ETV Bharat / bharat

সকাল 9 টার টপ নিউজ়

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top News at 9 AM
সকাল 9 টার টপ নিউজ়
author img

By

Published : Nov 22, 2021, 9:29 AM IST

1. SKU writes open letter to Modi : দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন, মোদিকে খোলা চিঠিতে স্পষ্ট কৃষকরা

গত 19 নম্ভেম্বর গুরুনানক জয়ন্তীতে মোদির কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পর সিঙ্ঘু বর্ডারে বৈঠক হয় গতকাল অর্থাৎ শনিবার ৷ গতকাল রাতেই কৃষকদের তরফে একটি খোলা চিঠি লেখা হয়েছে প্রধানমন্ত্রীকে (SKU writes open letter to Modi) ৷ কৃষকদের তরফে ছ'টি দাবি রাখা হয়েছে এই খোলা চিঠিতে ৷

2. Attack on Trinamool Congress in Tripura : ত্রিপুরায় দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্টের পথে তৃণমূল

রবিবার দিনভর দলীয় কর্মীদের উপর হামলার ঘটনায় সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস (Trinamool plans to move sc over tripura attack) ৷ দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এমনটাই জানানো হয়েছে ৷

3. Mamata to visit Delhi: আজ দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নয়াদিল্লি(New Delhi) সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ৷ দিল্লিতে তিনি থাকবেন 25 নভেম্বর পর্যন্ত ৷

4. West Bengal Weather Forecast : ফের নিম্নচাপের ভ্রুকূটি, ভ্যাপসা গরমে বৃষ্টির পূর্বাভাস গোটা রাজ্যেই

বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা জানান দিচ্ছে বৃষ্টির পূর্বাভাস ৷ এরপর কি অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলবে বঙ্গবাসীর ? কী বলছে হাওয়া অফিস ?

5. IND beats NZ at Eden : সৌরভের শহরে রোহিত-দ্রাবিড়ের মহারাজকীয় উত্থান

টি-20 সিরিজে নিউজিল্য়ান্ডকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া ৷ ইডেনে তৃতীয় টি-20 ম্য়াচে রোহিতের ভারত কিউয়িদের হারাল 73 রানে ৷

6. Rohit breaks Kohli's record : প্রিয় ইডেনে কোহলির নজির ভাঙলেন রোহিত

কোহলিকে হাফ-সেঞ্চুরির নিরিখে ছাপিয়ে যাওয়ার পাশাপাশি 'পয়া' ইডেনে এদিন আরও একটি মাইলস্টোন এল অধিনায়ক রোহিতের ব্য়াটে ৷ মার্টিন গাপটিলের পর আন্তর্জাতিক টি-20তে দ্বিতীয় ব্য়াটার হিসেবে 150তম ছক্কা হাঁকালেন 'হিটম্যান' ৷

7. Abhishek Banerjee in Tripura : সোমবার সকালেই ত্রিপুরায় অভিষেক, অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লিতে সাংসদরা

রবিবার ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল (Trinamool Congress) ৷ গ্রেফতার দলের নেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) ৷ সোমবার সেখানে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ দিল্লিতে ধরনা দেবেন তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল ৷

8. Attack on TMC Leader : দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম তৃণমূল কংগ্রেস নেতা

দুষ্কৃতীদের হামলায় ফের গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস নেতা । আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির নার্সিংহোমে চিকিৎসাধীন এসসি-এসটি শাখার বুথ সভাপতি সোলেমান মহম্মদ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ । শনিবার ক্যানিংয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে তৃণমূল নেতা মহরম শেখের ৷

9. Vaccination Message After Death: করোনায় মৃত্যুর 8 মাস পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার মেসেজ !

করোনায় মায়ের মৃত্যুর 8 মাস পর ছেলের মোবাইলে এল ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কমপ্লিট হওয়ার মেসেজ ৷ এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটল ডানকুনিতে ৷ মার্চে প্রথম ডোজ নেওয়ার পর এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সরস্বতী দাসের ৷ শুধু তাই নয়, কোউইন অ্যাপে 'মৃত' সরস্বতী দাসের নাম ও আধার নম্বর রয়েছে দ্বিতীয় ডোজের সার্টিফিকেটে ৷

10. Sourav Ganguly Rings Eden Bell : ইডেনে প্রথমবার বেল বাজিয়ে ম্য়াচের সূচনা করলেন মহারাজ

টিম ইন্ডিয়া সিরিজ জিতে গেলেও ইডেনে কিউয়িদের হোয়াইটওয়াশের লক্ষ্য় নিয়ে মাঠে নামল 'মেন ইন ব্লু'৷ প্রিয় দাদির মাঠে কোচ হিসেবে প্রথম টি-20 সিরিজের শেষটাও সতত সুখের হবে, আশায় রাহুল দ্রাবিড় ৷ কোচ-অধিনায়ক দু'জনেরই আবার পয়মন্ত মাঠ ৷ তাই জিতেই সিরিজে থামতে চায় দ্রাবিড়বাহিনী ৷

1. SKU writes open letter to Modi : দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন, মোদিকে খোলা চিঠিতে স্পষ্ট কৃষকরা

গত 19 নম্ভেম্বর গুরুনানক জয়ন্তীতে মোদির কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পর সিঙ্ঘু বর্ডারে বৈঠক হয় গতকাল অর্থাৎ শনিবার ৷ গতকাল রাতেই কৃষকদের তরফে একটি খোলা চিঠি লেখা হয়েছে প্রধানমন্ত্রীকে (SKU writes open letter to Modi) ৷ কৃষকদের তরফে ছ'টি দাবি রাখা হয়েছে এই খোলা চিঠিতে ৷

2. Attack on Trinamool Congress in Tripura : ত্রিপুরায় দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্টের পথে তৃণমূল

রবিবার দিনভর দলীয় কর্মীদের উপর হামলার ঘটনায় সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস (Trinamool plans to move sc over tripura attack) ৷ দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এমনটাই জানানো হয়েছে ৷

3. Mamata to visit Delhi: আজ দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নয়াদিল্লি(New Delhi) সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ৷ দিল্লিতে তিনি থাকবেন 25 নভেম্বর পর্যন্ত ৷

4. West Bengal Weather Forecast : ফের নিম্নচাপের ভ্রুকূটি, ভ্যাপসা গরমে বৃষ্টির পূর্বাভাস গোটা রাজ্যেই

বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা জানান দিচ্ছে বৃষ্টির পূর্বাভাস ৷ এরপর কি অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলবে বঙ্গবাসীর ? কী বলছে হাওয়া অফিস ?

5. IND beats NZ at Eden : সৌরভের শহরে রোহিত-দ্রাবিড়ের মহারাজকীয় উত্থান

টি-20 সিরিজে নিউজিল্য়ান্ডকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া ৷ ইডেনে তৃতীয় টি-20 ম্য়াচে রোহিতের ভারত কিউয়িদের হারাল 73 রানে ৷

6. Rohit breaks Kohli's record : প্রিয় ইডেনে কোহলির নজির ভাঙলেন রোহিত

কোহলিকে হাফ-সেঞ্চুরির নিরিখে ছাপিয়ে যাওয়ার পাশাপাশি 'পয়া' ইডেনে এদিন আরও একটি মাইলস্টোন এল অধিনায়ক রোহিতের ব্য়াটে ৷ মার্টিন গাপটিলের পর আন্তর্জাতিক টি-20তে দ্বিতীয় ব্য়াটার হিসেবে 150তম ছক্কা হাঁকালেন 'হিটম্যান' ৷

7. Abhishek Banerjee in Tripura : সোমবার সকালেই ত্রিপুরায় অভিষেক, অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লিতে সাংসদরা

রবিবার ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল (Trinamool Congress) ৷ গ্রেফতার দলের নেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) ৷ সোমবার সেখানে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ দিল্লিতে ধরনা দেবেন তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল ৷

8. Attack on TMC Leader : দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম তৃণমূল কংগ্রেস নেতা

দুষ্কৃতীদের হামলায় ফের গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস নেতা । আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির নার্সিংহোমে চিকিৎসাধীন এসসি-এসটি শাখার বুথ সভাপতি সোলেমান মহম্মদ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ । শনিবার ক্যানিংয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে তৃণমূল নেতা মহরম শেখের ৷

9. Vaccination Message After Death: করোনায় মৃত্যুর 8 মাস পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার মেসেজ !

করোনায় মায়ের মৃত্যুর 8 মাস পর ছেলের মোবাইলে এল ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কমপ্লিট হওয়ার মেসেজ ৷ এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটল ডানকুনিতে ৷ মার্চে প্রথম ডোজ নেওয়ার পর এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সরস্বতী দাসের ৷ শুধু তাই নয়, কোউইন অ্যাপে 'মৃত' সরস্বতী দাসের নাম ও আধার নম্বর রয়েছে দ্বিতীয় ডোজের সার্টিফিকেটে ৷

10. Sourav Ganguly Rings Eden Bell : ইডেনে প্রথমবার বেল বাজিয়ে ম্য়াচের সূচনা করলেন মহারাজ

টিম ইন্ডিয়া সিরিজ জিতে গেলেও ইডেনে কিউয়িদের হোয়াইটওয়াশের লক্ষ্য় নিয়ে মাঠে নামল 'মেন ইন ব্লু'৷ প্রিয় দাদির মাঠে কোচ হিসেবে প্রথম টি-20 সিরিজের শেষটাও সতত সুখের হবে, আশায় রাহুল দ্রাবিড় ৷ কোচ-অধিনায়ক দু'জনেরই আবার পয়মন্ত মাঠ ৷ তাই জিতেই সিরিজে থামতে চায় দ্রাবিড়বাহিনী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.