ETV Bharat / bharat

Top News: বিকেল 5টা - Attack on Indian Fishermen

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 7, 2022, 5:13 PM IST

1. IndW vs PakW: ব্যাটিং ধসে মুখ থুবড়ে পড়ল 'উইমেন ইন ব্লু', পাকিস্তানের কাছে হার হরমনপ্রীতদের

তাইল্যান্ডের কাছে মুখ থুবড়ে পড়ার পর জয়ে ফিরল পাকিস্তান (Pakistan beat India)৷ 13 রান দূরেই থেমে গেল ভারতের ইনিংস ৷

2. Attack on Indian Fishermen: ভারতীয় মৎস্যজীবীদের নৌকা লক্ষ করে গুলি ! কাঠগড়ায় পাক নৌ-নিরাপত্তাবাহিনী

গুজরাতের (Gujarat) কচ্ছের (Kutch) জাখাউ (Jakhau) জলসীমান্তে ভারতীয় মৎস্যজীবীদের উপর হামলা (Attack on Indian Fishermen) ! পাক নৌ-নিরাপত্তাবাহিনীর (Pakistan Maritime Security) বিরুদ্ধে ভারতীয় মৎস্যজীবীদের নৌকা লক্ষ করে গুলি চালানোর অভিযোগ উঠল ৷

3. BJP Protest Programme: পঞ্চায়েত নির্বাচনের আগে দুর্নীতি ইস্যুতে তৃণমূলের উপর চাপ বাড়াতে বিশেষ রণকৌশল বিজেপির

আসন্ন পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) কথা মাথায় রেখে জেলাস্তরে দুর্নীতির (Corruption) বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি শুরু করবে বিজেপি (BJP) ৷ ভাইফোঁটা, কালীপুজোর পরই শুরু হবে আন্দোলন ৷

4. Swapna Barman: বাংলা নয়, মধ্যপ্রদেশের হয়ে জোড়া সোনা জিতলেন জলপাইগুড়ির স্বপ্না

বাংলা নয়, ন্যাশনাল গেমসে (National Games) মধ্যপ্রদেশের হয়ে জোড়া সোনা জিতলেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন (Swapna Barman)৷ তাঁর সমালোচকদের তিনি যোগ্য জবাব দিয়েছেন বলে দাবি পরিবারের (Swapna Barman Wins Double Gold)৷

5. Kejriwal on ED Raids: 3 মাসে 500 রেইড, 3 রাজ্যে ফের ইডি হানায় কটাক্ষ কেজরির

3 মাসে 500 রেইড (Arvind Kejriwal) হয়েছে ৷ তবু কিছুই পাওয়া যায়নি ৷ দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় (Delhi Excise Policy case) আজ তিন রাজ্যের বিভিন্ন জায়গায় ফের ইডি হানা (ED raids) দেওয়ায় এ কথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Kejriwal on ED Raids)৷

6. Nobel Peace Prize 2022: রুশ ও ইউক্রেনীয় মানবাধিকার সংগঠনের সঙ্গেই বেলারুসের আইনজীবীকে যৌথ নোবেল শান্তি পুরস্কার

রাশিয়া ও ইউক্রেনের দুই মানবাধিকার সংস্থাকে (Human Rights Organisation) যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize 2022) দেওয়া হল ৷ তাদের সঙ্গে এই সম্মান ভাগ করেন নিলেন বেলারুসের (Belarus) আইনজীবী এলস বিয়ালিয়াতস্কি (Ales Bialiatski) ৷ তিনিও মানবাধিকার নিয়েই আদালতে মামলা লড়েন (Human Rights Advocate) ৷

7. WHO Alert on India-Made Cough Syrup: ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে আফ্রিকায় শিশুমৃত্যু! নমুনা গেল ডিসিজিআই’র ল্যাবে

ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে আফ্রিকায় শিশুমৃত্যুর অভিযোগ উঠেছে আগেই ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হরিয়ানার ওই সংস্থার ওষুধ নিয়ে সতর্কতা জারি করার পরেই (WHO Alert on India-Made Cough Syrup), ডিসিজিআই (DCGI)-এর ল্যাবে সংস্থার তৈরি 4টি কাশির সিরাপের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷

8. Durga Puja Immersion Carnival: দ্বাদশীর বিকেলে দুর্গাপুর জমজমাট পুজো কার্নিভালে

দ্বাদশীতে জমজমাট দুর্গাপুর (Durgapur) ৷ এদিনই শহরে আয়োজিত হচ্ছে দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভাল (Durga Puja Immersion Carnival) ৷

9. Anubrata Mondal: গরু পাচার মামলায় অনুব্রতর নামে চতুর্থ চার্জশিট পেশ সিবিআইয়ের

গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court ) চতুর্থ চার্জশিট জমা করল সিবিআই । এই চার্জশিটে অনুব্রত মণ্ডল-সহ (Anubrata Mondal) নাম রয়েছে 95 জনের ৷

10. Man-eater Tiger: ফাঁদ পেতেও লাভ হয়নি, 2 দিনে 2 জনকে শিকার বানাল নরখাদক বাঘ

ফাঁদ পেতেও লাভ হয়নি ৷ টোপ নিয়ে উধাও হয়ে গেলেও খাঁচায় ধরা পড়েনি বিহারের নরখাদক বাঘ (Man eater Tiger)৷ এ বার সে 2 দিনে 2 জনকে শিকার বানাল ৷ স্বাভাবিক ভাবেই ঘুম উড়েছে স্থানীয়দের (Bihar news)৷

1. IndW vs PakW: ব্যাটিং ধসে মুখ থুবড়ে পড়ল 'উইমেন ইন ব্লু', পাকিস্তানের কাছে হার হরমনপ্রীতদের

তাইল্যান্ডের কাছে মুখ থুবড়ে পড়ার পর জয়ে ফিরল পাকিস্তান (Pakistan beat India)৷ 13 রান দূরেই থেমে গেল ভারতের ইনিংস ৷

2. Attack on Indian Fishermen: ভারতীয় মৎস্যজীবীদের নৌকা লক্ষ করে গুলি ! কাঠগড়ায় পাক নৌ-নিরাপত্তাবাহিনী

গুজরাতের (Gujarat) কচ্ছের (Kutch) জাখাউ (Jakhau) জলসীমান্তে ভারতীয় মৎস্যজীবীদের উপর হামলা (Attack on Indian Fishermen) ! পাক নৌ-নিরাপত্তাবাহিনীর (Pakistan Maritime Security) বিরুদ্ধে ভারতীয় মৎস্যজীবীদের নৌকা লক্ষ করে গুলি চালানোর অভিযোগ উঠল ৷

3. BJP Protest Programme: পঞ্চায়েত নির্বাচনের আগে দুর্নীতি ইস্যুতে তৃণমূলের উপর চাপ বাড়াতে বিশেষ রণকৌশল বিজেপির

আসন্ন পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) কথা মাথায় রেখে জেলাস্তরে দুর্নীতির (Corruption) বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি শুরু করবে বিজেপি (BJP) ৷ ভাইফোঁটা, কালীপুজোর পরই শুরু হবে আন্দোলন ৷

4. Swapna Barman: বাংলা নয়, মধ্যপ্রদেশের হয়ে জোড়া সোনা জিতলেন জলপাইগুড়ির স্বপ্না

বাংলা নয়, ন্যাশনাল গেমসে (National Games) মধ্যপ্রদেশের হয়ে জোড়া সোনা জিতলেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন (Swapna Barman)৷ তাঁর সমালোচকদের তিনি যোগ্য জবাব দিয়েছেন বলে দাবি পরিবারের (Swapna Barman Wins Double Gold)৷

5. Kejriwal on ED Raids: 3 মাসে 500 রেইড, 3 রাজ্যে ফের ইডি হানায় কটাক্ষ কেজরির

3 মাসে 500 রেইড (Arvind Kejriwal) হয়েছে ৷ তবু কিছুই পাওয়া যায়নি ৷ দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় (Delhi Excise Policy case) আজ তিন রাজ্যের বিভিন্ন জায়গায় ফের ইডি হানা (ED raids) দেওয়ায় এ কথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Kejriwal on ED Raids)৷

6. Nobel Peace Prize 2022: রুশ ও ইউক্রেনীয় মানবাধিকার সংগঠনের সঙ্গেই বেলারুসের আইনজীবীকে যৌথ নোবেল শান্তি পুরস্কার

রাশিয়া ও ইউক্রেনের দুই মানবাধিকার সংস্থাকে (Human Rights Organisation) যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize 2022) দেওয়া হল ৷ তাদের সঙ্গে এই সম্মান ভাগ করেন নিলেন বেলারুসের (Belarus) আইনজীবী এলস বিয়ালিয়াতস্কি (Ales Bialiatski) ৷ তিনিও মানবাধিকার নিয়েই আদালতে মামলা লড়েন (Human Rights Advocate) ৷

7. WHO Alert on India-Made Cough Syrup: ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে আফ্রিকায় শিশুমৃত্যু! নমুনা গেল ডিসিজিআই’র ল্যাবে

ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে আফ্রিকায় শিশুমৃত্যুর অভিযোগ উঠেছে আগেই ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হরিয়ানার ওই সংস্থার ওষুধ নিয়ে সতর্কতা জারি করার পরেই (WHO Alert on India-Made Cough Syrup), ডিসিজিআই (DCGI)-এর ল্যাবে সংস্থার তৈরি 4টি কাশির সিরাপের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷

8. Durga Puja Immersion Carnival: দ্বাদশীর বিকেলে দুর্গাপুর জমজমাট পুজো কার্নিভালে

দ্বাদশীতে জমজমাট দুর্গাপুর (Durgapur) ৷ এদিনই শহরে আয়োজিত হচ্ছে দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভাল (Durga Puja Immersion Carnival) ৷

9. Anubrata Mondal: গরু পাচার মামলায় অনুব্রতর নামে চতুর্থ চার্জশিট পেশ সিবিআইয়ের

গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court ) চতুর্থ চার্জশিট জমা করল সিবিআই । এই চার্জশিটে অনুব্রত মণ্ডল-সহ (Anubrata Mondal) নাম রয়েছে 95 জনের ৷

10. Man-eater Tiger: ফাঁদ পেতেও লাভ হয়নি, 2 দিনে 2 জনকে শিকার বানাল নরখাদক বাঘ

ফাঁদ পেতেও লাভ হয়নি ৷ টোপ নিয়ে উধাও হয়ে গেলেও খাঁচায় ধরা পড়েনি বিহারের নরখাদক বাঘ (Man eater Tiger)৷ এ বার সে 2 দিনে 2 জনকে শিকার বানাল ৷ স্বাভাবিক ভাবেই ঘুম উড়েছে স্থানীয়দের (Bihar news)৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.