ETV Bharat / bharat

Today's Horoscope in Bangla: আধ্যাত্মিকতার খোঁজে কুম্ভ, বাকিদের কেমন কাটবে আজ; জানুন রাশিফলে - কুম্ভ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Horoscope
রাশিফল
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 6:31 AM IST

মেষ: আপনি যাই করবেন, আপনার উদ্যম তাতেই এক নতুন মাত্রা যোগ করবে। কাজের প্রতি আপনার যে একাগ্রতা, তাই আপনার বিশেষত্ব। আপনি সকল সমস্যার চটজলদি ও কার্যকর সমাধান খুঁজে বার করবেন ৷ প্রিয় মানুষদের সাথে ভালো সময় কাটাতে পারবেন । সাংসারিক কাজকর্মের ক্ষেত্রে আপনি আরও বেশি দায়িত্বশীল হবেন । নক্ষত্ররা ইঙ্গিত দেয় যে, আজ আপনি খুব অস্থির থাকবেন। কিন্তু আপনাকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ৷

বৃষ: আজ আপনি সব কাজেই মনপ্রাণ ঢেলে দেবেন। তাও ফলাফল হয়ত তত ভালো পাবেন না। সেই নিয়ে বিব্রত হবেন না। সারাদিন ধরে আপনাকে পরিশ্রম করে যেতে হবে । মোটের উপর আপনার স্বাস্থ্য ভালোই থাকবে। কিন্তু গ্রহের অবস্থান বলছে যে আপনার আত্মবিশ্বাস কিছুটা কম থাকতে পারে । তার ফলে অফিসে ও বাড়িতে নিয়মমাফিক কাজগুলি করার সময় আপনি ছোটোখাটো কিছু বাধার মুখোমুখি হতে পারেন।

মিথুন: আজ আপনার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আপনার বিচারবুদ্ধিকে প্রভাবিত করবে। কোনও মূল্যবান বন্ধু হারাবেন। স্বাস্থ্য সম্পর্কে কোনও পরিকল্পনা করুন ও নিয়মিত শরীরচর্চা করুন । আর্থিক দিক থেকে আজ একটি গড়পড়তা দিন । এই একঘেয়ে দিনে আপনাকে কোনওরকম গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিতে বারণ করা হচ্ছে ৷ কেননা সেগুলি ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম । কার্যকর ভাবে প্রয়োগ করলে আপনার সৃজনী ভাবনাগুলি প্রশংসা পেতে পারে ।

কর্কট: আজ আপনি তথাকথিত সামাজিক ও আর্থিক পদমর্যাদা জাহির করতে চাইবেন । আপনার সাফল্য নিয়ে আপনার যে বড়াই, তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা প্রবল ৷ আপনাকে হয়ত যা চেয়েছিলেন তার থেকে অনেক বেশি অর্থ খরচ করতে হবে । ব্যক্তিগত ক্ষেত্রের সমস্ত বিষয় ইতিবাচক দিকে ঘুরবে ৷ আপনার ও সঙ্গীর মধ্যেকার মন কষাকষি ঠিক হয়ে যাবে। আপনার আত্মবিশ্বাস ফিরে পাবেন ৷ আরও অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারবেন ।

সিংহ: আজ সবথেকে দামী রেঁস্তোরায় খাবার খেতে যেতে পারেন ৷ ভাগ্য আপনার সহায় না থাকলে আপনার ব্যবসায়িক পুঁজিপতি হওয়া, হয়ে উঠবে না । মহাজাগতিক অবস্থান অনুকূলে থাকায় আপনার জন্য এমন একটি দিন অপেক্ষা করছে, যেখানে আপনার ব্যবসায়িক প্রস্তাবনাগুলি থেকে চোখই ফেরানো যাবে না। আজ আপনার রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন ৷ কোনও ব্যাপারেই হাল ছেড়ে দেবেন না।

কন্যা: আজ আপনার জীবনে আর্থিক মন্থরতা দেখা দেবে । আপনার কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার জন্য বেশ চড়া দাম দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। সন্ধ্যার দিকে হয়ত স্বল্পমেয়াদী লক্ষ্যগুলি অর্জন করতে পারবেন। বড় ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে দিনটি বেশ ভালোভাবেই শেষ হবে। আপনি যতই অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন না কেন, আজ গ্রহের অবস্থানের কারণে অর্থ খরচ হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এই নিয়ে অনুশোচনা করবেন না, কেননা এই পর্যায়টি সাময়িক।

তুলা: কাজের দিক থেকে আজ খুবই ব্যস্ত দিন ৷ আপনি হয়ত পরিবারের দিকে সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন না । যদি আপনি চাকরিজীবী হন, তাহলে তার পাশাপাশি অন্য কাজ শুরু করার জন্য আজ ভালো দিন । বিকল্প আর্থিক সংস্থান করা অত্যন্ত জরুরি ৷ যাতে সমস্যায় পড়লে একটি বিকল্প উপায় খুঁজে পাওয়া যায়। কাজের জায়গায় আপনার উন্নতির রাস্তা খুবই মসৃণ হবে ও শেষ পর্যন্ত আপনি আপনার কৃতিত্ব নিয়ে তৃপ্ত হবেন।

বৃশ্চিক: আজ আপনার স্বাস্থ্য ও মেজাজ খুবই ভালো থাকবে । কর্মক্ষেত্রে আপনি নিজের দক্ষতার প্রমাণ দিতে পারবেন । লোকে আপনার কর্তৃত্ব মেনে নেবে ৷ যা আপনাকে খুশি করবে। আপনার উদ্যম খুবই প্রবল ৷ কোনও সমস্যা আপনাকে দমাতে পারবে না । বেশি উপার্জনের জন্য, চাকরি থেকে ব্যবসায় শুরু করার এটাই আদর্শ সময় ৷ না হলে, চাকরি বদল করে বেশি পারশ্রমিকের চাকরিতে যাওয়ার জন্যও ভালো দিন।

ধনু: কাজের প্রতি আপনার একনিষ্ঠতা সর্বাধিক থাকবে । দুপুরের দিকে কাজের ধাক্কায় আপনি ভেসে যাবেন। যদিও বিকাল এগোনোর সঙ্গে সঙ্গে চাপ হালকা হয়ে যাবে । মজাদার, উত্তেজক সন্ধ্যা প্রত্যাশা করতে পারেন । আপনার সঙ্গে যা ঘটছে তা নিয়ে আপনি খুশি । আজকে আপনার স্বাস্থ্যের কোনওরকম সমস্যা হবে না ৷ ইতিবাচকতা আপনাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। আপনার উপস্থাপনার দক্ষতা বেশ ভালো । পরিবারের সঙ্গে আপনি বেশি সময় কাটাবেন ও আপনার উদ্দীপনা কমবে না।

মকর: আজ আপনাকে নিজের দিকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য দুর্বল হওয়ার কোনওরকম ইঙ্গিত পেলে, তা উপেক্ষা করবেন না । আর্থিক বিষয় নিয়ে আপনাকে সজাগ থাকতে বলা হচ্ছে । পেশার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য অপেক্ষা করছে । এটি নতুন কাজ, নতুন মিটিং বা নতুন লক্ষ্য, যা থেকে খুশি হতে পারেন । আপনাকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে । আজ আপনি আরও নিয়মনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন । যদিও তা আপনাকে সুকৌশলে করতে হবে ।

কুম্ভ: আপনার বর্তমান পরিস্থিতিতে আপনি সম্পূর্ণ হতাশ হয়ে পড়বেন ৷ তাই আপনি আধ্যাত্মিকতার রাস্তা খুঁজবেন । সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করার জন্যও আধ্যাত্মিক প্রয়াস লাগে। এই কঠিন সময়, আপনাকে বুদ্ধি চ্যালেঞ্জ ও বাধার মুখোমুখি হওয়ার ধৈর্য জোগায় । সমস্যাগুলির দিকে খেয়াল রাখুন ও সেগুলির থেকে দূরে থাকার চেষ্টা করুন । যদিও এটি করতে গিয়ে বেশি চাপ নেবেন না, কেননা তাতেও স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। আর্থিক বিষয়ে আপনার গণনা আজ পুরো নির্ভুল হবে না ৷ কাজেই সতর্কতার সঙ্গে এগোন ।

মীন: আজ নতুন উদ্যোগেই মন দিতে চাইবেন ৷ তাতেই উজ্জ্বল সম্ভাবনা আছে। আপনার পরিকল্পনাগুলি বাস্তবায়িত করার এটি ভালো সময় । স্বল্পমেয়াদী আর্থিক লাভ ছাড়াও আপনি হয়ত এমন সব কার্যকলাপে লিপ্ত হবেন যা আপনাকে অলীক কিছু পুরষ্কার এনে দেবে, যেমন সুনাম। আজ আপনাকে কাজ শেষ করার জন্য এক পায়ে খাড়া থাকতে হবে ৷ কাজেই আপনি দুর্বল থাকবেন ও আপনার স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে। কিন্তু প্রচুর ধৈর্য ধরে থাকলে এই পরিস্থিতি সামাল দিতে পারবেন।

মেষ: আপনি যাই করবেন, আপনার উদ্যম তাতেই এক নতুন মাত্রা যোগ করবে। কাজের প্রতি আপনার যে একাগ্রতা, তাই আপনার বিশেষত্ব। আপনি সকল সমস্যার চটজলদি ও কার্যকর সমাধান খুঁজে বার করবেন ৷ প্রিয় মানুষদের সাথে ভালো সময় কাটাতে পারবেন । সাংসারিক কাজকর্মের ক্ষেত্রে আপনি আরও বেশি দায়িত্বশীল হবেন । নক্ষত্ররা ইঙ্গিত দেয় যে, আজ আপনি খুব অস্থির থাকবেন। কিন্তু আপনাকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ৷

বৃষ: আজ আপনি সব কাজেই মনপ্রাণ ঢেলে দেবেন। তাও ফলাফল হয়ত তত ভালো পাবেন না। সেই নিয়ে বিব্রত হবেন না। সারাদিন ধরে আপনাকে পরিশ্রম করে যেতে হবে । মোটের উপর আপনার স্বাস্থ্য ভালোই থাকবে। কিন্তু গ্রহের অবস্থান বলছে যে আপনার আত্মবিশ্বাস কিছুটা কম থাকতে পারে । তার ফলে অফিসে ও বাড়িতে নিয়মমাফিক কাজগুলি করার সময় আপনি ছোটোখাটো কিছু বাধার মুখোমুখি হতে পারেন।

মিথুন: আজ আপনার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আপনার বিচারবুদ্ধিকে প্রভাবিত করবে। কোনও মূল্যবান বন্ধু হারাবেন। স্বাস্থ্য সম্পর্কে কোনও পরিকল্পনা করুন ও নিয়মিত শরীরচর্চা করুন । আর্থিক দিক থেকে আজ একটি গড়পড়তা দিন । এই একঘেয়ে দিনে আপনাকে কোনওরকম গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিতে বারণ করা হচ্ছে ৷ কেননা সেগুলি ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম । কার্যকর ভাবে প্রয়োগ করলে আপনার সৃজনী ভাবনাগুলি প্রশংসা পেতে পারে ।

কর্কট: আজ আপনি তথাকথিত সামাজিক ও আর্থিক পদমর্যাদা জাহির করতে চাইবেন । আপনার সাফল্য নিয়ে আপনার যে বড়াই, তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা প্রবল ৷ আপনাকে হয়ত যা চেয়েছিলেন তার থেকে অনেক বেশি অর্থ খরচ করতে হবে । ব্যক্তিগত ক্ষেত্রের সমস্ত বিষয় ইতিবাচক দিকে ঘুরবে ৷ আপনার ও সঙ্গীর মধ্যেকার মন কষাকষি ঠিক হয়ে যাবে। আপনার আত্মবিশ্বাস ফিরে পাবেন ৷ আরও অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারবেন ।

সিংহ: আজ সবথেকে দামী রেঁস্তোরায় খাবার খেতে যেতে পারেন ৷ ভাগ্য আপনার সহায় না থাকলে আপনার ব্যবসায়িক পুঁজিপতি হওয়া, হয়ে উঠবে না । মহাজাগতিক অবস্থান অনুকূলে থাকায় আপনার জন্য এমন একটি দিন অপেক্ষা করছে, যেখানে আপনার ব্যবসায়িক প্রস্তাবনাগুলি থেকে চোখই ফেরানো যাবে না। আজ আপনার রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন ৷ কোনও ব্যাপারেই হাল ছেড়ে দেবেন না।

কন্যা: আজ আপনার জীবনে আর্থিক মন্থরতা দেখা দেবে । আপনার কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার জন্য বেশ চড়া দাম দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। সন্ধ্যার দিকে হয়ত স্বল্পমেয়াদী লক্ষ্যগুলি অর্জন করতে পারবেন। বড় ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে দিনটি বেশ ভালোভাবেই শেষ হবে। আপনি যতই অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন না কেন, আজ গ্রহের অবস্থানের কারণে অর্থ খরচ হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এই নিয়ে অনুশোচনা করবেন না, কেননা এই পর্যায়টি সাময়িক।

তুলা: কাজের দিক থেকে আজ খুবই ব্যস্ত দিন ৷ আপনি হয়ত পরিবারের দিকে সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন না । যদি আপনি চাকরিজীবী হন, তাহলে তার পাশাপাশি অন্য কাজ শুরু করার জন্য আজ ভালো দিন । বিকল্প আর্থিক সংস্থান করা অত্যন্ত জরুরি ৷ যাতে সমস্যায় পড়লে একটি বিকল্প উপায় খুঁজে পাওয়া যায়। কাজের জায়গায় আপনার উন্নতির রাস্তা খুবই মসৃণ হবে ও শেষ পর্যন্ত আপনি আপনার কৃতিত্ব নিয়ে তৃপ্ত হবেন।

বৃশ্চিক: আজ আপনার স্বাস্থ্য ও মেজাজ খুবই ভালো থাকবে । কর্মক্ষেত্রে আপনি নিজের দক্ষতার প্রমাণ দিতে পারবেন । লোকে আপনার কর্তৃত্ব মেনে নেবে ৷ যা আপনাকে খুশি করবে। আপনার উদ্যম খুবই প্রবল ৷ কোনও সমস্যা আপনাকে দমাতে পারবে না । বেশি উপার্জনের জন্য, চাকরি থেকে ব্যবসায় শুরু করার এটাই আদর্শ সময় ৷ না হলে, চাকরি বদল করে বেশি পারশ্রমিকের চাকরিতে যাওয়ার জন্যও ভালো দিন।

ধনু: কাজের প্রতি আপনার একনিষ্ঠতা সর্বাধিক থাকবে । দুপুরের দিকে কাজের ধাক্কায় আপনি ভেসে যাবেন। যদিও বিকাল এগোনোর সঙ্গে সঙ্গে চাপ হালকা হয়ে যাবে । মজাদার, উত্তেজক সন্ধ্যা প্রত্যাশা করতে পারেন । আপনার সঙ্গে যা ঘটছে তা নিয়ে আপনি খুশি । আজকে আপনার স্বাস্থ্যের কোনওরকম সমস্যা হবে না ৷ ইতিবাচকতা আপনাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। আপনার উপস্থাপনার দক্ষতা বেশ ভালো । পরিবারের সঙ্গে আপনি বেশি সময় কাটাবেন ও আপনার উদ্দীপনা কমবে না।

মকর: আজ আপনাকে নিজের দিকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য দুর্বল হওয়ার কোনওরকম ইঙ্গিত পেলে, তা উপেক্ষা করবেন না । আর্থিক বিষয় নিয়ে আপনাকে সজাগ থাকতে বলা হচ্ছে । পেশার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য অপেক্ষা করছে । এটি নতুন কাজ, নতুন মিটিং বা নতুন লক্ষ্য, যা থেকে খুশি হতে পারেন । আপনাকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে । আজ আপনি আরও নিয়মনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন । যদিও তা আপনাকে সুকৌশলে করতে হবে ।

কুম্ভ: আপনার বর্তমান পরিস্থিতিতে আপনি সম্পূর্ণ হতাশ হয়ে পড়বেন ৷ তাই আপনি আধ্যাত্মিকতার রাস্তা খুঁজবেন । সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করার জন্যও আধ্যাত্মিক প্রয়াস লাগে। এই কঠিন সময়, আপনাকে বুদ্ধি চ্যালেঞ্জ ও বাধার মুখোমুখি হওয়ার ধৈর্য জোগায় । সমস্যাগুলির দিকে খেয়াল রাখুন ও সেগুলির থেকে দূরে থাকার চেষ্টা করুন । যদিও এটি করতে গিয়ে বেশি চাপ নেবেন না, কেননা তাতেও স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। আর্থিক বিষয়ে আপনার গণনা আজ পুরো নির্ভুল হবে না ৷ কাজেই সতর্কতার সঙ্গে এগোন ।

মীন: আজ নতুন উদ্যোগেই মন দিতে চাইবেন ৷ তাতেই উজ্জ্বল সম্ভাবনা আছে। আপনার পরিকল্পনাগুলি বাস্তবায়িত করার এটি ভালো সময় । স্বল্পমেয়াদী আর্থিক লাভ ছাড়াও আপনি হয়ত এমন সব কার্যকলাপে লিপ্ত হবেন যা আপনাকে অলীক কিছু পুরষ্কার এনে দেবে, যেমন সুনাম। আজ আপনাকে কাজ শেষ করার জন্য এক পায়ে খাড়া থাকতে হবে ৷ কাজেই আপনি দুর্বল থাকবেন ও আপনার স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে। কিন্তু প্রচুর ধৈর্য ধরে থাকলে এই পরিস্থিতি সামাল দিতে পারবেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.