ETV Bharat / bharat

TMC MP'S Letter PM Modi : হু'র মানচিত্রে জম্মু-কাশ্মীর নিয়ে বিতর্ক, প্রধানমন্ত্রীকে চিঠি সাংসদ শান্তনু সেনের - TMC MP Santanu Sen Writes letter to PM Narendra Modi against the wrong display of jammu and kashmir in WHO map

চিঠিতে বিষয়টিকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু (Serious International Issue) বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ ৷

WHO map controversy
হু'র মানচিত্রে জম্মু-কাশ্মীরকে চিন-পাকিস্তানের অংশ বলে দাবি
author img

By

Published : Jan 30, 2022, 9:44 PM IST

নয়াদিল্লি, 30 জানুয়ারি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মানচিত্রে জম্মু-কাশ্মীরের অবস্থান বিকৃত করে দেখানো হচ্ছে, এমনই অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন ৷ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন তিনি (TMC MP Santanu Sen Writes letter to PM Narendra Modi) ৷

চিঠিতে তিনি লিখেছেন, ভারতের অংশ জম্মু-কাশ্মীরকে হু'র মানচিত্রে পাকিস্তান ও চিনের অংশ বলে দেখানো হচ্ছে ৷ বিষয়টিকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় দাবি করে দ্রুত কেন্দ্র সরকারের এই বিষয়ে পদক্ষেপ করা উচিত বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি ৷

আরও পড়ুন : করোনামুক্ত সুরসম্রাজ্ঞী লতা, প্রয়োজন পড়ছে না ভেন্টিলেটরের

চিঠিতে শান্তনু সেন জানিয়েছেন, কোভিড পরিস্থিতি জানতে এদিন তিনি যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাইটে যান, তখন দেখেন, একটি বিশ্ব মানচিত্র দেখা যাচ্ছে ৷ মানচিত্রে ভারতকে নীল রংয়ে দেখানো হলেও জম্মু-কাশ্মীরকে অন্য দুই রংয়ে দেখানো হচ্ছে ৷ শান্তনু লিখেছেন, যখন ওই নীল মানচিত্রে ক্লিক করা হচ্ছে তখন সেখানে ভারতের কোভিড তথ্য দেখাচ্ছে ৷ কিন্তু ভিন্ন রংয়ের জম্মু-কাশ্মীরের মানচিত্রে ক্লিক করলে সেখানে একটি অংশে পাকিস্তানের ও আরেকটি অংশে চিনের তথ্য দেওয়া হচ্ছে ৷ ভারতের মূল মানচিত্রে অরুণাচল প্রদেশকেও আলাদাভাবে দেখানো হয়েছে বলে শান্তনুর দাবি ৷

নয়াদিল্লি, 30 জানুয়ারি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মানচিত্রে জম্মু-কাশ্মীরের অবস্থান বিকৃত করে দেখানো হচ্ছে, এমনই অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন ৷ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন তিনি (TMC MP Santanu Sen Writes letter to PM Narendra Modi) ৷

চিঠিতে তিনি লিখেছেন, ভারতের অংশ জম্মু-কাশ্মীরকে হু'র মানচিত্রে পাকিস্তান ও চিনের অংশ বলে দেখানো হচ্ছে ৷ বিষয়টিকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় দাবি করে দ্রুত কেন্দ্র সরকারের এই বিষয়ে পদক্ষেপ করা উচিত বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি ৷

আরও পড়ুন : করোনামুক্ত সুরসম্রাজ্ঞী লতা, প্রয়োজন পড়ছে না ভেন্টিলেটরের

চিঠিতে শান্তনু সেন জানিয়েছেন, কোভিড পরিস্থিতি জানতে এদিন তিনি যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাইটে যান, তখন দেখেন, একটি বিশ্ব মানচিত্র দেখা যাচ্ছে ৷ মানচিত্রে ভারতকে নীল রংয়ে দেখানো হলেও জম্মু-কাশ্মীরকে অন্য দুই রংয়ে দেখানো হচ্ছে ৷ শান্তনু লিখেছেন, যখন ওই নীল মানচিত্রে ক্লিক করা হচ্ছে তখন সেখানে ভারতের কোভিড তথ্য দেখাচ্ছে ৷ কিন্তু ভিন্ন রংয়ের জম্মু-কাশ্মীরের মানচিত্রে ক্লিক করলে সেখানে একটি অংশে পাকিস্তানের ও আরেকটি অংশে চিনের তথ্য দেওয়া হচ্ছে ৷ ভারতের মূল মানচিত্রে অরুণাচল প্রদেশকেও আলাদাভাবে দেখানো হয়েছে বলে শান্তনুর দাবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.