ETV Bharat / bharat

Mahua Moitra tweet : গোয়ায় বিজেপিকে হারানোর টুইট বার্তায় কংগ্রেসকে ট্যাগ মহুয়ার ! - tmc goa in charge mahua moitra tags congress in her tweet

গোয়ায় বিজেপিকে হারাতে মরিয়া তৃণমূল কংগ্রেস ৷ এ কথা জানিয়ে টুইট করলেন তৃণমূল কংগ্রেসের গোয়ার দায়িত্বপ্রাপ্ত সাংসদ মহুয়া মৈত্র ৷ কিন্তু এই টুইটে ট্যাগ করা হয়েছে গোয়ার কংগ্রেসকে ৷ তাহলে কি ভোটের আগে বদলেছে ঘাসফুলের মন ? (tmc goa in charge mahua moitra tags congress in her tweet)

Mahua Moitra tweet tags to GoaINCCongress
'টুইট করে গোয়া কংগ্রসকে ট্যাগ করলেন মহুয়া মৈত্র
author img

By

Published : Jan 8, 2022, 9:35 AM IST

গোয়া, 8 জানুয়ারি : আগামী ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা নির্বাচন ৷ এই নির্বাচনকে পাখির চোখ করে গতবছর থেকে পশ্চিমের রাজ্যটিতে নিজেদের সংগঠন মজবুত করতে উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস ৷ দায়িত্ব দেওয়া হয়েছে দলের সাংসদ মহুয়া মৈত্রকে ৷ সেই মহুয়া টুইটারে গোয়া থেকে বিজেপিকে হটানোর রব তুলে টুইট করলেন ৷ লিখলেন, বিজেপিকে হারাতে তৃণমূল কংগ্রেস যা যা সম্ভব, সব কিছু করবে ৷ আপাত সাধারণ মহুয়ার এই টুইট অবশ্য নজর কেড়েছে অন্য জায়গায় ৷ গোয়ায় ঘাসফুলের ইনচার্জ শুক্রবার রাতে করা ওই টুইটে গোয়ার বাকি রাজনৈতিক দলগুলির সঙ্গে কংগ্রেসকেও জুড়ে দিয়েছেন (tmc goa in charge mahua moitra tags congress in her tweet) ৷ আর তাতেই রাজনৈতিক মহলের আলোচ্য বিষয় হয়ে উঠেছে ওই টুইট ৷

মহুয়া মৈত্র টুইটারে লেখেন, "গোয়ায় বিজেপিকে পরাজিত করতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে যা যা সম্ভব, সব কিছু করা হবে ৷" টুইটে গোয়ার কংগ্রেসকেও ট্যাগ করেছেন ৷ কংগ্রেস ছাড়াও তিনি গোয়া ফরওয়ার্ড পার্টি (Goa Forward Party, GFP), এমজিপিকেও ট্যাগ করেছেন ৷

আরও পড়ুন : Abhishek Banerjee Criticises Congress: গোয়ায় কংগ্রেসের মতো ভুল করবে না তৃণমূল : অভিষেক

তাই গোয়ায় কংগ্রেস-তৃণমূল সমীকরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে ৷ তাহলে কি গোয়ায় অন্যতম বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে সুর নরম করছে তৃণমূল কংগ্রেস ৷ যদিও গোয়ায় আসন্ন নির্বাচনে নিজের জায়গা তৈরি করতে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি বা এমজিপি-র (Maharashtrawadi Gomantak Party) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তৃণমূল কংগ্রেস ৷ অন্যদিকে কংগ্রেস জিএফপি-র সঙ্গে জোট গড়েছে ৷ গোয়ার প্রদেশ কংগ্রেস কমিটির (Goa Pradesh Congress Committee president) সভাপতি গিরীশ বলেন, "তৃণমূল কংগ্রেস যে দিন থেকে গোয়ায় এসেছে, তারা কংগ্রেসকে নিশানা করে চলেছে ৷ আগে তাদের পরিষ্কার করে বুঝতে হবে ঠিক কে তাদের বিরোধী, বিজেপি নাকি কংগ্রেস ৷"

এছাড়া টুইটারে মহুয়া উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অতীতেও বিজেপিকে পরাস্ত করেছেন ৷ গোয়াতেও বিজেপিকে হারাতে তিনি বিন্দুমাত্র ভীত নন ৷ গত সেপ্টেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই সফরে গিয়ে কংগ্রেসকে কটাক্ষ করে বলেছিলেন "ইউপিএ সরকারের কোনও অস্তিত্ব নেই ৷" তাতে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে তিক্ততা আরও বেড়েছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় 29 ডিসেম্বর গোয়া যান ৷

গোয়া, 8 জানুয়ারি : আগামী ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা নির্বাচন ৷ এই নির্বাচনকে পাখির চোখ করে গতবছর থেকে পশ্চিমের রাজ্যটিতে নিজেদের সংগঠন মজবুত করতে উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস ৷ দায়িত্ব দেওয়া হয়েছে দলের সাংসদ মহুয়া মৈত্রকে ৷ সেই মহুয়া টুইটারে গোয়া থেকে বিজেপিকে হটানোর রব তুলে টুইট করলেন ৷ লিখলেন, বিজেপিকে হারাতে তৃণমূল কংগ্রেস যা যা সম্ভব, সব কিছু করবে ৷ আপাত সাধারণ মহুয়ার এই টুইট অবশ্য নজর কেড়েছে অন্য জায়গায় ৷ গোয়ায় ঘাসফুলের ইনচার্জ শুক্রবার রাতে করা ওই টুইটে গোয়ার বাকি রাজনৈতিক দলগুলির সঙ্গে কংগ্রেসকেও জুড়ে দিয়েছেন (tmc goa in charge mahua moitra tags congress in her tweet) ৷ আর তাতেই রাজনৈতিক মহলের আলোচ্য বিষয় হয়ে উঠেছে ওই টুইট ৷

মহুয়া মৈত্র টুইটারে লেখেন, "গোয়ায় বিজেপিকে পরাজিত করতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে যা যা সম্ভব, সব কিছু করা হবে ৷" টুইটে গোয়ার কংগ্রেসকেও ট্যাগ করেছেন ৷ কংগ্রেস ছাড়াও তিনি গোয়া ফরওয়ার্ড পার্টি (Goa Forward Party, GFP), এমজিপিকেও ট্যাগ করেছেন ৷

আরও পড়ুন : Abhishek Banerjee Criticises Congress: গোয়ায় কংগ্রেসের মতো ভুল করবে না তৃণমূল : অভিষেক

তাই গোয়ায় কংগ্রেস-তৃণমূল সমীকরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে ৷ তাহলে কি গোয়ায় অন্যতম বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে সুর নরম করছে তৃণমূল কংগ্রেস ৷ যদিও গোয়ায় আসন্ন নির্বাচনে নিজের জায়গা তৈরি করতে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি বা এমজিপি-র (Maharashtrawadi Gomantak Party) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তৃণমূল কংগ্রেস ৷ অন্যদিকে কংগ্রেস জিএফপি-র সঙ্গে জোট গড়েছে ৷ গোয়ার প্রদেশ কংগ্রেস কমিটির (Goa Pradesh Congress Committee president) সভাপতি গিরীশ বলেন, "তৃণমূল কংগ্রেস যে দিন থেকে গোয়ায় এসেছে, তারা কংগ্রেসকে নিশানা করে চলেছে ৷ আগে তাদের পরিষ্কার করে বুঝতে হবে ঠিক কে তাদের বিরোধী, বিজেপি নাকি কংগ্রেস ৷"

এছাড়া টুইটারে মহুয়া উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অতীতেও বিজেপিকে পরাস্ত করেছেন ৷ গোয়াতেও বিজেপিকে হারাতে তিনি বিন্দুমাত্র ভীত নন ৷ গত সেপ্টেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই সফরে গিয়ে কংগ্রেসকে কটাক্ষ করে বলেছিলেন "ইউপিএ সরকারের কোনও অস্তিত্ব নেই ৷" তাতে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে তিক্ততা আরও বেড়েছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় 29 ডিসেম্বর গোয়া যান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.