ETV Bharat / bharat

Mahua Moitra Tweet: তাঁর বন্ধুদের ইডি-সিবিআইয়ের ভয় দেখাচ্ছে মিস্টার এ, কার দিকে ইঙ্গিত মহুয়ার ? - মোদি সরকার

তাঁর বন্ধুদের ইডি-সিবিআইয়ের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra) ৷ তাঁর কণ্ঠরোধ রোধ করতেই এই ভয় দেখানো হচ্ছে বলে তাঁর অভিযোগ ৷

Mahua Moitra Tweet
Mahua Moitra Tweet
author img

By

Published : Mar 22, 2023, 1:13 PM IST

Updated : Mar 22, 2023, 3:38 PM IST

কলকাতা, 22 মার্চ: তাঁর কণ্ঠরোধ করতে হুমকি দেওয়া হচ্ছে বলে বুধবার অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra) ৷ এদিন টুইট করে তিনি এই অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, সরাসরি তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া হচ্ছে না ৷ হুমকি দেওয়া হচ্ছে তাঁর বন্ধুদের ৷ তিনি চুপ না-করলে তাঁর বন্ধুদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে সিবিআই (CBI) ও ইডি (ED) দিয়ে অভিযান চালানো হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে ৷

ওই টুইটে মহেশ রেড্ডি নামে এক ব্যক্তির নাম উল্লেখ করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ টুইটেই ওই মহেশ রেড্ডির উদ্দেশ্য়ে তিনি লিখেছেন, ‘‘জনৈক মহেশ রেড্ডিকে আমি বলছি যে এই ধরনের সস্তা মাফিয়া কৌশল নেওয়া বন্ধ করতে ৷ না-হলে আমি তাঁর কাছে ইডি ও সিবিআই-এর দল তল্লাশি অভিযানের জন্য পাঠাতে বলব ৷’’

প্রসঙ্গত, কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে বরাবরই সরব মহুয়া ৷ সংসদের ভিতরে হোক বা বাইরে, বিভিন্ন ইস্যুতে বিজেপি (BJP) ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁকে তীক্ষ্ণ সমালোচনা করতে দেখা যায় ৷ চলতি বছরের বাজেট অধিবেশনের প্রথম ও দ্বিতীয় পর্বে তাঁকে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ৷ প্রতিটি ক্ষেত্রেই তিনি আওয়াজ তুলেছেন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ৷

Mahua Moitra Tweet
তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর টুইট

কারণ, চলতি বছরের জানুয়ারির শেষের দিকে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানিদের নিয়ে একটি রিপোর্ট পেশ করে (Hindenburg Report on Adani Group) ৷ ওই রিপোর্টে দাবি করা হয় যে আদানিরা শেয়াররের দরে জালিয়াতি করছে ৷ আদানিদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ পালটা সমালোচনা করা হয়েছে হিন্ডেনবার্গের ৷

কিন্তু এই নিয়ে বিরোধীরা সরব হয় কেন্দ্রের বিরুদ্ধে ৷ বাজেট অধিবেশনের প্রথম পর্ব অচল করে দেয় বিরোধীরা ৷ রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাব নিয়ে বলতে উঠেও বিরোধী সাংসদ আদানি ইস্যুতে মোদি সরকারকে বিঁধেছিল (Oppositions Slam Centre on Adani Issue) ৷ মহুয়া মৈত্রও কড়া সমালোচনা করেছিলেন ৷ এছাড়া এই নিয়ে নিয়মিত টুইট করতে দেখা যায় তৃণমূলের এই সাংসদকে ৷ ফলে এই নিয়ে তাঁকে চুপ করে যেতে বলা হচ্ছে বলে ইঙ্গিত করেছেন মহুয়া ৷

কিন্তু কে হুমকি দিচ্ছে, সেই বিষয়টি স্পষ্ট করেননি লোকসভার এই সাংসদ ৷ শুধু টুইটে ‘মিস্টার এ’-র কথা উল্লেখ করেছেন ৷ ওয়াকিবহাল মহলের মতে, কারও নাম বা পদবিতে এ অক্ষরটি রয়েছে, এমন কাউকে বোঝাতে চেয়েছেন মহুয়া ৷ ঘটনাচক্রে শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) পদবিতেও এ অক্ষরটি রয়েছে ৷ তাহলে কি মহুয়া সেই দিকেই ইঙ্গিত করেছেন ?

আরও পড়ুন: আদানি ইস্যুতে মোদিকে অস্কার খোঁচা মহুয়ার

কলকাতা, 22 মার্চ: তাঁর কণ্ঠরোধ করতে হুমকি দেওয়া হচ্ছে বলে বুধবার অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra) ৷ এদিন টুইট করে তিনি এই অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, সরাসরি তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া হচ্ছে না ৷ হুমকি দেওয়া হচ্ছে তাঁর বন্ধুদের ৷ তিনি চুপ না-করলে তাঁর বন্ধুদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে সিবিআই (CBI) ও ইডি (ED) দিয়ে অভিযান চালানো হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে ৷

ওই টুইটে মহেশ রেড্ডি নামে এক ব্যক্তির নাম উল্লেখ করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ টুইটেই ওই মহেশ রেড্ডির উদ্দেশ্য়ে তিনি লিখেছেন, ‘‘জনৈক মহেশ রেড্ডিকে আমি বলছি যে এই ধরনের সস্তা মাফিয়া কৌশল নেওয়া বন্ধ করতে ৷ না-হলে আমি তাঁর কাছে ইডি ও সিবিআই-এর দল তল্লাশি অভিযানের জন্য পাঠাতে বলব ৷’’

প্রসঙ্গত, কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে বরাবরই সরব মহুয়া ৷ সংসদের ভিতরে হোক বা বাইরে, বিভিন্ন ইস্যুতে বিজেপি (BJP) ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁকে তীক্ষ্ণ সমালোচনা করতে দেখা যায় ৷ চলতি বছরের বাজেট অধিবেশনের প্রথম ও দ্বিতীয় পর্বে তাঁকে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ৷ প্রতিটি ক্ষেত্রেই তিনি আওয়াজ তুলেছেন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ৷

Mahua Moitra Tweet
তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর টুইট

কারণ, চলতি বছরের জানুয়ারির শেষের দিকে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানিদের নিয়ে একটি রিপোর্ট পেশ করে (Hindenburg Report on Adani Group) ৷ ওই রিপোর্টে দাবি করা হয় যে আদানিরা শেয়াররের দরে জালিয়াতি করছে ৷ আদানিদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ পালটা সমালোচনা করা হয়েছে হিন্ডেনবার্গের ৷

কিন্তু এই নিয়ে বিরোধীরা সরব হয় কেন্দ্রের বিরুদ্ধে ৷ বাজেট অধিবেশনের প্রথম পর্ব অচল করে দেয় বিরোধীরা ৷ রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাব নিয়ে বলতে উঠেও বিরোধী সাংসদ আদানি ইস্যুতে মোদি সরকারকে বিঁধেছিল (Oppositions Slam Centre on Adani Issue) ৷ মহুয়া মৈত্রও কড়া সমালোচনা করেছিলেন ৷ এছাড়া এই নিয়ে নিয়মিত টুইট করতে দেখা যায় তৃণমূলের এই সাংসদকে ৷ ফলে এই নিয়ে তাঁকে চুপ করে যেতে বলা হচ্ছে বলে ইঙ্গিত করেছেন মহুয়া ৷

কিন্তু কে হুমকি দিচ্ছে, সেই বিষয়টি স্পষ্ট করেননি লোকসভার এই সাংসদ ৷ শুধু টুইটে ‘মিস্টার এ’-র কথা উল্লেখ করেছেন ৷ ওয়াকিবহাল মহলের মতে, কারও নাম বা পদবিতে এ অক্ষরটি রয়েছে, এমন কাউকে বোঝাতে চেয়েছেন মহুয়া ৷ ঘটনাচক্রে শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) পদবিতেও এ অক্ষরটি রয়েছে ৷ তাহলে কি মহুয়া সেই দিকেই ইঙ্গিত করেছেন ?

আরও পড়ুন: আদানি ইস্যুতে মোদিকে অস্কার খোঁচা মহুয়ার

Last Updated : Mar 22, 2023, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.