ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 9pm
টপ নিউজ় @ রাত 9 টা
author img

By

Published : Dec 31, 2020, 9:10 PM IST

1. জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হচ্ছেন শুভেন্দু ?

শুভেন্দু অধিকারীকে ফোন করা হলে তিনি বলেন, "আজ আমাকে দিল্লি থেকে ফোন করে বেশ কিছু নথি চাওয়া হয়। জুট কর্পোরেশন থেকে এই ফোন আসে। কেন্দ্রীয় নেতৃত্ব যে দায়িত্ব দেবে সেটাতে আমি বাংলার মানুষের জন্য কাজ করতে চাই।"

2. দলবদলের আবহে এবার কি ফিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ?

রাত পোহালেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। প্রতিবছর এই দিনটি সাড়ম্বরে পালন করে তৃণমূল। কিন্তু, এবার দল বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে চলছে। দলবদলের হিড়িকে জেরবার। এই পরিস্থিতিতে প্রতিষ্ঠা দিবসে কি পুরানো ছন্দে দেখা যাবে রাজ্যের শাসকদলকে, উঠছে প্রশ্ন।

3. 4 মে-10 জুন সিবিএসই বোর্ডের পরীক্ষা, ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।

4. আস্থাভোট চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বাম ও কংগ্রেসের

রাজ্য বিধানসভার অধিবেশন আহ্বান করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান তাঁরা । মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই এই বিষয়ে পদক্ষেপ করার জন্য কয়েকবার বাম-কংগ্রেসের তরফে যৌথভাবে চিঠিও দেওয়া হয় ।

5. কয়লা-বালির টাকা দিয়ে তৈরি শান্তিনিকেতনের দুর্গ ভাঙার দায়িত্ব আমাদের : বাবুল সুপ্রিয়

কয়লা, বালি হল দেশের সম্পদ ৷ সেই সম্পদ চুরি করে সেই টাকায় যদি শান্তিনিকেতন তৈরি করা হয় তাহলে সেই দুর্গ ভাঙার দায়িত্ব আমাদের ৷ অন্ডালে একটি জনসভায় গিয়ে এমনই মন্তব্য করলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ৷ তিনি বলেন, "কয়লা মাফিয়া ও তৃণমূল কংগ্রেসের ভাইপোর মধ্যে যে সেতুটাকে চালাতেন তাঁর বাড়িতে সিবিআই তল্লাশি করছে ৷ এখান থেকে কোটি কোটি কালো টাকা কলকাতায় ট্রান্সফার করা হত ।"

6. কালই কি বিজেপিতে সৌমেন্দু ?

সূত্রের খবর, কাঁথির ওই সভায় তৃণমূলের বেশ কয়েকজন নেতা বিজেপিতে যোগ দেবেন ৷

7. 2021 সালের নির্বাচনের পর আলিপুর জেল থেকে দল চালাতে হবে, মমতাকে কটাক্ষে বাবুলের

অন্ডালের খান্দরার জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ফের রাজ্যের শাসকদলকে আক্রমণ করলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় । জনসভায় তিনি বলেন, ‘‘আলিপুর জেল দেখলাম নীল সাদা রং করা হয়েছে । দিদি বুঝতে পেরেছে 21-র পরে ওখান থেকে টিএমসি পার্টিকে চালাতে হবে ।’’

8. তৃণমূলের অনুষ্ঠানে নাম বাদ পড়ল জিতেন্দ্র তিওয়ারির

2 জানুয়ারি পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় মহিলা তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠান রয়েছে । অনুষ্ঠানে চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত থাকবেন ।

9. প্রয়াত কিংবদন্তি হকি খেলোয়াড় মাইকেল কিন্ডো

প্রয়াত কিংবদন্তি হকি খেলোয়াড় মাইকেল কিন্ডো ৷ বয়স হয়েছিল 73 বছর ৷

10. নতুন বছরেই ইন্ডাস্ট্রিতে কামব্যাক রিয়ার

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রুমি জাফরির হাত ধরে বলিউডে কামব্যাক করতে চলেছেন রিয়া চক্রবর্তী । নতুন বছরের শুরুর দিকেই সেই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে ।

1. জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হচ্ছেন শুভেন্দু ?

শুভেন্দু অধিকারীকে ফোন করা হলে তিনি বলেন, "আজ আমাকে দিল্লি থেকে ফোন করে বেশ কিছু নথি চাওয়া হয়। জুট কর্পোরেশন থেকে এই ফোন আসে। কেন্দ্রীয় নেতৃত্ব যে দায়িত্ব দেবে সেটাতে আমি বাংলার মানুষের জন্য কাজ করতে চাই।"

2. দলবদলের আবহে এবার কি ফিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ?

রাত পোহালেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। প্রতিবছর এই দিনটি সাড়ম্বরে পালন করে তৃণমূল। কিন্তু, এবার দল বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে চলছে। দলবদলের হিড়িকে জেরবার। এই পরিস্থিতিতে প্রতিষ্ঠা দিবসে কি পুরানো ছন্দে দেখা যাবে রাজ্যের শাসকদলকে, উঠছে প্রশ্ন।

3. 4 মে-10 জুন সিবিএসই বোর্ডের পরীক্ষা, ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।

4. আস্থাভোট চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বাম ও কংগ্রেসের

রাজ্য বিধানসভার অধিবেশন আহ্বান করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান তাঁরা । মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই এই বিষয়ে পদক্ষেপ করার জন্য কয়েকবার বাম-কংগ্রেসের তরফে যৌথভাবে চিঠিও দেওয়া হয় ।

5. কয়লা-বালির টাকা দিয়ে তৈরি শান্তিনিকেতনের দুর্গ ভাঙার দায়িত্ব আমাদের : বাবুল সুপ্রিয়

কয়লা, বালি হল দেশের সম্পদ ৷ সেই সম্পদ চুরি করে সেই টাকায় যদি শান্তিনিকেতন তৈরি করা হয় তাহলে সেই দুর্গ ভাঙার দায়িত্ব আমাদের ৷ অন্ডালে একটি জনসভায় গিয়ে এমনই মন্তব্য করলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ৷ তিনি বলেন, "কয়লা মাফিয়া ও তৃণমূল কংগ্রেসের ভাইপোর মধ্যে যে সেতুটাকে চালাতেন তাঁর বাড়িতে সিবিআই তল্লাশি করছে ৷ এখান থেকে কোটি কোটি কালো টাকা কলকাতায় ট্রান্সফার করা হত ।"

6. কালই কি বিজেপিতে সৌমেন্দু ?

সূত্রের খবর, কাঁথির ওই সভায় তৃণমূলের বেশ কয়েকজন নেতা বিজেপিতে যোগ দেবেন ৷

7. 2021 সালের নির্বাচনের পর আলিপুর জেল থেকে দল চালাতে হবে, মমতাকে কটাক্ষে বাবুলের

অন্ডালের খান্দরার জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ফের রাজ্যের শাসকদলকে আক্রমণ করলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় । জনসভায় তিনি বলেন, ‘‘আলিপুর জেল দেখলাম নীল সাদা রং করা হয়েছে । দিদি বুঝতে পেরেছে 21-র পরে ওখান থেকে টিএমসি পার্টিকে চালাতে হবে ।’’

8. তৃণমূলের অনুষ্ঠানে নাম বাদ পড়ল জিতেন্দ্র তিওয়ারির

2 জানুয়ারি পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় মহিলা তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠান রয়েছে । অনুষ্ঠানে চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত থাকবেন ।

9. প্রয়াত কিংবদন্তি হকি খেলোয়াড় মাইকেল কিন্ডো

প্রয়াত কিংবদন্তি হকি খেলোয়াড় মাইকেল কিন্ডো ৷ বয়স হয়েছিল 73 বছর ৷

10. নতুন বছরেই ইন্ডাস্ট্রিতে কামব্যাক রিয়ার

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রুমি জাফরির হাত ধরে বলিউডে কামব্যাক করতে চলেছেন রিয়া চক্রবর্তী । নতুন বছরের শুরুর দিকেই সেই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.