ETV Bharat / bharat

TMC to EC : বৈঠক সৌহার্দ্যপূর্ণ, দ্রুত নির্বাচনের পক্ষে ফের সওয়াল তৃণমূলের - By election

প্রায় আধ ঘণ্টা বৈঠক হয় ৷ ওই বৈঠকে ফের দ্রুত নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন তৃণমূলের প্রতিনিধিরা ৷ তারা জানান, করোনা আক্রান্তের সংখ্যা কমছে ৷ যখন বিধানসভা নির্বাচন চলছিল, তখন দিনে প্রায় 17000 করে আক্রান্ত হচ্ছিলেন ৷ আর এখন সেই সংখ্যাটা কমে 800-তে দাঁড়িয়েছে ৷ তাই দ্রুত উপ নির্বাচনের দাবি জানানো হয়েছে ৷

সৌগত রায়
সৌগত রায়
author img

By

Published : Aug 26, 2021, 5:13 PM IST

Updated : Aug 26, 2021, 6:10 PM IST

নয়া দিল্লি, 26 অগস্ট : উপনির্বাচন নিয়ে তৎপর তৃণমূল কংগ্রেস ৷ দ্রুত নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে বারবার আবেদন জানিয়েছে তারা ৷ আজ ফের দিল্লির নির্বাচন কমিশনের অফিসে যান তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল ৷ প্রায় আধ ঘণ্টা বৈঠক হয় ৷ বৈঠকে, তারা ফের দ্রুত নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন ৷ নির্বাচন কমিশনও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ৷ তবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটি বিষয়ে কমিশন নিশ্চিত করতে চাইছেন ৷

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ছিলেন সৌগত রায় (Saugata Roy), সুখেন্দুশেখর রায় (Sukhendu S Ray), জহর সরকার (Jawhar Sircar), সাজদা আহমেদ (Sajda Ahmed) এবং মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ আধ ঘণ্টা বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে সৌগত রায় জানান, বাকি সাতটা আসনের জন্য দ্রুত নির্বাচনের দাবিতে আমরা নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি জমা দিয়েছি ৷ আগেও একই দাবিতে 15 জুলাই ও 5 অগস্ট রাজ্য নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল ৷ আজকের বৈঠক সৌহার্দ্যপূর্ণ হয়েছে ৷ কমিশন জানিয়েছে, নির্বাচন কমিশনের কাজই হল নির্বাচন সংগঠিত করা ৷ তারা নির্বাচনের জন্য প্রস্তুত ৷ তবে তারা সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটি বিষয়ে নিশ্চিত হতে চাইছেন ৷

উপনির্বাচন নিয়ে প্রস্তুতি প্রায় মাস দুই থেকে শুরু হয়ে গিয়েছে ৷ উপনির্বাচন যাতে দ্রুত করা হয়, তার জন্য বারবার নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে তৃণমূল ৷ সম্প্রতি, নির্বাচনের কমিশনের তরফে রাজনৈতিক দলগুলির কাছে মতামত চাওয়া হয়েছে ৷ করোনা পরিস্থিতিতে উপনির্বাচন করাটা উচিত কি না সেই বিষয়ে মতামত চাওয়া হয়েছে ৷ 30 অগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলিকে মতামত জানাতে হবে ৷ সেই নির্দেশ অনুযায়ী, তাদের মতামত জানিয়ে দিয়েছে তৃণমূল ৷

আরও পড়ুন, Bengal By-election : দুর্গাপুজোর আগেই উপনির্বাচন ? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা

করোনা পরিস্থিতিতে উপনির্বাচন নিয়ে সরব হয়েছে বিজেপি ৷ এই নিয়ে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় লোকাল ট্রেন চালু নিয়ে খোঁচাও দিয়েছেন ৷ বলেছেন, লোকাল ট্রেনই যদি চালু না হয়, তাহলে কীভাবে বাংলায় উপনির্বাচন হবে ? এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে ৷ সেক্ষেত্রে নির্বাচন হলে কোনও অসুবিধা হবে না ৷ আজ এই করোনা পরিস্থিতিতে নিয়ে সৌগত রায় বলেন, "করোনা আক্রান্তের সংখ্যা কমছে ৷ তাই দ্রুত উপ নির্বাচনের দাবি জানানো হয়েছে ৷ যখন বিধানসভা নির্বাচন চলছিল, তখন দিনে প্রায় 17000 করে আক্রান্ত হচ্ছিলেন ৷ আর এখন সেই সংখ্যাটা কমে 800-তে দাঁড়িয়েছে ৷"

নয়া দিল্লি, 26 অগস্ট : উপনির্বাচন নিয়ে তৎপর তৃণমূল কংগ্রেস ৷ দ্রুত নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে বারবার আবেদন জানিয়েছে তারা ৷ আজ ফের দিল্লির নির্বাচন কমিশনের অফিসে যান তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল ৷ প্রায় আধ ঘণ্টা বৈঠক হয় ৷ বৈঠকে, তারা ফের দ্রুত নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন ৷ নির্বাচন কমিশনও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ৷ তবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটি বিষয়ে কমিশন নিশ্চিত করতে চাইছেন ৷

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ছিলেন সৌগত রায় (Saugata Roy), সুখেন্দুশেখর রায় (Sukhendu S Ray), জহর সরকার (Jawhar Sircar), সাজদা আহমেদ (Sajda Ahmed) এবং মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ আধ ঘণ্টা বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে সৌগত রায় জানান, বাকি সাতটা আসনের জন্য দ্রুত নির্বাচনের দাবিতে আমরা নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি জমা দিয়েছি ৷ আগেও একই দাবিতে 15 জুলাই ও 5 অগস্ট রাজ্য নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল ৷ আজকের বৈঠক সৌহার্দ্যপূর্ণ হয়েছে ৷ কমিশন জানিয়েছে, নির্বাচন কমিশনের কাজই হল নির্বাচন সংগঠিত করা ৷ তারা নির্বাচনের জন্য প্রস্তুত ৷ তবে তারা সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটি বিষয়ে নিশ্চিত হতে চাইছেন ৷

উপনির্বাচন নিয়ে প্রস্তুতি প্রায় মাস দুই থেকে শুরু হয়ে গিয়েছে ৷ উপনির্বাচন যাতে দ্রুত করা হয়, তার জন্য বারবার নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে তৃণমূল ৷ সম্প্রতি, নির্বাচনের কমিশনের তরফে রাজনৈতিক দলগুলির কাছে মতামত চাওয়া হয়েছে ৷ করোনা পরিস্থিতিতে উপনির্বাচন করাটা উচিত কি না সেই বিষয়ে মতামত চাওয়া হয়েছে ৷ 30 অগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলিকে মতামত জানাতে হবে ৷ সেই নির্দেশ অনুযায়ী, তাদের মতামত জানিয়ে দিয়েছে তৃণমূল ৷

আরও পড়ুন, Bengal By-election : দুর্গাপুজোর আগেই উপনির্বাচন ? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা

করোনা পরিস্থিতিতে উপনির্বাচন নিয়ে সরব হয়েছে বিজেপি ৷ এই নিয়ে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় লোকাল ট্রেন চালু নিয়ে খোঁচাও দিয়েছেন ৷ বলেছেন, লোকাল ট্রেনই যদি চালু না হয়, তাহলে কীভাবে বাংলায় উপনির্বাচন হবে ? এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে ৷ সেক্ষেত্রে নির্বাচন হলে কোনও অসুবিধা হবে না ৷ আজ এই করোনা পরিস্থিতিতে নিয়ে সৌগত রায় বলেন, "করোনা আক্রান্তের সংখ্যা কমছে ৷ তাই দ্রুত উপ নির্বাচনের দাবি জানানো হয়েছে ৷ যখন বিধানসভা নির্বাচন চলছিল, তখন দিনে প্রায় 17000 করে আক্রান্ত হচ্ছিলেন ৷ আর এখন সেই সংখ্যাটা কমে 800-তে দাঁড়িয়েছে ৷"

Last Updated : Aug 26, 2021, 6:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.