ETV Bharat / bharat

Today's Horoscope 27th Sep. in Bangla: অশান্তি এড়িয়ে যাওয়াই ভালো মিথুনের, বাকিদের ভাগ্যে কী আছে; জানুন রাশিফলে - মীন

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Horoscope
রাশিফল
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 12:00 AM IST

মেষ: প্রেমের সম্পর্ক প্রস্ফুটিত হতে পারে । আপনার সুন্দর, আকর্ষণীয়, কমনীয় ব্যবহার আপনার প্রেমিক-প্রেমিকাকে আকর্ষণ করবে ৷ আপনি আজ রাতে সবথেকে বেশি আকাঙ্খিত হয়ে উঠবেন । অন্যদিকে, আজ, আপনি মাথা খাটিয়ে অর্থ ব্যবহার করবেন । লগ্নির বিষয়ে বা আর্থিক পরিকল্পনার ব্যাপারে আপনার বন্ধুর গাইডলাইন অত্যন্ত কার্যকরী হবে ।সামগ্রিকভাবে, দিনটি লাভজনক এবং উন্নতিমূলক হবে । আপনার স্বাস্থ্য আজ ভালো থাকবে এবং আপনি আজ দিনটা উপভোগ করবেন মূলতঃ আপনার স্বাস্থ্য ভালো থাকার কারণে ।

বৃষ: আপনি আপনার প্রেমাস্পদকে সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন না, তবুও আপনি তাকে বোঝাতে পারবেন যে আপনি তাকে কোনওরকম কষ্ট দিতে চান না । সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে ৷ কিন্তু আপনাকে ধৈর্য্য ধরতে হবে । এর ফলে নেতিবাচক চিন্তাধারাগুলো ইতিবাচকে পরিণত হবে । আজ গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব থাকায় যথেষ্ট চাপ থাকবে । তা-সত্ত্বেও, এটা ভালো ফলাফল নিয়ে আসবে ৷ আপনার অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করবে ।

মিথুন: আপনার প্রিয়জনের সঙ্গে আজ আপনার কোনও ঝগড়া করার মানসিকতা থাকবে না, সুতরাং অশান্তি হতে পারে এমন বিষয় এড়িয়ে চলুন । আপনার অফিসের নতুন কম্পিউটার সিস্টেম এবং সফটওয়্যার কেনার এটাই আদর্শ সময়। আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন ৷ কাজের জগতে কুশলী এবং কর্মক্ষেত্রে নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৎপর এমন ব্যক্তিদের সান্নিধ্যে আসবেন আজ । আপনার মস্তিষ্ক আজ অত্যন্ত সক্রিয় থাকবে । আপনি দারুণ দারুণ মজার কথা বলবেন । আপনার কঠোর প্রচেষ্টার কারণে আপনি সফল হবেন ।

কর্কট: আপনি গুরুগম্ভীর থাকবেন ৷ আপনার মেজাজ খারাপ ৷ এমনকী নিজের প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও আপনি চুপচাপ থাকবেন । যাইহোক, আপনার বুদ্ধিমান ৷ সঙ্গী আপনার মনোভাব বুঝতে পারবে ৷ আপনাকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনবে। কর্মক্ষেত্রে দিনটি বেশ ঝামেলার হবে । কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে ৷ কিছু সহজ কাজ সম্পন্ন করার ক্ষেত্রেও অনেক বেশি পরিশ্রম করতে হবে । নিজেকে সংযত রাখুন, আপনার গ্রহগত অবস্থান সত্ত্বর পাল্টাবে ।

সিংহ: আপনার সঙ্গী আজ আপনার চিন্তাভাবনার উপর কর্তৃত্ব করবে । অন্যদিকে, আজ আপনার শরীর ও মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ খেয়াল রাখা দরকার । আপনার ইচ্ছের বিরুদ্ধে হয়তো কিছু বিষয়ে আপনাকে সম্মতি জানাতে হবে । যাইহোক, নিজেকে সংযত রাখার চেষ্টা করুন । সবথেকে ভালো হয় যদি আপনি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন । নিজের শারীরিক সুস্থতা বজায় রাখতে অতিরিক্ত পরিশ্রমের কাজ রপবেন না । এখনকার ফেলে রাখা কাজ শেষ করার দিকে বেশি মনোযোগ দিন ।

কন্যা: আপনার ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আজ আপনার খুব একটা আগ্রহ থাকবে না ৷ আপনার মনে হবে যে সম্পর্কটা ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে । আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর মূহূর্ত কাটাতে ইচ্ছুক হবেন । আপনার প্রিয়তম-র সঙ্গে এই মূহূর্তটা ঠিক বিচ্ছেদের নয় । কিছু উন্নতমানের প্রকল্পের চিন্তাভাবনা করা হবে । আপনি বুঝতে পারবেন যে কীভাবে জটিল পরিস্থিতির সমাধান করতে হয় ৷ আপনার যুক্তিবাদী অন্তর্দৃষ্টি খুব দৃঢ়ভাবে বিশ্লেষণ করতে সক্ষম । আপনি মিটিংয়ে খোলামেলা এবং পরিবর্তনশীল থাকবেন ।

তুলা: আজ আপনার অভিন্নহৃদয় বন্ধুকে আপনি কৃতজ্ঞতা জানাতে চাইবেন । আপনার আজ খুব রোম্যান্টিক মনে হবে নিজেকে ৷ চাইবেন দু’জনে একটি মনোরম মধুময় সময় কাটাতে । কাজ সহজ করার জন্য আপনি নতুন নতুন ধারণা বাস্তবায়িত করার কথা ভাববেন । এই মানসিকতা নিয়ে কাজ করলে আপনার আগামীদিনের কেরিয়ারে উন্নতিতে সাহায্য করবে । যাইহোক, নতুন করে কোনও কাজ হাতে নিলেও আপনার প্রত্যেক দিনের দায়িত্ব অবহেলা করা উচিত নয় । সব মিলিয়ে দিনটি মোটের উপর ভালো হবে ।

বৃশ্চিক: গৃহকর্মের দায়িত্বপালনের ক্ষেত্রে আপনার স্ত্রীর সঙ্গে আপনাকেও আরও মনোযোগী হতে হবে । খুব তুচ্ছ বিষয় নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঝগড়া বেধে যাবে । পরিস্থিতি বেশি খারাপ দিকে গড়ানোর আগে সমস্যা সমাধানের রাস্তা নিরূপণ করুন । গৃহে এবং কর্মক্ষেত্রে আজ আপনার সমতাবিধানের পরীক্ষা । একটা চ্যালেঞ্জিং সময়ের মুখোমুখি হবেন আপনি । পেশাগত দায়িত্বের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে ৷ আপনার নিজেকে বিশৃঙ্খল মনে হবে । আপনাকে একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে নিজের কার্যক্ষমতা প্রমাণ করতে হবে ।

ধনু: আপনার প্রণয়ীর সঙ্গে রোম্যাণ্টিক কথোপকথন বা কিছু মিষ্টি মেসেজের আদান-প্রদান আপনাকে আনন্দের চরম পর্যায়ে নিয়ে যাবে। বাস্তববাদী চিন্তার সঙ্গে আবেগযুক্ত হয়ে আপনাকে একজন দায়িত্বশীল স্বামী করে তুলবে । অন্যদের মতামত খোলাখুলি গ্রহণ করলে আপনাকে তা অন্যভাবে চিন্তা করতে সাহায্য করবে । আপনি আপনার অধঃস্তন কর্মচারীদের সাহায্য করতে চাইবেন । দায়িত্ব বণ্টন এবং ভাগাভাগি আপনার মানসিক চাপ কমিয়ে দেবে ৷ আরও ভালোভাবে কাজ সম্পন্ন করতে সাহায্য করবে ।

মকর: আপনার পেশাগত জীবনেও আপনি উপলব্ধি করতে পারবেন একসঙ্গে কাজ করার গুরুত্ব । প্রেমজ ক্ষেত্রে শীঘ্রই ভালোসময় আসবে । আপনি চ্যালেঞ্জ নিতে ভয় পান না ৷ দীর্ঘমেয়াদী কাজগুলিকে সুনিশ্চিত করবেন । একাধিক কর্মকুশলতার সামর্থ্য আপনার পেশাগত জীবনে সব থেকে সুস্পষ্ট বৈশিষ্ট্য হয়ে উঠবে । আপনার হিতবাদী মনোভাব আপনাকে দক্ষভাবে সবকিছু সঠিক সময়ের নিয়ন্ত্রণে আনতে সহায়তা করবে। আপনি অন্যদের হাতে দায়িত্ব তুলে দেবেন ৷ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ করবেন । এই দিনটিতে যুগ্মভাবে সিদ্ধান্তগ্রহণ করতে হবে ।

কুম্ভ: আপনি আপনার স্ত্রীকে কোনও উপহার দিয় চমকে দিতে পারেন । আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার আজকের সন্ধ্যেটা হাসি-ঠাট্টায় ভরে উঠবে । আপনার সুন্দর ব্যবহার আপনার প্রিয়তমকে আকৃষ্ট করবে ৷ কিন্তু আপনাকে একটি দীর্ঘমেয়াদী সম্পর্ককে সুনিশ্চিত করতে হবে । আপনি বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাবেন একটি সুন্দর প্রেমময় সম্পর্কের দিকে । আপনার সময় পালাটাচ্ছে । আপনার কেরিয়ারে যে সমস্যাগুলির সম্মুখীন হতে হচ্ছিল আপনাকে সেগুলো কমতে শুরু করবে । আপনি এখন নিজের কেরিয়ারে সঠিক কী চান তা স্পষ্টভাবে বুঝতে পারবেন।

মীন: আপনি যদি সিঙ্গল হন, তাহলে বিশেষ কারও সঙ্গে আজ আপনার দেখা হতে পারে। সম্পর্কে থাকা প্রেমিক-প্রেমিকারা নিজেদের বিচ্ছিন্ন মনে করতে পারে তবে সবকিছু ঠিক হয়ে যাবে । আপনার কর্মক্ষেত্রে অন্যান্য দিনের তুলনায় আজ একটু পিছিয়ে থাকবেন । আপনার মনে একসঙ্গে অনেক চিন্তার উদয় হবে । সমতা ফিরিয়ে আনার জন্য কোনও খেলার সঙ্গে যুক্ত হয়ে নিজের ভাগ্যপরীক্ষা করে দেখতে পারেন । আপনি অন্যদেরকে বোঝাতে চাইবেন যে কি করে একতা রক্ষা করতে হয় । আপনার নিয়মানুবর্তিতা এবং অনুপ্রেরণা অন্যান্য মানুষজনকে অনুপ্রাণিত করবে ।

মেষ: প্রেমের সম্পর্ক প্রস্ফুটিত হতে পারে । আপনার সুন্দর, আকর্ষণীয়, কমনীয় ব্যবহার আপনার প্রেমিক-প্রেমিকাকে আকর্ষণ করবে ৷ আপনি আজ রাতে সবথেকে বেশি আকাঙ্খিত হয়ে উঠবেন । অন্যদিকে, আজ, আপনি মাথা খাটিয়ে অর্থ ব্যবহার করবেন । লগ্নির বিষয়ে বা আর্থিক পরিকল্পনার ব্যাপারে আপনার বন্ধুর গাইডলাইন অত্যন্ত কার্যকরী হবে ।সামগ্রিকভাবে, দিনটি লাভজনক এবং উন্নতিমূলক হবে । আপনার স্বাস্থ্য আজ ভালো থাকবে এবং আপনি আজ দিনটা উপভোগ করবেন মূলতঃ আপনার স্বাস্থ্য ভালো থাকার কারণে ।

বৃষ: আপনি আপনার প্রেমাস্পদকে সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন না, তবুও আপনি তাকে বোঝাতে পারবেন যে আপনি তাকে কোনওরকম কষ্ট দিতে চান না । সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে ৷ কিন্তু আপনাকে ধৈর্য্য ধরতে হবে । এর ফলে নেতিবাচক চিন্তাধারাগুলো ইতিবাচকে পরিণত হবে । আজ গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব থাকায় যথেষ্ট চাপ থাকবে । তা-সত্ত্বেও, এটা ভালো ফলাফল নিয়ে আসবে ৷ আপনার অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করবে ।

মিথুন: আপনার প্রিয়জনের সঙ্গে আজ আপনার কোনও ঝগড়া করার মানসিকতা থাকবে না, সুতরাং অশান্তি হতে পারে এমন বিষয় এড়িয়ে চলুন । আপনার অফিসের নতুন কম্পিউটার সিস্টেম এবং সফটওয়্যার কেনার এটাই আদর্শ সময়। আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন ৷ কাজের জগতে কুশলী এবং কর্মক্ষেত্রে নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৎপর এমন ব্যক্তিদের সান্নিধ্যে আসবেন আজ । আপনার মস্তিষ্ক আজ অত্যন্ত সক্রিয় থাকবে । আপনি দারুণ দারুণ মজার কথা বলবেন । আপনার কঠোর প্রচেষ্টার কারণে আপনি সফল হবেন ।

কর্কট: আপনি গুরুগম্ভীর থাকবেন ৷ আপনার মেজাজ খারাপ ৷ এমনকী নিজের প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও আপনি চুপচাপ থাকবেন । যাইহোক, আপনার বুদ্ধিমান ৷ সঙ্গী আপনার মনোভাব বুঝতে পারবে ৷ আপনাকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনবে। কর্মক্ষেত্রে দিনটি বেশ ঝামেলার হবে । কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে ৷ কিছু সহজ কাজ সম্পন্ন করার ক্ষেত্রেও অনেক বেশি পরিশ্রম করতে হবে । নিজেকে সংযত রাখুন, আপনার গ্রহগত অবস্থান সত্ত্বর পাল্টাবে ।

সিংহ: আপনার সঙ্গী আজ আপনার চিন্তাভাবনার উপর কর্তৃত্ব করবে । অন্যদিকে, আজ আপনার শরীর ও মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ খেয়াল রাখা দরকার । আপনার ইচ্ছের বিরুদ্ধে হয়তো কিছু বিষয়ে আপনাকে সম্মতি জানাতে হবে । যাইহোক, নিজেকে সংযত রাখার চেষ্টা করুন । সবথেকে ভালো হয় যদি আপনি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন । নিজের শারীরিক সুস্থতা বজায় রাখতে অতিরিক্ত পরিশ্রমের কাজ রপবেন না । এখনকার ফেলে রাখা কাজ শেষ করার দিকে বেশি মনোযোগ দিন ।

কন্যা: আপনার ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আজ আপনার খুব একটা আগ্রহ থাকবে না ৷ আপনার মনে হবে যে সম্পর্কটা ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে । আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর মূহূর্ত কাটাতে ইচ্ছুক হবেন । আপনার প্রিয়তম-র সঙ্গে এই মূহূর্তটা ঠিক বিচ্ছেদের নয় । কিছু উন্নতমানের প্রকল্পের চিন্তাভাবনা করা হবে । আপনি বুঝতে পারবেন যে কীভাবে জটিল পরিস্থিতির সমাধান করতে হয় ৷ আপনার যুক্তিবাদী অন্তর্দৃষ্টি খুব দৃঢ়ভাবে বিশ্লেষণ করতে সক্ষম । আপনি মিটিংয়ে খোলামেলা এবং পরিবর্তনশীল থাকবেন ।

তুলা: আজ আপনার অভিন্নহৃদয় বন্ধুকে আপনি কৃতজ্ঞতা জানাতে চাইবেন । আপনার আজ খুব রোম্যান্টিক মনে হবে নিজেকে ৷ চাইবেন দু’জনে একটি মনোরম মধুময় সময় কাটাতে । কাজ সহজ করার জন্য আপনি নতুন নতুন ধারণা বাস্তবায়িত করার কথা ভাববেন । এই মানসিকতা নিয়ে কাজ করলে আপনার আগামীদিনের কেরিয়ারে উন্নতিতে সাহায্য করবে । যাইহোক, নতুন করে কোনও কাজ হাতে নিলেও আপনার প্রত্যেক দিনের দায়িত্ব অবহেলা করা উচিত নয় । সব মিলিয়ে দিনটি মোটের উপর ভালো হবে ।

বৃশ্চিক: গৃহকর্মের দায়িত্বপালনের ক্ষেত্রে আপনার স্ত্রীর সঙ্গে আপনাকেও আরও মনোযোগী হতে হবে । খুব তুচ্ছ বিষয় নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঝগড়া বেধে যাবে । পরিস্থিতি বেশি খারাপ দিকে গড়ানোর আগে সমস্যা সমাধানের রাস্তা নিরূপণ করুন । গৃহে এবং কর্মক্ষেত্রে আজ আপনার সমতাবিধানের পরীক্ষা । একটা চ্যালেঞ্জিং সময়ের মুখোমুখি হবেন আপনি । পেশাগত দায়িত্বের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে ৷ আপনার নিজেকে বিশৃঙ্খল মনে হবে । আপনাকে একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে নিজের কার্যক্ষমতা প্রমাণ করতে হবে ।

ধনু: আপনার প্রণয়ীর সঙ্গে রোম্যাণ্টিক কথোপকথন বা কিছু মিষ্টি মেসেজের আদান-প্রদান আপনাকে আনন্দের চরম পর্যায়ে নিয়ে যাবে। বাস্তববাদী চিন্তার সঙ্গে আবেগযুক্ত হয়ে আপনাকে একজন দায়িত্বশীল স্বামী করে তুলবে । অন্যদের মতামত খোলাখুলি গ্রহণ করলে আপনাকে তা অন্যভাবে চিন্তা করতে সাহায্য করবে । আপনি আপনার অধঃস্তন কর্মচারীদের সাহায্য করতে চাইবেন । দায়িত্ব বণ্টন এবং ভাগাভাগি আপনার মানসিক চাপ কমিয়ে দেবে ৷ আরও ভালোভাবে কাজ সম্পন্ন করতে সাহায্য করবে ।

মকর: আপনার পেশাগত জীবনেও আপনি উপলব্ধি করতে পারবেন একসঙ্গে কাজ করার গুরুত্ব । প্রেমজ ক্ষেত্রে শীঘ্রই ভালোসময় আসবে । আপনি চ্যালেঞ্জ নিতে ভয় পান না ৷ দীর্ঘমেয়াদী কাজগুলিকে সুনিশ্চিত করবেন । একাধিক কর্মকুশলতার সামর্থ্য আপনার পেশাগত জীবনে সব থেকে সুস্পষ্ট বৈশিষ্ট্য হয়ে উঠবে । আপনার হিতবাদী মনোভাব আপনাকে দক্ষভাবে সবকিছু সঠিক সময়ের নিয়ন্ত্রণে আনতে সহায়তা করবে। আপনি অন্যদের হাতে দায়িত্ব তুলে দেবেন ৷ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ করবেন । এই দিনটিতে যুগ্মভাবে সিদ্ধান্তগ্রহণ করতে হবে ।

কুম্ভ: আপনি আপনার স্ত্রীকে কোনও উপহার দিয় চমকে দিতে পারেন । আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার আজকের সন্ধ্যেটা হাসি-ঠাট্টায় ভরে উঠবে । আপনার সুন্দর ব্যবহার আপনার প্রিয়তমকে আকৃষ্ট করবে ৷ কিন্তু আপনাকে একটি দীর্ঘমেয়াদী সম্পর্ককে সুনিশ্চিত করতে হবে । আপনি বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাবেন একটি সুন্দর প্রেমময় সম্পর্কের দিকে । আপনার সময় পালাটাচ্ছে । আপনার কেরিয়ারে যে সমস্যাগুলির সম্মুখীন হতে হচ্ছিল আপনাকে সেগুলো কমতে শুরু করবে । আপনি এখন নিজের কেরিয়ারে সঠিক কী চান তা স্পষ্টভাবে বুঝতে পারবেন।

মীন: আপনি যদি সিঙ্গল হন, তাহলে বিশেষ কারও সঙ্গে আজ আপনার দেখা হতে পারে। সম্পর্কে থাকা প্রেমিক-প্রেমিকারা নিজেদের বিচ্ছিন্ন মনে করতে পারে তবে সবকিছু ঠিক হয়ে যাবে । আপনার কর্মক্ষেত্রে অন্যান্য দিনের তুলনায় আজ একটু পিছিয়ে থাকবেন । আপনার মনে একসঙ্গে অনেক চিন্তার উদয় হবে । সমতা ফিরিয়ে আনার জন্য কোনও খেলার সঙ্গে যুক্ত হয়ে নিজের ভাগ্যপরীক্ষা করে দেখতে পারেন । আপনি অন্যদেরকে বোঝাতে চাইবেন যে কি করে একতা রক্ষা করতে হয় । আপনার নিয়মানুবর্তিতা এবং অনুপ্রেরণা অন্যান্য মানুষজনকে অনুপ্রাণিত করবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.