শ্রীনগর, 31 জুলাই: নিরাপত্তারক্ষীদের ফাঁদে পা দিয়ে খতম জইশ-এ-মহম্মদের শীর্ষ কমান্ডার এবং আরও এক জঙ্গি ৷ শনিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের অভিযানে মৃত্যু হয় জঙ্গিদের ৷
কাশ্মীরের আইজিপি (IGP) বিজয় কুমার ফোনে ইটিভি ভারতকে বলেন, "পাকিস্তানের নাগরিক আদনান ভাই ওরফে লম্বু ভাই আইইডি (IED) বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত ছিল ৷ গত কয়েক বছরে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল লম্বু ৷" এদিন এই শীর্ষ জঙ্গি নেতারই মৃত্যু হয় ৷
আরও পড়ুন: Army jawan death : ভূস্বর্গে ল্যান্ডমাইন বিস্ফোরণে জওয়ানের মৃত্যু, গুলি বিনিময়ে নিকেশ দুই জঙ্গি
বিজয় কুমার বলেন, "এটা নিরাপত্তারক্ষীদের জন্য বড় সাফল্য ৷ অন্য জঙ্গির পরিচয় জানার চেষ্টা চলছে ৷"