ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 3 pm
টপ নিউজ় @ দুপুর 3 টে
author img

By

Published : Nov 20, 2020, 3:00 PM IST

1. ব্যারিকেডে মোড়া রবীন্দ্র সরোবরে কড়া পুলিশি পাহারা, বিক্ষিপ্ত গন্ডগোল

রবীন্দ্র সরোবরের পাঁচটি গেটকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে । এই পাঁচটি গেট সবথেকে বেশি স্পর্শকাতর । সেগুলি হল বুদ্ধ মন্দির গেট, সাদার্ন অ্যাভিনিউয়ের মেনকা সিনেমা হল সংলগ্ন গেট, লেক গার্ডেন স্টেশন সংলগ্ন তিন নম্বর গেট, গোবিন্দপুর রেললাইনের ধারে গেট ।

2. পুলিশ-প্রশাসনের অপব্যবহার করে ক্ষমতায় রয়েছেন মমতা : বাবুল

রাজ্যে একাধিক BJP কর্মী খুনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বাবুল সুপ্রিয় ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সঙ্গে রয়েছে ৷ এখন মমতাদিদি ক্ষমতায় রয়েছেন সম্পূর্ণ রাজনৈতিক নেতা, প্রশাসন ও পুলিশের ক্ষমতার অপব্যবহার করে ৷"

3. উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত 14

দুর্ঘটনার খবর পেয়ে মানিকপুর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ গাড়িটি থেকে 14 জনের দেহ বের করা হয় ৷ পরে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায় তারা ৷

4. দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 90 লাখ

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 45 হাজার 882 জন । মৃত্যু হয়েছে 491 জনের ৷

5. শুভেন্দুর নামে পোস্টার এবার ডালখোলায়

বৃহস্পতিবার সকালে ডালখোলায় একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় শুভেন্দু অধিকারীর পোস্টার এবং ফ্লেক্স লক্ষ্য করেন স্থানীয়রা ।

6. জগদ্ধাত্রী পুজোর জন্য চক্ররেলের সময় পরিবর্তন

চক্র রেলের সময়সূচিতে পরিবর্তন ৷ জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জনের জন্য এই পরিবর্তন করা হয়েছে ৷ পাশাপাশি কিছু ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে ৷

7. ফরাক্কার গঙ্গায় মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন মৎস্যজীবী

মাছ ধরার জন্য জাল ফেলতে গিয়ে জলের নীচে জাল আটকে যায় । সেই জাল ছাড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যান । তার পর থেকে নিখোঁজ মৎস্যজীবী ।

8. ব্যবসায়ী অপহরণের ছক বানচাল, গ্রেপ্তার 5

ধানবাদের ওই ব্যবসায়ী তাঁর বাবা-মায়ের চিকিৎসার জন্য আসানসোল আসছিলেন। কিন্তু, পথে আসানসোলের জুবিলি মোড়ের কাছে তাঁদের গাড়ি থামায় পাঁচ দুষ্কৃতী। বন্দুক দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণ করে।

9. কোহলিকে 'শান্ত' রাখাই সাফল্যের জিয়নকাঠি, বলছেন কামিন্স

আগামী 27 নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ় দিয়ে সফর শুরু করবে ভারতীয় ক্রিকেট দল ৷ তার আগে দুই শিবির থেকেই, মূলত অস্ট্রেলিয়ার তরফে বাক্য়বাণ শুরু করে দিয়েছেন অজ়ি ক্রিকেটাররা ৷ তেমননি এবার ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য় করলেন অস্ট্রেলিয়ান পেসার তথা সহ অধিনায়ক প্য়াট কামিন্স ৷

10. নেটিজ়েনদের বিরুদ্ধে লালবাজার যাচ্ছেন সৌমিত্র কন্যা পৌলোমী ?

কয়েকদিন আগে ফেসবুকে একটি লিঙ্ক পোস্ট করেন পৌলমী । সেখানে তিনি লেখেন, "এই অর্ধসত্য খবরের কোনও মানে নেই । এই নোংরামো কতদিন চলবে ? তারকাদের পরিবারকে নিয়ে মানুষ যা ইচ্ছে তাই বলে দেয় । সোশ্যাল মিডিয়া বলে যা খুশি তাই চলে !" আর সেই পোস্টের কমেন্ট বক্সেই তিনি লেখেন, "আমি এর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানাব"।

1. ব্যারিকেডে মোড়া রবীন্দ্র সরোবরে কড়া পুলিশি পাহারা, বিক্ষিপ্ত গন্ডগোল

রবীন্দ্র সরোবরের পাঁচটি গেটকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে । এই পাঁচটি গেট সবথেকে বেশি স্পর্শকাতর । সেগুলি হল বুদ্ধ মন্দির গেট, সাদার্ন অ্যাভিনিউয়ের মেনকা সিনেমা হল সংলগ্ন গেট, লেক গার্ডেন স্টেশন সংলগ্ন তিন নম্বর গেট, গোবিন্দপুর রেললাইনের ধারে গেট ।

2. পুলিশ-প্রশাসনের অপব্যবহার করে ক্ষমতায় রয়েছেন মমতা : বাবুল

রাজ্যে একাধিক BJP কর্মী খুনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বাবুল সুপ্রিয় ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সঙ্গে রয়েছে ৷ এখন মমতাদিদি ক্ষমতায় রয়েছেন সম্পূর্ণ রাজনৈতিক নেতা, প্রশাসন ও পুলিশের ক্ষমতার অপব্যবহার করে ৷"

3. উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত 14

দুর্ঘটনার খবর পেয়ে মানিকপুর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ গাড়িটি থেকে 14 জনের দেহ বের করা হয় ৷ পরে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায় তারা ৷

4. দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 90 লাখ

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 45 হাজার 882 জন । মৃত্যু হয়েছে 491 জনের ৷

5. শুভেন্দুর নামে পোস্টার এবার ডালখোলায়

বৃহস্পতিবার সকালে ডালখোলায় একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় শুভেন্দু অধিকারীর পোস্টার এবং ফ্লেক্স লক্ষ্য করেন স্থানীয়রা ।

6. জগদ্ধাত্রী পুজোর জন্য চক্ররেলের সময় পরিবর্তন

চক্র রেলের সময়সূচিতে পরিবর্তন ৷ জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জনের জন্য এই পরিবর্তন করা হয়েছে ৷ পাশাপাশি কিছু ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে ৷

7. ফরাক্কার গঙ্গায় মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন মৎস্যজীবী

মাছ ধরার জন্য জাল ফেলতে গিয়ে জলের নীচে জাল আটকে যায় । সেই জাল ছাড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যান । তার পর থেকে নিখোঁজ মৎস্যজীবী ।

8. ব্যবসায়ী অপহরণের ছক বানচাল, গ্রেপ্তার 5

ধানবাদের ওই ব্যবসায়ী তাঁর বাবা-মায়ের চিকিৎসার জন্য আসানসোল আসছিলেন। কিন্তু, পথে আসানসোলের জুবিলি মোড়ের কাছে তাঁদের গাড়ি থামায় পাঁচ দুষ্কৃতী। বন্দুক দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণ করে।

9. কোহলিকে 'শান্ত' রাখাই সাফল্যের জিয়নকাঠি, বলছেন কামিন্স

আগামী 27 নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ় দিয়ে সফর শুরু করবে ভারতীয় ক্রিকেট দল ৷ তার আগে দুই শিবির থেকেই, মূলত অস্ট্রেলিয়ার তরফে বাক্য়বাণ শুরু করে দিয়েছেন অজ়ি ক্রিকেটাররা ৷ তেমননি এবার ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য় করলেন অস্ট্রেলিয়ান পেসার তথা সহ অধিনায়ক প্য়াট কামিন্স ৷

10. নেটিজ়েনদের বিরুদ্ধে লালবাজার যাচ্ছেন সৌমিত্র কন্যা পৌলোমী ?

কয়েকদিন আগে ফেসবুকে একটি লিঙ্ক পোস্ট করেন পৌলমী । সেখানে তিনি লেখেন, "এই অর্ধসত্য খবরের কোনও মানে নেই । এই নোংরামো কতদিন চলবে ? তারকাদের পরিবারকে নিয়ে মানুষ যা ইচ্ছে তাই বলে দেয় । সোশ্যাল মিডিয়া বলে যা খুশি তাই চলে !" আর সেই পোস্টের কমেন্ট বক্সেই তিনি লেখেন, "আমি এর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানাব"।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.