ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা - টপ নিউজ় @ সকাল 11 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 11
top 11
author img

By

Published : Feb 8, 2021, 11:34 AM IST

1.আমরা নেতাজির আদর্শকে ভুলে গিয়েছি : প্রধানমন্ত্রী

রাজ্যসভায় জবাবি ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু আগে রাজ্যসভা অধিবেশন থেকে ওয়াক আউট করে তৃণমূল কংগ্রেস ৷

2.উত্তরাখণ্ডে ধসে মৃত বেড়ে 14, এখনও নিখোঁজ 170

গতকালই মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গুরুতর আহতদের দেওয়া হবে 50 হাজার টাকা ।

3.উত্তরাখণ্ডে বিপর্যয়ে ভারতের পাশে রাষ্ট্রসংঘ, সাহায্যের আশ্বাস

উত্তরাখণ্ডের বিপর্যয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘ। উদ্ধার ও অন্যান্য ক্ষেত্রে দেশকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে তারা। উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা।

4.প্রকৃতির রোষে উত্তরাখণ্ড: ভারতের পাশে বিশ্ব

উত্তরাখণ্ডের হিমবাহ ধসে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে টুইট করেছেন বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা । শোকপ্রকাশ করে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে সকলেই ।

5.''বিজেপির সঙ্গে আঁতাত করে চক্রান্ত'', কল্যাণের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব। তাঁর দাবি, বিজেপির সঙ্গে আঁতাত করে দলকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছেন কল্যাণ।

6.আচ্ছেলালকে একহাত কল্যাণের, হুগলি তৃণমূলে ''অন্তর্কলহে'' তাল ঠুকছে বিজেপি

তৃণমূলের দুই নেতার অন্তর্কলহ প্রকাশ্যে এল কোন্নগরের কর্মিসভায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আচ্ছেলাল যাদব একে-অপরের বিরুদ্ধে তোপ দেগেছেন। এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

7.ভদ্রলোকেরা তৃণমূলে থাকতে পারে না, তারাই বিজেপিতে আসছে: দিলীপ

ঝাড় তো একটাই ৷ বাঁশ আলাদা ৷ মুখ্যমন্ত্রী, ভাইপো কী ভাষায় কথা বলছেন ! পশ্চিমবঙ্গের মানুষ এখন বুঝতে পারছেন যে তাঁরা এতদিন কোথায় জল ঢেলেছেন ৷

8.প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় 16 হাজার কোটি টাকা বরাদ্দ, জানাল কেন্দ্র

কৃষকদের অংশগ্রহণের নিরিখে বর্তমানে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বিশ্বের সর্ববৃহৎ ফসল বিমা ৷ প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম যোজনা । প্রতিবছর প্রায় 5.5 কোটি কৃষকদের আবেদনপত্র জমা পড়ে ।

9.টিকা নেওয়ার দু'দিনের মধ্যে মহিলা স্বেচ্ছাসেবকের মৃত্যু, আতঙ্ক অন্ধ্রে

গত 5 ফেব্রুয়ারি কোরোনা টিকা নিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের রেনিকোটা গ্রামের মহিলা স্বেচ্ছাসেবক পি ললিতা ৷

10."বাবুল কি দুয়ায়ে লেতি যা", নববিবাহিতদের সুখী জীবনের কামনায় গান গাইলেন বিজয়বর্গীয়

নববিবাহিত মেয়েদের পরবর্তী জীবনের সুখশান্তি কামনায় গান গাইলেন তিনি ৷ বিজেপির শীর্ষনেতার গলায় শোনা গেল মহম্মদ রফির গাওয়া 'নীলকমল' সিনেমার বিখ্যাত গান "বাবুল কি দুয়ায়ে লেতি যা" ৷

1.আমরা নেতাজির আদর্শকে ভুলে গিয়েছি : প্রধানমন্ত্রী

রাজ্যসভায় জবাবি ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু আগে রাজ্যসভা অধিবেশন থেকে ওয়াক আউট করে তৃণমূল কংগ্রেস ৷

2.উত্তরাখণ্ডে ধসে মৃত বেড়ে 14, এখনও নিখোঁজ 170

গতকালই মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গুরুতর আহতদের দেওয়া হবে 50 হাজার টাকা ।

3.উত্তরাখণ্ডে বিপর্যয়ে ভারতের পাশে রাষ্ট্রসংঘ, সাহায্যের আশ্বাস

উত্তরাখণ্ডের বিপর্যয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘ। উদ্ধার ও অন্যান্য ক্ষেত্রে দেশকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে তারা। উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা।

4.প্রকৃতির রোষে উত্তরাখণ্ড: ভারতের পাশে বিশ্ব

উত্তরাখণ্ডের হিমবাহ ধসে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে টুইট করেছেন বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা । শোকপ্রকাশ করে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে সকলেই ।

5.''বিজেপির সঙ্গে আঁতাত করে চক্রান্ত'', কল্যাণের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব। তাঁর দাবি, বিজেপির সঙ্গে আঁতাত করে দলকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছেন কল্যাণ।

6.আচ্ছেলালকে একহাত কল্যাণের, হুগলি তৃণমূলে ''অন্তর্কলহে'' তাল ঠুকছে বিজেপি

তৃণমূলের দুই নেতার অন্তর্কলহ প্রকাশ্যে এল কোন্নগরের কর্মিসভায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আচ্ছেলাল যাদব একে-অপরের বিরুদ্ধে তোপ দেগেছেন। এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

7.ভদ্রলোকেরা তৃণমূলে থাকতে পারে না, তারাই বিজেপিতে আসছে: দিলীপ

ঝাড় তো একটাই ৷ বাঁশ আলাদা ৷ মুখ্যমন্ত্রী, ভাইপো কী ভাষায় কথা বলছেন ! পশ্চিমবঙ্গের মানুষ এখন বুঝতে পারছেন যে তাঁরা এতদিন কোথায় জল ঢেলেছেন ৷

8.প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় 16 হাজার কোটি টাকা বরাদ্দ, জানাল কেন্দ্র

কৃষকদের অংশগ্রহণের নিরিখে বর্তমানে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বিশ্বের সর্ববৃহৎ ফসল বিমা ৷ প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম যোজনা । প্রতিবছর প্রায় 5.5 কোটি কৃষকদের আবেদনপত্র জমা পড়ে ।

9.টিকা নেওয়ার দু'দিনের মধ্যে মহিলা স্বেচ্ছাসেবকের মৃত্যু, আতঙ্ক অন্ধ্রে

গত 5 ফেব্রুয়ারি কোরোনা টিকা নিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের রেনিকোটা গ্রামের মহিলা স্বেচ্ছাসেবক পি ললিতা ৷

10."বাবুল কি দুয়ায়ে লেতি যা", নববিবাহিতদের সুখী জীবনের কামনায় গান গাইলেন বিজয়বর্গীয়

নববিবাহিত মেয়েদের পরবর্তী জীবনের সুখশান্তি কামনায় গান গাইলেন তিনি ৷ বিজেপির শীর্ষনেতার গলায় শোনা গেল মহম্মদ রফির গাওয়া 'নীলকমল' সিনেমার বিখ্যাত গান "বাবুল কি দুয়ায়ে লেতি যা" ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.