ETV Bharat / bharat

Goa TMC : গোয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি তৃণমূলের - Goa CM

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের পদত্যাগ দাবি করল তৃণমূল কংগ্রেস ৷ সোমবার রাতে এই দাবিতে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন বঙ্গের শাসক দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷

tmc demands resignation of goa cm pramod sawant
Goa TMC : গোয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি তৃণমূলের
author img

By

Published : Oct 26, 2021, 12:33 PM IST

Updated : Oct 26, 2021, 1:15 PM IST

কলকাতা, 26 অক্টোবর : গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের (Pramod Sawant) পদত্যাগ দাবি করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ সোমবার রাতে এই দাবিতে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন বঙ্গের শাসক দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien) ৷

আরও পড়ুন : TMC-Goa: জোড়াফুলে নাম লেখাচ্ছেন লাকি আলি! গোয়ায় প্রচার শুরু তৃণমূলের

তাঁর অভিযোগ, দুর্নীতিতে মদত দিচ্ছেন গোয়ার মুখ্যমন্ত্রী ৷ তাই 72 ঘণ্টার মধ্যে গোয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে ৷ তাছাড়া দুর্নীতির তদন্ত করাতে হবে সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে ৷ এই দাবি তুলেছেন রাজ্যসভায় তৃণমূলের এই সাংসদ ৷

তাঁর দাবি, প্রমোদ সাওয়ান্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন সত্যপাল মালিক ৷ যিনি বর্তমানে মেঘালয়ের রাজ্যপাল ৷ আর তার আগে গোয়ার রাজ্যপাল ছিলেন ৷ সেই সময়ই সত্যপাল মালিক প্রমোদ সাওয়ান্তের দুর্নীতির বিষয় জানতে পারেন ৷

আরও পড়ুন : Amarinder Singh: বুধবারই নয়া দলের ঘোষণা করতে পারেন অমরিন্দর, দোলাচল অব্যাহত কংগ্রেসে

ডেরেকের দাবি, এই অভিযোগ সামনে আসার পর বিজেপির উচিত ছিল গোয়ার মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া ৷ তা না করে, উল্টে বদলি করা হল সত্যপাল মালিককে ৷ তাঁর বক্তব্য, স্বাধীনতার পরে এই ধরনের গুরুতর ঘটনা আর ঘটেনি, যেখানে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন একটি অভিযোগ করেছেন ৷

প্রসঙ্গত, আগামী 28 অক্টোবর গোয়া সফরে যাওয়ার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তার জন্য ওই রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যানার দিয়েছিল তৃণমূল ৷ কিন্তু মঙ্গলবার সকালে অধিকাংশ জায়গায় সেই ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ এই নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন ডেরেক ৷ মঙ্গলবার সকালে এই নিয়ে একটি ট্যুইট করেছেন তিনি ৷

  • COWARDS. BJP defaces all communication featuring @MamataOfficial across Goa days before her visit.

    They miss the point.

    Contracts state that liability from such damage is the vendors,who are fellow Goans.Why hurt Goemkar enterprise? This State deserves better #GoenchiNaviSakal pic.twitter.com/YOfbUZaDJq

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) October 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি দ্রুত রেকর্ডের নির্দেশ সুপ্রিম কোর্টের

কলকাতা, 26 অক্টোবর : গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের (Pramod Sawant) পদত্যাগ দাবি করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ সোমবার রাতে এই দাবিতে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন বঙ্গের শাসক দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien) ৷

আরও পড়ুন : TMC-Goa: জোড়াফুলে নাম লেখাচ্ছেন লাকি আলি! গোয়ায় প্রচার শুরু তৃণমূলের

তাঁর অভিযোগ, দুর্নীতিতে মদত দিচ্ছেন গোয়ার মুখ্যমন্ত্রী ৷ তাই 72 ঘণ্টার মধ্যে গোয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে ৷ তাছাড়া দুর্নীতির তদন্ত করাতে হবে সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে ৷ এই দাবি তুলেছেন রাজ্যসভায় তৃণমূলের এই সাংসদ ৷

তাঁর দাবি, প্রমোদ সাওয়ান্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন সত্যপাল মালিক ৷ যিনি বর্তমানে মেঘালয়ের রাজ্যপাল ৷ আর তার আগে গোয়ার রাজ্যপাল ছিলেন ৷ সেই সময়ই সত্যপাল মালিক প্রমোদ সাওয়ান্তের দুর্নীতির বিষয় জানতে পারেন ৷

আরও পড়ুন : Amarinder Singh: বুধবারই নয়া দলের ঘোষণা করতে পারেন অমরিন্দর, দোলাচল অব্যাহত কংগ্রেসে

ডেরেকের দাবি, এই অভিযোগ সামনে আসার পর বিজেপির উচিত ছিল গোয়ার মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া ৷ তা না করে, উল্টে বদলি করা হল সত্যপাল মালিককে ৷ তাঁর বক্তব্য, স্বাধীনতার পরে এই ধরনের গুরুতর ঘটনা আর ঘটেনি, যেখানে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন একটি অভিযোগ করেছেন ৷

প্রসঙ্গত, আগামী 28 অক্টোবর গোয়া সফরে যাওয়ার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তার জন্য ওই রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যানার দিয়েছিল তৃণমূল ৷ কিন্তু মঙ্গলবার সকালে অধিকাংশ জায়গায় সেই ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ এই নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন ডেরেক ৷ মঙ্গলবার সকালে এই নিয়ে একটি ট্যুইট করেছেন তিনি ৷

  • COWARDS. BJP defaces all communication featuring @MamataOfficial across Goa days before her visit.

    They miss the point.

    Contracts state that liability from such damage is the vendors,who are fellow Goans.Why hurt Goemkar enterprise? This State deserves better #GoenchiNaviSakal pic.twitter.com/YOfbUZaDJq

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) October 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি দ্রুত রেকর্ডের নির্দেশ সুপ্রিম কোর্টের

Last Updated : Oct 26, 2021, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.