা । তার মধ্যেই দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণ ।

6.আরিয়ানের সঙ্গে সেলফিতে বিতর্ক, পুরনো মামলায় ‘পলাতক’ কিরণের নামে জারি লুকআউট নোটিস

আরিয়ানের সঙ্গে সেলফি তুলে প্রচারে আসেন কিরণ গোসাভি ৷ তাঁর নামে লুকআউট নোটিস জারি করল পুণে সিটি পুলিশ ৷ 2018 সালের একটি মামলায় অভিযুক্ত কিরণ পুলিশের খাতায় পলাতক আসামী ৷

7.আসানসোলের পুজো মণ্ডপে ধুনুচি নাচে মাতলেন মহিলারা

এবার করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে ৷ তাই ছাড় মিলেছে পুজো মণ্ডপে পুজো দেখার ক্ষেত্রেও ৷ গতকাল ছিল মহাষ্টমী ৷ পশ্চিম বর্ধমানের আসানসোলের একটি পুজো মণ্ডপে আয়োজন হয়েছিল ধুনুচি নাচের ৷ বাচ্চা মেয়ে থেকে মহিলা, সব বয়সের নারী অংশগ্রহণ করেছিলেন এই নাচে ৷ তাদের ধুনুচি নাচ দেখতে, ক্যামেরাবন্দি করতে করোনাবিধি ভুলে পুজোমণ্ডপে ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরা ৷

8.আলিপুরদুয়ারের মুক্তিপাড়া সর্বজনীনের পুজো বোঝাবে ইন্টারনেটের সুফল-কুফল

আলিপুরদুয়ারের মুক্তিপাড়া সর্বজনীনের থিম ইন্টারনেটের জাল । গোটা বিশ্বজুড়ে সেই জালে কীভাবে সকলে আটকে পড়ছে, সেটাই থিমের মাধ্যমে মণ্ডপে তুলে ধরা হয়েছে । ইন্টারনেটকে আমার সংক্ষেপে নেট বলে থাকি । সেই ইন্টারনেটের জালকেই পুজোয় দর্শনাথীদের কাছে থিম হিসেবে তুলে ধরছে মুক্তিপাড়া সর্বজনীন । গোটা পৃথিবীজুড়ে দেদার ব্যবহার হচ্ছে ইন্টারনেটের । স্মার্টফোনের দৌলতে যা সকলের হাতের মুঠোয় । এদিকে সেই ইন্টারনেটের জালে আটকে পড়েছে শৈশব থেকে বার্ধক‍্যও । বেশ কয়েক বছর ধরেই বিগ বাজেটের থিম পুজোর আয়োজন করে আসছে মুক্তিপাড়া সর্বজনীন । নেটের মাধমে চলা বিভিন্ন অনলাইন গেম ও ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আসক্ত হয়ে পড়েছে অনেকেই । এছাড়াও টেলিকম সংস্থার মোবাইল টাওয়ার থেকে ছড়িয়ে পড়া রেডিয়েশনের প্রভাব পড়েছে পাখিদের উপর । আবার ইন্টারনেটের ভাল দিকও রয়েছে । দীর্ঘ করোনা প্যানডেমিক পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ থাকায় ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে পঠন-পাঠন করছে ছাত্র-ছাত্রীরা । এসব দিকও তুলে ধরা হয়েছে ।

9.আন্তর্জাতিক গোলের বিচারে পেলেকে টপকে গেলেন সুনীল

গোলের বিচারে পেলেকে ছাপিয়ে গেলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে গোল করার তালিকায় 4নং উঠে এলেন তিনি ৷ বর্তমানে সুনীলের গোল সংখ্যা 79 ৷

10.উৎসবের মরশুমে আবারও বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

একদিকে দেশের সর্বত্র পালিত হচ্ছে নবরাত্রি ৷ অন্য দিকে দুর্গাপুজো ৷ সব মিলিয়ে উৎসব শুরু হয়েছে দেশে ৷ গতকাল স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে দৈনিক সংক্রমণের সংখ্যা কিছুটা স্বস্তি দিলেও গত 24 ঘণ্টায় ফের বাড়ল করোনা সংক্রমণ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.