ETV Bharat / bharat

Today's Horoscope 8th Oct in Bangla: কর্কটের আর্থিক উন্নতি, বাকিদের ভাগ্যে কি আছে জানতে পড়ুন রাশিফল - কুম্ভ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Horoscope
রাশিফল
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 5:30 AM IST

মেষ: আজ আপনার চরিত্রের শৈল্পিক দিকটিকে প্রশ্রয় দিন । আপনি বাড়ি অথবা কর্মক্ষেত্র নতুনভাবে সাজাতে পারেন । আজ খরচের সম্ভাবনা আছে । আপনার যদি কোনও দামি ড্রেসিং টেবিল বা পড়ার টেবিল কেনার ইচ্ছা থাকে, তবে সেটি কিনে ফেলুন । মাঝে মাঝে নিজের ইচ্ছাকে আশকারা দেওয়া ভালো । এক প্রকার বিরক্তি দিয়ে দিনটি শুরু হতে পারে । সম্ভবত তুচ্ছ বিষয় আপনাকে বিব্রত করবে । এই বিষয়গুলির জন্য নিয়মিত যে খরচ হয়, তা আপনাকে চিন্তিত করবে । দিনের পরের দিকে, আপনার মন আবার সৃজনশীলতা ফিরে পাবে ।

বৃষ: আপনি কাছের বন্ধুদের কথা আনন্দের সঙ্গে চিন্তা করবেন । আপনার হয়তো হঠাৎ করে উপলব্ধি হতে পারে যে আপনি প্রেমে পড়েছেন । সম্ভবত, প্রেমের দেখা পেতে পারেন ৷ এগিয়ে যান, ভালোবাসার সমুদ্রে নির্ভয়ে ঝাঁপ দিন । এটি মোটামুটি নিশ্চিত যে আপনি যত তাড়াতাড়ি ভাবছেন তার আগেই বিয়ের সানাই বাজবে ।

মিথুন: আজ আপনি বেশি পরিশ্রম করবেন ৷ এই পরিশ্রমের জন্য অবশ্য কোনও মেডেল অথবা সংবর্ধনা পাবেন না ৷ কিন্তু আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতনরা আপনার কাজের ভূয়সী প্রশংসা করবেন ।

কর্কট: আপনি মানসিক সক্ষমতা দ্বারা নিজের আর্থিক উন্নতি করতে পারেন । আপনি ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন দুই ক্ষেত্রেই সাফল্য আসবে । আপনি আজ বিভিন্ন কাজের দায়িত্ব পাবেন ৷ আপনি নিজের কাজ গোছাতে ব্যস্ত থাকবেন ।

সিংহ: সেলস এবং মার্কেটিং-এর চাকরী করা ব্যক্তিরা ফলপ্রসূ সমাবেশে যোগ দেবেন ৷ কার্যকরী উপস্থাপনা রাখবেন । যদিও, যাত্রাপথে দেরী হওয়ার সম্ভাবনা । আপনার সহজাত ক্ষমতাগুলি চিনতে পারার জন্য এটি ভালো সময় । আপনি খুব শীঘ্রই নিজের মতমত বোঝাতে পারবেন ।

কন্যা: আপনার ব্যক্তিগত জীবন আপনার সবথেকে বেশি মনোযোগ আকর্ষণ করবে । সেই সম্পর্কে চিন্তা আপনার মনকে মেঘাচ্ছন্ন করে রাখবে । ব্যবসায়ীদের খুবই সতর্ক থাকতে হবে । সন্ধ্যাবেলা হয়ত কিছু চাপমুক্ত সময় কাটবে । আপনি পুজোর জায়গায় যেতে পারেন ।

তুলা: আপনার পরিবার এবং তাদের সমস্যাগুলির প্রতি আপনার আরও মন দেওয়া উচিৎ । আপনি আপনার বাড়ি সংস্কার করতে এবং সাজসজ্জা পরিবর্তন করতে চাইবেন ৷ বাড়ির জন্য নতুন যন্ত্রপাতি কিনবেন । আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন ।

বৃশ্চিক: আজ বাড়ি এবং কাজ এই দু’টির মধ্যে ভারসাম্য বজায় রাখতে চাইবেন ৷ দিনটি যাতে ভালো কাটে সেই দিকেও নজর দেবেন । আপনি হয়ত কাজের টেবিলে বসে চিন্তা ভাবনা করে অনেক সময় কাটাবেন । সন্ধ্যের দিকে, মানসিক অনুশীলনগুলির পরিবর্তে আপনি বন্ধু এবং পরিবারের সঙ্গে মজা করবেন ।

ধনু: আজ বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। প্রবাদটা মনে রাখবেন, সময় যখন কঠিন হয়, কঠিন মানুষই এগিয়ে যেতে পারে । তাই চাপের মুখে কুঁকড়ে যাবেন না, বরং এই সুযোগে উঠে দাঁড়ান ৷ আর সবাইকে দেখিয়ে দিন আপনার ব্যক্তিত্ব ৷

মকর: দিনের প্রথমভাগে আপনি খুব বেশি আবেগপ্রবণ থাকবেন । আর্থিক দিক থেকে আজ দিনটি গড়পড়তা কাটবে । আপনি বুদ্ধিমানের মতো বিনিয়োগের পরিকল্পনা করতে পারবেন না । প্রাত্যহিক খরচ ক্রমশ বেড়ে চলেছে মনে হবে । আপনাকে চালাকচতুর ভাবে অর্থ বিনিয়োগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে । আজকে আপনাকে প্রচুর কাজ করতে হবে । যতটা আপনি চেয়েছিলেন, তার থেকেও বেশি কাজ আপনাকে করতে হবে । ধৈর্যসহকারে ও একাগ্রতার সঙ্গে কাজ করার আপনার যে স্বভাব, তা আপনাকে দিনটি ইতিবাচকভাবে শেষ করতে সাহায্য করবে ।

কুম্ভ: আপনি আপনার ব্যক্তিত্বের আবেগপ্রবণ এবং যুক্তিসঙ্গত দিকের মধ্যে একটি ভারসাম্য আনতে সক্ষম হবেন । আপনি আপনার কাজে আনন্দ পাবেন ৷ সফলভাবে আপনার পেশাগত জীবনে আপনার ব্যক্তিগত জীবন মেলাতে পারবেন । আর্থিকভাবে, কোনও উল্লেখযোগ্য সমস্যা নেই ৷ তবে নগণ্য বিষয়গুলি আপনার মনকে দখল করে রাখতে পারে ।

মীন: আপনার মন আজ চতুর ভাবে চলবে । আপনার সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারবেন । আপনার অশেষ বিশ্বাস মুলতুবি কাজগুলিকে সম্পন্ন করতে পারবেন । আপনার ভাগ্য সাফল্যের পথ প্রদর্শক আপনিই । আপনি পেশাদার ইচ্ছার চেয়ে বুদ্ধিজীবী ইচ্ছাগুলি প্রতি আরও সদয় থাকবেন । খেয়াল রাখুন কোনও দায়িত্ব যেন না হারান ।

আরও পড়ুন: চিনি খাওয়া কমাতে চান ? তাহলে এই ডায়েট আপনার জন্য খুবই উপকারী

মেষ: আজ আপনার চরিত্রের শৈল্পিক দিকটিকে প্রশ্রয় দিন । আপনি বাড়ি অথবা কর্মক্ষেত্র নতুনভাবে সাজাতে পারেন । আজ খরচের সম্ভাবনা আছে । আপনার যদি কোনও দামি ড্রেসিং টেবিল বা পড়ার টেবিল কেনার ইচ্ছা থাকে, তবে সেটি কিনে ফেলুন । মাঝে মাঝে নিজের ইচ্ছাকে আশকারা দেওয়া ভালো । এক প্রকার বিরক্তি দিয়ে দিনটি শুরু হতে পারে । সম্ভবত তুচ্ছ বিষয় আপনাকে বিব্রত করবে । এই বিষয়গুলির জন্য নিয়মিত যে খরচ হয়, তা আপনাকে চিন্তিত করবে । দিনের পরের দিকে, আপনার মন আবার সৃজনশীলতা ফিরে পাবে ।

বৃষ: আপনি কাছের বন্ধুদের কথা আনন্দের সঙ্গে চিন্তা করবেন । আপনার হয়তো হঠাৎ করে উপলব্ধি হতে পারে যে আপনি প্রেমে পড়েছেন । সম্ভবত, প্রেমের দেখা পেতে পারেন ৷ এগিয়ে যান, ভালোবাসার সমুদ্রে নির্ভয়ে ঝাঁপ দিন । এটি মোটামুটি নিশ্চিত যে আপনি যত তাড়াতাড়ি ভাবছেন তার আগেই বিয়ের সানাই বাজবে ।

মিথুন: আজ আপনি বেশি পরিশ্রম করবেন ৷ এই পরিশ্রমের জন্য অবশ্য কোনও মেডেল অথবা সংবর্ধনা পাবেন না ৷ কিন্তু আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতনরা আপনার কাজের ভূয়সী প্রশংসা করবেন ।

কর্কট: আপনি মানসিক সক্ষমতা দ্বারা নিজের আর্থিক উন্নতি করতে পারেন । আপনি ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন দুই ক্ষেত্রেই সাফল্য আসবে । আপনি আজ বিভিন্ন কাজের দায়িত্ব পাবেন ৷ আপনি নিজের কাজ গোছাতে ব্যস্ত থাকবেন ।

সিংহ: সেলস এবং মার্কেটিং-এর চাকরী করা ব্যক্তিরা ফলপ্রসূ সমাবেশে যোগ দেবেন ৷ কার্যকরী উপস্থাপনা রাখবেন । যদিও, যাত্রাপথে দেরী হওয়ার সম্ভাবনা । আপনার সহজাত ক্ষমতাগুলি চিনতে পারার জন্য এটি ভালো সময় । আপনি খুব শীঘ্রই নিজের মতমত বোঝাতে পারবেন ।

কন্যা: আপনার ব্যক্তিগত জীবন আপনার সবথেকে বেশি মনোযোগ আকর্ষণ করবে । সেই সম্পর্কে চিন্তা আপনার মনকে মেঘাচ্ছন্ন করে রাখবে । ব্যবসায়ীদের খুবই সতর্ক থাকতে হবে । সন্ধ্যাবেলা হয়ত কিছু চাপমুক্ত সময় কাটবে । আপনি পুজোর জায়গায় যেতে পারেন ।

তুলা: আপনার পরিবার এবং তাদের সমস্যাগুলির প্রতি আপনার আরও মন দেওয়া উচিৎ । আপনি আপনার বাড়ি সংস্কার করতে এবং সাজসজ্জা পরিবর্তন করতে চাইবেন ৷ বাড়ির জন্য নতুন যন্ত্রপাতি কিনবেন । আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন ।

বৃশ্চিক: আজ বাড়ি এবং কাজ এই দু’টির মধ্যে ভারসাম্য বজায় রাখতে চাইবেন ৷ দিনটি যাতে ভালো কাটে সেই দিকেও নজর দেবেন । আপনি হয়ত কাজের টেবিলে বসে চিন্তা ভাবনা করে অনেক সময় কাটাবেন । সন্ধ্যের দিকে, মানসিক অনুশীলনগুলির পরিবর্তে আপনি বন্ধু এবং পরিবারের সঙ্গে মজা করবেন ।

ধনু: আজ বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। প্রবাদটা মনে রাখবেন, সময় যখন কঠিন হয়, কঠিন মানুষই এগিয়ে যেতে পারে । তাই চাপের মুখে কুঁকড়ে যাবেন না, বরং এই সুযোগে উঠে দাঁড়ান ৷ আর সবাইকে দেখিয়ে দিন আপনার ব্যক্তিত্ব ৷

মকর: দিনের প্রথমভাগে আপনি খুব বেশি আবেগপ্রবণ থাকবেন । আর্থিক দিক থেকে আজ দিনটি গড়পড়তা কাটবে । আপনি বুদ্ধিমানের মতো বিনিয়োগের পরিকল্পনা করতে পারবেন না । প্রাত্যহিক খরচ ক্রমশ বেড়ে চলেছে মনে হবে । আপনাকে চালাকচতুর ভাবে অর্থ বিনিয়োগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে । আজকে আপনাকে প্রচুর কাজ করতে হবে । যতটা আপনি চেয়েছিলেন, তার থেকেও বেশি কাজ আপনাকে করতে হবে । ধৈর্যসহকারে ও একাগ্রতার সঙ্গে কাজ করার আপনার যে স্বভাব, তা আপনাকে দিনটি ইতিবাচকভাবে শেষ করতে সাহায্য করবে ।

কুম্ভ: আপনি আপনার ব্যক্তিত্বের আবেগপ্রবণ এবং যুক্তিসঙ্গত দিকের মধ্যে একটি ভারসাম্য আনতে সক্ষম হবেন । আপনি আপনার কাজে আনন্দ পাবেন ৷ সফলভাবে আপনার পেশাগত জীবনে আপনার ব্যক্তিগত জীবন মেলাতে পারবেন । আর্থিকভাবে, কোনও উল্লেখযোগ্য সমস্যা নেই ৷ তবে নগণ্য বিষয়গুলি আপনার মনকে দখল করে রাখতে পারে ।

মীন: আপনার মন আজ চতুর ভাবে চলবে । আপনার সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারবেন । আপনার অশেষ বিশ্বাস মুলতুবি কাজগুলিকে সম্পন্ন করতে পারবেন । আপনার ভাগ্য সাফল্যের পথ প্রদর্শক আপনিই । আপনি পেশাদার ইচ্ছার চেয়ে বুদ্ধিজীবী ইচ্ছাগুলি প্রতি আরও সদয় থাকবেন । খেয়াল রাখুন কোনও দায়িত্ব যেন না হারান ।

আরও পড়ুন: চিনি খাওয়া কমাতে চান ? তাহলে এই ডায়েট আপনার জন্য খুবই উপকারী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.