ETV Bharat / bharat

Today's Horoscope 14th Oct in Bangla: মহালয়ার শুভ লগ্নে কোন কোন রাশির উন্নতির যোগ, জানুন রাশিফলে - কুম্ভ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Horoscope
রাশিফল
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 6:31 AM IST

মেষ: আজ প্রেম সংক্রান্ত বিষয় আপনাকে ব্যস্ত রাখবে । আর্থিক সাফল্য জীবনে শান্তি নিয়ে আসবে । খরচ সম্পর্কে খেয়াল রাখবেন এবং শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসই কিনবেন । অযথা টাকা খরচের সম্ভাবনা থেকে রক্ষা পাবেন ৷

বৃষ: প্রেম জীবন সংক্রান্ত বিষয়গুলি সামলানোর সময় আপনাকে বাস্তববাদী হতে হবে । সবকিছু আপনাকে বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে । যদিও শান্তি বজায় রাখতে গিয়ে, প্রেম জীবনকে উপেক্ষা করবেন না । আজ আপনার জন্য শুভ দিন ৷ কাজেই আপনি হয়ত ভাগ্যকে একটু পরখ করে দেখতে চাইবেন । পুরনো কিছু স্টক বিক্রির ফলে আপনি হয়ত অতি প্রয়োজনীয় অর্থ পাবেন । আজ আপনাকে বেশি পরিশ্রম করতে হবে ।

মিথুন: প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজ দিনটি ভালো ৷ আপনার সম্পূর্ণভাবে এক অন্যের সান্নিধ্য উপভোগ করবেন । বিবাহিত না হলে আপনারা বিয়ে বা বাগদান সম্পন্ন করতে চাইবেন । আজ আপনি হয়ত কোনও বাণিজ্যিক সম্পত্তি কেনার দিকে ঝুঁকবেন । সব মিলিয়ে আপনার বিনিয়োগ সম্পর্কিত সিদ্ধান্তগুলি লাভজনক হবে । আজ সাংসারিক জীবনে বেশি মনোযোগ দেওয়া দরকার । আপনার ব্যবহারিক ও যৌক্তিক ক্ষমতা আপনাকে অফিস ও কাজ একসঙ্গে সামলাতে সাহায্য করবে ।

কর্কট: আপনার সঙ্গী-সঙ্গিনী আজ আপনার জন্য সবকিছু করতে রাজি আছেন । আপনি চাঁদ চাইলেও হয়তো তিনি দেওয়ার চেষ্টা করতে চাইবেন । যদিও চাঁদ বা আকাশের তারা এনে দেওয়া তার পক্ষে সম্ভব নয় ৷ তার বিশেষ প্রয়াস আপনাকে পরম সন্তোষ দেবে । কর্মজীবনে, আলাপ-আলোচনার মাধ্যমে প্রতারণার হাত থেকে টাকা বাঁচাতে সফল হবেন ।

সিংহ: একটি শুভ ও অনুকূল দিন আপনার জন্য অপেক্ষা করছে । বাড়ির ভালোর জন্য কিছু পরিবর্তন ঘটাতে পারবেন । বাড়ির জন্য নতুন কিছু জিনিষপত্রও কিনবেন । আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে । অল্পবয়সীরা প্রেমে পড়তে পারেন ।

কন্যা: আজ নিজের প্রিয়জনের সঙ্গে অকপট আলোচনা করার সুযোগ পাবেন । হাতে পড়ে থাকা কাজগুলি সম্পূর্ণ করবেন । ধর্মীয় স্থানে যাওয়ার ইচ্ছা হতে পারে । তবে, সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নিন ৷ নিজের হাতে থাকা বিকল্প নিয়ে ভাবুন ।

তুলা: আপনার প্রিয়জনদের সঙ্গে যথেষ্ট সময় কাটাতে পারবেন ৷ তাদেরকে লাঞ্চ বা ডিনারেও নিয়ে যেতে পারেন ৷ এভাবে আপনারা আরও কাছাকাছি আসতে পারবেন । আজ আপনার কাছের লোককে উপহার দিয়েও খুশি করার চেষ্টা করতে পারেন ।

বৃশ্চিক: সকালের ঝলমলে আলোর মতো প্রফুল্লভাবে দিনটিকে শুরু করুন । আশপাশের মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক উপভোগ করুন । সামগ্রিকভাবে দিনটি ভালো কাটবে । প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটবে। প্রেমের সম্পর্ক আবেগপূর্ণভাবে উজ্জীবিত করুন ।

ধনু: কর্মজীবন ও ব্যক্তিগত জীবন উভয় উচ্ছ্বাসে ভরপুর থাকবে । অন্যের বিশ্বাস জয় করার এক অসাধারণ ক্ষমতা আপনার আছে ৷ আর আজ সেটা সম্পূর্ণরূপে আপনি ব্যবহার করবেন । কর্মক্ষেত্রে আরও ভালো ফল করতে অভিজ্ঞ ঊর্ধ্বতনদের পরামর্শ নিন ।

মকর: পরিবারে কিছু দারুণ ঘটনা ঘটার কারণে সারা দিনই উচ্ছ্বাসে ভরে থাকবে ৷ আপনি ব্যস্ত থাকবেন । কাজের জায়গায় আপনার অসাধারণ প্রচেষ্টার উপযুক্ত পুরস্কার পাবেন । তবে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সতর্ক হতে হবে ।

কুম্ভ: আজ আপনাকে শান্তিদূতের ভূমিকা নিতে হবে । কৌশল ও বিচক্ষণতার সঙ্গে আপনি নিজের ও সকলের সমস্যা সমাধান করে এক প্রীতিময় পরিবেশ তৈরি করতে পারবেন । সামনে আসা যে কোনও সুযোগের সদ্ব্যবহার করুন ৷ কারণ তা আপনার জীবনে নেওয়া শ্রেষ্ঠ সিদ্ধান্তগুলির একটি হতে পারে ।

মীন: আজ আপনার জন্য ফলদায়ক দিন অপেক্ষা করছে । আপনি সাফল্যের দিকে এগিয়ে যাবেন ৷ লক্ষ্য অর্জনের জন্য উদ্যম ও উৎসাহে ভরপুর থাকবেন । উপরওয়ালাদের সঙ্গে সাক্ষাত হওয়ায় কিছু প্রত্যাশিত ফল পাবেন। সমালোচনাগুলিকে গঠনমূলক কাজে লাগান । এছাড়া, যদিও আপনি অর্থ খরচ করার দিকে মন দেবেন, উপার্জন খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই । অফিসে আপনি হয়তো লোকজনদের মতামত ও বিশ্বাসের সঙ্গে সহমত হবেন।

মেষ: আজ প্রেম সংক্রান্ত বিষয় আপনাকে ব্যস্ত রাখবে । আর্থিক সাফল্য জীবনে শান্তি নিয়ে আসবে । খরচ সম্পর্কে খেয়াল রাখবেন এবং শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসই কিনবেন । অযথা টাকা খরচের সম্ভাবনা থেকে রক্ষা পাবেন ৷

বৃষ: প্রেম জীবন সংক্রান্ত বিষয়গুলি সামলানোর সময় আপনাকে বাস্তববাদী হতে হবে । সবকিছু আপনাকে বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে । যদিও শান্তি বজায় রাখতে গিয়ে, প্রেম জীবনকে উপেক্ষা করবেন না । আজ আপনার জন্য শুভ দিন ৷ কাজেই আপনি হয়ত ভাগ্যকে একটু পরখ করে দেখতে চাইবেন । পুরনো কিছু স্টক বিক্রির ফলে আপনি হয়ত অতি প্রয়োজনীয় অর্থ পাবেন । আজ আপনাকে বেশি পরিশ্রম করতে হবে ।

মিথুন: প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজ দিনটি ভালো ৷ আপনার সম্পূর্ণভাবে এক অন্যের সান্নিধ্য উপভোগ করবেন । বিবাহিত না হলে আপনারা বিয়ে বা বাগদান সম্পন্ন করতে চাইবেন । আজ আপনি হয়ত কোনও বাণিজ্যিক সম্পত্তি কেনার দিকে ঝুঁকবেন । সব মিলিয়ে আপনার বিনিয়োগ সম্পর্কিত সিদ্ধান্তগুলি লাভজনক হবে । আজ সাংসারিক জীবনে বেশি মনোযোগ দেওয়া দরকার । আপনার ব্যবহারিক ও যৌক্তিক ক্ষমতা আপনাকে অফিস ও কাজ একসঙ্গে সামলাতে সাহায্য করবে ।

কর্কট: আপনার সঙ্গী-সঙ্গিনী আজ আপনার জন্য সবকিছু করতে রাজি আছেন । আপনি চাঁদ চাইলেও হয়তো তিনি দেওয়ার চেষ্টা করতে চাইবেন । যদিও চাঁদ বা আকাশের তারা এনে দেওয়া তার পক্ষে সম্ভব নয় ৷ তার বিশেষ প্রয়াস আপনাকে পরম সন্তোষ দেবে । কর্মজীবনে, আলাপ-আলোচনার মাধ্যমে প্রতারণার হাত থেকে টাকা বাঁচাতে সফল হবেন ।

সিংহ: একটি শুভ ও অনুকূল দিন আপনার জন্য অপেক্ষা করছে । বাড়ির ভালোর জন্য কিছু পরিবর্তন ঘটাতে পারবেন । বাড়ির জন্য নতুন কিছু জিনিষপত্রও কিনবেন । আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে । অল্পবয়সীরা প্রেমে পড়তে পারেন ।

কন্যা: আজ নিজের প্রিয়জনের সঙ্গে অকপট আলোচনা করার সুযোগ পাবেন । হাতে পড়ে থাকা কাজগুলি সম্পূর্ণ করবেন । ধর্মীয় স্থানে যাওয়ার ইচ্ছা হতে পারে । তবে, সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নিন ৷ নিজের হাতে থাকা বিকল্প নিয়ে ভাবুন ।

তুলা: আপনার প্রিয়জনদের সঙ্গে যথেষ্ট সময় কাটাতে পারবেন ৷ তাদেরকে লাঞ্চ বা ডিনারেও নিয়ে যেতে পারেন ৷ এভাবে আপনারা আরও কাছাকাছি আসতে পারবেন । আজ আপনার কাছের লোককে উপহার দিয়েও খুশি করার চেষ্টা করতে পারেন ।

বৃশ্চিক: সকালের ঝলমলে আলোর মতো প্রফুল্লভাবে দিনটিকে শুরু করুন । আশপাশের মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক উপভোগ করুন । সামগ্রিকভাবে দিনটি ভালো কাটবে । প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটবে। প্রেমের সম্পর্ক আবেগপূর্ণভাবে উজ্জীবিত করুন ।

ধনু: কর্মজীবন ও ব্যক্তিগত জীবন উভয় উচ্ছ্বাসে ভরপুর থাকবে । অন্যের বিশ্বাস জয় করার এক অসাধারণ ক্ষমতা আপনার আছে ৷ আর আজ সেটা সম্পূর্ণরূপে আপনি ব্যবহার করবেন । কর্মক্ষেত্রে আরও ভালো ফল করতে অভিজ্ঞ ঊর্ধ্বতনদের পরামর্শ নিন ।

মকর: পরিবারে কিছু দারুণ ঘটনা ঘটার কারণে সারা দিনই উচ্ছ্বাসে ভরে থাকবে ৷ আপনি ব্যস্ত থাকবেন । কাজের জায়গায় আপনার অসাধারণ প্রচেষ্টার উপযুক্ত পুরস্কার পাবেন । তবে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সতর্ক হতে হবে ।

কুম্ভ: আজ আপনাকে শান্তিদূতের ভূমিকা নিতে হবে । কৌশল ও বিচক্ষণতার সঙ্গে আপনি নিজের ও সকলের সমস্যা সমাধান করে এক প্রীতিময় পরিবেশ তৈরি করতে পারবেন । সামনে আসা যে কোনও সুযোগের সদ্ব্যবহার করুন ৷ কারণ তা আপনার জীবনে নেওয়া শ্রেষ্ঠ সিদ্ধান্তগুলির একটি হতে পারে ।

মীন: আজ আপনার জন্য ফলদায়ক দিন অপেক্ষা করছে । আপনি সাফল্যের দিকে এগিয়ে যাবেন ৷ লক্ষ্য অর্জনের জন্য উদ্যম ও উৎসাহে ভরপুর থাকবেন । উপরওয়ালাদের সঙ্গে সাক্ষাত হওয়ায় কিছু প্রত্যাশিত ফল পাবেন। সমালোচনাগুলিকে গঠনমূলক কাজে লাগান । এছাড়া, যদিও আপনি অর্থ খরচ করার দিকে মন দেবেন, উপার্জন খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই । অফিসে আপনি হয়তো লোকজনদের মতামত ও বিশ্বাসের সঙ্গে সহমত হবেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.