ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা - top news 11 am

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 8, 2021, 11:06 AM IST

1.338 রানে থমকাল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস

স্মিথ ছাড়া জাদেজা-বুমরাদের বোলিংয়ের সামনে কোনও অজ়ি ব্যাটসম্যানকেই আজ আর সেভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেল না । বিশেষত অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডার একেবারেই ব্যর্থ ।

2.কংগ্রেসের অনুমোদনে বাইডেনের জয় নিশ্চিত, শেষমেশ পরাজয় স্বীকার ট্রাম্পের

গোলাগুলি, হিংসার পর অবশেষে হার মানলেন ট্রাম্প । ব্যর্থ হল 2020-র প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ফলাফলকে উলটে দেওয়ার উদ্দেশে রিপাবলিকানদের সমস্ত প্রচেষ্টা । হিংসার পর পিছু হটার বার্তা দিলেন বিদায়ি প্রেসিডেন্ট । মেনে নিলেন কংগ্রেসের সিদ্ধান্ত । হিংসার আবহেই শেষ হল অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতা পর্ব ৷

3.তোলাবাজ ভাইপোকে বলতে হবে বিনয়ের সঙ্গে সম্পর্ক কী : শুভেন্দু

খুব বড় বড় কথা বলছেন তোলাবাজ ভাইপো । বলছেন, তোলাবাজরা সব বিজেপিতে গিয়েছে । তাহলে আপনার বিনয় মিশ্র এখন কোথায় ? বলতে হবে তো তোলাবাজ ভাইপোকে- বিনয় মিশ্রর সাথে তোমার সম্পর্ক কী ? বলছেন না কেন ? আজ এই ভাষাতেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । পাশাপাশি তিনি বলেন, "দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বলছি, ভোটের আগে দশ হাজার টাকা করে উপঢৌকন দেওয়া চলছে । নিয়ে নেন ।"

4.গণতন্ত্রের ঐতিহ্য, শক্তিশালী ভারতের মূর্ত প্রতীক

1927 সালে তৈরি করা হয় সংসদ ভবন । আজ পর্যন্ত বহু ঘটনার সাক্ষী এই সংসদ ভবন ৷ গণতন্ত্রের ঐতিহ্যবাহী এক কাঠামো হিসাবে এই ভবন আজও গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ।

5.ভরা শীতে সীতাভোগ-মিহিদানার শহরে দখল নিয়েছে কাঁচালঙ্কার রসগোল্লা

অভিনব হালকা সবুজ রঙের ঝাল রসগোল্লায় কাঁচালঙ্কা ছাড়াও আছে মোটা চেহারার আচারের লঙ্কা, ক্যাপসিকাম ও মিষ্টি তৈরির অন্য অনুপান ৷ বাকিটা রসগোল্লা তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি ৷ অভিনব রসগোল্লার কারিগররা বলছেন, নাম চিলি পটাকা হলেও এ রসগোল্লাও মিষ্টিই ৷ তবে তাতে আছে কাঁচালঙ্কার হালকা ফ্লেভার ৷ সেটাই ইউএসপি ৷

6."আপনাকে খুনের ষড়যন্ত্র হচ্ছে", সতর্ক করে ওড়িশার মুখ্যমন্ত্রীকে চিঠি

আজ তাঁর "নবীন নিবাস" বাসভবনে একটি নামহীন চিঠি আসে । চিঠিতে তাঁকে সতর্ক করে বলা হয়, আপনাকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে ।]

7.স্বামীজির জন্মজয়ন্তীতে কলকাতায় পদযাত্রা করবে বিজেপির যুবমোর্চা

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ওই দিন শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়ি পর্যন্ত এই পদযাত্রা হবে। অংশগ্রহণ করবেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, কৈলাশ বিজয়বর্গী, মুকুল রায়-সহ বিজেপির শীর্ষস্তরের নেতারা। মিছিলে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করা হবে।

8.আর্থিক তছরূপের অভিযোগে অধ্যক্ষকে ঘেরাও

জানা গেছে, অধ্যক্ষ অভিজিৎ মিত্র বিশ্ববিদ্যালয়ের আবাসনে থাকা সত্ত্বেও তিনি হাউস রেন্ট নেন । এছাড়া বেআইনিভাবে স্পেশাল এলাউন্স নিয়ে যাচ্ছেন । তাঁর বিরুদ্ধে একের পর এক তথ্য শিক্ষক অশিক্ষক কর্মীদের হাতে আসায় তারা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইউআইটির অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন ।

9.একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল 2 হাজারের বেশি

বেশ কিছু দিন ধরেই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যাটা 20 হাজারের মধ্যে ঘোরা ফেরা করছে । সুস্থতার হার তুলনামূলক বেশি । অন্যদিকে দেশে কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ।

10.কলার টিউন থেকে সরানো হোক অমিতাভের কণ্ঠ, দায়ের জনস্বার্থ মামলা

কলারটিউনে অমিতাভের গলা বার বার শুনে বিরক্ত হয়ে গিয়েছেন অনেকেই । তাই এই কণ্ঠ সরানোর জন্য দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে ।

1.338 রানে থমকাল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস

স্মিথ ছাড়া জাদেজা-বুমরাদের বোলিংয়ের সামনে কোনও অজ়ি ব্যাটসম্যানকেই আজ আর সেভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেল না । বিশেষত অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডার একেবারেই ব্যর্থ ।

2.কংগ্রেসের অনুমোদনে বাইডেনের জয় নিশ্চিত, শেষমেশ পরাজয় স্বীকার ট্রাম্পের

গোলাগুলি, হিংসার পর অবশেষে হার মানলেন ট্রাম্প । ব্যর্থ হল 2020-র প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ফলাফলকে উলটে দেওয়ার উদ্দেশে রিপাবলিকানদের সমস্ত প্রচেষ্টা । হিংসার পর পিছু হটার বার্তা দিলেন বিদায়ি প্রেসিডেন্ট । মেনে নিলেন কংগ্রেসের সিদ্ধান্ত । হিংসার আবহেই শেষ হল অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতা পর্ব ৷

3.তোলাবাজ ভাইপোকে বলতে হবে বিনয়ের সঙ্গে সম্পর্ক কী : শুভেন্দু

খুব বড় বড় কথা বলছেন তোলাবাজ ভাইপো । বলছেন, তোলাবাজরা সব বিজেপিতে গিয়েছে । তাহলে আপনার বিনয় মিশ্র এখন কোথায় ? বলতে হবে তো তোলাবাজ ভাইপোকে- বিনয় মিশ্রর সাথে তোমার সম্পর্ক কী ? বলছেন না কেন ? আজ এই ভাষাতেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । পাশাপাশি তিনি বলেন, "দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বলছি, ভোটের আগে দশ হাজার টাকা করে উপঢৌকন দেওয়া চলছে । নিয়ে নেন ।"

4.গণতন্ত্রের ঐতিহ্য, শক্তিশালী ভারতের মূর্ত প্রতীক

1927 সালে তৈরি করা হয় সংসদ ভবন । আজ পর্যন্ত বহু ঘটনার সাক্ষী এই সংসদ ভবন ৷ গণতন্ত্রের ঐতিহ্যবাহী এক কাঠামো হিসাবে এই ভবন আজও গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ।

5.ভরা শীতে সীতাভোগ-মিহিদানার শহরে দখল নিয়েছে কাঁচালঙ্কার রসগোল্লা

অভিনব হালকা সবুজ রঙের ঝাল রসগোল্লায় কাঁচালঙ্কা ছাড়াও আছে মোটা চেহারার আচারের লঙ্কা, ক্যাপসিকাম ও মিষ্টি তৈরির অন্য অনুপান ৷ বাকিটা রসগোল্লা তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি ৷ অভিনব রসগোল্লার কারিগররা বলছেন, নাম চিলি পটাকা হলেও এ রসগোল্লাও মিষ্টিই ৷ তবে তাতে আছে কাঁচালঙ্কার হালকা ফ্লেভার ৷ সেটাই ইউএসপি ৷

6."আপনাকে খুনের ষড়যন্ত্র হচ্ছে", সতর্ক করে ওড়িশার মুখ্যমন্ত্রীকে চিঠি

আজ তাঁর "নবীন নিবাস" বাসভবনে একটি নামহীন চিঠি আসে । চিঠিতে তাঁকে সতর্ক করে বলা হয়, আপনাকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে ।]

7.স্বামীজির জন্মজয়ন্তীতে কলকাতায় পদযাত্রা করবে বিজেপির যুবমোর্চা

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ওই দিন শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়ি পর্যন্ত এই পদযাত্রা হবে। অংশগ্রহণ করবেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, কৈলাশ বিজয়বর্গী, মুকুল রায়-সহ বিজেপির শীর্ষস্তরের নেতারা। মিছিলে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করা হবে।

8.আর্থিক তছরূপের অভিযোগে অধ্যক্ষকে ঘেরাও

জানা গেছে, অধ্যক্ষ অভিজিৎ মিত্র বিশ্ববিদ্যালয়ের আবাসনে থাকা সত্ত্বেও তিনি হাউস রেন্ট নেন । এছাড়া বেআইনিভাবে স্পেশাল এলাউন্স নিয়ে যাচ্ছেন । তাঁর বিরুদ্ধে একের পর এক তথ্য শিক্ষক অশিক্ষক কর্মীদের হাতে আসায় তারা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইউআইটির অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন ।

9.একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল 2 হাজারের বেশি

বেশ কিছু দিন ধরেই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যাটা 20 হাজারের মধ্যে ঘোরা ফেরা করছে । সুস্থতার হার তুলনামূলক বেশি । অন্যদিকে দেশে কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ।

10.কলার টিউন থেকে সরানো হোক অমিতাভের কণ্ঠ, দায়ের জনস্বার্থ মামলা

কলারটিউনে অমিতাভের গলা বার বার শুনে বিরক্ত হয়ে গিয়েছেন অনেকেই । তাই এই কণ্ঠ সরানোর জন্য দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.