ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা - TOP NEWS @ 9 AM

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @ 9 AM
টপ নিউজ় @ সকাল 9 টা
author img

By

Published : Sep 5, 2021, 9:10 AM IST

1. Tokyo paralympics 2020: ব্যাডমিন্টনে রুপো জয় নয়ডার জেলাশাসক সুহাসের

ব্যাডমিন্টন পুরুষ সিঙ্গল এসএল ফোরের ফাইনালে হেরে রুপো জিতলেন নয়ডার জেলাশাসক সুহাস যথিরাজ ৷ এগিয়ে থেকেও পিছিয়ে পড়েন তিনি ৷

2. Suvendu Adhikari : দেহরক্ষীর মৃত্যুর মামলায় সিআইডির তলব শুভেন্দুকে

শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তলব করল সিআইডি (Criminal Investigation Department- CID) ৷ বিরোধী দলনেতার দেহরক্ষীর মৃত্যুর মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে তদন্তকারী সংস্থাটি ৷

3. Sikhsaratna : আদর্শ স্কুল গড়ে বর্ধমানের সুবীরকুমার দে এবার শিক্ষারত্ন

এর আগে নির্মল বিদ্যালয় পুরস্কার, শিশু মিত্র পুরস্কার, অ্যাক্যাডেমিক এক্সেলেন্স আওয়ার্ড, জাতীয় পুরস্কার, যামিনী রায় পুরস্কার পেয়েছে বর্ধমান আদর্শ বিদ্যালয় । এবার সেখানকার প্রধান শিক্ষক সুবীরকুমার দে পাচ্ছেন শিক্ষারত্ন ৷

4. Suvendu Adhikari : শুধু ভবানীপুরেই উপনির্বাচন কেন, প্রশ্ন শুভেন্দুর

শুধু ভবানীপুরে উপনির্বাচন বাকি কেন্দ্রে নয় কেন, এদিন এই প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, নির্বাচন কমিশন আর বিজেপির মধ্যে কোন আঁতাত নেই ৷ মুর্শিদাবাদে সাংগঠনিক সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন বিরোধী দলনেতা ৷

5. Ind vs Eng : 171 রানে এগিয়ে ভারত, চতুর্থ দিনে ভারতের ভরসা বিরাটের ব্যাট

প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া ৷ তৃতীয়দিনের শেষে ইংল্যান্ডের থেকে 171 রানে এগিয়ে ভারত ৷ পিচে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা ৷

6.Independence Special : ব্রিটিশদের কঠিন লড়াইয়ে মুখে ফেলেছিলেন আথারগড়ের রাজা এবং জমিদাররা

ভারতীয়রা তাদের আত্মনিয়ন্ত্রণের লড়াই চালিয়ে যাচ্ছিল ৷ 1757 সালে পলাশীর যুদ্ধের ফলাফল ব্রিটিশদের বাংলার অবিসংবাদিত শাসক বানিয়েছিল ৷ 1818 সালের মধ্যে ব্রিটিশরা আথারগড় (Atharahagadh) ছাড়া ভারতের প্রায় সমস্ত অঞ্চল দখল করেছিল ৷ ব্রিটিশরা তাই এই প্রদেশই দখলের জন্য আপ্রাণ চেষ্টা করেছিল ।

7. Rajpur Sonarpur Municipality : হ্যাফ প্যান্ট পরে ভ্যাকসিনেশন সেন্টারে, টিকা পেলেন না যুবক

বেশ কিছুদিন আগেই এই পোশাক ফতোয়া জারি করেছে রাজপুর সোনারপুর পৌরসভা ৷ বিল্ডিংয়ের বাইরে সাঁটানো কাগজে লেখা রয়েছে, "হাফ প্যান্ট পরে অফিস চত্বরে ঢোকা যাবে না ৷"

8. West Bengal corona update : দৈনিক সংক্রমণ ফের ছুঁল সাতশোর ঘর, শীর্ষে কলকাতা

17টি জেলায় গত 24 ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি ৷ দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে 2 জন করে মারা গিয়েছেন ৷ আর কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া ও নদিয়ায় একজন করে মারা গিয়েছেন ৷

9.Bengal Javelin Thrower : দরবার করেও মেলেনি জ্যাভলিন, নীরজের মতো পরিকাঠামো না পাওয়ার আক্ষেপ অমিতের

দশবছর পূর্বাঞ্চলীয় সাইয়ে (SAI) শিক্ষানবীশ ছিলেন অমিত । শুনতে অবাক হলেও সাইতে নাকি ছাত্র তাঁর শিক্ষককে বেছে নেন । সেইমতো অমিত তাঁর কোচ প্রদীপ বন্দ্যোপাধ্যায় সাই থেকে অবসর নেওয়ার পরে সুশান্ত সিনহার কাছে প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন ।

10. Tokyo paralympics 2020 : ব্যাডমিন্টনে ভারতের জয়জয়কার ; প্রমোদ জিতলেন সোনা, ব্রোঞ্জ মনোজ সরকারের

পুরুষদের সিঙ্গলস SL3 ইভেন্টে এই প্রথমবার সোনার পদক এল ভারতের ঘরে ৷

1. Tokyo paralympics 2020: ব্যাডমিন্টনে রুপো জয় নয়ডার জেলাশাসক সুহাসের

ব্যাডমিন্টন পুরুষ সিঙ্গল এসএল ফোরের ফাইনালে হেরে রুপো জিতলেন নয়ডার জেলাশাসক সুহাস যথিরাজ ৷ এগিয়ে থেকেও পিছিয়ে পড়েন তিনি ৷

2. Suvendu Adhikari : দেহরক্ষীর মৃত্যুর মামলায় সিআইডির তলব শুভেন্দুকে

শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তলব করল সিআইডি (Criminal Investigation Department- CID) ৷ বিরোধী দলনেতার দেহরক্ষীর মৃত্যুর মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে তদন্তকারী সংস্থাটি ৷

3. Sikhsaratna : আদর্শ স্কুল গড়ে বর্ধমানের সুবীরকুমার দে এবার শিক্ষারত্ন

এর আগে নির্মল বিদ্যালয় পুরস্কার, শিশু মিত্র পুরস্কার, অ্যাক্যাডেমিক এক্সেলেন্স আওয়ার্ড, জাতীয় পুরস্কার, যামিনী রায় পুরস্কার পেয়েছে বর্ধমান আদর্শ বিদ্যালয় । এবার সেখানকার প্রধান শিক্ষক সুবীরকুমার দে পাচ্ছেন শিক্ষারত্ন ৷

4. Suvendu Adhikari : শুধু ভবানীপুরেই উপনির্বাচন কেন, প্রশ্ন শুভেন্দুর

শুধু ভবানীপুরে উপনির্বাচন বাকি কেন্দ্রে নয় কেন, এদিন এই প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, নির্বাচন কমিশন আর বিজেপির মধ্যে কোন আঁতাত নেই ৷ মুর্শিদাবাদে সাংগঠনিক সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন বিরোধী দলনেতা ৷

5. Ind vs Eng : 171 রানে এগিয়ে ভারত, চতুর্থ দিনে ভারতের ভরসা বিরাটের ব্যাট

প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া ৷ তৃতীয়দিনের শেষে ইংল্যান্ডের থেকে 171 রানে এগিয়ে ভারত ৷ পিচে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা ৷

6.Independence Special : ব্রিটিশদের কঠিন লড়াইয়ে মুখে ফেলেছিলেন আথারগড়ের রাজা এবং জমিদাররা

ভারতীয়রা তাদের আত্মনিয়ন্ত্রণের লড়াই চালিয়ে যাচ্ছিল ৷ 1757 সালে পলাশীর যুদ্ধের ফলাফল ব্রিটিশদের বাংলার অবিসংবাদিত শাসক বানিয়েছিল ৷ 1818 সালের মধ্যে ব্রিটিশরা আথারগড় (Atharahagadh) ছাড়া ভারতের প্রায় সমস্ত অঞ্চল দখল করেছিল ৷ ব্রিটিশরা তাই এই প্রদেশই দখলের জন্য আপ্রাণ চেষ্টা করেছিল ।

7. Rajpur Sonarpur Municipality : হ্যাফ প্যান্ট পরে ভ্যাকসিনেশন সেন্টারে, টিকা পেলেন না যুবক

বেশ কিছুদিন আগেই এই পোশাক ফতোয়া জারি করেছে রাজপুর সোনারপুর পৌরসভা ৷ বিল্ডিংয়ের বাইরে সাঁটানো কাগজে লেখা রয়েছে, "হাফ প্যান্ট পরে অফিস চত্বরে ঢোকা যাবে না ৷"

8. West Bengal corona update : দৈনিক সংক্রমণ ফের ছুঁল সাতশোর ঘর, শীর্ষে কলকাতা

17টি জেলায় গত 24 ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি ৷ দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে 2 জন করে মারা গিয়েছেন ৷ আর কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া ও নদিয়ায় একজন করে মারা গিয়েছেন ৷

9.Bengal Javelin Thrower : দরবার করেও মেলেনি জ্যাভলিন, নীরজের মতো পরিকাঠামো না পাওয়ার আক্ষেপ অমিতের

দশবছর পূর্বাঞ্চলীয় সাইয়ে (SAI) শিক্ষানবীশ ছিলেন অমিত । শুনতে অবাক হলেও সাইতে নাকি ছাত্র তাঁর শিক্ষককে বেছে নেন । সেইমতো অমিত তাঁর কোচ প্রদীপ বন্দ্যোপাধ্যায় সাই থেকে অবসর নেওয়ার পরে সুশান্ত সিনহার কাছে প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন ।

10. Tokyo paralympics 2020 : ব্যাডমিন্টনে ভারতের জয়জয়কার ; প্রমোদ জিতলেন সোনা, ব্রোঞ্জ মনোজ সরকারের

পুরুষদের সিঙ্গলস SL3 ইভেন্টে এই প্রথমবার সোনার পদক এল ভারতের ঘরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.