ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - top news@9pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news@9pm
টপ নিউজ় @ রাত 9 টা
author img

By

Published : Oct 8, 2021, 9:07 PM IST

1.চলতি অর্থবর্ষে ভারতের সম্ভাব্য বৃদ্ধির হার 8.3 শতাংশ, রিপোর্ট বিশ্ব ব্যাঙ্কের

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে উঠছে ভারতের অর্থনীতি ৷ বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট বলছে, 2021-22 অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার থাকবে 8.3 শতাংশ ৷ যা আগের পূর্বাভাসের তুলনায় কম হলেও এই প্রবণতা যথেষ্ট ইতিবাচক বলেই মত বিশেষজ্ঞদের ৷

2.কলকাতা-সহ উত্তর-পূর্বের একাধিক শহরে আয়কর হানা, 250 কোটির সম্পত্তির হদিশ

গত 5 ও 15 অক্টোবর কলকাতা, গুয়াহাটি, রঙ্গিয়া, শিলং, পাটনার একাধিক স্থানে আয়কর দফতরের আধিকারিকরা এই তল্লাশি অভিযান চালান বলে জানা গিয়েছে ৷

3.কঠিন সময়ে জন্মদিন, গৌরী খানকে শুভেচ্ছায় শক্ত থাকার বার্তা ফারহা-সুজানদের

কঠিন সময়ে আজ জন্মদিন গৌরী খানের (Gauri Khan) ৷ তাঁকে শুভেচ্ছা জানিয়ে শক্ত থাকার বার্তা দিলেন ফারহা খান (Farah Khan), সুজান খান (Sussanne Khan)-সহ অন্যান্য বন্ধুরা ৷

4.মৃত্যু কমে অর্ধেক, সামান্য বাড়ল সংক্রমণ

আগের দিনের তুলনায় রাজ্যে সামান্য বাড়ল করোনার সংক্রমণ ৷ তবে মৃত্যু কমেছে অনেকটাই ৷ কলকাতায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ সংক্রামিত 158 জন ৷ উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 2 জনের ৷ সংক্রামিত 148 জন ৷

5.₹18,000 কোটিতে এয়ার ইন্ডিয়া কিনছে টাটা গোষ্ঠী

68 বছর পর ঘরে ফিরছে মহারাজা ৷ সর্বাধিক 18,000 কোটি টাকার বিড করে এয়ার ইন্ডিয়া (Air India) কিনে নিচ্ছে টাটা সন্সই (Tata Sons) ৷ কেন্দ্র এ কথা ঘোষণা করার পর রাষ্ট্রীয় বিমান সংস্থাকে স্বাগত জানিয়েছেন রতন টাটা (Ratan Tata) ৷

6.জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা মোদির

জাপানের প্রধানমন্ত্রীর (Japan PM) দায়িত্ব নেওয়া ফুমিয়ো কিশিদার (Fumio Kishida) সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ দু‘দেশের সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিয়েছেন তিনি ৷

7.টস জিতে ব্যাটিং রোহিতদের, দীর্ঘায়িত হল নাইটদের প্লে-অফ যাত্রা

নাইটদের প্লে-অফ যাত্রা আটকাতে প্রথমে ব্যাট করে মুম্বইকে জিততে হবে 171 বা তার বেশি রানে ৷ আর রোহিতরা রান তাড়া করলেই নাইটদের প্লে-অফ যাত্রায় সিলমোহর পড়ে যেত ৷

8.আগামী সপ্তাহে বিরাটদের বিশ্বকাপের জার্সি উন্মোচন

ভারতীয় দলের জার্সি স্পনসর এমপিএল এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলায় শারীরীকভাবে অধিকাংশ সমর্থক স্টেডিয়ামে দলকে তাতাতে উপস্থিত থাকতে পারবেন না ৷ নয়া এই জার্সির মাধ্যমেই তাদের সমর্থন দলের কাছে পৌঁছে যাবে ৷

9.মিলল না জামিন, আপাতত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানের

আজও মেলেনি মুক্তি ৷ মাদক মামলায় (Mumbai Cruise Drugs Case) আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদন মঞ্জুর করল না মুম্বইয়ের আদালত ৷ খারিজ হয়ে গেল আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদনও ৷

10.আসানসোলে পোস্টমাস্টার খুনের ঘটনায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড

নয় বছর আগের খুনের মামলায় দোষী সাব্যস্ত 2 আসামীকে যাবজ্জীবন সাজা দিল আসানসোল আদালত ৷ বারাবণীর এক পোস্টমাস্টারকে খুনের অভিযোগে হরি পাসওয়ান এবং অভয় গোস্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক ৷

1.চলতি অর্থবর্ষে ভারতের সম্ভাব্য বৃদ্ধির হার 8.3 শতাংশ, রিপোর্ট বিশ্ব ব্যাঙ্কের

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে উঠছে ভারতের অর্থনীতি ৷ বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট বলছে, 2021-22 অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার থাকবে 8.3 শতাংশ ৷ যা আগের পূর্বাভাসের তুলনায় কম হলেও এই প্রবণতা যথেষ্ট ইতিবাচক বলেই মত বিশেষজ্ঞদের ৷

2.কলকাতা-সহ উত্তর-পূর্বের একাধিক শহরে আয়কর হানা, 250 কোটির সম্পত্তির হদিশ

গত 5 ও 15 অক্টোবর কলকাতা, গুয়াহাটি, রঙ্গিয়া, শিলং, পাটনার একাধিক স্থানে আয়কর দফতরের আধিকারিকরা এই তল্লাশি অভিযান চালান বলে জানা গিয়েছে ৷

3.কঠিন সময়ে জন্মদিন, গৌরী খানকে শুভেচ্ছায় শক্ত থাকার বার্তা ফারহা-সুজানদের

কঠিন সময়ে আজ জন্মদিন গৌরী খানের (Gauri Khan) ৷ তাঁকে শুভেচ্ছা জানিয়ে শক্ত থাকার বার্তা দিলেন ফারহা খান (Farah Khan), সুজান খান (Sussanne Khan)-সহ অন্যান্য বন্ধুরা ৷

4.মৃত্যু কমে অর্ধেক, সামান্য বাড়ল সংক্রমণ

আগের দিনের তুলনায় রাজ্যে সামান্য বাড়ল করোনার সংক্রমণ ৷ তবে মৃত্যু কমেছে অনেকটাই ৷ কলকাতায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ সংক্রামিত 158 জন ৷ উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 2 জনের ৷ সংক্রামিত 148 জন ৷

5.₹18,000 কোটিতে এয়ার ইন্ডিয়া কিনছে টাটা গোষ্ঠী

68 বছর পর ঘরে ফিরছে মহারাজা ৷ সর্বাধিক 18,000 কোটি টাকার বিড করে এয়ার ইন্ডিয়া (Air India) কিনে নিচ্ছে টাটা সন্সই (Tata Sons) ৷ কেন্দ্র এ কথা ঘোষণা করার পর রাষ্ট্রীয় বিমান সংস্থাকে স্বাগত জানিয়েছেন রতন টাটা (Ratan Tata) ৷

6.জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা মোদির

জাপানের প্রধানমন্ত্রীর (Japan PM) দায়িত্ব নেওয়া ফুমিয়ো কিশিদার (Fumio Kishida) সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ দু‘দেশের সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিয়েছেন তিনি ৷

7.টস জিতে ব্যাটিং রোহিতদের, দীর্ঘায়িত হল নাইটদের প্লে-অফ যাত্রা

নাইটদের প্লে-অফ যাত্রা আটকাতে প্রথমে ব্যাট করে মুম্বইকে জিততে হবে 171 বা তার বেশি রানে ৷ আর রোহিতরা রান তাড়া করলেই নাইটদের প্লে-অফ যাত্রায় সিলমোহর পড়ে যেত ৷

8.আগামী সপ্তাহে বিরাটদের বিশ্বকাপের জার্সি উন্মোচন

ভারতীয় দলের জার্সি স্পনসর এমপিএল এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলায় শারীরীকভাবে অধিকাংশ সমর্থক স্টেডিয়ামে দলকে তাতাতে উপস্থিত থাকতে পারবেন না ৷ নয়া এই জার্সির মাধ্যমেই তাদের সমর্থন দলের কাছে পৌঁছে যাবে ৷

9.মিলল না জামিন, আপাতত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানের

আজও মেলেনি মুক্তি ৷ মাদক মামলায় (Mumbai Cruise Drugs Case) আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদন মঞ্জুর করল না মুম্বইয়ের আদালত ৷ খারিজ হয়ে গেল আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদনও ৷

10.আসানসোলে পোস্টমাস্টার খুনের ঘটনায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড

নয় বছর আগের খুনের মামলায় দোষী সাব্যস্ত 2 আসামীকে যাবজ্জীবন সাজা দিল আসানসোল আদালত ৷ বারাবণীর এক পোস্টমাস্টারকে খুনের অভিযোগে হরি পাসওয়ান এবং অভয় গোস্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.