ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @ 7 PM
TOP NEWS @ 7 PM
author img

By

Published : Jan 24, 2021, 7:05 PM IST

1. জয় শ্রীরাম থেকে পরিবারতন্ত্র, বিজেপি-শুভেন্দুকে তুলোধনা অভিষেকের

নেতাজির মতো দেশনায়কের জন্মজয়ন্তীর মঞ্চকে ধর্মীয় বা রাজনীতির মঞ্চ হিসেবে উপস্থাপিত করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর সমালোচনা করলেন তিনি ৷ কুলতলির সভা থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷

2. বুকে ব্যথা নিয়ে হাসপাতালে অরূপ রায়

অসুস্থ রাজ্যের মন্ত্রী অরূপ রায় ৷ বুকে ব্যথা অনুভব করায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

3. যেমন খুশি মৎস্য কুড়াইব, খাইব সুখে !

লকাতা থেকে বিহার যাচ্ছিল মাছবোঝাই একটি গাড়ি । গাড়িতে 900 কেজি মাছ । হঠাৎ টায়ার ফেটে উলটে যায় গাড়ি । প্রায় 100 কেজি মাছ লোপাট হয়েছে বলে জানিয়েছেন গাড়ির চালক ।

4. সাধারণতন্ত্র দিবসের প্যারেডে প্রথমবার থাকছে লাদাখের ট্য়াবলো

সাধারণতন্ত্র দিবসে প্রথমবার লাদাখের ট্য়াবলো দেখা যাবে ৷ 370 প্রত্য়াহারের পর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখের থিকসে মঠের কাঠামো সাধারণতন্ত্র দিবসের প্য়ারেডে দেখা যাবে ৷

5. কালীঘাটে পোড়া টাকা কার, উত্তর খুঁজছে পুলিশ

মুখার্জি ঘাটে উদ্ধার হওয়া বস্তার ভিতর 10, 20, 50, 100 টাকার নোট ছিল । কোনওটা আধ পোড়া । আবার কোনওটা ভালো । ভালো নোট উদ্ধার করতে হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে ।

6. বাবা নয়, মৃত ছেলের বীর্যের অধিকার শুধু জীবিত স্ত্রীর : হাইকোর্ট

মৃত্যুর আগে বীর্য সংরক্ষিত করে রেখেছিল ছেলে। তা পেতে হাইকোর্টে আবেদন জানালেও সেই আবেদন খারিজ করে দিল আদালত। হাইকোর্ট তার রায়ে জানিয়েছেন, মৃত ছেলের সংরক্ষিত বীর্যে তাঁর বাবার কোনও অধিকার নেই। তাতে একমাত্র অধিকার তাঁর জীবিত স্ত্রী-র।

7.বোড়োল্যান্ড জয়ই ভোটের ট্রেলার, অনুপ্রবেশকারী ও বন্যামুক্ত করব অসম : শাহ

বোড়োল্যান্ডের সাফল্যই অসম নির্বাচনের ট্রেলার। কোকরাঝাড়ে গিয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, বিজেপিকে ক্ষমতায় আনলে হিংসামুক্ত, অনুপ্রবেশকারীমুক্ত ও বন্যামুক্ত হবে অসম।

8. "সঠিক সময়", তৃণমূলের হাত ধরলেন অভিনেত্রী পিয়া ও কৌশানী

জল্পনার অবসান ঘটিয়ে আজ শাসকদলের শিবিরে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় । তাঁর পাশাপাশি আরেক অভিনেত্রী তথা ইম্পার সদস্য পিয়া সেনগুপ্তও যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ।

9. জাতীয় কন্যাসন্তান দিবসে কেন্দ্রের প্রকল্পের গুণগান মোদির, কন্যাশ্রীর জয়গান মমতার

জাতীয় কন্য়াসন্তান দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার জাতীয় কন্য়াসন্তান দিবসে টুইট করে, দেশের মেয়েদের ক্ষমতায়ন নিয়ে কাজ করা সকলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ অন্যদিকে, জাতীয় কন্যাদিবসে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের সাফল্য তুলে ধরেন মমতা ।

10. গুরু দত্তের চরিত্রে অভিনয়ের গুরুদায়িত্ব নেবেন আমির ?

শোনা যাচ্ছে এক সুপারস্টার গুরু দত্তের চরিত্রে অভিনয় করতে চলেছেন আরও এক সুপারস্টার আমির খান । তবে পুরোটাই রয়েছে আলোচনার স্তরে ।

1. জয় শ্রীরাম থেকে পরিবারতন্ত্র, বিজেপি-শুভেন্দুকে তুলোধনা অভিষেকের

নেতাজির মতো দেশনায়কের জন্মজয়ন্তীর মঞ্চকে ধর্মীয় বা রাজনীতির মঞ্চ হিসেবে উপস্থাপিত করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর সমালোচনা করলেন তিনি ৷ কুলতলির সভা থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷

2. বুকে ব্যথা নিয়ে হাসপাতালে অরূপ রায়

অসুস্থ রাজ্যের মন্ত্রী অরূপ রায় ৷ বুকে ব্যথা অনুভব করায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

3. যেমন খুশি মৎস্য কুড়াইব, খাইব সুখে !

লকাতা থেকে বিহার যাচ্ছিল মাছবোঝাই একটি গাড়ি । গাড়িতে 900 কেজি মাছ । হঠাৎ টায়ার ফেটে উলটে যায় গাড়ি । প্রায় 100 কেজি মাছ লোপাট হয়েছে বলে জানিয়েছেন গাড়ির চালক ।

4. সাধারণতন্ত্র দিবসের প্যারেডে প্রথমবার থাকছে লাদাখের ট্য়াবলো

সাধারণতন্ত্র দিবসে প্রথমবার লাদাখের ট্য়াবলো দেখা যাবে ৷ 370 প্রত্য়াহারের পর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখের থিকসে মঠের কাঠামো সাধারণতন্ত্র দিবসের প্য়ারেডে দেখা যাবে ৷

5. কালীঘাটে পোড়া টাকা কার, উত্তর খুঁজছে পুলিশ

মুখার্জি ঘাটে উদ্ধার হওয়া বস্তার ভিতর 10, 20, 50, 100 টাকার নোট ছিল । কোনওটা আধ পোড়া । আবার কোনওটা ভালো । ভালো নোট উদ্ধার করতে হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে ।

6. বাবা নয়, মৃত ছেলের বীর্যের অধিকার শুধু জীবিত স্ত্রীর : হাইকোর্ট

মৃত্যুর আগে বীর্য সংরক্ষিত করে রেখেছিল ছেলে। তা পেতে হাইকোর্টে আবেদন জানালেও সেই আবেদন খারিজ করে দিল আদালত। হাইকোর্ট তার রায়ে জানিয়েছেন, মৃত ছেলের সংরক্ষিত বীর্যে তাঁর বাবার কোনও অধিকার নেই। তাতে একমাত্র অধিকার তাঁর জীবিত স্ত্রী-র।

7.বোড়োল্যান্ড জয়ই ভোটের ট্রেলার, অনুপ্রবেশকারী ও বন্যামুক্ত করব অসম : শাহ

বোড়োল্যান্ডের সাফল্যই অসম নির্বাচনের ট্রেলার। কোকরাঝাড়ে গিয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, বিজেপিকে ক্ষমতায় আনলে হিংসামুক্ত, অনুপ্রবেশকারীমুক্ত ও বন্যামুক্ত হবে অসম।

8. "সঠিক সময়", তৃণমূলের হাত ধরলেন অভিনেত্রী পিয়া ও কৌশানী

জল্পনার অবসান ঘটিয়ে আজ শাসকদলের শিবিরে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় । তাঁর পাশাপাশি আরেক অভিনেত্রী তথা ইম্পার সদস্য পিয়া সেনগুপ্তও যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ।

9. জাতীয় কন্যাসন্তান দিবসে কেন্দ্রের প্রকল্পের গুণগান মোদির, কন্যাশ্রীর জয়গান মমতার

জাতীয় কন্য়াসন্তান দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার জাতীয় কন্য়াসন্তান দিবসে টুইট করে, দেশের মেয়েদের ক্ষমতায়ন নিয়ে কাজ করা সকলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ অন্যদিকে, জাতীয় কন্যাদিবসে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের সাফল্য তুলে ধরেন মমতা ।

10. গুরু দত্তের চরিত্রে অভিনয়ের গুরুদায়িত্ব নেবেন আমির ?

শোনা যাচ্ছে এক সুপারস্টার গুরু দত্তের চরিত্রে অভিনয় করতে চলেছেন আরও এক সুপারস্টার আমির খান । তবে পুরোটাই রয়েছে আলোচনার স্তরে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.