দিল্লি, 15 ফেব্রুয়ারি: ''টুলকিট'' মামলায় দিশা রবির গ্রেপ্তারির পর আরও দু জন সমাজকর্মীকে হেফাজতে নিতে চায় পুলিশ। সমাজকর্মী নিকিতা জ্যাকব ও শান্তনুর বিরুদ্ধে জারি করা হয়েছে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা।
''টুলকিট'' কাণ্ডে রবিবার বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় 22 বছরের দিশা রবিকে। কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানাতে টুইটারে সেই ''টুলকিট'' শেয়ার করেছিলেন সমাজকর্মী গ্রেটা থুনবার্গ ও আরও কয়েকজন। এরপরই 4 ফেব্রুয়ারি তা নিয়ে একটি মামলা দায়ের করে দিল্লি পুলিশ। সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল ও হিংসার ঘটনাকে আন্তর্জাতিক মহলের সামনে তুলে এনেছিল গ্রেটার টুইট। দিল্লি পুলিশের দাবি, সাধারণতন্ত্র দিবসের আগে থেকেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখা গিয়েছে ওই টুলকিট। এর থেকেই বোঝা যায়, 26 জানুয়ারির ঘটনার পেছনে ষড়যন্ত্র ছিল। দিল্লি পুলিশের আরও দাবি, টুলকিটটির পেছনে থাকা সংস্থা পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন নিকিতা জ্যাকবের সঙ্গে যোগাযোগ করে। তারা সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল কর্মসুচির আগে এই নিয়ে টুইট ঝড় তুলতে বলে নিকিতাকে। পুলিশের দাবি, ওই সংস্থা একটি খালিস্তানি দলের।
এই ঘটনায় পরিবেশ কর্মী দিশার বিরুদ্ধে ষড়যন্ত্র ও দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। তাঁর কোনও আইনজীবী ছাড়াই রবিবার তাঁকে দিল্লি আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে পাঁচদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। তাঁর বিরুদ্ধে ওই টুলকিট তথ্য তৈরি ও সরবরাহের অভিযোগ উঠেছে। যদিও আদালতের কাছে দিশা জানিয়েছেন, ''আমি টুলকিট তৈরি করিনি। আমি কৃষকদের সাহায্য করতে চেয়েছিলাম। 3 ফেব্রুয়ারি আমি দুটো লাইন এডিট করেছিলাম।''
আরও পড়ুন: ''টুলকিট'' মামলায় দিশার গ্রেপ্তারিতে নিন্দার ঝড়, ঘরে-বাইরে তোপের মুখে কেন্দ্র
এ দিকে, টুলকিট মামলায় 22 বছরের পরিবেশকর্মী দিশা রবির গ্রেপ্তারিকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে। কৃষক আন্দোলন বিরোধী সরকারি নির্দেশেই পুলিশ ওই তরুণীকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ তুলে এর বিরুদ্ধে সরব হয়েছেন রাজনীতিক, শিক্ষাবিদ, কবি, সমাজকর্মী-সহ দেশের বিভিন্ন অংশের মানুষজন। এই গ্রেপ্তারিকে 'সম্পূর্ণ নিষ্ঠুর' কাজ বলে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তিনি দিশা রবির পাশে আছেন বলে জানিয়েছেন। দিশার গ্রেপ্তারির বিরুদ্ধে সরব হয়েছেন শশী থারুর, পি চিদম্বরম, প্রিয়াঙ্কা চতুর্বেদী, আনন্দ শর্মা-সহ আরও অনেকে।
আরও পড়ুন: গ্রেটা থুনবার্গ ''টুলকিট'' মামলায় বেঙ্গালুরুতে গ্রেপ্তার 21-এর সমাজকর্মী
তরুণী সমাজকর্মীর গ্রেপ্তারির প্রতিবাদে বেঙ্গালুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান বহু ছাত্র ও সমাজকর্মী। দিশার মুক্তির দাবিতে পুলিশকে চারাগাছ উপহার দেন আন্দোলনকারীরা। দিল্লি সংখ্যালঘু কমিশনের প্রাক্তন সদস্য এসি মাইকেল, গায়িকা টিএম কৃষ্ণা, অরুন্ধতী ঘোষ-সহ নানা বিশিষ্ট ব্যক্তি দিশার মুক্তির দাবিতে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছেন। সেখানে লেখা আছে, ''দিল্লি পুলিশের কাজ অশুভ, কারণ 21 বছরের সমাজকর্মীকে বেঙ্গালুরু থেকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। তবে কোথায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে কারওকে এমনকী তাঁর বাবা-মাকেও কিছু জানানো হয়নি। আইন না-মেনে কোনও ব্যক্তির প্রতি এমন আচরণ সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন ছাড়া আর কিছুই নয়। এটা সাংবিধানিক নীতি লঙ্ঘন।''