নয়াদিল্লি, 20 জানুয়ারি: কুস্তিগীরদের বিক্ষোভের আগুন নেভাতে পারলেন না অনুরাগ ঠাকুর ৷ বৃহস্পতিবার গভীর রাতে আন্দোলনকারী কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়ার নেতৃত্বে সাক্ষী মালিক, অংশু মালিক, রবি দাহিয়া, সরিতা মোর এবং অন্যরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ৷ এই কারণে মন্ত্রী অনুরাগ চণ্ডীগড় থেকে নয়াদিল্লির বাসভবনে পৌঁছন ৷ কুস্তিগীরদের যৌনহেনস্থার বিরুদ্ধে পদক্ষেপ-সহ একাধিক সমস্যার দ্রুত সমাধান চান কুস্তিগীররা ৷
প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই আলোচনার পরেও অলিম্পিক, কমনওয়েলথ গেমসে পদক জয়ী সেরা কুস্তিগীরদের মন গলাতে পারেননি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ৷ বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং অন্য সব তাবড় কুস্তিগীরদের সঙ্গে কথা বলতে রাতে নয়াদিল্লির বাসভবনে আসেন অনুরাগ ঠাকুর ৷ রাত দুটো পর্যন্ত চলে আলোচনা ৷ কিন্তু তাতে সমাধান সূত্র বের না-হওয়ায় আজ ফের বৈঠক হওয়ার কথা রয়েছে (Wrestlers meeting with Sports Minister Anurag Thakur to continue today) ৷
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা-সহ আরও একাধিক অভিযোগ উঠেছে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (Wrestling Federation of India) সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সরন সিংয়ের বিরুদ্ধে ৷ তাঁকে এবং অন্য কোচেদের সরানোর দাবিতে বুধবার থেকে যন্তর মন্তরে লাগাতার ধরনায় বসেছেন কুস্তিগীররা ৷ এ নিয়ে বিজেপি শিবিরের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি টুইট করেন, "এই সপ্তাহে বিজেপির মহিলা ব্রিগেডও কি মৌন ব্রত পালন করছে ?" তিনি কোনও মন্ত্রীর নাম উল্লেখ না করে লেখেন, "বিজেপি সাংসদ তথা ডব্লিউএফআই প্রধান ও মহিলা কুস্তিগীরদের নিয়ে সাংঘাতিক সব কাহিনি সামনে আসছে ৷ মাননীয় মহিলা মন্ত্রীদের মুখ থেকে এ নিয়ে একটা শব্দও শোনা যায়নি ৷"
-
Also is BJP Mahila Brigade on a Maun Vrat week?
— Mahua Moitra (@MahuaMoitra) January 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Haven’t heard a peep out of Hon’ble Lady Ministers & Dramatists on women wrestlers’ horrific stories about BJP MP WFI Chief.
">Also is BJP Mahila Brigade on a Maun Vrat week?
— Mahua Moitra (@MahuaMoitra) January 19, 2023
Haven’t heard a peep out of Hon’ble Lady Ministers & Dramatists on women wrestlers’ horrific stories about BJP MP WFI Chief.Also is BJP Mahila Brigade on a Maun Vrat week?
— Mahua Moitra (@MahuaMoitra) January 19, 2023
Haven’t heard a peep out of Hon’ble Lady Ministers & Dramatists on women wrestlers’ horrific stories about BJP MP WFI Chief.
আরও পড়ুন: কেন্দ্রের বার্তা নিয়ে বিক্ষোভরত কুস্তিগীরদের কাছে ববিতা
সূত্রে জানা গিয়েছে, সরকার চায় কুস্তিগীররা তাদের আন্দোলন শেষ করুন ৷ তবে ক্ষুব্ধ আন্দোলনকারীরাও তাঁদের নিজেদের অবস্থানে অনড় ৷ প্রথমে ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ সরণ সিংকে সরাতে হবে ৷ কুস্তিগীরদের এক ঘনিষ্ঠ সূত্র বলেন, "কেন্দ্রীয় সরকার অন্য সব সমস্যাগুলির সমাধান পরে করতে পারে ৷ আমাদের তাতে কোনও অসুবিধে নেই ৷ কিন্তু প্রথমে ডব্লিউএফআইকে সরাতে হবে ৷" এর মধ্যে ক্রীড়া মন্ত্রক আন্দোলনকারীদের অভিযোগ নিয়ে ডব্লিউএফআইয়ের কাছ থেকে 72 ঘণ্টার মধ্যে জবাব তলব করেছে ৷ জানা গিয়েছে, যথোপযুক্ত উত্তর দিতে না পারলে সরাসরি কড়া পদক্ষেপ করবে মন্ত্রক ৷ তাই লিখিত উত্তর না পর্যন্ত ব্রিজ ভূষণকে পদত্যাগ করতে চাপ দিতে পারবে না মন্ত্রক ৷ প্রাক্তন কুস্তিগীর এবং বিজেপি নেতা ববিতা ফোগাটও (Former wrestler and BJP leader Babita Phogat ) এই বৈঠকের অংশ ৷ তিনি টুইট করে আশ্বস্ত করেছেন, অ্যাথলিটদের মানসম্মানের জন্য সরকারের সঙ্গে সবরকম ভাবে আলোচনা চলছে ৷ তিনি লেখেন, "আমি একজন খেলোয়াড় হিসেবে আপনাকে কথা দিচ্ছি, খুব শিগগিরিই এর সদর্থক পরিণাম মিলবে ৷"
-
खिलाड़ियों के मान सम्मान के लिए सरकार से हर स्तर पर बात चल रही है... एक खिलाड़ी होने के नाते आपको विश्वास दिलाती हूँ कि जल्द ही सुखद और सकारात्मक परिणाम आएंगे।
— Babita Phogat (@BabitaPhogat) January 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">खिलाड़ियों के मान सम्मान के लिए सरकार से हर स्तर पर बात चल रही है... एक खिलाड़ी होने के नाते आपको विश्वास दिलाती हूँ कि जल्द ही सुखद और सकारात्मक परिणाम आएंगे।
— Babita Phogat (@BabitaPhogat) January 19, 2023खिलाड़ियों के मान सम्मान के लिए सरकार से हर स्तर पर बात चल रही है... एक खिलाड़ी होने के नाते आपको विश्वास दिलाती हूँ कि जल्द ही सुखद और सकारात्मक परिणाम आएंगे।
— Babita Phogat (@BabitaPhogat) January 19, 2023
আরও পড়ুন: রেসলিং ফেডারেশনের থেকে 72 ঘণ্টার মধ্যে জবাব তলব ক্রীড়া মন্ত্রকের !