ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news@3pm
টপ নিউজ় @ দুপুর 3 টে
author img

By

Published : Oct 30, 2021, 3:02 PM IST

1.অভিষেকের মিছিলের আগের দিনই ত্রিপুরায় ঢুকতে আরটিপিসিআর বাধ্যতামূলক করল বিপ্লব দেবের সরকার

29 অক্টোবরের তারিখে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ত্রিপুরা সরকার জানিয়েছে, সেখানে প্রবেশ করতে হলে আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক ৷

2.মঙ্গলসূত্রের বিজ্ঞাপনে বিতর্ক, সব্যসাচীকে নোটিস বিজেপির আইনি উপদেষ্টার

মঙ্গলসূত্রের বিজ্ঞাপনে বিতর্ক ৷ সব্যসাচী মুখোপাধ্য়ায়কে নোটিস পাঠালেন বিজেপির আইনি উপদেষ্টা আশুতোষ দুবে ৷ 15 দিনের মধ্যে বিজ্ঞাপন প্রত্যাহারের আবেদন ৷

3.2 ভুয়ো ভোটারকে হাতেনাতে ধরলেন খড়দার বিজেপি প্রার্থী

খড়দা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দু’জন ভুয়ো ভোটারকে হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী জয় সাহা ৷ যে ঘটনাকে কেন্দ্র করে ঘোলা শশীভূষণ হাইস্কুলে উত্তেজনা ছড়াল ৷ অভিযোগ ধরার পড়ার পরেই, ওই দুই ভুয়ো ভোটার পালানোর চেষ্টা করে ৷ কিন্তু, বিজেপি প্রার্থী তাঁদের ধাওয়া করে ফের ধরে ফেলেন ৷ এরপরেই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ ঘটনাটি নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী ৷ প্রসঙ্গত, আজ সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর খড়দার একটি বুথে বিজেপি প্রার্থীকে ‘গো-ব্যাক’ স্লোগান দেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷

4.শান্তিপুরের বাগাচরায় ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ

তৃণমূলকে ভোট না দিলে, পরে দেখে নেওয়ার হুমকির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে বাগাচরা গ্রাম পঞ্চায়েতের 30 নং বুথের অজয় পল্লির ঘটনায় চাঞ্চল্য ৷ অভিযোগ একদল দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় বাইকে করে এলাকায় ঢোকে ৷ এর পর রাস্তা দিয়ে যাওয়ার সময় চিৎকার করে গ্রামবাসীদের হুমকি দিতে থাকে ৷ ওই গ্রাম থেকে গত বিধানসভায় বিজেপি অনেক বেশি ভোট পেয়েছিল ৷ সেই কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গ্রামবাসীদের ভয় দেখাতে গ্রামে ঢুকেছিল বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের ৷

5.পুনিত রাজকুমারকে শেষশ্রদ্ধায় জনসমুদ্র, আজই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি

আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে কন্নড় অভিনেতা পুনিত রাজকুমারের (Puneeth Rajkumar)৷ তাঁকে শেষশ্রদ্ধা জানালে বেঙ্গালুরুতে নামে মানুষের ঢল ৷

6.215 আসনের পরেও তৃণমূলের কীসের এত ভয়, প্রশ্ন আক্রান্ত তন্ময়ের

উত্তর দমদমের প্রাক্তন বিধায়ককে পিছন থেকে মাথায় অতর্কিতে ইট মারা হয় বলে অভিযোগ। মাথার পিছনে আঘাত পান বর্ষীয়ান সিপিআইএম নেতা ৷ এরপর পার্টি অফিসে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থবোধ করেন তিনি ৷

7.খড়দায় তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির

তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডা বাহিনী বুথের সামনে জমায়েত করে ভোটারদের ভয় দেখাচ্ছে ও তাদের প্রভাবিত করার চেষ্টা করছে ৷ অভিযোগ খড়দা বিধানসভার বিজেপি প্রার্থী জয় সাহার। এদিন ভোট শুরু হওয়ার পর খড়দার বিভিন্ন বুথে পরিদর্শন করেন জয়বাবু। যুগবেরিয়ায় একটি বুথে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। এরপর সাংবাদিকদের তিনি জানান, বুথের সামনে প্রার্থীর প্রচারের ব্যানার, ফেস্টুন রয়েছে, দেওয়াল লিখন রয়েছে ৷ কিন্তু কমিশন যথার্থ ভূমিকা পালন করছে না ৷ পুলিশও নীরব দর্শক। সাধারণ মানুষ ভোট দিতে চাইছেন কিন্তু শাসকদলের ভয়ে স্বত:স্ফূর্তভাবে ভোট দিতে পারছেন না বলে অভিযোগ তাঁর ৷

8.বাঁকুড়া থেকে চিরতরে বর্গীদের বিদায় দেন মাঁ-ই-ত কালী

বর্গী আমল থেকেই বাঁকুড়ার সোনামুখীতে চলে আসছে মাঁ-ই-ত কালীর পুজো ৷ সুদৃশ্য মন্দিরের ভিতরে রয়েছে অসাধারণ সব কারুকার্য ৷ সেখানেই ফুটিয়ে তোলা হয়েছে মা কালীর বিভিন্ন রূপ ৷ তবে মন্দিরের এমন উদ্ভট নাম কেন ? জানল ইটিভি ভারত ৷

9.দলে বাড়ছে শুভেন্দু ঘনিষ্ঠদের গুরুত্ব, কাঁথিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

কাঁথি তৃণমূলে শুভেন্দু ঘনিষ্ঠদের গুরুত্ব বাড়ানোর অভিযোগ ৷ তৃণমূলের বিজয়া সম্মেলনীর মঞ্চে সেই অভিযোগকে কেন্দ্র করে প্রকাশ্যে দলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ আর এনিয়ে তৃণমূলেরই শীর্ষ নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ব্লক স্তরের নেতারা ৷

10.ইসমাইলের হাতে মৃণ্ময়ী রূপ পান মা কালী, মুগ্ধ হিন্দু প্রতিবেশীরা

প্রায় চার দশক ধরে হিন্দু দেবদেবীর মূর্তি, পট তৈরি করে চলেছেন দাসপুরের ইসমাইল চিত্রকর ৷ কালীপুজোর আগে বেড়েছে ব্যস্ততা ৷ তাঁর কাছ থেকে মূর্তি কিনতে ভিন জেলা থেকেও আসেন ক্রেতারা ৷ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ৷

1.অভিষেকের মিছিলের আগের দিনই ত্রিপুরায় ঢুকতে আরটিপিসিআর বাধ্যতামূলক করল বিপ্লব দেবের সরকার

29 অক্টোবরের তারিখে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ত্রিপুরা সরকার জানিয়েছে, সেখানে প্রবেশ করতে হলে আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক ৷

2.মঙ্গলসূত্রের বিজ্ঞাপনে বিতর্ক, সব্যসাচীকে নোটিস বিজেপির আইনি উপদেষ্টার

মঙ্গলসূত্রের বিজ্ঞাপনে বিতর্ক ৷ সব্যসাচী মুখোপাধ্য়ায়কে নোটিস পাঠালেন বিজেপির আইনি উপদেষ্টা আশুতোষ দুবে ৷ 15 দিনের মধ্যে বিজ্ঞাপন প্রত্যাহারের আবেদন ৷

3.2 ভুয়ো ভোটারকে হাতেনাতে ধরলেন খড়দার বিজেপি প্রার্থী

খড়দা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দু’জন ভুয়ো ভোটারকে হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী জয় সাহা ৷ যে ঘটনাকে কেন্দ্র করে ঘোলা শশীভূষণ হাইস্কুলে উত্তেজনা ছড়াল ৷ অভিযোগ ধরার পড়ার পরেই, ওই দুই ভুয়ো ভোটার পালানোর চেষ্টা করে ৷ কিন্তু, বিজেপি প্রার্থী তাঁদের ধাওয়া করে ফের ধরে ফেলেন ৷ এরপরেই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ ঘটনাটি নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী ৷ প্রসঙ্গত, আজ সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর খড়দার একটি বুথে বিজেপি প্রার্থীকে ‘গো-ব্যাক’ স্লোগান দেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷

4.শান্তিপুরের বাগাচরায় ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ

তৃণমূলকে ভোট না দিলে, পরে দেখে নেওয়ার হুমকির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে বাগাচরা গ্রাম পঞ্চায়েতের 30 নং বুথের অজয় পল্লির ঘটনায় চাঞ্চল্য ৷ অভিযোগ একদল দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় বাইকে করে এলাকায় ঢোকে ৷ এর পর রাস্তা দিয়ে যাওয়ার সময় চিৎকার করে গ্রামবাসীদের হুমকি দিতে থাকে ৷ ওই গ্রাম থেকে গত বিধানসভায় বিজেপি অনেক বেশি ভোট পেয়েছিল ৷ সেই কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গ্রামবাসীদের ভয় দেখাতে গ্রামে ঢুকেছিল বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের ৷

5.পুনিত রাজকুমারকে শেষশ্রদ্ধায় জনসমুদ্র, আজই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি

আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে কন্নড় অভিনেতা পুনিত রাজকুমারের (Puneeth Rajkumar)৷ তাঁকে শেষশ্রদ্ধা জানালে বেঙ্গালুরুতে নামে মানুষের ঢল ৷

6.215 আসনের পরেও তৃণমূলের কীসের এত ভয়, প্রশ্ন আক্রান্ত তন্ময়ের

উত্তর দমদমের প্রাক্তন বিধায়ককে পিছন থেকে মাথায় অতর্কিতে ইট মারা হয় বলে অভিযোগ। মাথার পিছনে আঘাত পান বর্ষীয়ান সিপিআইএম নেতা ৷ এরপর পার্টি অফিসে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থবোধ করেন তিনি ৷

7.খড়দায় তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির

তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডা বাহিনী বুথের সামনে জমায়েত করে ভোটারদের ভয় দেখাচ্ছে ও তাদের প্রভাবিত করার চেষ্টা করছে ৷ অভিযোগ খড়দা বিধানসভার বিজেপি প্রার্থী জয় সাহার। এদিন ভোট শুরু হওয়ার পর খড়দার বিভিন্ন বুথে পরিদর্শন করেন জয়বাবু। যুগবেরিয়ায় একটি বুথে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। এরপর সাংবাদিকদের তিনি জানান, বুথের সামনে প্রার্থীর প্রচারের ব্যানার, ফেস্টুন রয়েছে, দেওয়াল লিখন রয়েছে ৷ কিন্তু কমিশন যথার্থ ভূমিকা পালন করছে না ৷ পুলিশও নীরব দর্শক। সাধারণ মানুষ ভোট দিতে চাইছেন কিন্তু শাসকদলের ভয়ে স্বত:স্ফূর্তভাবে ভোট দিতে পারছেন না বলে অভিযোগ তাঁর ৷

8.বাঁকুড়া থেকে চিরতরে বর্গীদের বিদায় দেন মাঁ-ই-ত কালী

বর্গী আমল থেকেই বাঁকুড়ার সোনামুখীতে চলে আসছে মাঁ-ই-ত কালীর পুজো ৷ সুদৃশ্য মন্দিরের ভিতরে রয়েছে অসাধারণ সব কারুকার্য ৷ সেখানেই ফুটিয়ে তোলা হয়েছে মা কালীর বিভিন্ন রূপ ৷ তবে মন্দিরের এমন উদ্ভট নাম কেন ? জানল ইটিভি ভারত ৷

9.দলে বাড়ছে শুভেন্দু ঘনিষ্ঠদের গুরুত্ব, কাঁথিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

কাঁথি তৃণমূলে শুভেন্দু ঘনিষ্ঠদের গুরুত্ব বাড়ানোর অভিযোগ ৷ তৃণমূলের বিজয়া সম্মেলনীর মঞ্চে সেই অভিযোগকে কেন্দ্র করে প্রকাশ্যে দলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ আর এনিয়ে তৃণমূলেরই শীর্ষ নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ব্লক স্তরের নেতারা ৷

10.ইসমাইলের হাতে মৃণ্ময়ী রূপ পান মা কালী, মুগ্ধ হিন্দু প্রতিবেশীরা

প্রায় চার দশক ধরে হিন্দু দেবদেবীর মূর্তি, পট তৈরি করে চলেছেন দাসপুরের ইসমাইল চিত্রকর ৷ কালীপুজোর আগে বেড়েছে ব্যস্ততা ৷ তাঁর কাছ থেকে মূর্তি কিনতে ভিন জেলা থেকেও আসেন ক্রেতারা ৷ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.