ETV Bharat / bharat

TMC-Goa: জোড়াফুলে নাম লেখাচ্ছেন লাকি আলি! গোয়ায় প্রচার শুরু তৃণমূলের

author img

By

Published : Oct 25, 2021, 8:38 PM IST

আগামিদিনে গোয়ার অর্থনীতি, পরিকাঠামোকে আরও মজবুত করার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল ৷ খনিজক্ষেত্রকে দুর্নীতি মুক্ত করে, ভূমিপুত্রের হাতে গোয়ার শাসনভার তুলে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা ৷

TMC-Goa
জোড়াফুলে নাম লেখাচ্ছেন লাকি আলি

পঞ্জিম, 25 অক্টোবর: পরিবর্তনের বার্তা দিয়ে রাজ্যে বাম দুর্গ গুঁড়িয়ে দিয়েছিলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তা সামনে রেখেই এবার গোয়ায় জোরকদমে প্রচারে নেমে পড়ল তৃণমূল ৷ সোমবার রীতিমতো ঢাকঢোল পিটিয়ে বিরাট কর্মসূচির আয়োজন ছিল সেখানে ৷ শেষ মুহূর্তে গোয়া পুলিশ বেঁকে বসায় উৎসাহে খানিকটা ভাঁটা পড়েছিল ৷ কিন্তু সব বাধা অতিক্রম করে শেষমেশ মহা সমারোহেই সেখানে প্রচারপর্বের সূচনা করল জোড়াফুল ৷

28 অক্টোবর গোয়ায় পা রাখছেন মমতা ৷ তার আগে দলের একঝাঁক সাংসদকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন তিনি ৷ নেত্রীর বার্তা, দলের কর্মসূচি, এবং লক্ষ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাঁদের কাঁধে ৷ প্রাথমিক পর্যায়ে সেই কাজ ভাল ভাবেই উতরে দিলেন তৃণমূল নেতৃত্ব ৷ ডাক দিলেন ‘গাইঞ্চি নাভি সকাল’ অর্থাৎ পরিবর্তনের নতুন সকাল আনার ৷

আরও পড়ুন: TMC-Goa: ত্রিপুরার পুনরাবৃত্তি গোয়ায়, তৃণমূলের কর্মসূচিতে বাধা পুলিশের

তৃণমূলের জন্য এ যাবৎ সেখানে জমি তৈরির কাজ সারছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের টিম ৷ তার জন্য জনগণের ‘চার্জশিট’ তৈরি করেন তাঁরা, যাতে গোয়াবাসীর চাওয়া-পাওয়ার উল্লেখ ছিল ৷ সেই চার্জশিটে আগামিদিনে গোয়ার অর্থনীতি, পরিকাঠামোকে আরও মজবুত করার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল ৷ খনিজক্ষেত্রকে দুর্নীতি মুক্ত করে, ভূমিপুত্রের হাতে গোয়ার শাসনভার তুলে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা ৷

বিজেপিকে উৎখাত করার যে লক্ষ্য নিয়ে গোয়ায় এগোচ্ছে তৃণমূল, সেই যাত্রাপথ যে কুসুমাস্তীর্ণ হবে না, তার আঁচ ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন তৃণমূল নেতৃত্ব ৷ তবে দলের সাংসদ সৌগত রায়ের কথায়, ‘‘গোয়ার মানুষ মনস্থির করে ফেলেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ৷’’ সদ্য বিজেপি ছেড়ে জোড়াফুল শিবিরে এসে ওঠা বাবুল সুপ্রিয়ও এদিন গোয়ায় ছিলেন ৷ ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ৷ এদিন কালিকটে নিহত সিদ্ধি নাইকের বাড়িতে যান তাঁরা ৷

আরও পড়ুন: two UP congress leaders join TMC : উত্তরপ্রদেশ কংগ্রেসে ভাঙন, দুই হেভিওয়েট নেতা যোগ দিলেন তৃণমূলে

সিদ্ধির পরিবারের সঙ্গে কথা বলেন তৃণমূল নেতৃত্ব ৷ মেয়ের মৃত্যুর তদন্ত তো সঠিক ভাবে হয়ইনি, প্রতিনিয়ত পুলিশও হেনস্থা করে চলেছে বলে সেখানে তাঁদের কাছে অভিযোগ জানান সিদ্ধির পরিবারের সদস্যরা ৷ শুধু তাই নয়, প্রকৃত অপরাধীদের ধরার পরিবর্তে সিদ্ধির বাবাকেই থানায় 16 ঘণ্টা বসিয়ে রেখে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করে ওই পরিবার ৷

স্থানীয়দের এই অভাব অভিযোগকে সামনে রেখেই এগোতে চাইছে তৃণমূল ৷ মানুষের রায় তাদের পক্ষে যাক বা না যাক, বিনা যুদ্ধে বিজেপিকে মাটি ছাড়তে নারাজ তারা ৷ তাই কম সময়েই ঘর গোছানোর পালা শুরু হয়েছে ৷ তার জন্য বলিউড অভিনেত্রী বর্ষা উসগাঁওকর, নাফিসা আলি এবং প্রয়াত মাহমুদের ছেলে লাকি আলিকেও দলে আনার প্রস্তুতি শুরু হয়েছে ৷

পঞ্জিম, 25 অক্টোবর: পরিবর্তনের বার্তা দিয়ে রাজ্যে বাম দুর্গ গুঁড়িয়ে দিয়েছিলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তা সামনে রেখেই এবার গোয়ায় জোরকদমে প্রচারে নেমে পড়ল তৃণমূল ৷ সোমবার রীতিমতো ঢাকঢোল পিটিয়ে বিরাট কর্মসূচির আয়োজন ছিল সেখানে ৷ শেষ মুহূর্তে গোয়া পুলিশ বেঁকে বসায় উৎসাহে খানিকটা ভাঁটা পড়েছিল ৷ কিন্তু সব বাধা অতিক্রম করে শেষমেশ মহা সমারোহেই সেখানে প্রচারপর্বের সূচনা করল জোড়াফুল ৷

28 অক্টোবর গোয়ায় পা রাখছেন মমতা ৷ তার আগে দলের একঝাঁক সাংসদকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন তিনি ৷ নেত্রীর বার্তা, দলের কর্মসূচি, এবং লক্ষ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাঁদের কাঁধে ৷ প্রাথমিক পর্যায়ে সেই কাজ ভাল ভাবেই উতরে দিলেন তৃণমূল নেতৃত্ব ৷ ডাক দিলেন ‘গাইঞ্চি নাভি সকাল’ অর্থাৎ পরিবর্তনের নতুন সকাল আনার ৷

আরও পড়ুন: TMC-Goa: ত্রিপুরার পুনরাবৃত্তি গোয়ায়, তৃণমূলের কর্মসূচিতে বাধা পুলিশের

তৃণমূলের জন্য এ যাবৎ সেখানে জমি তৈরির কাজ সারছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের টিম ৷ তার জন্য জনগণের ‘চার্জশিট’ তৈরি করেন তাঁরা, যাতে গোয়াবাসীর চাওয়া-পাওয়ার উল্লেখ ছিল ৷ সেই চার্জশিটে আগামিদিনে গোয়ার অর্থনীতি, পরিকাঠামোকে আরও মজবুত করার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল ৷ খনিজক্ষেত্রকে দুর্নীতি মুক্ত করে, ভূমিপুত্রের হাতে গোয়ার শাসনভার তুলে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা ৷

বিজেপিকে উৎখাত করার যে লক্ষ্য নিয়ে গোয়ায় এগোচ্ছে তৃণমূল, সেই যাত্রাপথ যে কুসুমাস্তীর্ণ হবে না, তার আঁচ ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন তৃণমূল নেতৃত্ব ৷ তবে দলের সাংসদ সৌগত রায়ের কথায়, ‘‘গোয়ার মানুষ মনস্থির করে ফেলেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ৷’’ সদ্য বিজেপি ছেড়ে জোড়াফুল শিবিরে এসে ওঠা বাবুল সুপ্রিয়ও এদিন গোয়ায় ছিলেন ৷ ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ৷ এদিন কালিকটে নিহত সিদ্ধি নাইকের বাড়িতে যান তাঁরা ৷

আরও পড়ুন: two UP congress leaders join TMC : উত্তরপ্রদেশ কংগ্রেসে ভাঙন, দুই হেভিওয়েট নেতা যোগ দিলেন তৃণমূলে

সিদ্ধির পরিবারের সঙ্গে কথা বলেন তৃণমূল নেতৃত্ব ৷ মেয়ের মৃত্যুর তদন্ত তো সঠিক ভাবে হয়ইনি, প্রতিনিয়ত পুলিশও হেনস্থা করে চলেছে বলে সেখানে তাঁদের কাছে অভিযোগ জানান সিদ্ধির পরিবারের সদস্যরা ৷ শুধু তাই নয়, প্রকৃত অপরাধীদের ধরার পরিবর্তে সিদ্ধির বাবাকেই থানায় 16 ঘণ্টা বসিয়ে রেখে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করে ওই পরিবার ৷

স্থানীয়দের এই অভাব অভিযোগকে সামনে রেখেই এগোতে চাইছে তৃণমূল ৷ মানুষের রায় তাদের পক্ষে যাক বা না যাক, বিনা যুদ্ধে বিজেপিকে মাটি ছাড়তে নারাজ তারা ৷ তাই কম সময়েই ঘর গোছানোর পালা শুরু হয়েছে ৷ তার জন্য বলিউড অভিনেত্রী বর্ষা উসগাঁওকর, নাফিসা আলি এবং প্রয়াত মাহমুদের ছেলে লাকি আলিকেও দলে আনার প্রস্তুতি শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.