ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা - TOP NEWS @ 9 AM

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ সকাল 9 টা
টপ নিউজ় @ সকাল 9 টা
author img

By

Published : Nov 4, 2021, 9:20 AM IST

1. India vs Afghanistan : বড় ব্যবধানে জিতে সেমির দৌড়ে ভেসে রইল বিরাটবাহিনী

টস হারা অভ্যাসে পরিণত করে ফেলেছেল বিরাট ৷ তবে প্রথমে ব্যাট হাতে নেমে এদিন অকুতোভয় রোহিত শর্মা-কেএল রাহুলে বড় রানের ভিত গড়ে ভারত ৷ 2007 ডারবানে ওপেনিংয়ে গম্ভীর-সেহওয়াগের 136 রান এতদিন ছিল সর্বোচ্চ ৷ এদিন সেই রেকর্ড ভেঙে 140 করলেন রোহিত-রাহুল ৷

2. Rahul Dravid : ম্যাচের মাঝেই ঘোষণা, টিম ইন্ডিয়ার নতুন কোচ রাহুল দ্রাবিড়

প্রথমে রাজি না-হলেও পরে বিরাট কোহলিদের হেডস্যার হিসেবে দায়িত্ব নিয়ে রাজি হন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ সেই মতো বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় দলের কোচের পদে আবেদন করেন দ্রাবিড় ৷ ভারত-আফগানিস্তান ম্যাচের মাঝেই তাঁকে বিরাট-রোহিতদের নতুন 'হেডস্যার' হিসেবে ঘোষণা করল বিসিসিআই ৷

3. Ghoramara Island : ঘোড়ামারা দ্বীপের চড়ে ডুবল বাংলাদেশি জাহাজ, উদ্ধার 13 কর্মী

বাংলাদেশের পণ্যবাহী জাহাজটি হলদিয়া থেকে হুগলি নদী দিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিল ৷ রাতে কুয়াশায় ঠিকমতো ঠাহর করতে না পারায় চড়ে ধাক্কা লাগে ৷ জাহাজের সামনের অংশে ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে ৷

4. Eden gardens : ইডেনে ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের দাম ঘোষণা

আগামী 21 নভেম্বর ইডেন গার্ডেনে রয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ ৷ সেই ম্যাচেরই সাড়ে ছ'শো এবং দেড় হাজার টাকার টিকিটের দাম ঘোষণা করল সিএবি ৷ এই টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও কানপুর এবং মুম্বইয়ে ভারতের বিরুদ্ধে আরও দু'টি টেস্ট ম্যাচ খেলবে কিউয়িরা । সে দু'টির প্রথমটি শুরু হবে 25 নভেম্বর থেকে ৷

5. Petrol-Diesel Price : দাম কমল পেট্রল-ডিজ়েলের, মধ্যরাত থেকে কার্যকর

সরকারি নিয়ন্ত্রণ উঠে যাওয়ায় এখন পেট্রল, ডিজ়েলের দাম স্থির হয় রোজের হিসাবে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং বিদেশি মুদ্রার বিনিময় হারের উপর নির্ভর করেই ভারতের বাজারে তেলের দাম বাড়ে, কমে ৷ দেশে পেট্রলের দাম একশো পেরিয়ে গিয়েছে বহুদিন ৷ তারপরেই পেট্রল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক কমানোর ঘোষণা করল সরকার ৷

6. Lalbazar On Whats App: কালীপুজোর রাতে এক ফোনেই শব্দবাজি রুখবে লালবাজার

কলকাতা শহর এবং শহরতলি অঞ্চলে শব্দবাজির দাপট রুখতে হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানোর ব্যবস্থা করল লালবাজার ৷ দিনরাত খোলা থাকবে এই ফোন নম্বরগুলি।

7. Covaxin : বিশ্বস্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেল কোভ্যাকসিন

অবশেষে ছাড়পত্র পেল কোভ্যাকসিন ৷ বুধবারই বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে যে ভারত বায়োটেকের তৈরি করোনার এই টিকাকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হল ৷

8. Bus Fare Hike: রাজ্য বাস ভাড়া বাড়ছে না, বিকল্প পথেই সরকার

রাজ্যের বেসরকারি বাসের ভাড়া বাড়ানো বিষয়ে আজ বাস মালিকদের সঙ্গে বৈঠক করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সেখানে তিনি সাফ জানিয়ে দিলেন যে রাজ্যে বাড়ানো হবে না বেসরকারি বাসের ভাড়া। বিকল্প উপায়ে বাস চালাবে রাজ্য।

9. Corona in Bengal : কালী পুজোর আগে রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 14 জনের ৷ কলকাতা, উত্তর 24 পরগনায় 4 জন এবং জলপাইগুড়িতে 2 জন করে প্রাণ হারিয়েছেন ৷ দার্জিলিং, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় 1 জন করে মারা গিয়েছেন ৷

10. Amartya Sen : অমর্ত্য সেনের জন্মদিনে শান্তিনিকেতনের বাড়িতে আত্মঘাতী ভাইয়ের স্ত্রী

‘প্রতীচী’র পাশেই থাকেন তাঁর মাসতুতো ভাই শান্তভানু সেন ৷ নোবেলজয়ীর জন্মদিনের দিনই নিজের বাসভবনেই আত্মঘাতী হয়েছেন তাঁর ভাইয়ের স্ত্রী । খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ এসে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে ।

1. India vs Afghanistan : বড় ব্যবধানে জিতে সেমির দৌড়ে ভেসে রইল বিরাটবাহিনী

টস হারা অভ্যাসে পরিণত করে ফেলেছেল বিরাট ৷ তবে প্রথমে ব্যাট হাতে নেমে এদিন অকুতোভয় রোহিত শর্মা-কেএল রাহুলে বড় রানের ভিত গড়ে ভারত ৷ 2007 ডারবানে ওপেনিংয়ে গম্ভীর-সেহওয়াগের 136 রান এতদিন ছিল সর্বোচ্চ ৷ এদিন সেই রেকর্ড ভেঙে 140 করলেন রোহিত-রাহুল ৷

2. Rahul Dravid : ম্যাচের মাঝেই ঘোষণা, টিম ইন্ডিয়ার নতুন কোচ রাহুল দ্রাবিড়

প্রথমে রাজি না-হলেও পরে বিরাট কোহলিদের হেডস্যার হিসেবে দায়িত্ব নিয়ে রাজি হন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ সেই মতো বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় দলের কোচের পদে আবেদন করেন দ্রাবিড় ৷ ভারত-আফগানিস্তান ম্যাচের মাঝেই তাঁকে বিরাট-রোহিতদের নতুন 'হেডস্যার' হিসেবে ঘোষণা করল বিসিসিআই ৷

3. Ghoramara Island : ঘোড়ামারা দ্বীপের চড়ে ডুবল বাংলাদেশি জাহাজ, উদ্ধার 13 কর্মী

বাংলাদেশের পণ্যবাহী জাহাজটি হলদিয়া থেকে হুগলি নদী দিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিল ৷ রাতে কুয়াশায় ঠিকমতো ঠাহর করতে না পারায় চড়ে ধাক্কা লাগে ৷ জাহাজের সামনের অংশে ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে ৷

4. Eden gardens : ইডেনে ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের দাম ঘোষণা

আগামী 21 নভেম্বর ইডেন গার্ডেনে রয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ ৷ সেই ম্যাচেরই সাড়ে ছ'শো এবং দেড় হাজার টাকার টিকিটের দাম ঘোষণা করল সিএবি ৷ এই টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও কানপুর এবং মুম্বইয়ে ভারতের বিরুদ্ধে আরও দু'টি টেস্ট ম্যাচ খেলবে কিউয়িরা । সে দু'টির প্রথমটি শুরু হবে 25 নভেম্বর থেকে ৷

5. Petrol-Diesel Price : দাম কমল পেট্রল-ডিজ়েলের, মধ্যরাত থেকে কার্যকর

সরকারি নিয়ন্ত্রণ উঠে যাওয়ায় এখন পেট্রল, ডিজ়েলের দাম স্থির হয় রোজের হিসাবে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং বিদেশি মুদ্রার বিনিময় হারের উপর নির্ভর করেই ভারতের বাজারে তেলের দাম বাড়ে, কমে ৷ দেশে পেট্রলের দাম একশো পেরিয়ে গিয়েছে বহুদিন ৷ তারপরেই পেট্রল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক কমানোর ঘোষণা করল সরকার ৷

6. Lalbazar On Whats App: কালীপুজোর রাতে এক ফোনেই শব্দবাজি রুখবে লালবাজার

কলকাতা শহর এবং শহরতলি অঞ্চলে শব্দবাজির দাপট রুখতে হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানোর ব্যবস্থা করল লালবাজার ৷ দিনরাত খোলা থাকবে এই ফোন নম্বরগুলি।

7. Covaxin : বিশ্বস্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেল কোভ্যাকসিন

অবশেষে ছাড়পত্র পেল কোভ্যাকসিন ৷ বুধবারই বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে যে ভারত বায়োটেকের তৈরি করোনার এই টিকাকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হল ৷

8. Bus Fare Hike: রাজ্য বাস ভাড়া বাড়ছে না, বিকল্প পথেই সরকার

রাজ্যের বেসরকারি বাসের ভাড়া বাড়ানো বিষয়ে আজ বাস মালিকদের সঙ্গে বৈঠক করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সেখানে তিনি সাফ জানিয়ে দিলেন যে রাজ্যে বাড়ানো হবে না বেসরকারি বাসের ভাড়া। বিকল্প উপায়ে বাস চালাবে রাজ্য।

9. Corona in Bengal : কালী পুজোর আগে রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 14 জনের ৷ কলকাতা, উত্তর 24 পরগনায় 4 জন এবং জলপাইগুড়িতে 2 জন করে প্রাণ হারিয়েছেন ৷ দার্জিলিং, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় 1 জন করে মারা গিয়েছেন ৷

10. Amartya Sen : অমর্ত্য সেনের জন্মদিনে শান্তিনিকেতনের বাড়িতে আত্মঘাতী ভাইয়ের স্ত্রী

‘প্রতীচী’র পাশেই থাকেন তাঁর মাসতুতো ভাই শান্তভানু সেন ৷ নোবেলজয়ীর জন্মদিনের দিনই নিজের বাসভবনেই আত্মঘাতী হয়েছেন তাঁর ভাইয়ের স্ত্রী । খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ এসে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.