ETV Bharat / bharat

Top News: টপ নিউজ @ সকাল 9টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News)।

Top News
টপ নিউজ
author img

By

Published : Jul 30, 2022, 9:05 AM IST

1. Market Price in Kolkata: আজ সবজি-মাছ-মাংসের দাম কত ? রইল বাজারদরের খুঁটিনাটি

আজ শহরে সবজি, মাছ ও মাংসের দাম কত (Market Price in Kolkata) ? একনজরে দেখে নিন বাজারদরের খুঁটিনাটি ৷

2. West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে উত্তরে, দক্ষিণবঙ্গে রবি-সোম ঝেঁপে আসছে

বর্ষার প্রথমে উত্তরবঙ্গে একদফা ভারী থেকে অতিভারী বৃষ্টির পর্ব হয়ে গিয়েছে ৷ মাঝে কিছুটা বিরতি ৷ আবারও সেই ভূমিধস, দৃশ্যমানতা কমে যাওয়া, চাষের ক্ষতির কথা শোনাল আলিপুর হাওয়া অফিস ৷ এদিকে অগস্টের শুরুতে দক্ষিণের ছবিটাও এক (West Bengal Weather Update) ৷

3. Partha-Arpita: স্যর খেয়ে নিন... অর্পিতার ধমকে অবশেষে ওষুধ খেলেন পার্থ

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) জড়িত অভিযোগে গ্রেফতার হয়ে এখন ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ শুক্রবার ইডি আধিকারিকদের কাছ থেকে ওষুধ খেতে চাইছিলেন না পার্থ ৷ শেষে অর্পিতার ধমকে তিনি ওষুধ খেয়ে নেন বলে ইডি সূত্রে খবর ৷

4. Abhishek Banerjee Meeting: অভিষেকের সঙ্গে বৈঠক সফল, দাবি আন্দোলনরত চাকরিপ্রার্থীদের
শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠক করলেন এসএসসি চাকরিপ্রার্থীরা (SSC Job Seekers) ৷ বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা ৷ জানিয়েছেন, এদিনের বৈঠক সফল হয়েছে ৷
5. Bengal Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল পার্থর জামাই কল্যাণময়েরও

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal SSC Scam) কি জড়িয়ে পার্থ চট্টোপাধ্য়ায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যও ? তদন্তে এমনই তথ্য উঠে এসেছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) সূত্রে খবর ৷

6. Justice Ganguly Issues Warning: রাজনৈতিক ক্ষেত্রে আদালতকে টানলে কড়া ব্যবস্থা, নাম না করে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি বিচারপতির

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Bengal CM Mamata Banerjee) বেশ কয়েকবার প্রকাশ্যে জনসভায় বলতে শোনা গিয়েছে যে রাজ্যে 18 হাজার শিক্ষকের পদ শূন্য ৷ সেই শূন্যপদে নিয়োগে প্রস্তুত রাজ্য সরকার ৷ কিন্তু আদালতে মামলা চলায় ওই নিয়োগ করা যাচ্ছে না ৷ এই নিয়ে হলফনামা চেয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷
7. Visva Bahrati: বিশ্বভারতী থেকে এমএড ও বিএড-এর মার্কশিট খোয়া যাওয়ায় অভিযোগ, সরানো হল বিভাগীয় প্রধানকে

2021-এ প্রশ্নপত্র চুরি পর 2022-এ বিএড ও এমএডের মার্কশিট খোয়া যাওয়ার অভিযোগ তুললেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়া(Visva Bahrati)৷ এই মর্মে তাঁরা শুক্রবার বিভাগীয় প্রধান ও অধ্যক্ষকে চিঠি দেন ৷ তারপরই অনির্দিষ্টকালের জন্য পদ থেকে সরানো হল বিভাগীয় প্রধানকে ৷

8. Subhashree Ganguly: ওটিটি-তে পা রেখেই শুভশ্রী খুলছেন 'ইন্দুবালা ভাতের হোটেল'

শুভশ্রী খুলছেন ভাতের হোটেল! কি চমকে গেলেন ? না চমকানোর কোনও কারণ নেই। বরং একটা দারুণ সুখবর। তিনি যে এরকম কিছু একটা করতে চলেছেন তা কিন্তু বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল ৷ এবার সেই গুঞ্জনের জল্পনা উড়িয়ে নায়িকা নিজে মুখে বললেন সেই কথা ৷ আসলে ওটিটি-তে অভিষেক ঘটতে চলেছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Actress Subhashree Ganguly is debut on OTT)। কল্লোল লাহিড়ীর লেখা উপন্যাস 'ইন্দুবালা ভাতের হোটেল'-কেই ওটিটি-তে নিয়ে আসছেন দেবালয়।

9. Dilip on Partha-Arpita Arrest: 'পার্থ তো ভদ্রলোক! ষড়যন্ত্রে আর কারা জড়িত বলে দিক নাম' বললেন দিলীপ

দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলেন দিলীপ ঘোষ ৷ এদিন ফের একবার আক্রমণ করলেন পার্থ চট্টোপাধ্যায়কে (Dilip Ghosh on Partha-Arpita Arrest) ৷

10. Malda Makhana Farming: মাখনায় লক্ষ্মী লাভের আভাস ! ফলন বাড়াতে উদ্যোগী মালদা প্রশাসন

মালদায় (Malda) মাখনা চাষ (Makhana Farming) দিনে দিনে বাড়ছে ৷ লাভজনক এই ফসলের ফলন বাড়াতে উদ্যোগী জেলা প্রশাসন ৷ পাশে দাঁড়িয়েছে বণিকসভা ৷

1. Market Price in Kolkata: আজ সবজি-মাছ-মাংসের দাম কত ? রইল বাজারদরের খুঁটিনাটি

আজ শহরে সবজি, মাছ ও মাংসের দাম কত (Market Price in Kolkata) ? একনজরে দেখে নিন বাজারদরের খুঁটিনাটি ৷

2. West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে উত্তরে, দক্ষিণবঙ্গে রবি-সোম ঝেঁপে আসছে

বর্ষার প্রথমে উত্তরবঙ্গে একদফা ভারী থেকে অতিভারী বৃষ্টির পর্ব হয়ে গিয়েছে ৷ মাঝে কিছুটা বিরতি ৷ আবারও সেই ভূমিধস, দৃশ্যমানতা কমে যাওয়া, চাষের ক্ষতির কথা শোনাল আলিপুর হাওয়া অফিস ৷ এদিকে অগস্টের শুরুতে দক্ষিণের ছবিটাও এক (West Bengal Weather Update) ৷

3. Partha-Arpita: স্যর খেয়ে নিন... অর্পিতার ধমকে অবশেষে ওষুধ খেলেন পার্থ

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) জড়িত অভিযোগে গ্রেফতার হয়ে এখন ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ শুক্রবার ইডি আধিকারিকদের কাছ থেকে ওষুধ খেতে চাইছিলেন না পার্থ ৷ শেষে অর্পিতার ধমকে তিনি ওষুধ খেয়ে নেন বলে ইডি সূত্রে খবর ৷

4. Abhishek Banerjee Meeting: অভিষেকের সঙ্গে বৈঠক সফল, দাবি আন্দোলনরত চাকরিপ্রার্থীদের
শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠক করলেন এসএসসি চাকরিপ্রার্থীরা (SSC Job Seekers) ৷ বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা ৷ জানিয়েছেন, এদিনের বৈঠক সফল হয়েছে ৷
5. Bengal Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল পার্থর জামাই কল্যাণময়েরও

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal SSC Scam) কি জড়িয়ে পার্থ চট্টোপাধ্য়ায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যও ? তদন্তে এমনই তথ্য উঠে এসেছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) সূত্রে খবর ৷

6. Justice Ganguly Issues Warning: রাজনৈতিক ক্ষেত্রে আদালতকে টানলে কড়া ব্যবস্থা, নাম না করে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি বিচারপতির

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Bengal CM Mamata Banerjee) বেশ কয়েকবার প্রকাশ্যে জনসভায় বলতে শোনা গিয়েছে যে রাজ্যে 18 হাজার শিক্ষকের পদ শূন্য ৷ সেই শূন্যপদে নিয়োগে প্রস্তুত রাজ্য সরকার ৷ কিন্তু আদালতে মামলা চলায় ওই নিয়োগ করা যাচ্ছে না ৷ এই নিয়ে হলফনামা চেয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷
7. Visva Bahrati: বিশ্বভারতী থেকে এমএড ও বিএড-এর মার্কশিট খোয়া যাওয়ায় অভিযোগ, সরানো হল বিভাগীয় প্রধানকে

2021-এ প্রশ্নপত্র চুরি পর 2022-এ বিএড ও এমএডের মার্কশিট খোয়া যাওয়ার অভিযোগ তুললেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়া(Visva Bahrati)৷ এই মর্মে তাঁরা শুক্রবার বিভাগীয় প্রধান ও অধ্যক্ষকে চিঠি দেন ৷ তারপরই অনির্দিষ্টকালের জন্য পদ থেকে সরানো হল বিভাগীয় প্রধানকে ৷

8. Subhashree Ganguly: ওটিটি-তে পা রেখেই শুভশ্রী খুলছেন 'ইন্দুবালা ভাতের হোটেল'

শুভশ্রী খুলছেন ভাতের হোটেল! কি চমকে গেলেন ? না চমকানোর কোনও কারণ নেই। বরং একটা দারুণ সুখবর। তিনি যে এরকম কিছু একটা করতে চলেছেন তা কিন্তু বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল ৷ এবার সেই গুঞ্জনের জল্পনা উড়িয়ে নায়িকা নিজে মুখে বললেন সেই কথা ৷ আসলে ওটিটি-তে অভিষেক ঘটতে চলেছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Actress Subhashree Ganguly is debut on OTT)। কল্লোল লাহিড়ীর লেখা উপন্যাস 'ইন্দুবালা ভাতের হোটেল'-কেই ওটিটি-তে নিয়ে আসছেন দেবালয়।

9. Dilip on Partha-Arpita Arrest: 'পার্থ তো ভদ্রলোক! ষড়যন্ত্রে আর কারা জড়িত বলে দিক নাম' বললেন দিলীপ

দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলেন দিলীপ ঘোষ ৷ এদিন ফের একবার আক্রমণ করলেন পার্থ চট্টোপাধ্যায়কে (Dilip Ghosh on Partha-Arpita Arrest) ৷

10. Malda Makhana Farming: মাখনায় লক্ষ্মী লাভের আভাস ! ফলন বাড়াতে উদ্যোগী মালদা প্রশাসন

মালদায় (Malda) মাখনা চাষ (Makhana Farming) দিনে দিনে বাড়ছে ৷ লাভজনক এই ফসলের ফলন বাড়াতে উদ্যোগী জেলা প্রশাসন ৷ পাশে দাঁড়িয়েছে বণিকসভা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.