ETV Bharat / bharat

ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে যা বলার এথিক্স কমিটির রিপোর্ট পেশের পরই বলতে চান মহুয়া মৈত্র - লোকসভার এথিক্স কমিটি

TMC MP Mahua Moitra on Ethics Committee Report: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে এখনও কোনও রিপোর্ট পেশ করেনি লোকসভার এথিক্স কমিটি ৷ তাই এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন, এ দিন জানিয়েছেন তিনি ৷

Mahua Moitra
Mahua Moitra
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 5:08 PM IST

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: শীতকালীন অধিবেশন সোমবার শুরু হল সংসদে ৷ প্রথমদিন স্বমহিমায় হাজির ছিলেন কৃষ্ণনগরের সাংসদ তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ৷ তবে তিনি এ দিন ঘুষ নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত বিতর্কের কোনও জবাব দিতে চাননি ৷ তিনি জানিয়েছেন, লোকসভার এথিক্স কমিটি আগে ওই রিপোর্ট পেশ করুক ৷ তার পর তিনি এই বিষয়ে মন্তব্য করবেন ৷

তিনি বলেন, "যখন এটা (সংসদে) পেশ করা হয়নি, তখন আমি কী বলব ? যদি তারা পেশ করত, আমি কিছু বলতাম । তারা যখন পেশ করবে, তখন আমি কথা বলব... ৷"

উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ প্রথম তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ নিশকান্তের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে লোকসভার এথিক্স কমিটি ৷ সেই কমিটির রিপোর্ট চলতি শীতকালীন অধিবেশনেই লোকসভায় পেশ হওয়ার কথা ৷

যদিও তার আগেও সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছে যে এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের কথা বলে রিপোর্ট তৈরি করেছে ৷ লোকসভায় রিপোর্ট পেশের সময় কমিটির চেয়ারম্যান সেই সুপারিশই করবেন ৷ এই প্রসঙ্গে নিশিকান্ত দুবে জানিয়েছেন যে তিনি এথিক্স কমিটির রিপোর্টের বিষয়ে কিছুই জানেন না ৷

তিনি বলেন, ‘‘...প্রতিবেদন পেশ করা হোক । রিপোর্টে কি উল্লেখ আছে, আমি জানি না...আমার যা বলার ছিল, আমি এথিক্স কমিটির সামনে বলেছি...রিপোর্ট পেশ করার পরই আমি মন্তব্য করতে পারব । বেলা 12 টার পর রিপোর্ট পেশ করা হবে... রিপোর্ট কীভাবে ফাঁস হল আমি জানি না, আমার মনে হয় অধীর রঞ্জন চৌধুরী ফাঁস করেছেন... ৷’’ শেষ খবর পাওয়া পর্যন্ত রিপোর্ট পেশ হয়নি লোকসভায় ৷

লোকসভায় পেশের আগে খসড়া রিপোর্ট অধ্যক্ষ ওম বিড়লার কাছে আগেই কমিটির তরফে পেশ করা হয়েছে ৷ সূত্রের খবর, অত্যন্ত আপত্তিকর, অনৈতিক, জঘন্য এবং অপরাধমূলক আচরণের জন্য মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ করে ওই 500 পাতার রিপোর্টটি তৈরি করা হয়েছে ৷

যদিও বহুজন সমাজপার্টির সাংসদ দানিশ আলি, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী-সহ অনেক বিরোধী নেতাই এই বহিষ্কারের সুপারিশের বিপক্ষে সরব হয়েছেন ৷ দানিশ আলি বলেন, "এথিক্স কমিটির রিপোর্ট নিয়মের বিরুদ্ধে ৷ মহুয়া মৈত্রের জবানবন্দি অসম্পূর্ণ । তাই, আমরা অন্তত হাউজে আলোচনার দাবি জানাচ্ছি । আমরা স্পিকারের কাছেও লিখেছি, কীভাবে একজন সদস্যের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত সুপারিশ হতে পারে । নিয়ম-কানুন মানতে কেউ প্রস্তুত নয়... ৷"

এই নিয়ে অধীর চৌধুরী বলেন, "এ ধরনের বহিষ্কার করা উচিত নয় বলে আমরা বিরোধিতা করব । আমরা চিঠি লিখেছি এবং বলেছি সংসদের বিষয়গুলো সংসদের মধ্যেই মোকাবিলা করা উচিত... ৷"

সংবাদসংস্থা - এএনআই

আরও পড়ুন:

  1. মহুয়া মৈত্রকে বহিষ্কার অত্যন্ত গুরুতর শাস্তি হতে পারে, লোকসভার অধ্যক্ষকে চিঠি অধীরের
  2. সংসদকে অসম্মান করেছে তৃণমূল, নাম না-করে মহুয়াকে তুলোধনা শাহের
  3. সিবিআই এসে আমার জুতো গুনুক, লোকপালের সিদ্ধান্তে প্রতিক্রিয়া মহুয়ার

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: শীতকালীন অধিবেশন সোমবার শুরু হল সংসদে ৷ প্রথমদিন স্বমহিমায় হাজির ছিলেন কৃষ্ণনগরের সাংসদ তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ৷ তবে তিনি এ দিন ঘুষ নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত বিতর্কের কোনও জবাব দিতে চাননি ৷ তিনি জানিয়েছেন, লোকসভার এথিক্স কমিটি আগে ওই রিপোর্ট পেশ করুক ৷ তার পর তিনি এই বিষয়ে মন্তব্য করবেন ৷

তিনি বলেন, "যখন এটা (সংসদে) পেশ করা হয়নি, তখন আমি কী বলব ? যদি তারা পেশ করত, আমি কিছু বলতাম । তারা যখন পেশ করবে, তখন আমি কথা বলব... ৷"

উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ প্রথম তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ নিশকান্তের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে লোকসভার এথিক্স কমিটি ৷ সেই কমিটির রিপোর্ট চলতি শীতকালীন অধিবেশনেই লোকসভায় পেশ হওয়ার কথা ৷

যদিও তার আগেও সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছে যে এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের কথা বলে রিপোর্ট তৈরি করেছে ৷ লোকসভায় রিপোর্ট পেশের সময় কমিটির চেয়ারম্যান সেই সুপারিশই করবেন ৷ এই প্রসঙ্গে নিশিকান্ত দুবে জানিয়েছেন যে তিনি এথিক্স কমিটির রিপোর্টের বিষয়ে কিছুই জানেন না ৷

তিনি বলেন, ‘‘...প্রতিবেদন পেশ করা হোক । রিপোর্টে কি উল্লেখ আছে, আমি জানি না...আমার যা বলার ছিল, আমি এথিক্স কমিটির সামনে বলেছি...রিপোর্ট পেশ করার পরই আমি মন্তব্য করতে পারব । বেলা 12 টার পর রিপোর্ট পেশ করা হবে... রিপোর্ট কীভাবে ফাঁস হল আমি জানি না, আমার মনে হয় অধীর রঞ্জন চৌধুরী ফাঁস করেছেন... ৷’’ শেষ খবর পাওয়া পর্যন্ত রিপোর্ট পেশ হয়নি লোকসভায় ৷

লোকসভায় পেশের আগে খসড়া রিপোর্ট অধ্যক্ষ ওম বিড়লার কাছে আগেই কমিটির তরফে পেশ করা হয়েছে ৷ সূত্রের খবর, অত্যন্ত আপত্তিকর, অনৈতিক, জঘন্য এবং অপরাধমূলক আচরণের জন্য মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ করে ওই 500 পাতার রিপোর্টটি তৈরি করা হয়েছে ৷

যদিও বহুজন সমাজপার্টির সাংসদ দানিশ আলি, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী-সহ অনেক বিরোধী নেতাই এই বহিষ্কারের সুপারিশের বিপক্ষে সরব হয়েছেন ৷ দানিশ আলি বলেন, "এথিক্স কমিটির রিপোর্ট নিয়মের বিরুদ্ধে ৷ মহুয়া মৈত্রের জবানবন্দি অসম্পূর্ণ । তাই, আমরা অন্তত হাউজে আলোচনার দাবি জানাচ্ছি । আমরা স্পিকারের কাছেও লিখেছি, কীভাবে একজন সদস্যের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত সুপারিশ হতে পারে । নিয়ম-কানুন মানতে কেউ প্রস্তুত নয়... ৷"

এই নিয়ে অধীর চৌধুরী বলেন, "এ ধরনের বহিষ্কার করা উচিত নয় বলে আমরা বিরোধিতা করব । আমরা চিঠি লিখেছি এবং বলেছি সংসদের বিষয়গুলো সংসদের মধ্যেই মোকাবিলা করা উচিত... ৷"

সংবাদসংস্থা - এএনআই

আরও পড়ুন:

  1. মহুয়া মৈত্রকে বহিষ্কার অত্যন্ত গুরুতর শাস্তি হতে পারে, লোকসভার অধ্যক্ষকে চিঠি অধীরের
  2. সংসদকে অসম্মান করেছে তৃণমূল, নাম না-করে মহুয়াকে তুলোধনা শাহের
  3. সিবিআই এসে আমার জুতো গুনুক, লোকপালের সিদ্ধান্তে প্রতিক্রিয়া মহুয়ার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.