ETV Bharat / bharat

TMC Slams Kejriwal : অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যকে গুরুত্বহীন মনে করছে তৃণমূল - TMC Slams Kejriwal

দু’মাস পরই গোয়া বিধানসভা নির্বাচন ৷ ওই ভোটের আগে তৃণমূল শক্তি বাড়াচ্ছে সেখানে ৷ কিন্তু আপের অরবিন্দ কেজরিওয়ালের দাবি, লড়াইয়ে নেই তৃণমূল ৷ তাঁর এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির (tmc slams aap leader arvind kejriwal over goa politics issue) ৷

tmc slams aap leader arvind kejriwal over goa politics issue
TMC Slams Kejriwal : অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যকে গুরুত্বহীন মনে করছে তৃণমূল
author img

By

Published : Dec 22, 2021, 9:31 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর : গোয়া বিধানসভার লড়াইয়ে নেই তৃণমূল কংগ্রেস ৷ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের ওই মন্তব্যকে খারিজ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ তারা কেজরিওয়ালের বিরুদ্ধে এবার পালটা তোপ দেগেছে ৷ ঘাসফুল শিবিরের দাবি, কেজরিওয়াল রাজনৈতিক অপরিপক্কতা ও হতাশা থেকে এই মন্তব্য করেছেন (tmc slams aap leader arvind kejriwal over goa politics issue) ৷

গত কয়েকমাসে গোয়ায় নিজেদের রাজনৈতিক ভিত অনেকটাই শক্ত করেছে তৃণমূল কংগ্রেস ৷ কংগ্রেস ছেড়ে অনেকেই ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন ৷ এই পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল অন্যতম ফ্যাক্টর হয়ে উঠেছে ৷

অন্যদিকে আম আদমি পার্টিও দীর্ঘদিন ধরে গোয়ায় নিজেদের রাজনৈতিক জমি শক্ত করার চেষ্টা করে যাচ্ছে ৷ ফলে জাতীয়স্তরে তৃণমূল ও আপ বন্ধু দল হলেও গোয়ায় তারা প্রতিদ্বন্দ্বী ৷ তাই দুই দলের মধ্যে গোয়া বিধানসভা ভোটের আগে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷

আরও পড়ুন : Aleixo Reginaldo Lourenco joins TMC : মমতার হাত ধরে তৃণমূলে গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, স্থানীয় রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে এই মন্তব্য করেছেন কেজরিওয়াল ৷ বিষয়টিকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই ৷ অন্যদিকে তৃণমূলের তরফেও টুইট করে গোয়ার মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে ৷ আর গোয়ার মানুষ কাকে বেছে নেবেন, সেই স্বাধীনতা তাদের উপরই ছেড়েছে তৃণমূল ৷

কলকাতা, 22 ডিসেম্বর : গোয়া বিধানসভার লড়াইয়ে নেই তৃণমূল কংগ্রেস ৷ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের ওই মন্তব্যকে খারিজ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ তারা কেজরিওয়ালের বিরুদ্ধে এবার পালটা তোপ দেগেছে ৷ ঘাসফুল শিবিরের দাবি, কেজরিওয়াল রাজনৈতিক অপরিপক্কতা ও হতাশা থেকে এই মন্তব্য করেছেন (tmc slams aap leader arvind kejriwal over goa politics issue) ৷

গত কয়েকমাসে গোয়ায় নিজেদের রাজনৈতিক ভিত অনেকটাই শক্ত করেছে তৃণমূল কংগ্রেস ৷ কংগ্রেস ছেড়ে অনেকেই ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন ৷ এই পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল অন্যতম ফ্যাক্টর হয়ে উঠেছে ৷

অন্যদিকে আম আদমি পার্টিও দীর্ঘদিন ধরে গোয়ায় নিজেদের রাজনৈতিক জমি শক্ত করার চেষ্টা করে যাচ্ছে ৷ ফলে জাতীয়স্তরে তৃণমূল ও আপ বন্ধু দল হলেও গোয়ায় তারা প্রতিদ্বন্দ্বী ৷ তাই দুই দলের মধ্যে গোয়া বিধানসভা ভোটের আগে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷

আরও পড়ুন : Aleixo Reginaldo Lourenco joins TMC : মমতার হাত ধরে তৃণমূলে গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, স্থানীয় রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে এই মন্তব্য করেছেন কেজরিওয়াল ৷ বিষয়টিকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই ৷ অন্যদিকে তৃণমূলের তরফেও টুইট করে গোয়ার মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে ৷ আর গোয়ার মানুষ কাকে বেছে নেবেন, সেই স্বাধীনতা তাদের উপরই ছেড়েছে তৃণমূল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.