টোকিয়ো, 29 অগস্ট : টোকিয়ো প্যারাঅলিম্পিকসে ভারতের তিন নম্বর পদক ৷ এবার পুরুষদের ডিসকাস থ্রো (এফ52)-তে ব্রোঞ্জ জিতলেন প্যারাঅ্যাথলিট বিনোদ কুমার ৷ তাঁর সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জাতীয় ক্রীড়া দিবস তথা কিংবদন্তী হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকির দিনে প্যারা অলিম্পিকসে এটি ভারতের তিন নম্বর পদক ৷ এর আগে আজ ভারতীয় সময় সকালে টেবিল টেনিসে ভাবিনাবেন প্যাটেল এবং বিকেলে নিষাদ কুমার হাইজাম্পে রুপো জেতেন ৷ বিনোদ কুমারের পদক জয়ের মুহূর্তে আনন্দে মেতে ওঠে তাঁর পরিবার ৷
আজ ডিসকাস ইভেন্টে বিনোদ কুমার 6 বারে 17.46 মিটার, 18.32 মিটার, 17.80 মিটার, 19.12 মিটার, 19.91 মিটার এবং 19.81 মিটার থ্রো করেন ৷ যেখানে তাঁ সেরা থ্রো ছিল পঞ্চবারে ৷ যেখানে তিনি 19.91 মিটার থ্রো করেন ৷ আর ডিসকাস থ্রোয়ের এই দূরত্বই তাঁকে ব্রোঞ্জ পদক পাইয়ে দেয় ৷ সোনা জিতেছেন পোল্যান্ডের পিওত্র কোসভিচ ৷ তাঁর সেরা ডিসকাস থ্রোয়ের দূরত্ব 20.02 মিটার ৷ রুপো জিতেছেন ক্রিয়েশিয়ার ভেলিমির সান্দোর ৷ তিনি 19.98 মিটার ডিসকাস থ্রো করেন ৷
-
#WATCH | Haryana: Discus thrower Vinod Kumar's family celebrates in Rohtak as he wins a bronze medal at Tokyo #Paralympics
— ANI (@ANI) August 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
"I am very happy with his victory. He has been away from his children for 10 months. I love him very much," says Vinod Kumar's wife Anita pic.twitter.com/FSC1qMQV7E
">#WATCH | Haryana: Discus thrower Vinod Kumar's family celebrates in Rohtak as he wins a bronze medal at Tokyo #Paralympics
— ANI (@ANI) August 29, 2021
"I am very happy with his victory. He has been away from his children for 10 months. I love him very much," says Vinod Kumar's wife Anita pic.twitter.com/FSC1qMQV7E#WATCH | Haryana: Discus thrower Vinod Kumar's family celebrates in Rohtak as he wins a bronze medal at Tokyo #Paralympics
— ANI (@ANI) August 29, 2021
"I am very happy with his victory. He has been away from his children for 10 months. I love him very much," says Vinod Kumar's wife Anita pic.twitter.com/FSC1qMQV7E
আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : হাইজাম্পে রুপো জয় নিশাদ কুমারের
কয়েকঘণ্টা আগেই ভারতের হয়ে নিষাদ কুমার প্যারা হাইজাম্প ইভেন্টে ভারতের হয়ে রুপো জিতেছেন ৷ তার আগে আজ সকালে টেবিল টেনিসে প্রথমবার ভারতের হয়ে প্যারাঅলিম্পিকসে রুপো জিতে ইতিহাস গড়েন ভাবিনাবেন প্যাটেল ৷ আজ ভারতীয় প্যারাঅলিম্পিয়ানদের এই সাফল্য জাতীয় ক্রীড়া দিবসের দিনটিকে স্মরণীয় করে রাখবে বলেই মত সবার ৷
আরও পড়ুন :Tokyo Paralympics 2020 : ফাইনালে হার, তবু প্যারালিম্পিকসে ইতিহাস গড়ে দেশের জন্য রুপো আনলেন ভাবিনা
-
India is rejoicing thanks to Vinod Kumar’s stupendous performance! Congratulations to him for the Bronze Medal. His hard work and determination is yielding outstanding results. #Paralympics
— Narendra Modi (@narendramodi) August 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India is rejoicing thanks to Vinod Kumar’s stupendous performance! Congratulations to him for the Bronze Medal. His hard work and determination is yielding outstanding results. #Paralympics
— Narendra Modi (@narendramodi) August 29, 2021India is rejoicing thanks to Vinod Kumar’s stupendous performance! Congratulations to him for the Bronze Medal. His hard work and determination is yielding outstanding results. #Paralympics
— Narendra Modi (@narendramodi) August 29, 2021
সেই সঙ্গে বিনোদ কুমারকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, ‘‘বিনোদ কুমারের অসাধারণ পারফর্মেন্সে গোটা ভারত উল্লসিত ! ব্রোঞ্জ মেডেল জেতার জন্য তাঁকে অনেক শুভেচ্ছা ৷ তাঁর কঠোর পরিশ্রম এবং একাগ্রতা এই সাফল্য এনে দিয়েছে ৷’’ প্যারাঅলিম্পিয়ানের জয়ের পর তাঁর পরিবারেও খুশির আমেজ ৷ জয়ের মুহূর্তে পরিজনদের চোখে আনন্দাশ্রু দেখা গিয়েছে ৷