ETV Bharat / bharat

Top News: বিকেল 5টা - top news at 5 pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 10, 2022, 5:29 PM IST

1. BAN vs IND 3rd ODI: ঈশানের বিশ্বরেকর্ডেও নিজেদের ছাপিয়ে যেতে পারলেন না বিরাটরা

50 ওভারে 8 উইকেট হারিয়ে 409 রানে থামল ভারতের ইনিংস ৷ 2011 ইন্দোরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে করা 418 রানের সর্বাধিক রানের নজির অক্ষতই রইল ৷ তবে শনিবার চট্টগ্রামের এই ইনিংস সর্বাধিক রানের তালিকায় জায়গা করে নিল চতুর্থস্থানে (India made their fourth highest ODI total) ৷

2. Jharkhand Lawyer Arrest Case: ঝাড়খণ্ডের আইনজীবীকে গ্রেফতার কেন, কলকাতা পুলিশের কাছে জানবে সিবিআই

সম্প্রতি তোলাবাজির অভিযোগে রাজীব কুমার (Rajib Kumar) নামে ঝাড়খণ্ডের এক আইনজীবীকে গ্রেফতার (Jharkhand Lawyer Arrest Case) করে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ সেই ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলতে কলকাতা যাবেন সিবিআই (CBI) আধিকারিকরা ৷

3. Jitendra Tiwari: পুনর্বাসন দিতে দেরি ইসিএলের, তৃণমূলকে কাঠগড়ায় তুলে আসরে জিতেন্দ্র !

ছ'মাস পেরিয়ে গিয়েছে ৷ তারপরও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন (Rehabilitation) ও ক্ষতিপূরণ (Compensation) দেয়নি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (Eastern Coalfields Limited) বা ইসিএল (ECL) কর্তৃপক্ষ ৷ আর তার জন্য কার্যত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) !

4. Justice Abhijit Gangopadhyay: শিলিগুড়িতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে নিয়োগে বঞ্চনার অভিযোগ নিয়ে হাজির চাকরিপ্রার্থী

শিলিগুড়িতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhijit Ganguly) কাছে পেয়ে নিয়োগ সংক্রান্ত অভিযোগ নিয়ে হাজির চাকরি প্রার্থী । উচ্চশিক্ষায় নিয়োগ সংক্রান্ত মামলা যে বিচারপতির কাছে চলছে, তাঁর কাছে বিস্তারিত জানানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷

5. WB TET 2022: রাত পোহালেই টেট, বিতর্ক এড়াতে নিরাপত্তায় জোর পর্ষদের

পাঁচ বছর পর ফের রাজ্যে হতে চলেছে টেট (WB TET 2022) ৷ পরীক্ষাকেন্দ্রগুলিতে (Exam Venue) কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) ৷ জারি করা হয়েছে একাধিক নির্দেশ ৷

6. Ishan Kishan: ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড ঈশানের

ওয়ান ডে ক্রিকেটে চতুর্থ ভারতীয় হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন ঈশান কিষাণ (Ishan Kishan scored double hundred) ৷ একই সঙ্গে ওয়ান ডে-তে দ্রুততম 200 রান করার বিশ্বরেকর্ড গড়লেন তিনি ৷ শেষ পর্যন্ত 210 রানে আউট হন রাঁচির এই বাঁ-হাতি ব্যাটার ৷

7. Woman Body Recovered: আলমারি থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য

চাঞ্চল্যকর ঘটনা হুগলির চুঁচুড়ায় ৷ আলমারি থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ (Woman Body Recovered) ৷ মহিলাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের ৷ অভিযোগের তির তাঁর স্বামীর দিকে ৷ ঘটনায় আটক মহিলার স্বামী ও ছেলে ৷

8. Man forced Wife to sleep with friends: স্ত্রীকে বন্ধুদের সঙ্গে যৌনমিলনে বাধ্য করতেন স্বামী ! নির্যাতিতার অভিযোগে ধৃত অভিযুক্ত

বন্ধুদের সঙ্গে জোর করে যৌনমিলনে বাধ্য করতেন স্বামী (Husband Forced Wife to Sleep with Friends) ৷ কর্নাটকের এক মহিলা এমনই অভিযোগ করেছেন ৷ অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো তুলে ব্ল্যাকমেলিংও (Blackmailing) করা হত বলে অভিযোগ ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

9. Virat Kohli: বাংলাদেশের বিরুদ্ধে শতরান করে পন্টিংকে টপকালেন বিরাট, সামনে শুধুই সচিন

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 44তম সেঞ্চুরি বিরাট কোহলির (Virat Kohli Makes 44th ODI Century Against Bangladesh) ৷ 3 বছর পর ফের 50 ওভারের ক্রিকেটে সেঞ্চুরি করলেন তিনি ৷

10. New Serial Bangla Medium: নীল-তিয়াসার জুটিতে আসছে 'বাংলা মিডিয়াম'

বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'বাংলা মিডিয়াম' (New Serial Bangla Medium is Coming Soon)। 12 ডিসেম্বর থেকে প্রতিদিন রাত 8টায় দেখুন 'বাংলা মিডিয়াম'।

1. BAN vs IND 3rd ODI: ঈশানের বিশ্বরেকর্ডেও নিজেদের ছাপিয়ে যেতে পারলেন না বিরাটরা

50 ওভারে 8 উইকেট হারিয়ে 409 রানে থামল ভারতের ইনিংস ৷ 2011 ইন্দোরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে করা 418 রানের সর্বাধিক রানের নজির অক্ষতই রইল ৷ তবে শনিবার চট্টগ্রামের এই ইনিংস সর্বাধিক রানের তালিকায় জায়গা করে নিল চতুর্থস্থানে (India made their fourth highest ODI total) ৷

2. Jharkhand Lawyer Arrest Case: ঝাড়খণ্ডের আইনজীবীকে গ্রেফতার কেন, কলকাতা পুলিশের কাছে জানবে সিবিআই

সম্প্রতি তোলাবাজির অভিযোগে রাজীব কুমার (Rajib Kumar) নামে ঝাড়খণ্ডের এক আইনজীবীকে গ্রেফতার (Jharkhand Lawyer Arrest Case) করে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ সেই ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলতে কলকাতা যাবেন সিবিআই (CBI) আধিকারিকরা ৷

3. Jitendra Tiwari: পুনর্বাসন দিতে দেরি ইসিএলের, তৃণমূলকে কাঠগড়ায় তুলে আসরে জিতেন্দ্র !

ছ'মাস পেরিয়ে গিয়েছে ৷ তারপরও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন (Rehabilitation) ও ক্ষতিপূরণ (Compensation) দেয়নি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (Eastern Coalfields Limited) বা ইসিএল (ECL) কর্তৃপক্ষ ৷ আর তার জন্য কার্যত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) !

4. Justice Abhijit Gangopadhyay: শিলিগুড়িতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে নিয়োগে বঞ্চনার অভিযোগ নিয়ে হাজির চাকরিপ্রার্থী

শিলিগুড়িতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhijit Ganguly) কাছে পেয়ে নিয়োগ সংক্রান্ত অভিযোগ নিয়ে হাজির চাকরি প্রার্থী । উচ্চশিক্ষায় নিয়োগ সংক্রান্ত মামলা যে বিচারপতির কাছে চলছে, তাঁর কাছে বিস্তারিত জানানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷

5. WB TET 2022: রাত পোহালেই টেট, বিতর্ক এড়াতে নিরাপত্তায় জোর পর্ষদের

পাঁচ বছর পর ফের রাজ্যে হতে চলেছে টেট (WB TET 2022) ৷ পরীক্ষাকেন্দ্রগুলিতে (Exam Venue) কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) ৷ জারি করা হয়েছে একাধিক নির্দেশ ৷

6. Ishan Kishan: ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড ঈশানের

ওয়ান ডে ক্রিকেটে চতুর্থ ভারতীয় হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন ঈশান কিষাণ (Ishan Kishan scored double hundred) ৷ একই সঙ্গে ওয়ান ডে-তে দ্রুততম 200 রান করার বিশ্বরেকর্ড গড়লেন তিনি ৷ শেষ পর্যন্ত 210 রানে আউট হন রাঁচির এই বাঁ-হাতি ব্যাটার ৷

7. Woman Body Recovered: আলমারি থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য

চাঞ্চল্যকর ঘটনা হুগলির চুঁচুড়ায় ৷ আলমারি থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ (Woman Body Recovered) ৷ মহিলাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের ৷ অভিযোগের তির তাঁর স্বামীর দিকে ৷ ঘটনায় আটক মহিলার স্বামী ও ছেলে ৷

8. Man forced Wife to sleep with friends: স্ত্রীকে বন্ধুদের সঙ্গে যৌনমিলনে বাধ্য করতেন স্বামী ! নির্যাতিতার অভিযোগে ধৃত অভিযুক্ত

বন্ধুদের সঙ্গে জোর করে যৌনমিলনে বাধ্য করতেন স্বামী (Husband Forced Wife to Sleep with Friends) ৷ কর্নাটকের এক মহিলা এমনই অভিযোগ করেছেন ৷ অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো তুলে ব্ল্যাকমেলিংও (Blackmailing) করা হত বলে অভিযোগ ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

9. Virat Kohli: বাংলাদেশের বিরুদ্ধে শতরান করে পন্টিংকে টপকালেন বিরাট, সামনে শুধুই সচিন

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 44তম সেঞ্চুরি বিরাট কোহলির (Virat Kohli Makes 44th ODI Century Against Bangladesh) ৷ 3 বছর পর ফের 50 ওভারের ক্রিকেটে সেঞ্চুরি করলেন তিনি ৷

10. New Serial Bangla Medium: নীল-তিয়াসার জুটিতে আসছে 'বাংলা মিডিয়াম'

বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'বাংলা মিডিয়াম' (New Serial Bangla Medium is Coming Soon)। 12 ডিসেম্বর থেকে প্রতিদিন রাত 8টায় দেখুন 'বাংলা মিডিয়াম'।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.