ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - top news

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

9 pm
9 pm
author img

By

Published : Feb 4, 2021, 9:15 PM IST

1. ভারতীয় ক্রিকেট দলেও কৃষক আন্দোলন নিয়ে কথা, জানালেন বিরাট

টিম মিটিংয়ে কৃষক আন্দোলন নিয়ে কথা হয়েছে, সাংবাদিকদের বললেন বিরাট কোহলি ৷


2. নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হওয়া সময়ের অপেক্ষা, পড়ে থাকা কাজ শেষ করার নির্দেশ কমিশনের

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট নিয়ে এবার তৎপরতা রাজ্য নির্বাচন কমিশনে ৷ ইতিমধ্যে রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব রাজ্য় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে একাধিক নির্দেশিকা পাঠিয়েছেন ৷ যেখানে আইপিএস ও আমলাদের বদলি সংক্রান্ত নির্দেশ রয়েছে ৷ 10 ফেব্রুয়ারির মধ্যে রাজ্য় প্রশাসনকে তার বাকি থাকা কাজ শেষ করতেও নির্দেশ দেওয়া হয়েছে ৷


3. জুলাইতে হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা, থিমকান্ট্রি ‘বাংলাদেশ’

বিগত চার বছরের মতো এবছরও কলকাতা আন্তর্জাতিক বইমেলা হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। এবছরের থিমকান্ট্রি নিয়ে সুধাংশুবাবু জানান, এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশ। 2021 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার 50 বছর ৷ তাই এই থিম ভাবনা ৷ আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ৷


4."আমি যদি তোর মাকে গালি দিই..", মাত্রা ছাড়ালেন কঙ্গনা

ফের শুরু তাপসী পান্নু আর কঙ্গনা রানাওয়াতের টুইট যুদ্ধ । তবে এবার আক্রমণ করতে গিয়ে মাত্রা ছাড়ালেন রানাওয়াত ।


5. 250-র বেশি আসনে জিতবে তৃণমূল, কেঁপে উঠবে দিল্লির চেয়ার : অভিষেক

বৃহস্পতিবার কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের তরফে তফসিলি জাতি ও উপজাতিদের নিয়ে একটি সভা করা হয়৷ সেখানে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তৃণমূল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে আড়াইশোরও বেশি আসনে জিতবে৷ আর তার ধাক্কা গিয়ে লাগবে দিল্লিতে৷


6. যতটা পারি করি, ভগবান নই... মেজাজ হারালেন মমতা

গীতাঞ্জলি স্টেডিয়ামের সভায় ফের মেজাজ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েকজন উঠে দাঁড়ান । ব্যারিকেড পেরিয়ে এগিয়ে আসার চেষ্টা করেন । আর সঙ্গে সঙ্গে পুরুলিয়ার ঘটনার পুনরাবৃত্তি । বেশ চড়া সুরে বললেন, আর কয়েকদিন পরই ভোটের দিন ঘোষণা হবে। এখন এত চাইলে হবে না । যতটা পারি ততটা করি । আমি তো ভগবান নই ।" প্রশ্ন তোলেন, "কী দেওয়া হয়নি বলুন তো? সবুজসাথী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী... সব সুবিধাই দেওয়া হচ্ছে । এরপরও ভোটের আগে যা ইচ্ছা কেন চাওয়া হচ্ছে?" পরে অবশ্য মেজাজ ঠান্ডা করেন তিনি ।

7. আব কি বার ট্রাম্প সরকার কে বলেছিলেন ?

করোনা মোকাবিলার প্রস্তুতি পর্ব নিয়ে কেন্দ্রকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন । লকডাউন ঘোষণা হওয়ার আগে ট্রাম্পের ভারত সফর নিয়ে আজ প্রশ্ন তুললেন তিনি । প্রশ্ন তোলেন, আব কি বার ট্রাম্প সরকার কে বলেছিলেন ? উদ্ধব ঠাকরে বলেছিলেন ? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ? নাকি হেমন্ত সোরেন বলেছিলেন ?

8. কৃষকদের পাশেই অনড় গ্রেটা! ''শিশু'', কটাক্ষ বিজেপি সাংসদের

গ্রেটা থুনবার্গকে শিশু বলে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি। তবে কোনওমতেই নিজের অবস্থান থেকে সরছেন না কিশোরী পরিবেশকর্মী। তিনি ফের টুইট করে জানিয়ে দিয়েছেন, তিনি কৃষকদেরই পাশে থাকছেন।


9. রাত পোহালেই রাজ্য বাজেট, পড়বেন মুখ্যমন্ত্রী!

আগামিকাল বিধানসভায় রাজ্য বাজেট পেশ। অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় এবার বাজেট পড়তে পারবেন না। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই কাল বাজেট পড়বেন বলে মনে করা হচ্ছে।


10. শিক্ষিকার বেতন না দেওয়ার মামলায় হাই কোর্টের ভর্ৎসনা বিশ্বভারতীর রেজিস্ট্রারকে

এক শিক্ষিকার বকেয়া বেতন মেটাতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট৷ কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে৷ সেই মামলাতেও শিক্ষিকার বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত৷ কিন্তু তার পরও সেই নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ৷ তাই বৃহস্পতিবার আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল বিশ্বভারতীর রেজিস্ট্রারকে৷ কেন আদালতের নির্দেশ মানা হল না, সেই জবাবও চেয়েছে কলকাতা হাই কোর্ট৷

1. ভারতীয় ক্রিকেট দলেও কৃষক আন্দোলন নিয়ে কথা, জানালেন বিরাট

টিম মিটিংয়ে কৃষক আন্দোলন নিয়ে কথা হয়েছে, সাংবাদিকদের বললেন বিরাট কোহলি ৷


2. নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হওয়া সময়ের অপেক্ষা, পড়ে থাকা কাজ শেষ করার নির্দেশ কমিশনের

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট নিয়ে এবার তৎপরতা রাজ্য নির্বাচন কমিশনে ৷ ইতিমধ্যে রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব রাজ্য় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে একাধিক নির্দেশিকা পাঠিয়েছেন ৷ যেখানে আইপিএস ও আমলাদের বদলি সংক্রান্ত নির্দেশ রয়েছে ৷ 10 ফেব্রুয়ারির মধ্যে রাজ্য় প্রশাসনকে তার বাকি থাকা কাজ শেষ করতেও নির্দেশ দেওয়া হয়েছে ৷


3. জুলাইতে হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা, থিমকান্ট্রি ‘বাংলাদেশ’

বিগত চার বছরের মতো এবছরও কলকাতা আন্তর্জাতিক বইমেলা হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। এবছরের থিমকান্ট্রি নিয়ে সুধাংশুবাবু জানান, এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশ। 2021 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার 50 বছর ৷ তাই এই থিম ভাবনা ৷ আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ৷


4."আমি যদি তোর মাকে গালি দিই..", মাত্রা ছাড়ালেন কঙ্গনা

ফের শুরু তাপসী পান্নু আর কঙ্গনা রানাওয়াতের টুইট যুদ্ধ । তবে এবার আক্রমণ করতে গিয়ে মাত্রা ছাড়ালেন রানাওয়াত ।


5. 250-র বেশি আসনে জিতবে তৃণমূল, কেঁপে উঠবে দিল্লির চেয়ার : অভিষেক

বৃহস্পতিবার কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের তরফে তফসিলি জাতি ও উপজাতিদের নিয়ে একটি সভা করা হয়৷ সেখানে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তৃণমূল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে আড়াইশোরও বেশি আসনে জিতবে৷ আর তার ধাক্কা গিয়ে লাগবে দিল্লিতে৷


6. যতটা পারি করি, ভগবান নই... মেজাজ হারালেন মমতা

গীতাঞ্জলি স্টেডিয়ামের সভায় ফের মেজাজ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েকজন উঠে দাঁড়ান । ব্যারিকেড পেরিয়ে এগিয়ে আসার চেষ্টা করেন । আর সঙ্গে সঙ্গে পুরুলিয়ার ঘটনার পুনরাবৃত্তি । বেশ চড়া সুরে বললেন, আর কয়েকদিন পরই ভোটের দিন ঘোষণা হবে। এখন এত চাইলে হবে না । যতটা পারি ততটা করি । আমি তো ভগবান নই ।" প্রশ্ন তোলেন, "কী দেওয়া হয়নি বলুন তো? সবুজসাথী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী... সব সুবিধাই দেওয়া হচ্ছে । এরপরও ভোটের আগে যা ইচ্ছা কেন চাওয়া হচ্ছে?" পরে অবশ্য মেজাজ ঠান্ডা করেন তিনি ।

7. আব কি বার ট্রাম্প সরকার কে বলেছিলেন ?

করোনা মোকাবিলার প্রস্তুতি পর্ব নিয়ে কেন্দ্রকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন । লকডাউন ঘোষণা হওয়ার আগে ট্রাম্পের ভারত সফর নিয়ে আজ প্রশ্ন তুললেন তিনি । প্রশ্ন তোলেন, আব কি বার ট্রাম্প সরকার কে বলেছিলেন ? উদ্ধব ঠাকরে বলেছিলেন ? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ? নাকি হেমন্ত সোরেন বলেছিলেন ?

8. কৃষকদের পাশেই অনড় গ্রেটা! ''শিশু'', কটাক্ষ বিজেপি সাংসদের

গ্রেটা থুনবার্গকে শিশু বলে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি। তবে কোনওমতেই নিজের অবস্থান থেকে সরছেন না কিশোরী পরিবেশকর্মী। তিনি ফের টুইট করে জানিয়ে দিয়েছেন, তিনি কৃষকদেরই পাশে থাকছেন।


9. রাত পোহালেই রাজ্য বাজেট, পড়বেন মুখ্যমন্ত্রী!

আগামিকাল বিধানসভায় রাজ্য বাজেট পেশ। অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় এবার বাজেট পড়তে পারবেন না। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই কাল বাজেট পড়বেন বলে মনে করা হচ্ছে।


10. শিক্ষিকার বেতন না দেওয়ার মামলায় হাই কোর্টের ভর্ৎসনা বিশ্বভারতীর রেজিস্ট্রারকে

এক শিক্ষিকার বকেয়া বেতন মেটাতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট৷ কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে৷ সেই মামলাতেও শিক্ষিকার বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত৷ কিন্তু তার পরও সেই নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ৷ তাই বৃহস্পতিবার আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল বিশ্বভারতীর রেজিস্ট্রারকে৷ কেন আদালতের নির্দেশ মানা হল না, সেই জবাবও চেয়েছে কলকাতা হাই কোর্ট৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.