ETV Bharat / bharat

Tokyo paralympics 2020 : টোকিয়োগামী দেশের প্যারা অ্যাথলিটদের মনোবল বাড়াবেন মোদি

আজ সকাল এগারোটা নাগাদ টোকিয়োগামী ভারতীয় প্যারালিম্পিকস দলের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Tokyo paralympics 2020
Tokyo paralympics 2020
author img

By

Published : Aug 17, 2021, 8:38 AM IST

নয়াদিল্লি, 17 অগস্ট : অলিম্পিকস শুরুর আগে পিভি সিন্ধু, মেরি কম সহ পুরো ভারতীয় অ্যাথলিট দলের মনোবল বাড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অ্যাথলিটদের পদক নিয়ে ফেরার অনুপ্রেরণা জুগিয়েছিলেন ৷ টোকিয়োয় প্যারালিম্পিকস শুরু হওয়ার আগেও সেই ধারা বজায় থাকবে ৷ আগামী 24 অগস্ট থেকে শুরু হচ্ছে প্যারালিম্পিকস ৷ টোকিয়োর উদ্দেশে রওনা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর টোটকা পাবেন দেবেন্দ্র ঝাঝারিয়ারা ৷ আজ সকাল 11টা নাগাদ দেশের বিশেষভাবে সক্ষম অ্যাথলিটদের চাঙ্গা করতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বললেন মোদি ৷ উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

টোকিয়ো প্যারালিম্পিকস 2020 শুরু হবে 24 অগস্ট ৷ চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত ৷ সেই 1968 সাল থেকে প্রতিটি প্যারালিম্পিকসে অংশগ্রহণ করছে ভারত ৷ 2016 সালের রিও প্যারালিম্পিকসে ভারতীয় দল চারটি পদক নিয়ে ফিরেছিল ৷ এবারের প্যারালিম্পিকসে সবচেয়ে বেশি 54 জনের দল পাঠাচ্ছে ভারত ৷ যার মধ্যে 43 জন খেলোয়াড় রয়েছেন ৷ অ্যাথলেটিক্স, সাঁতার, শুটিংয়ের মতো ন‘টি খেলায় গোটা বিশ্বের প্যারা অ্যাথলিটদের সঙ্গে লড়বে ভারতীয় দল ৷

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : শুরু হচ্ছে প্যারালিম্পিকস, পদক জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন দেবেন্দ্র-সাকিনারা

24 অগস্ট উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক রিও-র প্যারালিম্পিকসে হাইজাম্পে সোনাজয়ী অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলু ৷ এবারের 54 জনের দলে রয়েছেন দেবেন্দ্র ঝাঝারিয়া, একতা ভয়ান, প্রমোদ ভগতের মতো অভিজ্ঞ খেলোয়াড় ৷ প্যারালিম্পিকসে জ্যাভলিনে দু'বারের সোনাজয়ী অ্যাথলিট হলে দেবেন্দ্র ঝাঝারিয়া ৷ 27 অগস্ট ছেলে ও মেয়ে উভয় দলের তিরন্দাজি প্রতিযোগিতা দিয়ে অভিযান শুরু করবে ভারত ৷

নয়াদিল্লি, 17 অগস্ট : অলিম্পিকস শুরুর আগে পিভি সিন্ধু, মেরি কম সহ পুরো ভারতীয় অ্যাথলিট দলের মনোবল বাড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অ্যাথলিটদের পদক নিয়ে ফেরার অনুপ্রেরণা জুগিয়েছিলেন ৷ টোকিয়োয় প্যারালিম্পিকস শুরু হওয়ার আগেও সেই ধারা বজায় থাকবে ৷ আগামী 24 অগস্ট থেকে শুরু হচ্ছে প্যারালিম্পিকস ৷ টোকিয়োর উদ্দেশে রওনা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর টোটকা পাবেন দেবেন্দ্র ঝাঝারিয়ারা ৷ আজ সকাল 11টা নাগাদ দেশের বিশেষভাবে সক্ষম অ্যাথলিটদের চাঙ্গা করতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বললেন মোদি ৷ উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

টোকিয়ো প্যারালিম্পিকস 2020 শুরু হবে 24 অগস্ট ৷ চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত ৷ সেই 1968 সাল থেকে প্রতিটি প্যারালিম্পিকসে অংশগ্রহণ করছে ভারত ৷ 2016 সালের রিও প্যারালিম্পিকসে ভারতীয় দল চারটি পদক নিয়ে ফিরেছিল ৷ এবারের প্যারালিম্পিকসে সবচেয়ে বেশি 54 জনের দল পাঠাচ্ছে ভারত ৷ যার মধ্যে 43 জন খেলোয়াড় রয়েছেন ৷ অ্যাথলেটিক্স, সাঁতার, শুটিংয়ের মতো ন‘টি খেলায় গোটা বিশ্বের প্যারা অ্যাথলিটদের সঙ্গে লড়বে ভারতীয় দল ৷

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : শুরু হচ্ছে প্যারালিম্পিকস, পদক জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন দেবেন্দ্র-সাকিনারা

24 অগস্ট উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক রিও-র প্যারালিম্পিকসে হাইজাম্পে সোনাজয়ী অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলু ৷ এবারের 54 জনের দলে রয়েছেন দেবেন্দ্র ঝাঝারিয়া, একতা ভয়ান, প্রমোদ ভগতের মতো অভিজ্ঞ খেলোয়াড় ৷ প্যারালিম্পিকসে জ্যাভলিনে দু'বারের সোনাজয়ী অ্যাথলিট হলে দেবেন্দ্র ঝাঝারিয়া ৷ 27 অগস্ট ছেলে ও মেয়ে উভয় দলের তিরন্দাজি প্রতিযোগিতা দিয়ে অভিযান শুরু করবে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.