নয়াদিল্লি, 30 জানুয়ারি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মানচিত্রে জম্মু-কাশ্মীরের অবস্থান বিকৃত করে দেখানো হচ্ছে, এমনই অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন ৷ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন তিনি (TMC MP Santanu Sen Writes letter to PM Narendra Modi) ৷
চিঠিতে তিনি লিখেছেন, ভারতের অংশ জম্মু-কাশ্মীরকে হু'র মানচিত্রে পাকিস্তান ও চিনের অংশ বলে দেখানো হচ্ছে ৷ বিষয়টিকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় দাবি করে দ্রুত কেন্দ্র সরকারের এই বিষয়ে পদক্ষেপ করা উচিত বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি ৷
আরও পড়ুন : করোনামুক্ত সুরসম্রাজ্ঞী লতা, প্রয়োজন পড়ছে না ভেন্টিলেটরের
-
TMC MP Dr Santanu Sen writes to PM Modi citing that "Jammu and Kashmir is being shown as a part of China and Pakistan in the world map in the site of WHO Covid 19. int" pic.twitter.com/RlzJwPjK4F
— ANI (@ANI) January 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">TMC MP Dr Santanu Sen writes to PM Modi citing that "Jammu and Kashmir is being shown as a part of China and Pakistan in the world map in the site of WHO Covid 19. int" pic.twitter.com/RlzJwPjK4F
— ANI (@ANI) January 30, 2022TMC MP Dr Santanu Sen writes to PM Modi citing that "Jammu and Kashmir is being shown as a part of China and Pakistan in the world map in the site of WHO Covid 19. int" pic.twitter.com/RlzJwPjK4F
— ANI (@ANI) January 30, 2022
চিঠিতে শান্তনু সেন জানিয়েছেন, কোভিড পরিস্থিতি জানতে এদিন তিনি যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাইটে যান, তখন দেখেন, একটি বিশ্ব মানচিত্র দেখা যাচ্ছে ৷ মানচিত্রে ভারতকে নীল রংয়ে দেখানো হলেও জম্মু-কাশ্মীরকে অন্য দুই রংয়ে দেখানো হচ্ছে ৷ শান্তনু লিখেছেন, যখন ওই নীল মানচিত্রে ক্লিক করা হচ্ছে তখন সেখানে ভারতের কোভিড তথ্য দেখাচ্ছে ৷ কিন্তু ভিন্ন রংয়ের জম্মু-কাশ্মীরের মানচিত্রে ক্লিক করলে সেখানে একটি অংশে পাকিস্তানের ও আরেকটি অংশে চিনের তথ্য দেওয়া হচ্ছে ৷ ভারতের মূল মানচিত্রে অরুণাচল প্রদেশকেও আলাদাভাবে দেখানো হয়েছে বলে শান্তনুর দাবি ৷