নয়াদিল্লি, 28 নভেম্বর : আগামিকাল শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session, 2021) ৷ এই অধিবেশনেই দীর্ঘদিন ধরে পড়ে থাকা মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরব হবে তৃণমূল ৷
তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন (Derek O'Brien) রবিবার একটি টুইটে এই বিল নিয়ে বিজেপিকে আক্রমণ করে জানান, 2014 সালে বিজেপি এই বিল পাশের কথা দিয়েও রাখেনি ৷ তিনি লেখেন, "সংসদ অধিবেশন শুরু হচ্ছে সোমবার ৷ আজ প্রধানমন্ত্রী এবং বাকি মন্ত্রীরা সব দলের সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন ৷ এই অধিবেশনে আরও একবার তৃণমূল মহিলা সংরক্ষণ বিলের (Women's Reservation Bill) উপর জোর দেবে ৷ আর প্রধানমন্ত্রীও ফের অন্য কোনও দিকে নজর দেবেন ৷ 2014-র ইস্তেহারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ৷ কিন্তু এখনও তা পূরণ হয়নি ৷"
আরও পড়ুন : Union Cabinet on Farm Laws Repeal : কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষি আইন বাতিলের প্রস্তাবে সিলমোহর
এর আগে আলোচনা করা হয়েছিল, লোকসভা এবং অন্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের জন্য সংবিধানে সংশোধন আনতে হবে ৷
-
#Parliament session begins Mon. Today PM & mantris meet Parliamentary leaders of all parties.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) November 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Once again @aitcofficial will insist BRING THE WOMEN’S RESERVATION BILL this session.
Once again PM will look the other way.
Promised in BJP 2014 manifesto. Still not delivered
">#Parliament session begins Mon. Today PM & mantris meet Parliamentary leaders of all parties.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) November 28, 2021
Once again @aitcofficial will insist BRING THE WOMEN’S RESERVATION BILL this session.
Once again PM will look the other way.
Promised in BJP 2014 manifesto. Still not delivered#Parliament session begins Mon. Today PM & mantris meet Parliamentary leaders of all parties.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) November 28, 2021
Once again @aitcofficial will insist BRING THE WOMEN’S RESERVATION BILL this session.
Once again PM will look the other way.
Promised in BJP 2014 manifesto. Still not delivered
সংসদীয় মন্ত্রী (Union Parliament Minister) প্রহ্লাদ জোশী (Pralhad Joshi) আজ সব রাজনৈতিক দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন ৷ এবারের শীতকালীন সংসদীয় অধিবেশনের (Parliament Winter Session, 2021) শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু বিল পেশ করা হবে ৷ পাশাপাশি শাসকদল বিজেপির নতুন 26টি বিলও আনার কথা রয়েছে ৷
প্রথম দিনই তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল (Farm Laws Repeal Bill 2021) আনা হবে ৷ 24 নভেম্বর এই বিল প্রত্যাহারেরে সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত হয়েছে ৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রী (Information and Broadcasting Minister) অনুরাগ ঠাকুর জানিয়েছেন, এই বিলক প্রত্যাহারকেই সংসদের আসন্ন অধিবেশনে অগ্রাধিকার দেওয়া হবে ৷ এছাড়া ক্রিপটোকারেন্সি সম্বন্ধীয় 'ক্রিপটোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অফ অফিসিয়াল ডিজিটাল কারেন্সি বিল, 2021' (Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill 2021) পেশ করার কথা রয়েছে ৷ 23 ডিসেম্বর শেষ হবে এ বছরের শীতকালীন অধিবেশন ৷