ETV Bharat / bharat

Top News : টপ নিউজ @ সকাল 11 টা - IPL Dream 11 Team

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News)।

Top News
টপ নিউজ
author img

By

Published : May 7, 2022, 11:11 AM IST

1. IPL Dream 11 Team : সৌজন্যে ‘ড্রিম ইলেভেন’, 59 টাকার বিনিময়ে 2 কোটি জিতলেন বিহারের রমেশ

ফ্র্যাঞ্চাইজি লিগে ম্যাচ দেখার পাশাপাশি ফ্যান্টাসি গেমিং অ্যাপ ‘ড্রিম ইলেভেন’-এ নিজের দলও বানাতেন রমেশ কুমার ৷ সেই নেশাই তাঁকে এনে দিল দু'কোটি টাকা (Ramesh Kumar from Bihar wins Rs 2 crore in Dream 11) ৷

2. Domestic LPG Cylinder Price : কলকাতায় রান্নার গ্যাসের দাম হাজার ছড়াল

জ্বালানিতে জ্বলছে মধ্যবিত্ত ৷ পেট্রল-ডিজেলের দাম বাড়ছে ৷ ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী ৷ এবার রান্নার গ্যাসের দাম 50 টাকা বাড়াল কেন্দ্র ৷ আজ থেকেই দাম কার্যকরী হল (Domestic LPG Cylinder Price) ৷

3. Partha Ghosh Dies : বাচিক জগতে নক্ষত্রপতন ! প্রয়াত পার্থ ঘোষ, মুখ্যমন্ত্রীর শোকবার্তা

প্রয়াত প্রখ্যাত বাচিকশিল্পী পার্থ ঘোষ ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 83 বছর (Partha Ghosh passes away) ৷

4. Cyclone Asani : মে মাসেই কেন বারবার ঘূর্ণিঝড়ের দাপট ?

কয়েকটা দিন পরই আসছে ঘূর্ণিঝড় অশনি ৷ 2021-এ মে মাসের শেষে যশের দাপট দেখেছিল রাজ্য ৷

5. Amit Shah on President's Rule : বঙ্গ বিজেপির দাবি খারিজ, বাংলায় রাষ্ট্রপতি শাসনে 'না' শাহের

রাজ্য সফরে এসে বঙ্গ বিজেপি-কে অমিত শাহ (Amit Shah on Bengal Trip) পরামর্শ দিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই লড়ার ৷

6. Dilip Ghosh Criticises Shashi Panja : তৃণমূল পারলে আদালতের রায় নিজেরা লিখে বিচারপতিদের দিয়ে সই করিয়ে নিত, কটাক্ষ দিলীপের

তৃণমূল পারলে আদালতের রায় নিজেরা লিখে বিচারপতিদের দিয়ে সই করিয়ে নিত ৷ কিন্তু, সেটা করা সম্ভব নয় বলেই চিকিৎসকদের অপমান করা হচ্ছে বলে চিৎকার করছেন তৃণমূলের নেতানেত্রীরা ৷ এভাবেই তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises Shashi Panja for her remarks about doctors being insulted) ৷

7. TMC Criticises Shah : অমিত শাহ কি রাজনৈতিক জ্যোতিষী, তৃণমূল ভবন থেকে প্রশ্ন তুললেন চন্দ্রিমা
কাশীপুরে নিহত বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ তার পর এই ঘটনায় সরাসরি তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ তদন্ত হওয়ার আগে কীভাবে কাউকে দোষী বলতে পারেন অমিত শাহ, পালটা প্রশ্ন তুলল তৃণমূল (TMC Criticises Amit Shah Statement on BJP Leader Death Case) ৷

8. KMC Notice Controversy : দিনে আট ঘণ্টা কাজ করতে হবে একশো দিনের কর্মীদের, কলকাতা পৌরনিগমের নির্দেশিকায় দানা বাঁধছে ক্ষোভ

কর্মী সংগঠনগুলি কলকাতা পৌরনিগমের এই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছে (KMC Notice Controversy) ৷ সম কাজে সম বেতনের দাবি তুলছেন 100 দিনের কাজের কর্মীরা ৷

9. Kunal on BJP : পেট্রল ড্রিজেলের দাম কমলে 'জয় শ্রীরাম' বলতে রাজি; মন্তব্য কুণালে

চুঁচুড়া ঘড়ির মোড়ে শুক্রবার তৃণমূলের সভা ছিল ৷ এতে উপস্থিত ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ এদিন সভায় ফের একবার একাধিক বিষয় নিয়ে গেরুয়া শিবিরের দিকে আঙুল তুললেন তিনি (Kunal Ghosh on BJP) ৷

10. Bratya Basu Meeting with NSM : নয়া সিলেবাস কমিটির সঙ্গে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর বৈঠক

শুক্রবার বিকাশ ভবনে নয়া সিলেবাস কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন আগের সিলেবাস কমিটির অধ্যাপক অভীক মজুমদারও (Bratya Basu in meeting at bikash bhavan with new syllabus committee) ।

1. IPL Dream 11 Team : সৌজন্যে ‘ড্রিম ইলেভেন’, 59 টাকার বিনিময়ে 2 কোটি জিতলেন বিহারের রমেশ

ফ্র্যাঞ্চাইজি লিগে ম্যাচ দেখার পাশাপাশি ফ্যান্টাসি গেমিং অ্যাপ ‘ড্রিম ইলেভেন’-এ নিজের দলও বানাতেন রমেশ কুমার ৷ সেই নেশাই তাঁকে এনে দিল দু'কোটি টাকা (Ramesh Kumar from Bihar wins Rs 2 crore in Dream 11) ৷

2. Domestic LPG Cylinder Price : কলকাতায় রান্নার গ্যাসের দাম হাজার ছড়াল

জ্বালানিতে জ্বলছে মধ্যবিত্ত ৷ পেট্রল-ডিজেলের দাম বাড়ছে ৷ ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী ৷ এবার রান্নার গ্যাসের দাম 50 টাকা বাড়াল কেন্দ্র ৷ আজ থেকেই দাম কার্যকরী হল (Domestic LPG Cylinder Price) ৷

3. Partha Ghosh Dies : বাচিক জগতে নক্ষত্রপতন ! প্রয়াত পার্থ ঘোষ, মুখ্যমন্ত্রীর শোকবার্তা

প্রয়াত প্রখ্যাত বাচিকশিল্পী পার্থ ঘোষ ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 83 বছর (Partha Ghosh passes away) ৷

4. Cyclone Asani : মে মাসেই কেন বারবার ঘূর্ণিঝড়ের দাপট ?

কয়েকটা দিন পরই আসছে ঘূর্ণিঝড় অশনি ৷ 2021-এ মে মাসের শেষে যশের দাপট দেখেছিল রাজ্য ৷

5. Amit Shah on President's Rule : বঙ্গ বিজেপির দাবি খারিজ, বাংলায় রাষ্ট্রপতি শাসনে 'না' শাহের

রাজ্য সফরে এসে বঙ্গ বিজেপি-কে অমিত শাহ (Amit Shah on Bengal Trip) পরামর্শ দিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই লড়ার ৷

6. Dilip Ghosh Criticises Shashi Panja : তৃণমূল পারলে আদালতের রায় নিজেরা লিখে বিচারপতিদের দিয়ে সই করিয়ে নিত, কটাক্ষ দিলীপের

তৃণমূল পারলে আদালতের রায় নিজেরা লিখে বিচারপতিদের দিয়ে সই করিয়ে নিত ৷ কিন্তু, সেটা করা সম্ভব নয় বলেই চিকিৎসকদের অপমান করা হচ্ছে বলে চিৎকার করছেন তৃণমূলের নেতানেত্রীরা ৷ এভাবেই তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises Shashi Panja for her remarks about doctors being insulted) ৷

7. TMC Criticises Shah : অমিত শাহ কি রাজনৈতিক জ্যোতিষী, তৃণমূল ভবন থেকে প্রশ্ন তুললেন চন্দ্রিমা
কাশীপুরে নিহত বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ তার পর এই ঘটনায় সরাসরি তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ তদন্ত হওয়ার আগে কীভাবে কাউকে দোষী বলতে পারেন অমিত শাহ, পালটা প্রশ্ন তুলল তৃণমূল (TMC Criticises Amit Shah Statement on BJP Leader Death Case) ৷

8. KMC Notice Controversy : দিনে আট ঘণ্টা কাজ করতে হবে একশো দিনের কর্মীদের, কলকাতা পৌরনিগমের নির্দেশিকায় দানা বাঁধছে ক্ষোভ

কর্মী সংগঠনগুলি কলকাতা পৌরনিগমের এই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছে (KMC Notice Controversy) ৷ সম কাজে সম বেতনের দাবি তুলছেন 100 দিনের কাজের কর্মীরা ৷

9. Kunal on BJP : পেট্রল ড্রিজেলের দাম কমলে 'জয় শ্রীরাম' বলতে রাজি; মন্তব্য কুণালে

চুঁচুড়া ঘড়ির মোড়ে শুক্রবার তৃণমূলের সভা ছিল ৷ এতে উপস্থিত ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ এদিন সভায় ফের একবার একাধিক বিষয় নিয়ে গেরুয়া শিবিরের দিকে আঙুল তুললেন তিনি (Kunal Ghosh on BJP) ৷

10. Bratya Basu Meeting with NSM : নয়া সিলেবাস কমিটির সঙ্গে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর বৈঠক

শুক্রবার বিকাশ ভবনে নয়া সিলেবাস কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন আগের সিলেবাস কমিটির অধ্যাপক অভীক মজুমদারও (Bratya Basu in meeting at bikash bhavan with new syllabus committee) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.