ETV Bharat / bharat

Babul Supriyo on his win : ‘পোয়েটিক জাস্টিস’, আসানসোল-বালিগঞ্জে জয়ে উচ্ছ্বসিত বাবুুল - TMC candidate Babul Supriyo wins in Ballygunge Assembly Constituency

20 হাজার 56 ভোটে বাবুল হারিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বীকে (TMC candidate Babul Supriyo wins in Ballygunge Assembly Constituency) ৷ দল জিতেছে তাঁর ছেড়ে আসা আসানসোল কেন্দ্রেও ৷

Babul Supriyo
আসানসোল-বালিগঞ্জে জয়ে উচ্ছ্বসিত বাবুুল
author img

By

Published : Apr 16, 2022, 3:27 PM IST

Updated : Apr 16, 2022, 4:39 PM IST

কলকাতা, 16 এপ্রিল : 20 হাজার 228 ভোটে হারিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সায়রা শাহ হালিমকে (TMC candidate Babul Supriyo wins in Ballygunge Assembly Constituency) ৷ দল জিতেছে তাঁর ছেড়ে আসা আসানসোল কেন্দ্রেও ৷ ফলে স্বভাবতই উচ্ছ্বসিত বাবুল সুপ্রিয় ৷ এই জয় ‘পোয়েটিক জাস্টিস’ বলে জানালেন বালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ক ৷

ভোটের আগে বিজেপি ছেড়ে আসা বাবুলের দাবি ছিল, বালিগঞ্জে এবারেও ঘাসফুল ফোটাবেন তিনি ৷ প্রয়াত সুব্রতকে ছুঁতে না পারলেও অন্তত 40 হাজার ভোটের ব্যবধানে হারাবেন বিরোধী প্রার্থীকে ৷ দল তাঁকে প্রার্থী করার পর রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলেছিলেন, বালিগঞ্জে শেষ হাসি হাসবেন বাবুলই ৷ গত বিধানসভা নির্বাচনে দলের ভোটের হার 25 শতাংশ বাড়িয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায় ৷ বালিগঞ্জে বাবুলের জয় নিয়ে সংশয় না থাকলেও মনে করা হচ্ছিল, বিজেপি ভালই লড়াই দেবে ৷

এদিন প্রথমটা পূর্বাভাস মিললেও দ্বিতীয়টা মিলল না ৷ 6 শতাংশ ভোটও পেলেন না বিজেপির কেয়া ঘোষ ৷ জামানত খুইয়ে অনেক পিছনে থেকে তৃতীয় স্থানে শেষ করলেন গেরুয়া শিবিরের প্রার্থী ৷ অন্যদিকে জিতলেও প্রায় 55 হাজারের বেশি ভোট কমেছে তৃণমূলের ৷ সংখ্যালঘুরা মুখ ফিরিয়েছেন জোড়াফুল থেকে ৷ যদিও আসানসোলের ফলাফল অবশ্য উল্টো কথা বলছে ৷ ঐতিহাসিক জয়ে তৃণমূলকে ‘বহিরাগত’ শত্রুঘ্ন সিনহা শুধু স্বস্তিই দিলেন না, প্রায় তিন লক্ষাধিক ভোটে জিতেছেন ‘বিহারীবাবু’ ৷

আরও পড়ুন : আসানসোলে তৃণমূলের সুনামি, খড়কুটো বিজেপি

ফলে টুইটে বাবুল উচ্ছ্বাস প্রকাশ করলেও আসানসোলের জয়ে প্রাক্তনীর কতটা কৃতিত্ব রয়েছে, তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল ৷ বরং অনেকেরই অভিমত, বালিগঞ্জ-জয়েও কাঁটার খচখচানি রয়ে গেল তৃণমূলের অন্দরে ৷ ভোট শতাংশ কমার পাশাপাশি সংখ্যালঘুদের দূরে সরে যাওয়াটা রক্তচাপ বৃদ্ধি করতে পারে শাসক শিবিরের ৷

কলকাতা, 16 এপ্রিল : 20 হাজার 228 ভোটে হারিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সায়রা শাহ হালিমকে (TMC candidate Babul Supriyo wins in Ballygunge Assembly Constituency) ৷ দল জিতেছে তাঁর ছেড়ে আসা আসানসোল কেন্দ্রেও ৷ ফলে স্বভাবতই উচ্ছ্বসিত বাবুল সুপ্রিয় ৷ এই জয় ‘পোয়েটিক জাস্টিস’ বলে জানালেন বালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ক ৷

ভোটের আগে বিজেপি ছেড়ে আসা বাবুলের দাবি ছিল, বালিগঞ্জে এবারেও ঘাসফুল ফোটাবেন তিনি ৷ প্রয়াত সুব্রতকে ছুঁতে না পারলেও অন্তত 40 হাজার ভোটের ব্যবধানে হারাবেন বিরোধী প্রার্থীকে ৷ দল তাঁকে প্রার্থী করার পর রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলেছিলেন, বালিগঞ্জে শেষ হাসি হাসবেন বাবুলই ৷ গত বিধানসভা নির্বাচনে দলের ভোটের হার 25 শতাংশ বাড়িয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায় ৷ বালিগঞ্জে বাবুলের জয় নিয়ে সংশয় না থাকলেও মনে করা হচ্ছিল, বিজেপি ভালই লড়াই দেবে ৷

এদিন প্রথমটা পূর্বাভাস মিললেও দ্বিতীয়টা মিলল না ৷ 6 শতাংশ ভোটও পেলেন না বিজেপির কেয়া ঘোষ ৷ জামানত খুইয়ে অনেক পিছনে থেকে তৃতীয় স্থানে শেষ করলেন গেরুয়া শিবিরের প্রার্থী ৷ অন্যদিকে জিতলেও প্রায় 55 হাজারের বেশি ভোট কমেছে তৃণমূলের ৷ সংখ্যালঘুরা মুখ ফিরিয়েছেন জোড়াফুল থেকে ৷ যদিও আসানসোলের ফলাফল অবশ্য উল্টো কথা বলছে ৷ ঐতিহাসিক জয়ে তৃণমূলকে ‘বহিরাগত’ শত্রুঘ্ন সিনহা শুধু স্বস্তিই দিলেন না, প্রায় তিন লক্ষাধিক ভোটে জিতেছেন ‘বিহারীবাবু’ ৷

আরও পড়ুন : আসানসোলে তৃণমূলের সুনামি, খড়কুটো বিজেপি

ফলে টুইটে বাবুল উচ্ছ্বাস প্রকাশ করলেও আসানসোলের জয়ে প্রাক্তনীর কতটা কৃতিত্ব রয়েছে, তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল ৷ বরং অনেকেরই অভিমত, বালিগঞ্জ-জয়েও কাঁটার খচখচানি রয়ে গেল তৃণমূলের অন্দরে ৷ ভোট শতাংশ কমার পাশাপাশি সংখ্যালঘুদের দূরে সরে যাওয়াটা রক্তচাপ বৃদ্ধি করতে পারে শাসক শিবিরের ৷

Last Updated : Apr 16, 2022, 4:39 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.