ETV Bharat / bharat

Jawhar Sircar on UCC Bill: 'ইউনিফর্ম সিভিল কোড বিল বিজেপিকেই বিপদে ফেলবে', হুঁশিয়ারি জহরের

রাজ্যসভায় ইউনিফর্ম সিভিল কোড বিল পেশ করেন বিজেপি সাংসদ কিরোদি লাল মীনা ৷ এই বিলের বিরোধিতা করেন তৃণমূল সাংসদ জহর সরকার, কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি (Jawhar Sircar protests against introduction of UCC Bill) ৷

Parliament
ETV Bharat
author img

By

Published : Dec 11, 2022, 8:37 AM IST

Updated : Dec 11, 2022, 8:57 AM IST

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: সংসদে শীতকালীন অধিবেশন চলছে ৷ রাজ্যসভায় বিজেপি সাংসদ কিরোদি লাল মীনা (BJP MP Kirodi Lal Meena) প্রাইভেট মেম্বার বিল 'ইউনিফর্ম সিভিল কোড' পেশ করে ৷ এতে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন ৷ বিরোধী তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এর বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে ৷ এই প্রসঙ্গে শুক্রবার রাজ্যসভায় বহু দল মোদি সরকারকে তুলোধনা করে ৷ রাজ্যসভার চেয়ারম্যান উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের কাছে এই বিল গ্রহণ না-করার আর্জি জানান বিরোধী শিবিরের নেতারা ৷ তাঁদের অভিযোগ, এই বিল প্রয়োগ করলে দেশের ধর্মনিরপেক্ষতা ধ্বংস হয়ে যাবে ৷

  • प्राइवेट मेंमर बिल के ज़रिये राज्यसभा में युनिफॉर्म सिविल कोड (UCC)लाकर भाजपा देश में अल्पसंख्यकों और आदिवासियों को प्राप्त कई सारे अधिकारों को छीनना चाहती है, आज जब इस बिल को सदन में पेश किया गया तब हमने और कॉंग्रेस के बाकी सदस्यों ने सभापति से इसे स्वीकार न करने की गुज़ारिश की। pic.twitter.com/OOKiDk5y87

    — Imran Pratapgarhi (@ShayarImran) December 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গর্জে ওঠেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও তথা তৃণমূল সাংসদ জহর সরকার, কংগ্রেসের ইমরান প্রতাপগড়ি (Imran Pratapgarhi) ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে জহর সরকার (Jawhar Sircar) বলেন, "রামজন্মভূমি এবং কাশ্মীর ইস্যুর মতোই এটা বিজেপির আরেকটা এজেন্ডা ৷ এখন ইউসিসি বিজেপির প্রধান এজেন্ডা ৷ তারা জল মাপছে ৷ দেখতে চাইছে এই বিলকে কেন্দ্র করে কতটা তোলপাড় হতে পারে ৷"

আরও পড়ুন: রামমন্দির নিয়ে সিএসআইআর-এর ভূমিকা নিয়ে বিজেপিকে নিশানা মহুয়ার

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির শাসনের সঙ্গে তুলনা টেনে তিনি আরও বলেন, "প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে ৷ যেমন, আইন মেনে ইমারেজন্সি প্রয়োগ করা হয়েছিল ৷ বহু মানুষকে গ্রেফতার করা হয়, কিন্তু তাও সেটা অন্যায্য ছিল ৷ ইন্দিরা গান্ধির সংখ্যাগরিষ্ঠতা ছিল ৷ তিনি যা চেয়েছেন, তাই করে দেখিয়েছেন ৷ তাঁকেও এর বিপরীত প্রতিক্রিয়া দেখতে হয়েছে এবং আমরা সবাই জানি তারপর কী হয়েছে ৷ একইভাবে, ইউসিসিও (Uniform Civil Code Bill) বিজেপিকে বিপদে ফেলবে ৷"

জহর সরকার এই বিলকে 'অসাংবিধানিক', 'অনৈতিক', 'ধর্মনিরপেক্ষতা-বিরোধী' বলে আখ্যা দেন ৷ টুইট করে এই প্রাক্তন আমলা লেখেন, "'কমল সিভিল কোড বিল' নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান কী, তা আজ আমি রাজ্যসভায় জানিয়েছি ৷ এটা সম্পূর্ণরূপে 'অসাংবিধানিক', 'অনৈতিক', 'ধর্মনিরপেক্ষতা-বিরোধী' ৷ তারা জল মাপছে ৷ বিপজ্জনক খেলা খেলছে ৷ ধর্মনিরপেক্ষ এবং বহু ধর্ম, সংস্কৃতির ভারতে এটা একটা আঘাত ৷"

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: সংসদে শীতকালীন অধিবেশন চলছে ৷ রাজ্যসভায় বিজেপি সাংসদ কিরোদি লাল মীনা (BJP MP Kirodi Lal Meena) প্রাইভেট মেম্বার বিল 'ইউনিফর্ম সিভিল কোড' পেশ করে ৷ এতে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন ৷ বিরোধী তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এর বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে ৷ এই প্রসঙ্গে শুক্রবার রাজ্যসভায় বহু দল মোদি সরকারকে তুলোধনা করে ৷ রাজ্যসভার চেয়ারম্যান উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের কাছে এই বিল গ্রহণ না-করার আর্জি জানান বিরোধী শিবিরের নেতারা ৷ তাঁদের অভিযোগ, এই বিল প্রয়োগ করলে দেশের ধর্মনিরপেক্ষতা ধ্বংস হয়ে যাবে ৷

  • प्राइवेट मेंमर बिल के ज़रिये राज्यसभा में युनिफॉर्म सिविल कोड (UCC)लाकर भाजपा देश में अल्पसंख्यकों और आदिवासियों को प्राप्त कई सारे अधिकारों को छीनना चाहती है, आज जब इस बिल को सदन में पेश किया गया तब हमने और कॉंग्रेस के बाकी सदस्यों ने सभापति से इसे स्वीकार न करने की गुज़ारिश की। pic.twitter.com/OOKiDk5y87

    — Imran Pratapgarhi (@ShayarImran) December 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গর্জে ওঠেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও তথা তৃণমূল সাংসদ জহর সরকার, কংগ্রেসের ইমরান প্রতাপগড়ি (Imran Pratapgarhi) ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে জহর সরকার (Jawhar Sircar) বলেন, "রামজন্মভূমি এবং কাশ্মীর ইস্যুর মতোই এটা বিজেপির আরেকটা এজেন্ডা ৷ এখন ইউসিসি বিজেপির প্রধান এজেন্ডা ৷ তারা জল মাপছে ৷ দেখতে চাইছে এই বিলকে কেন্দ্র করে কতটা তোলপাড় হতে পারে ৷"

আরও পড়ুন: রামমন্দির নিয়ে সিএসআইআর-এর ভূমিকা নিয়ে বিজেপিকে নিশানা মহুয়ার

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির শাসনের সঙ্গে তুলনা টেনে তিনি আরও বলেন, "প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে ৷ যেমন, আইন মেনে ইমারেজন্সি প্রয়োগ করা হয়েছিল ৷ বহু মানুষকে গ্রেফতার করা হয়, কিন্তু তাও সেটা অন্যায্য ছিল ৷ ইন্দিরা গান্ধির সংখ্যাগরিষ্ঠতা ছিল ৷ তিনি যা চেয়েছেন, তাই করে দেখিয়েছেন ৷ তাঁকেও এর বিপরীত প্রতিক্রিয়া দেখতে হয়েছে এবং আমরা সবাই জানি তারপর কী হয়েছে ৷ একইভাবে, ইউসিসিও (Uniform Civil Code Bill) বিজেপিকে বিপদে ফেলবে ৷"

জহর সরকার এই বিলকে 'অসাংবিধানিক', 'অনৈতিক', 'ধর্মনিরপেক্ষতা-বিরোধী' বলে আখ্যা দেন ৷ টুইট করে এই প্রাক্তন আমলা লেখেন, "'কমল সিভিল কোড বিল' নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান কী, তা আজ আমি রাজ্যসভায় জানিয়েছি ৷ এটা সম্পূর্ণরূপে 'অসাংবিধানিক', 'অনৈতিক', 'ধর্মনিরপেক্ষতা-বিরোধী' ৷ তারা জল মাপছে ৷ বিপজ্জনক খেলা খেলছে ৷ ধর্মনিরপেক্ষ এবং বহু ধর্ম, সংস্কৃতির ভারতে এটা একটা আঘাত ৷"

Last Updated : Dec 11, 2022, 8:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.