ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5টা - টপ নিউজ় @ বিকেল 5টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 5 pm
টপ নিউজ় @ বিকেল 5টা
author img

By

Published : Jan 15, 2021, 5:01 PM IST

1. পুরনো বন্ধুর সঙ্গে গল্প করতে এসেছিলাম, শতাব্দী-সাক্ষাতের পর মন্তব্য কুণালের

‘বেসুরো’ শতাব্দী রায়৷ দলের অনুষ্ঠানে ডাক পান না বলে অভিযোগ বীরভূমের সাংসদের৷ ফলে তিনি বিজেপিতে যাচ্ছেন বলে জল্পনা ছড়িয়েছে৷ এই পরিস্থিতিতে শতাব্দীর কলকাতার বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ৷ পরে তিনি বলেন, ‘‘পুরনো বন্ধুর বাড়িতে গল্প করতে এসেছিলাম৷’’

2. রামমন্দিরের জন্য় 5 লক্ষ টাকা অনুদান রাষ্ট্রপতির

শ্রীরাম জন্মভূমি মন্দির নিধি সমর্পন অভিযান নামে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ এই কমিটির তরফে দেশের প্রতিটি রাজ্যে হিন্দু পরিবারে গিয়ে রামমন্দির তৈরির জন্য় অনুদান সংগ্রহ করা হবে ৷ আজ বিশ্বহিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরি সভাপতি অলোক কুমার, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট্রের ট্রেজ়ারার গোবিন্দ দেব গিরি রাষ্ট্রপতি ভবনে যান ৷

3. গ্রেপ্তার রোজ়ভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী

শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে 17 হাজার কোটি টাকার তছরূপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ।

4. তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ থেকে পদত্যাগ শতাব্দীর ?

বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় নিজের ফ্যান পেজ থেকে একটি পোস্ট করেন সাংসদ শতাব্দী রায় । সেখানে তাঁর অভিযোগ, বীরভূম জেলায় তৃণমূলের কোনও কর্মসূচিতে তাঁকে ডাকা হয় না । তিনি এলাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন । নতুন বছরে সাধারণ মানুষের সঙ্গে যাতে থাকতে পারেন, তার জন্য অন্য সিদ্ধান্ত নিতে চান বলে পোস্টে লেখেন ।

5. দিল্লির পথে শতাব্দী, জিইয়ে রাখলেন বিজেপি যোগের জল্পনা

বীরভূমের সাংসদ তৃণমূলের শতাব্দী রায় কি বিজেপিতে যোগদান করছেন৷ সাংসদ নিজে কিছু স্পষ্ট করছেন না৷ বরং জানাচ্ছেন, আপাতত তিনি নিজেকেই নিজে সময় দিচ্ছেন৷ সঠিক সময় উত্তর দেবেন৷

6. "তৃণমূলে নেতাদের দাম নেই, কর্মীদের দাম আছে"

"কি কাজ করতে দেওয়া হয়নি উদাহরণ দিন ।" শতাব্দী রায়কে পালটা প্রশ্ন করলেন অনুব্রত মণ্ডল ।

7. সিএজি কবে রিপোর্ট দিতে পারবে জানাক, আমফান মামলায় মন্তব্য আদালতের

কলকাতা হাইকোর্টে আমফান মামলার শুনানি৷ শুনানিতে রাজ্যের তরফে জানানো হয় যে ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছেন সিএজি-র আধিকারিকরা৷ তাঁরা বারবার রাজ্যের আধিকারিকদের কাছে তথ্য চেয়ে চাপ দিচ্ছেন৷ তদন্ত প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন রাজ্যের৷ প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণনের স্পষ্ট বক্তব্য, ‘‘কেন্দ্রীয় সংস্থাকে আমরা দায়িত্ব দিয়েছি৷ তারা কবে রিপোর্ট দিতে পারবে, তা তারা জানাক৷’’

8. মমতা ও কল্যাণের বিরুদ্ধে বিহারের আদালতে মামলা দায়ের

অভিযোগকারীর বক্তব্য, রাম ও সীতাকে নিয়ে আপত্তিজনক মন্তব্য় করেছেন তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় ৷ হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 295-এ এবং 120-বি ধারায় মামলা দায়ের করেছেন তিনি ৷ আদালতে তিনি জানিয়েছেন, ভগবান রামকে সারা ভারতবর্ষে দেবতা হিসেবে পুজো করা হয় ৷ এমনকী সীতা গোটা বিশ্বে মা হিসেবে পূজিত হন ৷

9. একই সফরে ক্রিকেটের তিন ফরম্য়াটেই অভিষেক, নজির গড়লেন টি নটরাজন

চোট আঘাতে জর্জরিত ভারতীয় দলের হাল সামলাতে তিন ফরম্য়াটেই ডেবিউ করে ফেললেন তিনি ৷ আর টেস্ট ডেবিউতে কার্যত নজরকাড়া বোলিং করে 2 উইকেট নিজের নামের পাশে লেখালেন নটরাজন ৷

10. শুটিংয়ের ফাঁকে গুরু-দেবের খুনসুটি

একদিকে দেব আর একদিকে মিঠুন চক্রবর্তী । এই দুই তারকা এক জায়গায় থাকলে কি শুধু শুটিং হতে পারে ? মোটেই না । একটু মজা, একটু খুনসুটির মধ্যে দিয়েই কাটছে 'ডান্স ডান্স জুনিয়র'-এর শুটিং পর্ব ।

1. পুরনো বন্ধুর সঙ্গে গল্প করতে এসেছিলাম, শতাব্দী-সাক্ষাতের পর মন্তব্য কুণালের

‘বেসুরো’ শতাব্দী রায়৷ দলের অনুষ্ঠানে ডাক পান না বলে অভিযোগ বীরভূমের সাংসদের৷ ফলে তিনি বিজেপিতে যাচ্ছেন বলে জল্পনা ছড়িয়েছে৷ এই পরিস্থিতিতে শতাব্দীর কলকাতার বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ৷ পরে তিনি বলেন, ‘‘পুরনো বন্ধুর বাড়িতে গল্প করতে এসেছিলাম৷’’

2. রামমন্দিরের জন্য় 5 লক্ষ টাকা অনুদান রাষ্ট্রপতির

শ্রীরাম জন্মভূমি মন্দির নিধি সমর্পন অভিযান নামে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ এই কমিটির তরফে দেশের প্রতিটি রাজ্যে হিন্দু পরিবারে গিয়ে রামমন্দির তৈরির জন্য় অনুদান সংগ্রহ করা হবে ৷ আজ বিশ্বহিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরি সভাপতি অলোক কুমার, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট্রের ট্রেজ়ারার গোবিন্দ দেব গিরি রাষ্ট্রপতি ভবনে যান ৷

3. গ্রেপ্তার রোজ়ভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী

শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে 17 হাজার কোটি টাকার তছরূপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ।

4. তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ থেকে পদত্যাগ শতাব্দীর ?

বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় নিজের ফ্যান পেজ থেকে একটি পোস্ট করেন সাংসদ শতাব্দী রায় । সেখানে তাঁর অভিযোগ, বীরভূম জেলায় তৃণমূলের কোনও কর্মসূচিতে তাঁকে ডাকা হয় না । তিনি এলাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন । নতুন বছরে সাধারণ মানুষের সঙ্গে যাতে থাকতে পারেন, তার জন্য অন্য সিদ্ধান্ত নিতে চান বলে পোস্টে লেখেন ।

5. দিল্লির পথে শতাব্দী, জিইয়ে রাখলেন বিজেপি যোগের জল্পনা

বীরভূমের সাংসদ তৃণমূলের শতাব্দী রায় কি বিজেপিতে যোগদান করছেন৷ সাংসদ নিজে কিছু স্পষ্ট করছেন না৷ বরং জানাচ্ছেন, আপাতত তিনি নিজেকেই নিজে সময় দিচ্ছেন৷ সঠিক সময় উত্তর দেবেন৷

6. "তৃণমূলে নেতাদের দাম নেই, কর্মীদের দাম আছে"

"কি কাজ করতে দেওয়া হয়নি উদাহরণ দিন ।" শতাব্দী রায়কে পালটা প্রশ্ন করলেন অনুব্রত মণ্ডল ।

7. সিএজি কবে রিপোর্ট দিতে পারবে জানাক, আমফান মামলায় মন্তব্য আদালতের

কলকাতা হাইকোর্টে আমফান মামলার শুনানি৷ শুনানিতে রাজ্যের তরফে জানানো হয় যে ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছেন সিএজি-র আধিকারিকরা৷ তাঁরা বারবার রাজ্যের আধিকারিকদের কাছে তথ্য চেয়ে চাপ দিচ্ছেন৷ তদন্ত প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন রাজ্যের৷ প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণনের স্পষ্ট বক্তব্য, ‘‘কেন্দ্রীয় সংস্থাকে আমরা দায়িত্ব দিয়েছি৷ তারা কবে রিপোর্ট দিতে পারবে, তা তারা জানাক৷’’

8. মমতা ও কল্যাণের বিরুদ্ধে বিহারের আদালতে মামলা দায়ের

অভিযোগকারীর বক্তব্য, রাম ও সীতাকে নিয়ে আপত্তিজনক মন্তব্য় করেছেন তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় ৷ হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 295-এ এবং 120-বি ধারায় মামলা দায়ের করেছেন তিনি ৷ আদালতে তিনি জানিয়েছেন, ভগবান রামকে সারা ভারতবর্ষে দেবতা হিসেবে পুজো করা হয় ৷ এমনকী সীতা গোটা বিশ্বে মা হিসেবে পূজিত হন ৷

9. একই সফরে ক্রিকেটের তিন ফরম্য়াটেই অভিষেক, নজির গড়লেন টি নটরাজন

চোট আঘাতে জর্জরিত ভারতীয় দলের হাল সামলাতে তিন ফরম্য়াটেই ডেবিউ করে ফেললেন তিনি ৷ আর টেস্ট ডেবিউতে কার্যত নজরকাড়া বোলিং করে 2 উইকেট নিজের নামের পাশে লেখালেন নটরাজন ৷

10. শুটিংয়ের ফাঁকে গুরু-দেবের খুনসুটি

একদিকে দেব আর একদিকে মিঠুন চক্রবর্তী । এই দুই তারকা এক জায়গায় থাকলে কি শুধু শুটিং হতে পারে ? মোটেই না । একটু মজা, একটু খুনসুটির মধ্যে দিয়েই কাটছে 'ডান্স ডান্স জুনিয়র'-এর শুটিং পর্ব ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.