ETV Bharat / bharat

Anubrata Mandal JC: গরুপাচার মামলায় 4 মে পর্যন্ত অনুব্রতর জেল হেফাজত - এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ বাড়ল ৷ সোমবার দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট তাঁকে 4 মে পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে ৷

Anubrata Mandal JC
Anubrata Mandal JC
author img

By

Published : May 1, 2023, 8:13 PM IST

নয়াদিল্লি, 1 মে: দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত সোমবার গরুপাচার মামলায় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেছে ৷ আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী 4 মে পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রতকে । রবিবার এই আদালত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও 12 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে ৷ তাঁকেও তিহাড় জেলেই রাখা হয়েছে ৷ ফলে গরুপাচার মামলায় গ্রেফতার হয়ে আপাতত বাবা ও মেয়ে একই জেলে বন্দি ৷

গরুপাচার মামলায় অভিযুক্ত বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গত বছরের 11 অগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই ৷ তার পর তিনি প্রথমে সিবিআই হেফাজতে 14 দিন ছিলেন ৷ সেই হেফাজতের মেয়াদ শেষ হতেই তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত ৷ সেই থেকে তিনি বন্দি ছিলেন আসানসোল বিশেষ সংশোধনাগারে ৷

গত মার্চে তাঁকে ওই জেল থেকে দিল্লিতে নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তার পর তিনি 14 দিন ইডির হেফাজতে ছিলেন ৷ সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে জেল হেফাজতে পাঠায় দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট ৷ তার পর থেকে বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার ঠাঁই হয়েছে তিহাড় জেলে ৷

যদিও গত বছরের শেষের দিকে অনুব্রতকে গ্রেফতার করে ইডি ৷ কিন্তু নানারকম আইনি জটিলতায় তাঁকে দিল্লি নিয়ে যেতে পারেনি তারা ৷ শেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডি তাঁকে গত মার্চে দিল্লি নিয়ে যায় ৷ এই টালবাহানা যখন চলছে, তখন অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে দিল্লির অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷ সেই তালিকায় অনুব্রতর মেয়েও ছিলেন ৷

অনুব্রতকে হেফাজতে নেওয়ার পর তাঁর মেয়ে সুকন্যাকে তলব করে ইডি ৷ একাধিকবার তিনি হাজিরা এড়ান ৷ শেষে গত 26 এপ্রিল তাঁকে গ্রেফতার করে ইডি ৷ সূত্রের খবর, তদন্তকারীদের সব প্রশ্নের উত্তরেই তিনি জানিয়েছেন যে তিনি কিছু জানেন না ৷ সবই তাঁর বাবা অনুব্রত মণ্ডল জানেন ৷ এই পরিস্থিতিতে আদৌ তিনি কতটা সঠিক বলছেন, তা জানতে সম্ভবত অনুব্রত ও সুকন্যা মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি ৷

আরও পড়ুন: গ্রেফতার সুকন্যা! রইল গরুপাচার তদন্তের টাইমলাইন

নয়াদিল্লি, 1 মে: দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত সোমবার গরুপাচার মামলায় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেছে ৷ আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী 4 মে পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রতকে । রবিবার এই আদালত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও 12 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে ৷ তাঁকেও তিহাড় জেলেই রাখা হয়েছে ৷ ফলে গরুপাচার মামলায় গ্রেফতার হয়ে আপাতত বাবা ও মেয়ে একই জেলে বন্দি ৷

গরুপাচার মামলায় অভিযুক্ত বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গত বছরের 11 অগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই ৷ তার পর তিনি প্রথমে সিবিআই হেফাজতে 14 দিন ছিলেন ৷ সেই হেফাজতের মেয়াদ শেষ হতেই তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত ৷ সেই থেকে তিনি বন্দি ছিলেন আসানসোল বিশেষ সংশোধনাগারে ৷

গত মার্চে তাঁকে ওই জেল থেকে দিল্লিতে নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তার পর তিনি 14 দিন ইডির হেফাজতে ছিলেন ৷ সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে জেল হেফাজতে পাঠায় দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট ৷ তার পর থেকে বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার ঠাঁই হয়েছে তিহাড় জেলে ৷

যদিও গত বছরের শেষের দিকে অনুব্রতকে গ্রেফতার করে ইডি ৷ কিন্তু নানারকম আইনি জটিলতায় তাঁকে দিল্লি নিয়ে যেতে পারেনি তারা ৷ শেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডি তাঁকে গত মার্চে দিল্লি নিয়ে যায় ৷ এই টালবাহানা যখন চলছে, তখন অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে দিল্লির অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷ সেই তালিকায় অনুব্রতর মেয়েও ছিলেন ৷

অনুব্রতকে হেফাজতে নেওয়ার পর তাঁর মেয়ে সুকন্যাকে তলব করে ইডি ৷ একাধিকবার তিনি হাজিরা এড়ান ৷ শেষে গত 26 এপ্রিল তাঁকে গ্রেফতার করে ইডি ৷ সূত্রের খবর, তদন্তকারীদের সব প্রশ্নের উত্তরেই তিনি জানিয়েছেন যে তিনি কিছু জানেন না ৷ সবই তাঁর বাবা অনুব্রত মণ্ডল জানেন ৷ এই পরিস্থিতিতে আদৌ তিনি কতটা সঠিক বলছেন, তা জানতে সম্ভবত অনুব্রত ও সুকন্যা মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি ৷

আরও পড়ুন: গ্রেফতার সুকন্যা! রইল গরুপাচার তদন্তের টাইমলাইন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.