ETV Bharat / bharat

TMC Kerala : বাম শাসন হঠিয়ে কেরলেও ঘাসফুল ফোটাতে চায় তৃণমূল - মমতা বন্দ্য়োপাধ্য়ায়

কেরলেও ঘাসফুল ফোটাতে চায় তৃণমূল নেতৃত্ব ৷ সেই উদ্দেশ্য পূরণে ইতিমধ্য়েই শুরু হয়েছে তোড়জোড় ৷ দলীয় সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক থাকলে ত্রিপুরার পর কেরলেও যাবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷

TMC wants to form Government in Kerala
TMC Kerala : বাম শাসন হঠিয়ে দক্ষিণের কেরলেও ঘাসফুল ফোটাতে চায় তৃণমূল
author img

By

Published : Aug 5, 2021, 7:21 PM IST

কলকাতা, 16 অগস্ট : ত্রিপুরা, অসমের মতো উত্তর-পূর্বের রাজ্যগুলির পাশাপাশি বামশাসিত দক্ষিণী রাজ্য কেরলেও সংগঠন তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জন্মের পর থেকে যা কখনও হয়নি, এবার সেটাই বাস্তব হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৷ বাংলায় তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার গঠিত হওয়ার পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, দলের কর্মসূচিতে ধাপে ধাপে মনোনিবেশ করবেন তিনি ৷ তাঁর দাবি ছিল, শুধুমাত্র একটা-দু’টো আসনের জন্য অন্য রাজ্য়ে সংগঠন তৈরি করবে না তৃণমূল ৷ ঘাসফুল খাতা খুলবে সরকার গঠনের লক্ষ্যে ৷ এক্ষেত্রে তাঁদের নজরে থাকা রাজ্যগুলির অন্যতম হল পিনারাই বিজয়নের কেরল ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : নাড্ডার কনভয়ে হামলার প্রতিশোধ ? ত্রিপুরায় পৌঁছতেই অভিষেকের গাড়িতে লাঠির ঘা !

বাংলার পর কেরল থেকেও শাসক বামেদের উৎখাত করতে সে রাজ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শাখা খোলার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ আর এর থেকেই প্রমাণিত যে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির পাশাপাশি দক্ষিণের রাজ্যগুলিকেও নিশানা করছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল ৷ তৃণমূল সূত্রে খবর, গত জুন মাসেই কেরলের তৃণমূল কংগ্রেসের নেতারা কলকাতায় এসে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে গিয়েছেন ৷ সেই বৈঠকে মমতা এবং অভিষেক, দু’জনই ছিলেন ৷ তাঁদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই কেরলে তৃণমূলের সংগঠন ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে ৷

তৃণমূল সূত্রে খবর, গত মঙ্গলবার কেরলের এর্নাকুলামের একটি হোটেলে দলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় ৷ এই বৈঠকে 51 জনের একটি রাজ্য কমিটি গঠন করা হয়েছে ৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক যেভাবে পশ্চিমবঙ্গে তিন দশকের বাম শাসনকে সরিয়ে পালাবদল ঘটানো হয়েছে, একইভাবে কেরলেও ঘাসফুল ফোটাতে চান তাঁরা ৷ এই বৈঠক থেকে সে বিষয়েই শপথ নেওয়া হয়েছে ৷ কেরলে কীভাবে তৃণমূলকে আরও সক্রিয় করে তোলা যায়, তা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে ৷

আরও পড়ুন : Tripura Politics : ত্রিপুরায় অভিষেকের গাড়িতে হামলায় ‘হিংসার বদলের হিংসা’র গন্ধ ?

তৃণমূল কর্মী শামসু পায়ানিঙ্গাল এই প্রসঙ্গে বলেন, ‘‘সারা দেশ এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে ৷ কেরলেও দিদির প্রতি সমর্থন বেড়েছে ৷ আমরা চাই, এই অবস্থায় দলের শীর্ষ নেতৃত্বের অনুমতিতে একটি কমিটি গঠিত হোক ৷ কেরলের বুকেও ঘাসফুল ফুটুক ৷ তার জন্য দলকে আরও শক্তিশালী করতে হবে ৷’’ সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে ত্রিপুরার পর কেরলেও যাবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷

কলকাতা, 16 অগস্ট : ত্রিপুরা, অসমের মতো উত্তর-পূর্বের রাজ্যগুলির পাশাপাশি বামশাসিত দক্ষিণী রাজ্য কেরলেও সংগঠন তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জন্মের পর থেকে যা কখনও হয়নি, এবার সেটাই বাস্তব হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৷ বাংলায় তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার গঠিত হওয়ার পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, দলের কর্মসূচিতে ধাপে ধাপে মনোনিবেশ করবেন তিনি ৷ তাঁর দাবি ছিল, শুধুমাত্র একটা-দু’টো আসনের জন্য অন্য রাজ্য়ে সংগঠন তৈরি করবে না তৃণমূল ৷ ঘাসফুল খাতা খুলবে সরকার গঠনের লক্ষ্যে ৷ এক্ষেত্রে তাঁদের নজরে থাকা রাজ্যগুলির অন্যতম হল পিনারাই বিজয়নের কেরল ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : নাড্ডার কনভয়ে হামলার প্রতিশোধ ? ত্রিপুরায় পৌঁছতেই অভিষেকের গাড়িতে লাঠির ঘা !

বাংলার পর কেরল থেকেও শাসক বামেদের উৎখাত করতে সে রাজ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শাখা খোলার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ আর এর থেকেই প্রমাণিত যে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির পাশাপাশি দক্ষিণের রাজ্যগুলিকেও নিশানা করছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল ৷ তৃণমূল সূত্রে খবর, গত জুন মাসেই কেরলের তৃণমূল কংগ্রেসের নেতারা কলকাতায় এসে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে গিয়েছেন ৷ সেই বৈঠকে মমতা এবং অভিষেক, দু’জনই ছিলেন ৷ তাঁদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই কেরলে তৃণমূলের সংগঠন ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে ৷

তৃণমূল সূত্রে খবর, গত মঙ্গলবার কেরলের এর্নাকুলামের একটি হোটেলে দলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় ৷ এই বৈঠকে 51 জনের একটি রাজ্য কমিটি গঠন করা হয়েছে ৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক যেভাবে পশ্চিমবঙ্গে তিন দশকের বাম শাসনকে সরিয়ে পালাবদল ঘটানো হয়েছে, একইভাবে কেরলেও ঘাসফুল ফোটাতে চান তাঁরা ৷ এই বৈঠক থেকে সে বিষয়েই শপথ নেওয়া হয়েছে ৷ কেরলে কীভাবে তৃণমূলকে আরও সক্রিয় করে তোলা যায়, তা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে ৷

আরও পড়ুন : Tripura Politics : ত্রিপুরায় অভিষেকের গাড়িতে হামলায় ‘হিংসার বদলের হিংসা’র গন্ধ ?

তৃণমূল কর্মী শামসু পায়ানিঙ্গাল এই প্রসঙ্গে বলেন, ‘‘সারা দেশ এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে ৷ কেরলেও দিদির প্রতি সমর্থন বেড়েছে ৷ আমরা চাই, এই অবস্থায় দলের শীর্ষ নেতৃত্বের অনুমতিতে একটি কমিটি গঠিত হোক ৷ কেরলের বুকেও ঘাসফুল ফুটুক ৷ তার জন্য দলকে আরও শক্তিশালী করতে হবে ৷’’ সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে ত্রিপুরার পর কেরলেও যাবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.