ETV Bharat / bharat

Goa TMC : লুইজিনহো-লিয়েন্ডার সহ একাধিক মুখ তৈরি গোয়া তৃণমূলে

গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়ে দিলেন যে আলোচনা করে ঠিক হবে যে গোয়ায় দল কাকে মুখ করবে ৷ তবে তৃণমূলে এখন নেতৃত্ব দেওয়ার জন্য একাধিক মুখ তৈরি ৷

author img

By

Published : Oct 29, 2021, 8:32 PM IST

tmc now have several leader who can lead the party in goa
Goa TMC : লুইজিনহো-লিয়েন্ডার সহ একাধিক মুখ তৈরি গোয়া তৃণমূলে

কলকাতা, 29 অক্টোবর : বাংলার মেয়ের হাতে তৈরি রাজনৈতিক দল এবার জাতীয়স্তরে শাখা-প্রশাখা বিস্তার করতে শুরু করেছে ৷ কিন্তু বাংলায় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই ভোটের বাজি বারবার জিতছে তৃণমূল কংগ্রেস ৷ অন্য রাজ্যে কী হবে ? কে হবেন ঘাসফুলের শিবিরের মুখ ? এই প্রশ্নগুলি উঠতে শুরু করেছে ৷

শুক্রবার এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন স্বয়ং তৃণমূল নেত্রী ৷ তাঁকে প্রশ্ন করা হয়, গোয়ায় তাঁর দলের মুখ কে হতে চলেছেন ? কৌশলী রাজনীতিক মমতা সরাসরি উত্তর দেননি ৷ বরং জানিয়েছেন, একাধিক নতুন তারকা তৃণমূলে যোগ দিয়েছেন ৷ আগামিদিনেও যোগ দেবেন ৷ তাই এই নিয়ে সিদ্ধান্ত ভবিষ্যতে নেওয়া হবে ৷

আরও পড়ুন : Mamata in Goa: দিল্লির অঙ্গুলিহেলনে নয়, গোয়া চালাবে সেখানকার মানুষ : মমতা

এখানে উল্লেখ করা প্রয়োজন গোয়ায় ইতিমধ্য়েই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন লুইজিনহো ফেলেরো ৷ তিনি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ৷ ফলে আগামিদিনে গোয়ায় ঘাসফুল শিবিরের মুখ হওয়ার তিনি অন্যতম দাবিদার ৷

কিন্তু শুক্রবার তৃণমূলে লিয়েন্ডার পেজের অন্তর্ভুক্তি প্রতিযোগিতা আরও বাড়িয়ে দিল বলা যেতেই পারে ৷ কারণ, লিয়েন্ডার পেজ হয়তো এই প্রথম রাজনীতির ময়দানে পা দিলেন, কিন্তু তিনি সারা দেশের আইকন ৷ ফলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে গোয়ায় তাঁর নামও বিবেচনায় আসতে পারে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : গোয়ায় নতুন ভোর আনার প্রতিশ্রুতি মমতার

রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, গোয়া তৃণমূলে এখন একাধিক মুখ৷ লিয়েন্ডার পেজ, লুইজিনহো ফেলেরো, নাফিসা আলিরা-সহ আরও বেশ কয়েকজনের মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ থাকছে তৃণমূলের ক্ষেত্রে ৷

কিন্তু সেই সিদ্ধান্ত নিতেই হবে মমতার দলকে ৷ কারণ, নির্বাচনী রাজনীতিতে মুখের প্রয়োজন জরুরি ৷ পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তার প্রমাণ মিলেছে ৷ একদিকে মমতা ছিলেন ৷ কিন্তু অন্যদিকে বিজেপির কোনও ঘোষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন না ৷ ফলে তার ফল ভুগেছে গেরুয়া শিবির ৷

আরও পড়ুন : leander Paes joins TMC : লিয়েন্ডারকে দলে টেনে গোয়া সফরে বড় চমক মমতার

তাছাড়া পাঁচ বছর আগে গোয়ায় মুখ্যমন্ত্রিত্ব নিয়ে গোলমাল বেঁধেছিল ৷ 2017 সালে যখন সেখানে বিজেপি ক্ষমতায় আসে, তখন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরকে মুখ্যমন্ত্রী চেয়ে বেঁকে বসেছিল বিজেপির জোট শরিকরা ৷ শেষ পর্যন্ত মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে গোয়ার দায়িত্ব নিয়েছিলেন তিনি ৷

তাঁর প্রয়াণের পর প্রমোদ সাওয়ান্তকে মুখ্যমন্ত্রী করে বিজেপি ৷ তিনি শুরু থেকে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর দফতরে নিজের চেয়ারের পাশে পর্রীকরের ছবি রাখেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : আমি গোয়ায় আসায় বিজেপি ভয় পেয়েছে : মমতা

রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, সেই কারণে গোয়ার ভোটে ভালো ফল করতে গেলে এখনই তৃণমূলকে বেছে নিতে হবে কোনও মুখ ৷ যাঁকে সামনে রেখে কয়েকমাস পর ভোটের ময়দানে নামা যাবে ৷ কিন্তু কে হবেন সেই নেতা, লিয়েন্ডার নাকি লুইজিনহো, সেটাই এখন দেখার !

কলকাতা, 29 অক্টোবর : বাংলার মেয়ের হাতে তৈরি রাজনৈতিক দল এবার জাতীয়স্তরে শাখা-প্রশাখা বিস্তার করতে শুরু করেছে ৷ কিন্তু বাংলায় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই ভোটের বাজি বারবার জিতছে তৃণমূল কংগ্রেস ৷ অন্য রাজ্যে কী হবে ? কে হবেন ঘাসফুলের শিবিরের মুখ ? এই প্রশ্নগুলি উঠতে শুরু করেছে ৷

শুক্রবার এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন স্বয়ং তৃণমূল নেত্রী ৷ তাঁকে প্রশ্ন করা হয়, গোয়ায় তাঁর দলের মুখ কে হতে চলেছেন ? কৌশলী রাজনীতিক মমতা সরাসরি উত্তর দেননি ৷ বরং জানিয়েছেন, একাধিক নতুন তারকা তৃণমূলে যোগ দিয়েছেন ৷ আগামিদিনেও যোগ দেবেন ৷ তাই এই নিয়ে সিদ্ধান্ত ভবিষ্যতে নেওয়া হবে ৷

আরও পড়ুন : Mamata in Goa: দিল্লির অঙ্গুলিহেলনে নয়, গোয়া চালাবে সেখানকার মানুষ : মমতা

এখানে উল্লেখ করা প্রয়োজন গোয়ায় ইতিমধ্য়েই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন লুইজিনহো ফেলেরো ৷ তিনি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ৷ ফলে আগামিদিনে গোয়ায় ঘাসফুল শিবিরের মুখ হওয়ার তিনি অন্যতম দাবিদার ৷

কিন্তু শুক্রবার তৃণমূলে লিয়েন্ডার পেজের অন্তর্ভুক্তি প্রতিযোগিতা আরও বাড়িয়ে দিল বলা যেতেই পারে ৷ কারণ, লিয়েন্ডার পেজ হয়তো এই প্রথম রাজনীতির ময়দানে পা দিলেন, কিন্তু তিনি সারা দেশের আইকন ৷ ফলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে গোয়ায় তাঁর নামও বিবেচনায় আসতে পারে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : গোয়ায় নতুন ভোর আনার প্রতিশ্রুতি মমতার

রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, গোয়া তৃণমূলে এখন একাধিক মুখ৷ লিয়েন্ডার পেজ, লুইজিনহো ফেলেরো, নাফিসা আলিরা-সহ আরও বেশ কয়েকজনের মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ থাকছে তৃণমূলের ক্ষেত্রে ৷

কিন্তু সেই সিদ্ধান্ত নিতেই হবে মমতার দলকে ৷ কারণ, নির্বাচনী রাজনীতিতে মুখের প্রয়োজন জরুরি ৷ পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তার প্রমাণ মিলেছে ৷ একদিকে মমতা ছিলেন ৷ কিন্তু অন্যদিকে বিজেপির কোনও ঘোষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন না ৷ ফলে তার ফল ভুগেছে গেরুয়া শিবির ৷

আরও পড়ুন : leander Paes joins TMC : লিয়েন্ডারকে দলে টেনে গোয়া সফরে বড় চমক মমতার

তাছাড়া পাঁচ বছর আগে গোয়ায় মুখ্যমন্ত্রিত্ব নিয়ে গোলমাল বেঁধেছিল ৷ 2017 সালে যখন সেখানে বিজেপি ক্ষমতায় আসে, তখন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরকে মুখ্যমন্ত্রী চেয়ে বেঁকে বসেছিল বিজেপির জোট শরিকরা ৷ শেষ পর্যন্ত মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে গোয়ার দায়িত্ব নিয়েছিলেন তিনি ৷

তাঁর প্রয়াণের পর প্রমোদ সাওয়ান্তকে মুখ্যমন্ত্রী করে বিজেপি ৷ তিনি শুরু থেকে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর দফতরে নিজের চেয়ারের পাশে পর্রীকরের ছবি রাখেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : আমি গোয়ায় আসায় বিজেপি ভয় পেয়েছে : মমতা

রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, সেই কারণে গোয়ার ভোটে ভালো ফল করতে গেলে এখনই তৃণমূলকে বেছে নিতে হবে কোনও মুখ ৷ যাঁকে সামনে রেখে কয়েকমাস পর ভোটের ময়দানে নামা যাবে ৷ কিন্তু কে হবেন সেই নেতা, লিয়েন্ডার নাকি লুইজিনহো, সেটাই এখন দেখার !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.