ETV Bharat / bharat

TMC Attacked inTripura: ত্রিপুরায় এবার আক্রান্ত তৃণমূল সাংসদ সুস্মিতা দেব - তৃণমূল কংগ্রেস ত্রিপুরা

শুক্রবার ত্রিপুরায় প্রচারে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) ৷ বিজেপি এই আক্রমণ চালিয়েছে বলে তাঁর অভিযোগ ৷

TMC Tripura Attack
ত্রিপুরায় এবার আক্রান্ত সুস্মিতা দেব
author img

By

Published : Oct 22, 2021, 3:23 PM IST

Updated : Oct 22, 2021, 4:16 PM IST

কলকাতা, 22 অক্টোবর : ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল ৷ এবার আক্রান্ত হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) । শুক্রবার প্রচার অভিযানে গিয়ে আক্রান্ত হন তিনি । সুস্মিতার অভিযোগ, "এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে । ত্রিপুরায় বিজেপি বিপ্লব দেব সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে । তাই নির্বিচারে একের পর এক হামলার ঘটনা ঘটাচ্ছে ।" ইতিমধ্যেই ঘটনার নিন্দা করে টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷

জানা গিয়েছে, এদিন দুপুর দেড়টা নাগাদ তাঁর গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরার আমতালি থানায় অভিযোগ জানিয়েছেন সাংসদ ৷ এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব যখন 'ত্রিপুরার জন্য তৃণমূল'-এর জন্য একটি গাড়িতে প্রচার চালাচ্ছিলেন, তখন আমতালি বাজারের কাছে তাঁর গাড়ি লক্ষ করে আক্রমণ চালানো হয় ৷ শারীরিকভাবে আহত হয়েছেন সুস্মিতা দেব ৷

শুক্রবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনটি দলে ভাগ হয়ে ত্রিপুরার আটটি জেলায় জনসংযোগে নেমেছে তৃণমূল । আমতালিতে এই কর্মসূচিতে ছিলেন রাজ্যসভার সাংসদ ৷ সেই সময় তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় । আক্রান্ত হন সাংসদের সঙ্গে থাকা তৃণমূল কর্মীরাও । সাংসদের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি ।

ত্রিপুরায় প্রচারে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব

এদিন এই ঘটনার পর তৃণমূল সাংসদ ইটিভি ভারতকে ফোনে বলেন, "আচমকাই এই ঘটনা ঘটানো হয়েছে । এই ঘটনা থেকেই প্রমাণিত ত্রিপুরায় আইনের শাসন বলে কিছু নেই । বিপ্লব দেবের নেতৃত্বে এখানে জঙ্গল রাজ চলছে ।" এদিন তিনি প্রশ্ন তুলেছেন, "যদি বহিরাগত নেতাদের সঙ্গে এরকম হয় তাহলে ত্রিপুরার জনগণের নিরাপত্তার কোথায় ?"

TMC Tripura Attack
থানায় সাংসদের দায়ের করা অভিযোগপত্র

এই ঘটনার পর তৃণমূলের উপর সুপরিকল্পিত হামলা নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এনিয়ে তিনি টুইট করেছেন ৷ তাতে বিপ্লব দেব সরকারের তীব্র নিন্দা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

আরও পড়ুন : TMC in Tripura : ‘ত্রিপুরার জন্য তৃণমূল’, পড়শি রাজ্যে জোড়াফুল ফোটাতে মন্ত্র পিকে-র

কলকাতা, 22 অক্টোবর : ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল ৷ এবার আক্রান্ত হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) । শুক্রবার প্রচার অভিযানে গিয়ে আক্রান্ত হন তিনি । সুস্মিতার অভিযোগ, "এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে । ত্রিপুরায় বিজেপি বিপ্লব দেব সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে । তাই নির্বিচারে একের পর এক হামলার ঘটনা ঘটাচ্ছে ।" ইতিমধ্যেই ঘটনার নিন্দা করে টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷

জানা গিয়েছে, এদিন দুপুর দেড়টা নাগাদ তাঁর গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরার আমতালি থানায় অভিযোগ জানিয়েছেন সাংসদ ৷ এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব যখন 'ত্রিপুরার জন্য তৃণমূল'-এর জন্য একটি গাড়িতে প্রচার চালাচ্ছিলেন, তখন আমতালি বাজারের কাছে তাঁর গাড়ি লক্ষ করে আক্রমণ চালানো হয় ৷ শারীরিকভাবে আহত হয়েছেন সুস্মিতা দেব ৷

শুক্রবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনটি দলে ভাগ হয়ে ত্রিপুরার আটটি জেলায় জনসংযোগে নেমেছে তৃণমূল । আমতালিতে এই কর্মসূচিতে ছিলেন রাজ্যসভার সাংসদ ৷ সেই সময় তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় । আক্রান্ত হন সাংসদের সঙ্গে থাকা তৃণমূল কর্মীরাও । সাংসদের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি ।

ত্রিপুরায় প্রচারে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব

এদিন এই ঘটনার পর তৃণমূল সাংসদ ইটিভি ভারতকে ফোনে বলেন, "আচমকাই এই ঘটনা ঘটানো হয়েছে । এই ঘটনা থেকেই প্রমাণিত ত্রিপুরায় আইনের শাসন বলে কিছু নেই । বিপ্লব দেবের নেতৃত্বে এখানে জঙ্গল রাজ চলছে ।" এদিন তিনি প্রশ্ন তুলেছেন, "যদি বহিরাগত নেতাদের সঙ্গে এরকম হয় তাহলে ত্রিপুরার জনগণের নিরাপত্তার কোথায় ?"

TMC Tripura Attack
থানায় সাংসদের দায়ের করা অভিযোগপত্র

এই ঘটনার পর তৃণমূলের উপর সুপরিকল্পিত হামলা নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এনিয়ে তিনি টুইট করেছেন ৷ তাতে বিপ্লব দেব সরকারের তীব্র নিন্দা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

আরও পড়ুন : TMC in Tripura : ‘ত্রিপুরার জন্য তৃণমূল’, পড়শি রাজ্যে জোড়াফুল ফোটাতে মন্ত্র পিকে-র

Last Updated : Oct 22, 2021, 4:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.