ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - টপ নিউজ় @ দুপুর 3 টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top-news-at-3-pm
top-news-at-3-pm
author img

By

Published : Apr 10, 2021, 3:03 PM IST

1. কাল শীতলকুচিতে মমতা, ব্লকে ব্লকে হবে প্রতিবাদ মিছিল

কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানো হবে ৷

2. বিজেপি হেরে গিয়েছে বলে ভোটারদের গুলি করে মারছে : মমতা

শনিবার উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে জনসভা করেন তৃণমূল নেত্রী ৷ সেই সভা থেকে তিনি এই ঘটনা নিয়ে সমালোচনা করেন ৷ তিনি জানান, এই ঘটনায় তিনি মর্মামত ৷

3. শীতলকুচির 126 নম্বর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করল কমিশন

বিশেষ পর্যবেক্ষকের রিপোর্টের উপর ভিত্তি করে শীতলকুচির 126 নম্বর কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব স্থগিত করল কমিশন ৷ আজ বিকেল 5টার মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিশন ৷

4. শীতলকুচির ঘটনায় তীব্র নিন্দা সুজনের

শীতলকুচিতে গুলিচালনা এবং পাঁচজনের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করলেন সুজন চক্রবর্তী ৷ তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ৷ কমিশনের কাছে স্পষ্ট তথ্যের দাবিও জানিয়েছেন ৷ মৃতদের মধ্যে এক ভোটার এইবার প্রথম ভোট দিতে গিয়েছিলেন ৷ সুজন বলেন, "মাত্র আঠারো বছর বয়স ৷ প্রথম ভোটার ৷ এর থেকে লজ্জার কথা আর কিছু হতে পারে না ৷ নিন্দার ভাষা নেই ৷"

5. কোচবিহারে ঘটনা দুঃখজনক, দোষীদের বিরুদ্ধে তদন্ত করুক কমিশন : মোদি

"জনসমর্থন দেখে ভয় পাচ্ছেন মমতা ৷ কোচবিহারের খটনা দুঃখজনক ৷ দোষীদের বিরুদ্ধে তদন্ত করুক কমিশন ৷" বললেন নরেন্দ্র মোদি ৷

6. কে বিবেক দুবে, কমিশনকে কড়া আক্রমণ মমতার

কোচবিহারের ঘটনার পর প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ শনিবার উত্তর 24 পরগনার এক নির্বাচনী জনসভা থেকে এই বিষয়টি তুলে ধরে মমতার কড়া জবাব, ‘‘লজ্জা হওয়া উচিত ৷’’

7. কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা করার মতো বোমা-বন্দুক তৃণমূলের রয়েছে: নিশীথ

শীতলকুচিতে গুলি চালনা এবং ভোটারের মৃত্যুর ঘটনায় সরাসরি তৃণমূলকেই দুষলেন নিশীথ প্রামাণিক ৷ দিনহাটার বিজেপি প্রার্থী বললেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার জন্য যথেষ্ট বোমা-বন্দুক মজুত রয়েছে তৃণমূলের কাছে ৷’’

8. কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যে নির্বাচনী বিধিভঙ্গ হয়নি, কমিশনকে ব্যাখ্যা দিলেন মমতা

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মন্তব্য করায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু’টি নোটিস দিয়েছিল নির্বাচন কমিশন ৷ শনিবার এই দু’টি নোটিসের জবাব দিলেন মমতা ৷

9. এই কি আপনার ভবিষ্যতের 'সোনার বাংলা' ? মাথাভাঙার ঘটনায় টুইটারে শাহকে প্রশ্ন অভিষেকের

আজ মাথাভাঙার বিধানসভা কেন্দ্রের জোরপাটকিরে 4 জনের মৃত্যু হয় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৷ মৃতদের নাম হামিদুল হক, মনিরুল হক, সামিয়ুল মিঞা ও আমজাদ হোসেন । এছাড়াও আরও 3 জন আহত হয়েছে ৷

10. রিগিং করতে পারছে না বলেই কেন্দ্রীয় বাহিনীকে দুষছে তৃণমূল: শিলিগুড়িতে মোদি

কোচবিহারে ভোটের দিনে প্রাণহানির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শিলিগুড়ির সভা থেকে তৃণমূলকে একহাত নেন তিনি ৷

1. কাল শীতলকুচিতে মমতা, ব্লকে ব্লকে হবে প্রতিবাদ মিছিল

কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানো হবে ৷

2. বিজেপি হেরে গিয়েছে বলে ভোটারদের গুলি করে মারছে : মমতা

শনিবার উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে জনসভা করেন তৃণমূল নেত্রী ৷ সেই সভা থেকে তিনি এই ঘটনা নিয়ে সমালোচনা করেন ৷ তিনি জানান, এই ঘটনায় তিনি মর্মামত ৷

3. শীতলকুচির 126 নম্বর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করল কমিশন

বিশেষ পর্যবেক্ষকের রিপোর্টের উপর ভিত্তি করে শীতলকুচির 126 নম্বর কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব স্থগিত করল কমিশন ৷ আজ বিকেল 5টার মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিশন ৷

4. শীতলকুচির ঘটনায় তীব্র নিন্দা সুজনের

শীতলকুচিতে গুলিচালনা এবং পাঁচজনের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করলেন সুজন চক্রবর্তী ৷ তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ৷ কমিশনের কাছে স্পষ্ট তথ্যের দাবিও জানিয়েছেন ৷ মৃতদের মধ্যে এক ভোটার এইবার প্রথম ভোট দিতে গিয়েছিলেন ৷ সুজন বলেন, "মাত্র আঠারো বছর বয়স ৷ প্রথম ভোটার ৷ এর থেকে লজ্জার কথা আর কিছু হতে পারে না ৷ নিন্দার ভাষা নেই ৷"

5. কোচবিহারে ঘটনা দুঃখজনক, দোষীদের বিরুদ্ধে তদন্ত করুক কমিশন : মোদি

"জনসমর্থন দেখে ভয় পাচ্ছেন মমতা ৷ কোচবিহারের খটনা দুঃখজনক ৷ দোষীদের বিরুদ্ধে তদন্ত করুক কমিশন ৷" বললেন নরেন্দ্র মোদি ৷

6. কে বিবেক দুবে, কমিশনকে কড়া আক্রমণ মমতার

কোচবিহারের ঘটনার পর প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ শনিবার উত্তর 24 পরগনার এক নির্বাচনী জনসভা থেকে এই বিষয়টি তুলে ধরে মমতার কড়া জবাব, ‘‘লজ্জা হওয়া উচিত ৷’’

7. কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা করার মতো বোমা-বন্দুক তৃণমূলের রয়েছে: নিশীথ

শীতলকুচিতে গুলি চালনা এবং ভোটারের মৃত্যুর ঘটনায় সরাসরি তৃণমূলকেই দুষলেন নিশীথ প্রামাণিক ৷ দিনহাটার বিজেপি প্রার্থী বললেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার জন্য যথেষ্ট বোমা-বন্দুক মজুত রয়েছে তৃণমূলের কাছে ৷’’

8. কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যে নির্বাচনী বিধিভঙ্গ হয়নি, কমিশনকে ব্যাখ্যা দিলেন মমতা

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মন্তব্য করায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু’টি নোটিস দিয়েছিল নির্বাচন কমিশন ৷ শনিবার এই দু’টি নোটিসের জবাব দিলেন মমতা ৷

9. এই কি আপনার ভবিষ্যতের 'সোনার বাংলা' ? মাথাভাঙার ঘটনায় টুইটারে শাহকে প্রশ্ন অভিষেকের

আজ মাথাভাঙার বিধানসভা কেন্দ্রের জোরপাটকিরে 4 জনের মৃত্যু হয় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৷ মৃতদের নাম হামিদুল হক, মনিরুল হক, সামিয়ুল মিঞা ও আমজাদ হোসেন । এছাড়াও আরও 3 জন আহত হয়েছে ৷

10. রিগিং করতে পারছে না বলেই কেন্দ্রীয় বাহিনীকে দুষছে তৃণমূল: শিলিগুড়িতে মোদি

কোচবিহারে ভোটের দিনে প্রাণহানির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শিলিগুড়ির সভা থেকে তৃণমূলকে একহাত নেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.