ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা - NEWS AT A GLANCE

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 7
top 7
author img

By

Published : Mar 1, 2021, 7:12 PM IST

1.বাণিজ্যনগরী মুম্বইয়কে বিদ্যুৎহীন করেছিল চিন !

মুম্বই শহরকে বিদ্যুৎহীন করার পিছনে দায়ি চিন। নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এখনও দিল্লি বা বেজিংয়ের তরফে এবিষয়ে মুখ খোলা হয়নি।

2.বিজেপিতে শ্রাবন্তী, প্রার্থী হতে পারেন টালিগঞ্জে ?

বিজেপি সূত্রে খবর, টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে শ্রাবন্তীকে প্রার্থী করা হতে পারে ।

3.পুলিশ হেফাজতে রাকেশকে মারধরের অভিযোগ আইনজীবীর

পুলিশ হেফাজতে মারধর করা হচ্ছে রাকেশ সিংকে ৷ দাবি রাকেশের আইনজীবীর ৷ ঘটনায় তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আবেদন জানালেন তিনি ৷

4.বাম-কংগ্রেসের সঙ্গে জোট শুধু বিহারে, বাংলায় মমতার পাশে আরজেডি : তেজস্বী যাদব

বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে আরজেডি-র জোট শুধু বিহারে ৷ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেই পূর্ণশক্তি দিয়ে সমর্থন করতে চান তেজস্বী যাদব ৷ সোমবার নবান্নে তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা জানিয়েছেন ৷

5.সারদা কাণ্ডে কুণাল ঘোষকে তলব ইডির

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে তলব করল ইডি ৷ আগামিকাল, মঙ্গলবার সকাল 11টায় তাঁকে নিজাম প্যালেসে ইডি-র অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ৷ ইডি সূত্রে খবর, কুণাল ঘোষের বয়ান রেকর্ড করলেও করা হতে পারে ।

6.মদের আসরে তৃণমূল প্রধানের নাচ, ভাইরাল ভিডিয়ো

গ্রাম পঞ্চায়েত প্রধানের এই আপত্তিকর ভিডিয়ো দেখে কটাক্ষ করতে ছাড়েননি পূর্ব মেদিনীপুরের বিজেপির নেতৃত্ব ৷

7.কয়লাকাণ্ডে ইডির আতস কাচের তলায় একাধিক ব্যবসায়ী

কয়লাপাচার কাণ্ডের তদন্তে নেমে বেশ কয়েকজন ব্য়বসায়ীর নাম জানতে পারছেন গোয়েন্দারা। তাদের থেকে টাকা পৌঁছাত লালার কাছে। এবং সেই টাকা পৌঁছে যেত প্রভাবশালী অফিসারদের অ্য়াকাউন্টে।

8.অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, অভিযোগ রাকেশ সিংয়ের

রাকেশ সিংয়ের অভিযোগ, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে । বাড়ির কাজের লোকেদের ধরে গল্প বানানোর চেষ্টা করা হচ্ছে ।

9.কখনও পুশ-আপ, কখনও নৃত্য ; তামিলনাড়ুতে অন্য মেজাজে রাহুল

আজ তামিলনাড়ুর মুলাগুমুদাবন-এ সেন্ট জোশেফ ম্যাট্রিকুলেশন হাই সেকেন্ডারি স্কুলে ছাত্র ছাত্রীদের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধি । সেখানে ছাত্র ছাত্রীদের গাওয়া গানে পা মেলান কংগ্রেস এই নেতা । সকলের অনুরোধে স্টেজের উপর এক ছাত্রীর সঙ্গে পুশ আপও করেন ।

10.অস্ত্রোপচারের পর ভক্তদের ধন্যবাদ অমিতাভের

অস্ত্রোপচারের পরেই বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ধন্যবাদ জানান তাঁর শুভাকাঙ্ক্ষীদের ৷ গত শনিবারই তিনি তাঁর অস্ত্রোপচারের কথা সোশাল মিডিয়াতে শেয়ার করেন ৷ সেই মুহূর্তেই ভক্তদের শুভ কামনায় ভরে যায় সোশাল মিডিয়া ৷ তারই প্রতিক্রিয়া জানান তিনি ৷

1.বাণিজ্যনগরী মুম্বইয়কে বিদ্যুৎহীন করেছিল চিন !

মুম্বই শহরকে বিদ্যুৎহীন করার পিছনে দায়ি চিন। নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এখনও দিল্লি বা বেজিংয়ের তরফে এবিষয়ে মুখ খোলা হয়নি।

2.বিজেপিতে শ্রাবন্তী, প্রার্থী হতে পারেন টালিগঞ্জে ?

বিজেপি সূত্রে খবর, টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে শ্রাবন্তীকে প্রার্থী করা হতে পারে ।

3.পুলিশ হেফাজতে রাকেশকে মারধরের অভিযোগ আইনজীবীর

পুলিশ হেফাজতে মারধর করা হচ্ছে রাকেশ সিংকে ৷ দাবি রাকেশের আইনজীবীর ৷ ঘটনায় তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আবেদন জানালেন তিনি ৷

4.বাম-কংগ্রেসের সঙ্গে জোট শুধু বিহারে, বাংলায় মমতার পাশে আরজেডি : তেজস্বী যাদব

বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে আরজেডি-র জোট শুধু বিহারে ৷ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেই পূর্ণশক্তি দিয়ে সমর্থন করতে চান তেজস্বী যাদব ৷ সোমবার নবান্নে তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা জানিয়েছেন ৷

5.সারদা কাণ্ডে কুণাল ঘোষকে তলব ইডির

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে তলব করল ইডি ৷ আগামিকাল, মঙ্গলবার সকাল 11টায় তাঁকে নিজাম প্যালেসে ইডি-র অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ৷ ইডি সূত্রে খবর, কুণাল ঘোষের বয়ান রেকর্ড করলেও করা হতে পারে ।

6.মদের আসরে তৃণমূল প্রধানের নাচ, ভাইরাল ভিডিয়ো

গ্রাম পঞ্চায়েত প্রধানের এই আপত্তিকর ভিডিয়ো দেখে কটাক্ষ করতে ছাড়েননি পূর্ব মেদিনীপুরের বিজেপির নেতৃত্ব ৷

7.কয়লাকাণ্ডে ইডির আতস কাচের তলায় একাধিক ব্যবসায়ী

কয়লাপাচার কাণ্ডের তদন্তে নেমে বেশ কয়েকজন ব্য়বসায়ীর নাম জানতে পারছেন গোয়েন্দারা। তাদের থেকে টাকা পৌঁছাত লালার কাছে। এবং সেই টাকা পৌঁছে যেত প্রভাবশালী অফিসারদের অ্য়াকাউন্টে।

8.অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, অভিযোগ রাকেশ সিংয়ের

রাকেশ সিংয়ের অভিযোগ, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে । বাড়ির কাজের লোকেদের ধরে গল্প বানানোর চেষ্টা করা হচ্ছে ।

9.কখনও পুশ-আপ, কখনও নৃত্য ; তামিলনাড়ুতে অন্য মেজাজে রাহুল

আজ তামিলনাড়ুর মুলাগুমুদাবন-এ সেন্ট জোশেফ ম্যাট্রিকুলেশন হাই সেকেন্ডারি স্কুলে ছাত্র ছাত্রীদের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধি । সেখানে ছাত্র ছাত্রীদের গাওয়া গানে পা মেলান কংগ্রেস এই নেতা । সকলের অনুরোধে স্টেজের উপর এক ছাত্রীর সঙ্গে পুশ আপও করেন ।

10.অস্ত্রোপচারের পর ভক্তদের ধন্যবাদ অমিতাভের

অস্ত্রোপচারের পরেই বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ধন্যবাদ জানান তাঁর শুভাকাঙ্ক্ষীদের ৷ গত শনিবারই তিনি তাঁর অস্ত্রোপচারের কথা সোশাল মিডিয়াতে শেয়ার করেন ৷ সেই মুহূর্তেই ভক্তদের শুভ কামনায় ভরে যায় সোশাল মিডিয়া ৷ তারই প্রতিক্রিয়া জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.