ETV Bharat / bharat

টপ নিউজ় @ বেলা 11 টা

author img

By

Published : Feb 20, 2021, 11:02 AM IST

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 9
top 9

1.মোদির ডাকা নীতি আয়োগের বৈঠকে মমতার 'না'

নীতি আয়োগের বৈঠক ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও একবার প্রকাশ্যে । আগেও বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর অভিযোগ, নেতাজির প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ করার কোনও যুক্তি নেই বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

2.শোভন নাকি পাল্টে গিয়েছেন ! 'বন্ধু'র মূল্যায়ণে অকপট দেবশ্রী

অভিনেত্রী দেবশ্রী রায়কে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না । একাধারে হার্টথ্রব অভিনয়, অন্য়দিকে মমতার হাত ধরে রাজনীতি । সেখান থেকে রায়দিঘির বিধায়ক । কিন্তু, বিধায়কের যাত্রা-পথ মোটেই মসৃণ হয়নি । রায়দিঘিতে টোটো নিয়ে কোটি টাকার তছরূপের অভিযোগ উঠেছিল । এত কিছুর মধ্যেও পরিস্থিতি পাল্টে গিয়েছে অনেকটাই । এক কালের বন্ধু শোভন চট্টোপাধ্যায়ের কাছে এখন তিনি ডাইনি ।

3.ঠাকুরনগরে অমিত শাহের পালটা সভা করবেন অভিষেক

আগামী 25 ফেব্রুয়ারি ঠাকুরনগর হাইস্কুলের মাঠে সভার আয়োজন করা হয়েছে । বিকেল তিনটের সময় ঠাকুরবাড়ির পাশের মাঠে হেলিকপ্টার থেকে নামবেন অভিষেক। প্রথমে তিনি ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দেবেন । তারপর সেখান থেকে তিনি সভামঞ্চে পৌঁছাবেন ।

4.আজ ফের ভারত-চিন সেনা পর্যায়ের বৈঠক

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, চিন সেনা সরিয়ে নিলে 48 ঘণ্টার মধ্যে দুই দেশ আলোচনায় বসবে । সেইমতো আজ দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে ।

5.টিকিট না পেলে নিজের জগতে ফিরতে চান চিরঞ্জিৎ

যখন টলিউডের ঝাঁকে ঝাঁকে অভিনেতা-অভিনেত্রী বিজেপিতে যোগদান করছে, তখন অভিনেতা বিধায়কের এমন মন্তব্য নিয়ে তৃণমূলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে ।

6.বসিরহাট কলেজের পরিচালন কমিটিতে দীপেন্দুর পরিবর্তে নুসরত

বৃহস্পতিবার বসিরহাট কলেজের পরিচালন কমিটির প্রশাসনিক বৈঠক ছিল । সেই বৈঠকে সাংসদ নুসরত জাহান কলেজের পরিচালন কমিটির সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ।

7.কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাংলা দখল করা যাবে না, মন্তব্য ফিরহাদের

নির্বাচনের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামীর মাদক মামলায় গ্রেপ্তারের ঘটনা ইত্যাদি ইশুতে বিজেপিকে আক্রমণ করেন ফিরহাদ হাকিম ।

8.রেকর্ড জ্বালানির দাম, আগামী সপ্তাহ থেকে কমবে মিনিবাসের সংখ্যা

মিনিবাস মালিক সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, জ্বালানির দাম যেমন বেড়েছে, তেমনি গাড়ির যন্ত্রাংশের দাম বেড়েছে । সেক্ষেত্রে তেল ভরে ও কর্মীদের বেতন দিয়ে তাদের আর হাতে কিছু থাকছে না । তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের ক্ষেত্রে বাস চালানো সম্ভব হচ্ছে না, তারা বাস চালাবে না । তাই আগামী সপ্তাহ থেকে বাসের সংখ্যা কমে যাবে ।

9.গালওয়ান সংঘর্ষের নতুন ভিডিয়ো প্রকাশ চিনের

দফায় দফায় বৈঠকের পর অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের পথে । সীমান্ত থেকে বাড়তি সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দুই দেশই । এরই মধ্যে গালওয়ান সংঘর্ষের নতুন ভিডিয়ো প্রকাশ করল চিন । চিন পরিস্থিতি নতুন করে তপ্ত করার চেষ্টা করছে বলে মত কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ।

10.লাল-হলুদের ভুল কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন

আক্রমণ এবং রক্ষণের ভারসাম্যের কথা বলেন হাবাস । শুক্রবার সেই ভারসাম্যে ভর দিয়ে শেষ হাসি হাসলেন তিনি । আর তাঁর কাজ সহজ করে দিল লাল-হলুদ ডিফেন্ডারদের বালখিল্য ভুল ।

1.মোদির ডাকা নীতি আয়োগের বৈঠকে মমতার 'না'

নীতি আয়োগের বৈঠক ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও একবার প্রকাশ্যে । আগেও বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর অভিযোগ, নেতাজির প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ করার কোনও যুক্তি নেই বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

2.শোভন নাকি পাল্টে গিয়েছেন ! 'বন্ধু'র মূল্যায়ণে অকপট দেবশ্রী

অভিনেত্রী দেবশ্রী রায়কে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না । একাধারে হার্টথ্রব অভিনয়, অন্য়দিকে মমতার হাত ধরে রাজনীতি । সেখান থেকে রায়দিঘির বিধায়ক । কিন্তু, বিধায়কের যাত্রা-পথ মোটেই মসৃণ হয়নি । রায়দিঘিতে টোটো নিয়ে কোটি টাকার তছরূপের অভিযোগ উঠেছিল । এত কিছুর মধ্যেও পরিস্থিতি পাল্টে গিয়েছে অনেকটাই । এক কালের বন্ধু শোভন চট্টোপাধ্যায়ের কাছে এখন তিনি ডাইনি ।

3.ঠাকুরনগরে অমিত শাহের পালটা সভা করবেন অভিষেক

আগামী 25 ফেব্রুয়ারি ঠাকুরনগর হাইস্কুলের মাঠে সভার আয়োজন করা হয়েছে । বিকেল তিনটের সময় ঠাকুরবাড়ির পাশের মাঠে হেলিকপ্টার থেকে নামবেন অভিষেক। প্রথমে তিনি ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দেবেন । তারপর সেখান থেকে তিনি সভামঞ্চে পৌঁছাবেন ।

4.আজ ফের ভারত-চিন সেনা পর্যায়ের বৈঠক

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, চিন সেনা সরিয়ে নিলে 48 ঘণ্টার মধ্যে দুই দেশ আলোচনায় বসবে । সেইমতো আজ দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে ।

5.টিকিট না পেলে নিজের জগতে ফিরতে চান চিরঞ্জিৎ

যখন টলিউডের ঝাঁকে ঝাঁকে অভিনেতা-অভিনেত্রী বিজেপিতে যোগদান করছে, তখন অভিনেতা বিধায়কের এমন মন্তব্য নিয়ে তৃণমূলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে ।

6.বসিরহাট কলেজের পরিচালন কমিটিতে দীপেন্দুর পরিবর্তে নুসরত

বৃহস্পতিবার বসিরহাট কলেজের পরিচালন কমিটির প্রশাসনিক বৈঠক ছিল । সেই বৈঠকে সাংসদ নুসরত জাহান কলেজের পরিচালন কমিটির সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ।

7.কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাংলা দখল করা যাবে না, মন্তব্য ফিরহাদের

নির্বাচনের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামীর মাদক মামলায় গ্রেপ্তারের ঘটনা ইত্যাদি ইশুতে বিজেপিকে আক্রমণ করেন ফিরহাদ হাকিম ।

8.রেকর্ড জ্বালানির দাম, আগামী সপ্তাহ থেকে কমবে মিনিবাসের সংখ্যা

মিনিবাস মালিক সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, জ্বালানির দাম যেমন বেড়েছে, তেমনি গাড়ির যন্ত্রাংশের দাম বেড়েছে । সেক্ষেত্রে তেল ভরে ও কর্মীদের বেতন দিয়ে তাদের আর হাতে কিছু থাকছে না । তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের ক্ষেত্রে বাস চালানো সম্ভব হচ্ছে না, তারা বাস চালাবে না । তাই আগামী সপ্তাহ থেকে বাসের সংখ্যা কমে যাবে ।

9.গালওয়ান সংঘর্ষের নতুন ভিডিয়ো প্রকাশ চিনের

দফায় দফায় বৈঠকের পর অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের পথে । সীমান্ত থেকে বাড়তি সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দুই দেশই । এরই মধ্যে গালওয়ান সংঘর্ষের নতুন ভিডিয়ো প্রকাশ করল চিন । চিন পরিস্থিতি নতুন করে তপ্ত করার চেষ্টা করছে বলে মত কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ।

10.লাল-হলুদের ভুল কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন

আক্রমণ এবং রক্ষণের ভারসাম্যের কথা বলেন হাবাস । শুক্রবার সেই ভারসাম্যে ভর দিয়ে শেষ হাসি হাসলেন তিনি । আর তাঁর কাজ সহজ করে দিল লাল-হলুদ ডিফেন্ডারদের বালখিল্য ভুল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.