পূর্ণিয়া, 30 নভেম্বর: বিহারের পূর্ণিয়া থেকে উদ্ধার হল বিলুপ্ত প্রজাতির তক্ষক ৷ উদ্ধার হওয়া তক্ষকটির বাজারমূল্য প্রায় 1 কোটি টাকা ৷ তক্ষকটিকে পাচারের উদ্দেশ্যে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সূত্র মারফত খবর পেয়ে বায়সি এলাকার একটি দোকানে তল্লাশি চালিয়ে তক্ষকটিকে উদ্ধার করে পুলিশ (Tokay Gecko lizard recovered in Purnea) ৷
এলাকার এসডিপিও আদিত্য কুমার জানিয়েছেন, পশ্চিমবঙ্গের করণদিঘি থেকে ওই তক্ষকটিকে (Tokay Gecko lizard) নিয়ে যাওয়া হয়েছিল বিহারে ৷ ঘটনায় 5 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে যে দোকানে তক্ষকটিকে রাখা হয়েছিল সেই দোকানিকে ধরতে পারেনি পুলিশ ৷ এই পাচারচক্রের সঙ্গে যুক্ত বাকি দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদী পুলিশ (Lizard found in Purnea worth one crore)৷
আরও পড়ুন: সরকারি প্রকল্পে মিলেছে গৃহ, এবার গৃহিণীর খোঁজে প্রশাসনের দ্বারে আড়াই ফিটের শরিফ
পুরুষত্ব বর্ধককারী ওষুধ তৈরিতে তক্ষকের দেহাংশ ব্যবহার করা হয় ৷ এছাড়াও ডায়াবেটিস, এইডস ও ক্যানসারের ওষুধ তৈরিতে এগুলি কাজে লাগে ৷ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে তক্ষকের ভালো চাহিদা রয়েছে ৷ বহু দেশে তক্ষককে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয় ৷