ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা - top @ 11 am

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top-news-at-11-am
top-news-at-11-am
author img

By

Published : Mar 15, 2021, 11:01 AM IST

1. শনি-রবি ছুটির পর আজ ও কাল ব্যাঙ্ক ধর্মঘট, এটিএম কি খোলা ?

শনি ও রবিবার দুদিন ছুটির পর আজ ও কাল ব্যাঙ্ক ধর্মঘট ৷ স্বাভাবিকভাবে দুর্ভোগে পড়তে হবে সাধারণ মানুষকে ৷ তবে এটিএম পরিষেবা খোলা থাকবে বলে জানা গিয়েছে ৷

2. ওয়ার্ক-ফ্রম-হোম, ক্রেশ, গ্যাসের দাম - ভোট নিয়ে কী ভাবছেন মহিলারা ?

ভোটের বাজারে প্রতিশ্রুতির ঝুলি খুলে বসেছে রাজনৈতিক দলগুলি ৷ নিরাপত্তা, ক্ষমতায়ন নিয়ে বেশ কিছু প্রত্যাশা রাখেন মহিলারাও ৷ ক্ষমতায়নের পাশাপাশি তাঁরা নিশ্চিত করতে চান নিজেদের নিরাপত্তা ৷

3. ভোটে শিকেয় বিধি ! ফের কোভিড সংক্রমণ বৃদ্ধিতে শঙ্কিত চিকিৎসকরা

সামনে ভোট ৷ প্রচারে মেতে কোভিড সচতেনতা ভোলার ছবি ধরা পড়ছে রাজ্যে ৷ স্বাভাবিক নিয়মেই পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও ৷ তাতেই চিন্তিত চিকিত্সকরা ৷

4. অভিষেকেই বাজিমাত ইশানের, ব্যাটে ঝড় কোহলির; যে পথে বধ ব্রিটিশ সিংহরা

ওয়ান ডে সিরিজ় 3-1 ব্যবধানে জিতে নিলেও টি20 সিরিজ়ের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছিল ৷ কিন্তু সিরিজ়ের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল কোহলি অ্যান্ড কম্পানি ৷ ইংল্যান্ডকে 7 উইকেটে হারাল ভারত ৷ জেনে নিন, যে দশটি কারণে জয়ের স্বাদ পেল ইশান কিষাণরা ৷
5. কাটছে জোটের জট ! আরও 34 কেন্দ্রে প্রার্থী দিল কংগ্রেস, চাঁপদানিতে মান্নান

মোর্চায় আইসএসএফ-এর সঙ্গে আসন নিয়ে মতপার্থক্য চলছিল কংগ্রেসের ৷ তবে তা ধীরে ধীরে কাটিয়ে উঠে ফের আর একটি প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস ৷ এই তালিকায় রয়েছে বিরোধী দলনেতা আব্দুল মান্নানের নাম ৷ তিনি লড়বেন চাঁপদানি থেকে ৷

6. খড়গপুরে অমিতের শাহি ব়্যালি, পাশে দিলীপ-হিরণ

রোড শোতে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ছিলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় সহ আরও অনেকে ।

7. কাজ করতে দেয়নি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দীপক হালদার

2011 সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার সময় থেকে দীপক হালদার ডায়মন্ড হারবারের বিধায়ক ৷ আজ সেই তৃণমূলের বিরুদ্ধেই তিনি ডায়মন্ড হারবার থেকে বিজেপির টিকিটে প্রার্থী ৷ আর এক সময়সের সহযোদ্ধা পান্নালাল হালদার তাঁর প্রধান প্রতিপক্ষ ৷

8. বাবুল, নিশীথ, লকেট... বিজেপির প্রার্থীতালিকায় একাধিক হেভিওয়েট

প্রকাশিত হল বিজেপির প্রার্থী তালিকা৷ একাধিক হেভিওয়েট প্রার্থীর নাম রয়েছে৷ সঙ্গে সদ্য় বিজেপিতে যোগ দেওয়া নেতা নেত্রীদেরও কয়েকজন টিকিট পেয়েছেন৷

9. প্রার্থী তালিকা ঘোষণা আইএসএফের

বামেদের সঙ্গে 30 আসনের সমঝোতা হয়েছিল ৷ তারমধ্যে 26 টি আসনে প্রার্থী দিচ্ছে আইএসএফ ৷ এরমধ্যে 20 টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি ৷ বাকি 6 টি আসনে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে ৷ আর 4 টি আসন বামেদের ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ আব্বাস জানিয়েছেন, বৃহত্তর স্বার্থে তাঁর এই সিদ্ধান্ত ৷ এছাড়াও উত্তর ও দক্ষিণবঙ্গে আরও কয়েকটি আসনে প্রার্থী দেবে আইএসএফ ৷ পরে তা ঘোষণা করা হবে ৷

10. নন্দীগ্রামকাণ্ডে সরানো হল নিরাপত্তা অধিকর্তা ও জেলাশাসককে, সাসপেন্ড পুলিশ সুপার

নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে নন্দীগ্রামে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছিল সেই ঘটনা ৷ সেই ঘটনায় বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন ৷ ঘটনায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন ৷ এছাড়া সরানো হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে ৷ সরিয়ে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েলকেও ৷

1. শনি-রবি ছুটির পর আজ ও কাল ব্যাঙ্ক ধর্মঘট, এটিএম কি খোলা ?

শনি ও রবিবার দুদিন ছুটির পর আজ ও কাল ব্যাঙ্ক ধর্মঘট ৷ স্বাভাবিকভাবে দুর্ভোগে পড়তে হবে সাধারণ মানুষকে ৷ তবে এটিএম পরিষেবা খোলা থাকবে বলে জানা গিয়েছে ৷

2. ওয়ার্ক-ফ্রম-হোম, ক্রেশ, গ্যাসের দাম - ভোট নিয়ে কী ভাবছেন মহিলারা ?

ভোটের বাজারে প্রতিশ্রুতির ঝুলি খুলে বসেছে রাজনৈতিক দলগুলি ৷ নিরাপত্তা, ক্ষমতায়ন নিয়ে বেশ কিছু প্রত্যাশা রাখেন মহিলারাও ৷ ক্ষমতায়নের পাশাপাশি তাঁরা নিশ্চিত করতে চান নিজেদের নিরাপত্তা ৷

3. ভোটে শিকেয় বিধি ! ফের কোভিড সংক্রমণ বৃদ্ধিতে শঙ্কিত চিকিৎসকরা

সামনে ভোট ৷ প্রচারে মেতে কোভিড সচতেনতা ভোলার ছবি ধরা পড়ছে রাজ্যে ৷ স্বাভাবিক নিয়মেই পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও ৷ তাতেই চিন্তিত চিকিত্সকরা ৷

4. অভিষেকেই বাজিমাত ইশানের, ব্যাটে ঝড় কোহলির; যে পথে বধ ব্রিটিশ সিংহরা

ওয়ান ডে সিরিজ় 3-1 ব্যবধানে জিতে নিলেও টি20 সিরিজ়ের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছিল ৷ কিন্তু সিরিজ়ের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল কোহলি অ্যান্ড কম্পানি ৷ ইংল্যান্ডকে 7 উইকেটে হারাল ভারত ৷ জেনে নিন, যে দশটি কারণে জয়ের স্বাদ পেল ইশান কিষাণরা ৷
5. কাটছে জোটের জট ! আরও 34 কেন্দ্রে প্রার্থী দিল কংগ্রেস, চাঁপদানিতে মান্নান

মোর্চায় আইসএসএফ-এর সঙ্গে আসন নিয়ে মতপার্থক্য চলছিল কংগ্রেসের ৷ তবে তা ধীরে ধীরে কাটিয়ে উঠে ফের আর একটি প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস ৷ এই তালিকায় রয়েছে বিরোধী দলনেতা আব্দুল মান্নানের নাম ৷ তিনি লড়বেন চাঁপদানি থেকে ৷

6. খড়গপুরে অমিতের শাহি ব়্যালি, পাশে দিলীপ-হিরণ

রোড শোতে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ছিলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় সহ আরও অনেকে ।

7. কাজ করতে দেয়নি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দীপক হালদার

2011 সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার সময় থেকে দীপক হালদার ডায়মন্ড হারবারের বিধায়ক ৷ আজ সেই তৃণমূলের বিরুদ্ধেই তিনি ডায়মন্ড হারবার থেকে বিজেপির টিকিটে প্রার্থী ৷ আর এক সময়সের সহযোদ্ধা পান্নালাল হালদার তাঁর প্রধান প্রতিপক্ষ ৷

8. বাবুল, নিশীথ, লকেট... বিজেপির প্রার্থীতালিকায় একাধিক হেভিওয়েট

প্রকাশিত হল বিজেপির প্রার্থী তালিকা৷ একাধিক হেভিওয়েট প্রার্থীর নাম রয়েছে৷ সঙ্গে সদ্য় বিজেপিতে যোগ দেওয়া নেতা নেত্রীদেরও কয়েকজন টিকিট পেয়েছেন৷

9. প্রার্থী তালিকা ঘোষণা আইএসএফের

বামেদের সঙ্গে 30 আসনের সমঝোতা হয়েছিল ৷ তারমধ্যে 26 টি আসনে প্রার্থী দিচ্ছে আইএসএফ ৷ এরমধ্যে 20 টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি ৷ বাকি 6 টি আসনে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে ৷ আর 4 টি আসন বামেদের ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ আব্বাস জানিয়েছেন, বৃহত্তর স্বার্থে তাঁর এই সিদ্ধান্ত ৷ এছাড়াও উত্তর ও দক্ষিণবঙ্গে আরও কয়েকটি আসনে প্রার্থী দেবে আইএসএফ ৷ পরে তা ঘোষণা করা হবে ৷

10. নন্দীগ্রামকাণ্ডে সরানো হল নিরাপত্তা অধিকর্তা ও জেলাশাসককে, সাসপেন্ড পুলিশ সুপার

নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে নন্দীগ্রামে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছিল সেই ঘটনা ৷ সেই ঘটনায় বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন ৷ ঘটনায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন ৷ এছাড়া সরানো হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে ৷ সরিয়ে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েলকেও ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.