ETV Bharat / bharat

Tomato Price Hike: হিমাচল প্রদেশে দুর্যোগ, বাংলা-সহ দেশে আরও বাড়তে পারে টমেটোর দাম - Tomato Price Hike

হিমাচল প্রদেশ থেকে দেশের বিভিন্ন জায়গায় টমেটো যায় ৷ কিন্তু ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ফসল নষ্ট হয়ে গিয়েছে । সেই সঙ্গে রাস্তাও বন্ধ । এমন পরিস্থিতিতে সাপ্লাই চেইনও ক্ষতিগ্রস্ত । সরবরাহ না হওয়ায় বাংলা-সহ দেশের অন্য টমেটোর দাম বাড়ার আশঙ্কা ।

Tomato Price Hike
টমেটো
author img

By

Published : Jul 11, 2023, 5:25 PM IST

সোলান(হিমাচল প্রদেশ), 11 জুলাই: টানা তিনদিন ধরে বৃষ্টির ও হড়পা বানের জেরে হিমাচল প্রদেশে জনজীবন বিপর্যস্ত। ক্ষতির মুখে বিঘার পর বিঘা জমির ফসল ৷ এই হিমাচল থেকে সারা দেশে টমেটোর সরবরাহ হয়। তবে বৃষ্টির জেরে সেরকম জোগান না-থাকায় বাজারে টমেটোর ভালো দাম পাচ্ছেন কৃষকরা ৷ পাশাপাশি অন্য রাজ্যে সরবরাহও করা যাচ্ছে ৷ আর তার জেরেই বাড়তে পারে দাম ৷

কৃষকরা ফসলের বাজারে ভালো দাম পাচ্ছেন: সোলানের সবজির বাজারে টমেটোর সরবরাহ কম । একই সঙ্গে সারাদেশের বড় বড় মন্ডিতে টমেটোর চাহিদা বেশি । কালকা-সিমলা জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে পঞ্জাব, রাজস্থান, বেঙ্গালুরু, হরিয়ানার সবজি বাজারের এজেন্টরা সোলানে পৌঁছতে পারছেন না । পাশাপাশি হিমাচল প্রদেশেও কৃষকরা টমেটোর ফসল মন্ডিতে পৌঁছে দিতে পারছেন না । ফলে টমেটো কম পৌঁছনোয় এবং চাহিদা বেশি থাকায় টমেটোর ভালো দাম মিলছে কৃষকদের । সোলানে মঙ্গলবার কৃষকরা টমেটোর দাম পেয়েছেন 2 হাজার থেকে 3 হাজার 300 টাকা প্রতি ক্রেট । একটি ক্রেটে 24 থেকে 25 কেজি টমেটো থাকে ।

আগামী সময়ে টমেটোর দাম আরও বাড়বে: সবজি মান্ডি সোলানে টমেটোর ব্যবসায়ী জগদীশ জানান, গত কয়েক বছরের তুলনায় এ বছর চাষিদের টমেটোর ফলন ভালো হয়েছে । তবে গত তিনদিনের টানা বৃষ্টিতে বহু চাষের টমেটো মাঠেই নষ্ট হয়ে গিয়েছে । আর তাই আগামিদিনে টমেটোর দাম বাড়ার আশঙ্কা রয়েছে । মনে করা হচ্ছে, সেক্ষেত্রে কৃষকরা প্রতি ক্রেট টমেটো 4 হাজার টাকায় পর্যন্ত বিক্রি করতে পারে ৷ কারণ বাইরের রাজ্যে টমেটোর চাহিদা বেশি রয়েছে ৷

আরও পড়ুন: মহার্ঘ্য ফসল ! দিনেদুপুরে হাইজ্যাক টমেটো বোঝাই গাড়ি

জানা গিয়েছে, টমেটোর মরসুমের শুরুতে কৃষকরা প্রতি ক্রেট 800 থেকে 1500 টাকা দাম পেয়েছিলেন । পরবর্তী কালে বাইরের রাজ্যে টমেটোর চাহিদা বাড়লে সেই দাম 2500 টাকা পর্যন্ত গিয়ে দাঁডায় ৷ এখন টানা বৃষ্টির কারণে সেই দামই তিন হাজারের ছাড়িয়েছে ৷ আগমিদিনে এমন আশংকা করা হচ্ছে, এই মূল্য ক্রেট প্রতি 4 হাজার পর্যন্ত পৌঁছতে পারে । সোলানের সবজির বাজার গত সপ্তাহে প্রায় 5 থেকে 7 হাজার ক্রেট টমেটো বাজারে পৌঁছেছিল । এখন এই সংখ্যা 1 থেকে 2 হাজার ক্রেটে পৌঁছেছে ৷

সোলান(হিমাচল প্রদেশ), 11 জুলাই: টানা তিনদিন ধরে বৃষ্টির ও হড়পা বানের জেরে হিমাচল প্রদেশে জনজীবন বিপর্যস্ত। ক্ষতির মুখে বিঘার পর বিঘা জমির ফসল ৷ এই হিমাচল থেকে সারা দেশে টমেটোর সরবরাহ হয়। তবে বৃষ্টির জেরে সেরকম জোগান না-থাকায় বাজারে টমেটোর ভালো দাম পাচ্ছেন কৃষকরা ৷ পাশাপাশি অন্য রাজ্যে সরবরাহও করা যাচ্ছে ৷ আর তার জেরেই বাড়তে পারে দাম ৷

কৃষকরা ফসলের বাজারে ভালো দাম পাচ্ছেন: সোলানের সবজির বাজারে টমেটোর সরবরাহ কম । একই সঙ্গে সারাদেশের বড় বড় মন্ডিতে টমেটোর চাহিদা বেশি । কালকা-সিমলা জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে পঞ্জাব, রাজস্থান, বেঙ্গালুরু, হরিয়ানার সবজি বাজারের এজেন্টরা সোলানে পৌঁছতে পারছেন না । পাশাপাশি হিমাচল প্রদেশেও কৃষকরা টমেটোর ফসল মন্ডিতে পৌঁছে দিতে পারছেন না । ফলে টমেটো কম পৌঁছনোয় এবং চাহিদা বেশি থাকায় টমেটোর ভালো দাম মিলছে কৃষকদের । সোলানে মঙ্গলবার কৃষকরা টমেটোর দাম পেয়েছেন 2 হাজার থেকে 3 হাজার 300 টাকা প্রতি ক্রেট । একটি ক্রেটে 24 থেকে 25 কেজি টমেটো থাকে ।

আগামী সময়ে টমেটোর দাম আরও বাড়বে: সবজি মান্ডি সোলানে টমেটোর ব্যবসায়ী জগদীশ জানান, গত কয়েক বছরের তুলনায় এ বছর চাষিদের টমেটোর ফলন ভালো হয়েছে । তবে গত তিনদিনের টানা বৃষ্টিতে বহু চাষের টমেটো মাঠেই নষ্ট হয়ে গিয়েছে । আর তাই আগামিদিনে টমেটোর দাম বাড়ার আশঙ্কা রয়েছে । মনে করা হচ্ছে, সেক্ষেত্রে কৃষকরা প্রতি ক্রেট টমেটো 4 হাজার টাকায় পর্যন্ত বিক্রি করতে পারে ৷ কারণ বাইরের রাজ্যে টমেটোর চাহিদা বেশি রয়েছে ৷

আরও পড়ুন: মহার্ঘ্য ফসল ! দিনেদুপুরে হাইজ্যাক টমেটো বোঝাই গাড়ি

জানা গিয়েছে, টমেটোর মরসুমের শুরুতে কৃষকরা প্রতি ক্রেট 800 থেকে 1500 টাকা দাম পেয়েছিলেন । পরবর্তী কালে বাইরের রাজ্যে টমেটোর চাহিদা বাড়লে সেই দাম 2500 টাকা পর্যন্ত গিয়ে দাঁডায় ৷ এখন টানা বৃষ্টির কারণে সেই দামই তিন হাজারের ছাড়িয়েছে ৷ আগমিদিনে এমন আশংকা করা হচ্ছে, এই মূল্য ক্রেট প্রতি 4 হাজার পর্যন্ত পৌঁছতে পারে । সোলানের সবজির বাজার গত সপ্তাহে প্রায় 5 থেকে 7 হাজার ক্রেট টমেটো বাজারে পৌঁছেছিল । এখন এই সংখ্যা 1 থেকে 2 হাজার ক্রেটে পৌঁছেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.